দুর্নীতিবাজ ও আমাদের নষ্ট সিস্টেম।

in আমার বাংলা ব্লগ3 days ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


দেশের বাইরে থাকার কারণে গত বেশ কিছুদিন যাবৎ দেশের খবর খুব একটা রাখা হচ্ছে না। এমনিতে আমি রেগুলার দেশের খবর গুলো রাখার চেষ্টা করি। তবে সৌদি আরব আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে আমার দেশের খবর পাওয়ার প্রধান ভরসা। আপনারা জানেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবরকম খবর পাওয়া যায়। গত কয়েকদিন ধরে দেশের সবচাইতে আলোচিত ইস্যু হচ্ছে পিএসসির কর্মকর্তাদের প্রশ্ন ফাঁসের দুর্নীতি। এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কিছু মানুষের নাম এসেছে। তাদের পদবী এবং সম্পদের পরিমাণ দেখে সকলের চক্ষু চড়ক গাছ। সবাই এই দুর্নীতিবাজদের সম্পদের হিসাব করছেন। কিন্তু আমি করছি অন্য হিসাব। এই লোকেদেরকে টাকা দিয়ে যারা উচ্চ পদে চাকরি নিয়েছেন। তাদের থেকে দেশ কি পাবে? তারা দেশকে কতোটা সার্ভিস দিতে পারবেন সেই হিসাব কি আমরা কেউ করছি? কারণ এদের মাধ্যমে দুর্নীতি করে সরকারি সব উচ্চপদস্থ কর্মকর্তা বনে গিয়েছেন অনেক অযোগ্য এবং অদক্ষ লোক।

1000008851.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

তাদের কাছ থেকে দেশ কি পেতে পারে? আর যেসব শিক্ষার্থীরা প্রশ্ন কিনে উচ্চ পদস্থ কর্মকর্তা বনে গেলেন তাদের গার্জিয়ানদের কথাও আমাদের চিন্তা করা উচিত। কারণ এরাও সমাজ নষ্ট হওয়ার পেছনের অন্যতম কারিগর। সন্তানকে যদি তারা টাকা দিয়ে অবৈধ কাজ করতে উৎসাহিত না করতো। তাহলে আজকে আবেদ আলী রাও এতোটা সুবিধা করতে পারত না। তাই দুর্নীতিবাজ পিএসসির কর্মকর্তাদের খুঁজে বের করার সাথে সাথে যে সমস্ত লোকজন দুর্নীতির মাধ্যমে চাকরি নিয়েছেন। এবং যে সমস্ত লোকজন তাদের টাকার যোগান দিয়েছেন। তাদের সবাইকেই খুজে বের করতে হবে। এদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে প্রয়োজন এই সমস্ত দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কট করা। কারণ আমরা দেখেছি দেশের দুর্নীতিবাজদের আসলে খুব একটা সমস্যা হয় না। এই বিষয়টা নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে। এজন্য আমরা তাদের কথা বলছি।


কিন্তু অল্প কয়েকদিন পরেই দেখবেন আমরা নতুন কিছু নিয়ে কথা বলছি। তখন এই আবেদ আলীদের কথা আমরা ভুলে যাবো। তারাও একসময় স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসবেন। এবং দুর্নীতির মাধ্যমে আয় করা টাকা দিয়ে তারা রাজকীয় জীবনযাপন করবেন। আবার যে সমস্ত শিক্ষার্থীরা ঘুষ দিয়ে সরকারি উচ্চ পদে চাকরি নিয়েছেন তারা লাগামহীন দুর্নীতিতে জড়িয়ে পড়বেন। কারণ তারা চিন্তা করবে তাদের ঘুষের টাকা তো উঠাতে হবে। আর তারা এই চাকরিগুলো নিয়েছেন খারাপ উদ্দেশ্যে। যদি তাদের দেশ সেবা করার মানসিকতা থাকতো তাহলে কখনো তারা দুর্নীতি করে চাকরি নিতো না। দুর্নীতি করে চাকরি নেয়ার কারণ হচ্ছে তাদের ভেতরে দুর্নীতিবাজ মানসিকতা। আর এই সমস্ত লোকজনই পুরো সিস্টেমটাকে নষ্ট করে দেবে। তাই আমাদের সিস্টেমটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আগেই দেশের সমস্ত সাধারণ মানুষকে সচেতন হতে হবে।


কারণ আমরা জানি সরকার এই বিষয়ে আমাদেরকে মোটেই সাহায্য করবে না। এই দুর্নীতির পেছনে সরকারের নিষ্ক্রিয়তা এবং তাদের জড়িত থাকা অনেকটা দায়ী। এই কারণে আসুন আমরা সকলে মিলে সবচাইতে প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে দুর্নীতিবাজ এবং তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করি। তবে হ্যাঁ কোনো দুর্নীতিবাজের পরিবারের সদস্য যদি তার পরিবারের দুর্নীতির কথা ফাঁস করে দেয় সে ক্ষেত্রে তাকে অভিনন্দন জানাতে হবে তার সাহসী কর্মকাণ্ডের জন্য। তাহলে বাকিরা ও তার মতো নিজের পরিবারের দুর্নীতির কথা জানাতে আগ্রহী হবে। আমাদেরকে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে মানুষের বিবেককে জাগ্রত করতে হবে। এই জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু দেশের সাধারণ মানুষকেই করতে হবে। কারণ সরকারের জন্য এই নষ্ট সিস্টেমটা খুবই প্রয়োজনীয়। ঠিক একইভাবে নষ্ট সিস্টেমটা জনগণের জন্য খুবই কষ্টের। তাই আসুন আর ঘরে বসে না থেকে ঘুষ আর দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলি।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

আমাদের দেশের মতো এতো দুর্নীতি বিশ্বের অন্য কোনো দেশে হয় না। এমন কোনো সেক্টর বাদ নেই, যেখানে দুর্নীতি হয় না। আবেদ আলী এবং তার সাথে জড়িত সকল দুর্নীতিবাজদেরকে চরম শিক্ষা দেওয়া উচিত। তাদের কারণে যোগ্য প্রার্থীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। তাইতো প্রতিটি সরকারি অফিসে ঘুষের ছড়াছড়ি। আমাদের সবার উচিত দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 yesterday 

সরকারের কথা বললেন ভাই তাহলে বলি যখন আপনি নিজেই প্রশ্নবিদ্ধ যখন আপনার নিজেরই দূর্বলতা আছে তখন আপনি অন‍্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ একটু কমই করবেন ব‍্যবস্থা একটু কমই নেবেন হা হা। আমাদের পুরো সিস্টেম টাই এলোমেলো ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62907.89
ETH 3379.73
USDT 1.00
SBD 2.50