এলাকার বন্ধুদের সাথে পদ্মার চরে ঘোরাফেরা ও টুকিটাকি কেনাকাটা ( শেষ পর্ব)।
আমরা কলা কিনেছিলাম সেখান থেকে মাত্র ২৫ টাকা হালি। অথচ শহরে ওই সাইজের কলা প্রতিহালি বিক্রি হয় ৪০ টাকায়। সেই বিক্রেতার কাছ থেকে কলা কিনে আমরা সকলে দারুন খুশি ছিলাম। যাই হোক কলা কেনা শেষ হলে তখন আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেদিকে সবাই মনোযোগ দিলো। ফার্মের দায়িত্বে যে লোকটা ছিল তাকে বলা হলো তাড়াতাড়ি দুধ নিয়ে আসতে। কারণ ততক্ষণে গরুর কাছ থেকে দুধ সংগ্রহ করা হয়ে গেছে। তিনি একটি বালতিতে করে দুধ এনে সবাইকে মেপে দিতে লাগলেন। তবে মাপার জন্য তার কাছে তেমন কিছু ছিলো না। সেজন্য আমরা একটা এক লিটারের বোতলকে মাপার পাত্র হিসেবে বেছে নিলাম। যেহেতু আমার বাসায় তার আগে দিন পাঁচ লিটার দুধ কেনা হয়েছে তাই আমি আর সেদিন সেখান থেকে দুধ কিনি নাই। তবে আমার সাথে যে বন্ধুরা গিয়েছিলো তারা সবাই সেখান থেকে দুধ কিনেছিলো। দুধটা দেখে মনে হচ্ছিলো এটা খেতে অনেক ভালো হবে। সদ্য গরুর থেকে সংগ্রহ করা টাটকা খাঁটি দুধ এটার সাদ আসলেই অনেক ভালো হয়।
সেখান থেকে দুধ কেনা হলেও আমার মন পড়েছিলো বিভিন্ন জাতের আমের দিকে। আমি পরিকল্পনা করে রেখেছি আরো কিছুদিন পর আবার সেই ফার্মে যাবো। যদি সেখানকার গাছের আমগুলো পেকে যায় তাহলে সেখান থেকে কিছু আম কিনবো। কারণ সেই ফার্মের ভেতরে আমি বেশ কিছু ভিন্ন প্রজাতির আম দেখেছি। যাই হোক সেখান থেকে দুধ কেনা হলে আমরা আবার ঘাটের দিকে ফিরতে লাগলাম। কিন্তু এর ভিতরে আমাদের এক বন্ধু জানালো তার আরো কিছু দুধ লাগবে। আমরা যে ফার্মে গিয়েছিলাম তাদের কাছ থেকে সমস্ত দুধ আমরা কিনে নিয়েছিলাম। কিন্তু তাতেও আমার বন্ধুদের চাহিদা পূরণ হয়নি। তখন তারা অন্য আরেকটা বাড়িতে গেলো দুধ কেনার জন্য। আর এদিকে আমি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে পৌঁছে গেলাম। আমি পৌঁছানোর কিছুক্ষণ পরে তারা ফোন দিয়ে জানালো যে তাদের আসতে কিছুটা দেরি হবে। যাই হোক আমি তাদের জন্য বসে অপেক্ষা করছিলাম।
অবশ্য আমাকে সেখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আমার বন্ধুরা আধা ঘন্টার ভেতরেই নদীর ঘাটে চলে এসেছিলো। ওরা আসতেই আমরা ঘাটে দাঁড়িয়ে খেয়া নৌকার জন্য অপেক্ষা করতে লাগলাম। নৌকা আসতেই আমরা সেটাতে উঠে বসলাম। নৌকায় উঠে যখন ওপারে পৌঁছে গিয়েছি তখন খেয়াল করে দেখি কিছু ছেলে বল নিয়ে পানির ভেতরে নেমে খেলছে। দেখে আমি আমার বন্ধুদের কে প্রস্তাব দিলাম চলো সবাই গোসল করে যাই। কিন্তু সাথে কোন বাড়তি কাপড় না থাকায় সবাই রাজি থাকা সত্ত্বেও আমাদের গোসল করা হোলো না। তবে আরেকদিন সবাই মিলে গোসল করতে আসবো এই পরিকল্পনা করে সেদিনের মতো সবাই বাড়ি ফিরে গেলাম।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90 |
---|---|
ফটোগ্রাফার | @rupok |
স্থান | ফরিদপুর |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
সবরি কলা খেতে অনেক ভালো লাগে। তবে শহরের তুলনায় গ্রামের দিকে কিংবা চর অঞ্চলগুলোতে এই কলাগুলোর দাম অনেকটাই কম। আর একেবারে ফ্রেশ কলা পাওয়া যায়। এছাড়া গ্রামের দিকের ফার্ম গুলো থেকে টাটকা এবং ভালো দুধ সংগ্রহ করা যায়। যেহেতু আপনি আগের দিন বেশ কিছু দুধ কিনেছিলেন তাইতো সেখান থেকে নতুন করে দুধ না কিনে ভালোই করেছেন ভাইয়া। দুধ বেশিদিন সংরক্ষণ করা থাকলে টেস্ট নষ্ট হয়ে যায়। আম পাকার পর আবারও সেখানে গেলে অনেক ভালো আম কিনতে পারবেন ভাইয়া। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
ভাই আপনার মতো আমারও সবরি কলা ভীষণ পছন্দ। কলা গুলোর সাইজ তো দেখছি আসলেই খুব বড়। আমাদের এখানে সবরি কলা ৪০/৫০ টাকা হালি বিক্রি করে। যাইহোক গরুর ফার্মে গিয়ে আপনার বন্ধুরা একেবারে ফ্রেশ দুধ কিনতে পেরেছে। এমন ফ্রেশ দুধ খাওয়ার মজাই আলাদা। সবাই মিলে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন ভাই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।