ছবিতে বর্ষা মৌসুমের সৌন্দর্য।
বন্ধু ফেরদৌস আর রাসেলের সাথে ঘুরতে বের হয়ে হঠাৎ করে বৃষ্টির ভিতর আটকা পড়ে ছিলাম। যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে সামনের দিকে বিলের মতো একটা জায়গা ছিলো। সেদিকে তাকিয়ে দেখি আকাশের রংধনু সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর রংধনু দেখে অনেক ভালো লাগছিলো। তিন বন্ধু মুগ্ধ বিস্ময়ে রংধনুর দিকে তাকিয়ে ছিলাম। রংধনুর রং গুলো যদিও ছবিতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা সামনে থেকে বেশ গাঢ়ো রংধনু দেখতে পেয়েছিলাম। এমনটা জীবনে এর আগে কখনো দেখিনি। শুধু আমরাই না আমাদের আশেপাশে যারা ছিলো তারাও সবাই মুগ্ধ বিস্ময়ে এই রংধনুর দিকে তাকিয়ে ছিলো।
এখন ছবিতে আপনারা মাছ ধরার একটা ভেসাল দেখতে পাচ্ছেন। বর্ষা মৌসুমে আমাদের এলাকাতে মাছ ধরার এই সিস্টেমটা প্রচুর দেখা যায়। অন্যান্য এলাকাতে এটাকে কি নামে ডাকে সেটা জানিনা। তবে এই ভেসাল থেকে পাওয়া মাছগুলো খেতে বেশ সুস্বাদু হয়। সাধারণত নদীতে বা খালে বিলে এই ধরনের ভেসাল পেতে রাখা হয় মাছ ধরার জন্য।
আমাদের শহরে নতুন একটা সুইচ গেট তৈরি করা হয়েছে। সুইচ গেট তৈরি করার সাথে সাথে সেখানে দর্শনার্থীদের বসার জন্য একটা জায়গা তৈরি করা হয়েছে। এখন সেই জায়গাটা শহরের মানুষজনের আড্ডার কেন্দ্রে পরিণত হয়েছে। বিকালে অনেকেই বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন বা পরিবার নিয়ে সেখানে ঘুরতে চলে আসে। আর যদি আবহাওয়া একটু ভালো হয় তাহলে তো কথাই নেই। সেখানে এসে অনেকে নৌকায় করে নদীতে ঘুরে বেড়ায়। ছবিতে আপনারা সেই রকম কয়েকটি নৌকা দেখতে পাচ্ছেন।
এখন ছবিতে আপনারা একটি গ্রামীন রাস্তা দেখতে পাচ্ছেন। যদিও পাকা রাস্তাটা দেখে বোঝার উপায় নেই এই রাস্তাটা গ্রামের পাশ দিয়ে চলে গিয়েছে। তবে খেয়াল করে দেখুন রাস্তার দুপাশের সবুজ প্রকৃতি। বর্ষার এই মৌসুমে প্রকৃতি যেন গাঢ়ো সবুজ রঙে রাঙিয়ে উঠেছে। এইসময়ের গ্রামীণ প্রকৃতি দেখতে সবচাইতে বেশি সুন্দর লাগে। এই কারণেই আমি বছরের এই সময়টাতে গ্রামের দিকে ঘুরতে যেতে বেশি পছন্দ করি। ঘুরতে বের হয়ে হঠাৎ করে রাস্তার দিকে চোখ পড়তেই দেখি দৃশ্যটা দারুন লাগছে। তাই আর দেরি না করে ঝটপট একটি ছবি তুলেছিলাম।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i |
---|---|
ফটোগ্রাফার | @rupok |
স্থান | ফরিদপুর |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার কাছেও বেশ পছন্দের ভাইয়া বর্ষা সিজন। কেন জানিনা শীতকাল এবং বর্ষা ঋতু খুবই পছন্দের। বিশেষ করে বর্ষাকালের বৃষ্টি গুলোতে সময় কাটাতে অনেক পছন্দ করি। আর বর্ষাকালের প্রকৃতি তো অনেক সুন্দর। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে রংধনুর দৃশ্যটা ভীষণ ভালো লেগেছে। আপনি তো বেশ সৌন্দর দৃশ্য দেখতে পেরেছেন। আর এমন সুন্দর পরিবেশে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। দুর্দান্ত ফটোগ্রাফি করলেন আপনি ধন্যবাদ আপনাকে।
আরে বাহ! আপনার ছবিতে বেশ অনেক দিন পর এমন রংধনু দেখলাম ভাই। শহরে তো এমন খোলা আকাশ ই পাওয়া যায় না, রঙধনু আর কীভাবে দেখবো। মাছ ধরার ওটাকে যে ভেসাল বলে সেটাও জানতাম না, তবে অনেক দেখা যায় গ্রামের দিকে।
ভাইয়া আপনার নতুন মোবাইলটি হারিয়ে গিয়েছে শুনে খুবই খারাপ লাগলো। মোবাইল ফোন হারিয়ে গেলে অনেক খারাপ লাগে। এই বর্ষার মৌসুমে সবকিছুর পরিবর্তন হয়। আর এই সময় বাহিরে ঘোরাঘুরি করতে ভালো লাগে। আর ছবি তুলতেও ভালো লাগে ভাইয়া।
আমার নতুন মোবাইলের ডিসপ্লে তে গ্রীন এবং পিংক লাইন পড়েছে বলে,আপনার মতো আমাকেও এখন পুরনো মোবাইলটা ইউজ করতে হচ্ছে। যাইহোক বর্ষাকালীন সৌন্দর্য দেখতে সত্যিই খুব ভালো লাগে। ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই। বিশেষ করে রংধনু দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে দীর্ঘ দিন পর রংধনু দেখার সুযোগ হলো। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।