মেয়ের খেলনা কেনার বায়না পূরণ।

in আমার বাংলা ব্লগ18 days ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গতকাল বিকেলে জরুরি একটি কাজে বাইরে বের হয়েছিলাম। কাজটা শেষ করে যখন বাসায় ফিরবো তখন হঠাৎ করে দেখতে পেলাম আমার স্ত্রী আমাকে ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আমার মেয়ের গলা শুনতে পেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার কেনো ফোন দিয়েছো? তখন মেয়ে আমাকে বলল আমাকে নিয়ে আজকে বাইরে যাওয়ার কথা না? তুমি এখনো বাসায় ফিরছো না কেনো? তখন আমার মনে পড়লো সন্ধ্যার সময় তো মেয়েকে নিয়ে বাইরে যাওয়ার কথা ছিলো।

IMG_20240512_193307.jpg

কিছুদিন আগে আমার মেয়ের রেজাল্ট হয়েছে। পরীক্ষায় সে ফার্স্ট হয়েছে। ভালো রেজাল্ট করার জন্য সে আমার কাছ থেকে এবং তার মার কাছ থেকে ওয়াদা নিয়েছিলো তাকে বাইরে খেতে নিয়ে যেতে হবে। সাথে গিফট ও কিনে দিতে হবে। যেহেতু আগের দিন আমরা বাইরে গিয়ে খাওয়া-দাওয়া করেছি। তাই পরদিন সে গিফট কেনার জন্য বায়না ধরেছে। আমি ফোন করে আমার স্ত্রীকে বললাম তাহলে তুমি মেয়েকে নিয়ে গিয়ে গিফট কিনে দাও। আমি এখন বাসায় ফিরছি। তবে এই কথা বলার কিছুক্ষণ পরেই মনে হল যেহেতু ওরা আসছে আর আমিও মার্কেটে রয়েছি। তাই একসাথে কেনাকাটা করেই বাসায় ফিরি। কারণ ইতিমধ্যে সন্ধ্যা পার হয়ে গিয়েছে। সন্ধ্যার পরে আমি ওদেরকে কখনো একা বাইরে থাকতে দিতে চাই না।


IMG_20240512_193432.jpg

যাই হোক আমি কিছুক্ষণ অপেক্ষা করে আমার স্ত্রীকে ফোন দিলে সে জানালো তারা মার্কেটে চলে এসেছে। কেনাকাটার জন্য আমার মেয়ের পছন্দের একটি জায়গা হচ্ছে 1 টু 99 শপ। তাই তারা সরাসরি সেখানেই গিয়েছে। আমি যখন ফোন দিয়ে জানতে পারলাম তারা সেখানে পৌঁছে গিয়েছে। আমিও দ্রুত সেখানে চলে গেলাম। গিয়ে দেখলাম মেয়ে খেলনা দেখছে কেনাকাটার জন্য। তবে অনেকক্ষণ পার হয়ে গেলেও দেখি তার কোন কিছুই পছন্দ হচ্ছে না। কারণ সে যেটাই পছন্দ করছিল সেটা আবার আমাদের কাছে ভালো লাগছিলো না।


IMG_20240512_193435.jpg

শেষ পর্যন্ত অনেকক্ষণ ঘোরাফেরার পরে সে কয়েকটা খেলনা কিনলো। পরে আরো কিছু টুকিটাকি কেনাকাটা করলো। কেনাকাটা শেষ হলে আমরা সেখান থেকে বের হয়ে গেলাম। আমি সাধারণত পরিবার নিয়ে বাইরে বের হলে হালকা কিছু খাওয়া দাওয়া করি। তবে যেহেতু আগের দিন খাওয়া দাওয়া করেছিলাম। তাই সেদিন আর তাদের খাওয়া দাওয়া করার খুব একটা ইচ্ছা ছিলো না। তাই আর দেরি না করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসHONOR 90
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 18 days ago 

প্রথমে আপনার মেয়ের কে অভিনন্দন জানাচ্ছি পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য। সেই সাথে তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক এটাই কামনা করছি। আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন সন্ধ্যার পর মেয়ে মানুষদের বাইরে একা ছাড়তে নেই। ১টু ৯৯ এ সব রকমের পণ্য পাওয়া যায় তাই হয়তো আপনার মেয়ে এই সপ টাতে কেনাকাটা করতে বেশি আগ্রহী। মেয়ের খেলনা কেনাকাটা নিয়ে সুন্দর অনুভূতি শেয়ার করেছেন ভাইয়া ধন্যবাদ।

 18 days ago 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখেই আসলে তাদেরকে আমি সন্ধার পরে বাইরে একা ছাড়তে চাই না। ধন্যবাদ আপনাকে।

 18 days ago 

ঘরে যতই খেলনা থাকুক না কেনো, বাচ্চাদেরকে নতুন খেলনা কিনে দিতেই হয়। আর বাচ্চারা নতুন খেলনা পেলে ভীষণ খুশি হয়। যাইহোক আপনার মেয়ে ভালো রেজাল্ট করেছে, জেনে খুব ভালো লাগলো ভাই। আর সেজন্য তাকে খেলনা কিনে দিয়েছেন, এটা জেনে আরও বেশি ভালো লাগলো। ৯৯ শপ থেকে টুকিটাকি কিছু কিনতে আমারও খুব ভালো লাগে। কারণ অনেক আনকমন জিনিসপত্র দেখা যায়। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 17 days ago 

মেয়ে ভালো রেজাল্ট করে বাবা মা কে ওয়াদা করিয়েছে, বাহিরে খেতে নিয়ে যেতে হবে আর গিফট কিনে দিতে হবে, বাহ দারুন তো বিষয়টা। আপনার মেয়ের এই বায়নার কথা শুনে সত্যিই খুব ভালো লেগেছে। সন্তানের সম্পর্ক তার বাবা-মায়ের সাথে এমনই বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। যাক অবশেষে আপনার মেয়ের সে বায়না পূরণ করেছেন দেখে খুব ভালো লাগলো। আগের দিন খাওয়া দাওয়া করিয়েছেন আর পরের দিন তাকে নিয়ে মার্কেটে গিয়ে গিফট কিনেছেন দেখেও খুব ভালো লাগলো। তাছাড়া তার পছন্দের সবকিছু করেছে দেখে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 17 days ago 

বাবা হিসেবে সবাই তার সন্তানকে খুশি দেখতে চায় ভাই। আপনার মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়েছে এটা শুনে অনেক বেশি খুশি হলাম। তবে সেই উপলক্ষে তো খেলনা অনেক আগেই কিনে দেওয়া উচিত ছিল। তারপরও শত ব্যস্ততার মাঝে আপনার মেয়েকে নিয়ে খেলনা কিনতে গেছেন এবং তাকে খেলনা কিনেও দিয়েছেন, যেটা শুনে খুব খুশি হলাম। কিছুদিন আগেও একটা পোস্টে আমি ১ টু ৯৯ শপ এর কথা শুনেছিলাম। ওখানে নাকি বেশ ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় অল্প দামে।

 16 days ago 

দাদা, আপনার মেয়ে যেহেতু পরীক্ষায় ফার্স্ট হয়েছে সে ক্ষেত্রে খেলনা তো অনেক আগেই কিনে দেয়া উচিত ছিল। হা হা হা... তবে বাচ্চাদের একটা ব্যাপার আছে যেটা আমার কাছে খুব ভালো লাগে, সেটা হল তাদের যতই ঘরে খেলনা থাকুক না কেন, আবার নতুন করে খেলনা কিনে দিতে হয়। যাইহোক, অনেক ঘোরাঘুরির পরে যে আপনার মেয়ের খেলনা পছন্দ হয়েছে শেষ পর্যন্ত, এটাই তো বড় কথা। আসলে আমাদের পরিবার খুশি থাকলে আমরা খুশি থাকি। অনেক ভালো লাগলো দাদা আপনার এই পোস্ট টি পড়ে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68609.44
ETH 3824.89
USDT 1.00
SBD 3.63