রেনডম ফটোগ্রাফি পোস্ট।

in আমার বাংলা ব্লগ10 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আজকে অনেকদিন পর মনে হোলো একটা ফটোগ্রাফি পোস্ট করি। গত কয়েকদিনে কিছু ঘোরাফেরা করেছি। সাথে আগেকার ঘোরাফেরার বেশ কিছু ছবি রয়ে গিয়েছে। আসলে এখন এত ছবি তোলা হয় যে সব ছবি শেয়ার করা সম্ভব হয় না। ছবি তুলতে তুলতে ফোনের মেমোরির জায়গা প্রায় শেষ। একটা সময় ছিলো যখন ছবি তোলাটা এত সহজ ছিল না। তখন মানুষের হাতে মোবাইল ক্যামেরা এসে পৌঁছায়নি। তখন খুব কম মানুষের কাছেই ক্যামেরা থাকতো। দেখা গেলো যাদের কাছে ক্যামেরা থাকতো তাদের কাছের আত্মীয়-স্বজনেরা বিভিন্ন অনুষ্ঠানে তাদের কাছ থেকে ক্যামেরা নিয়ে ছবি তুলতো। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গিয়েছে সম্পূর্ণ অন্যরকম। এখন সবার হাতে হাতে ক্যামেরা। সবাই এখন ফটোগ্রাফার হয়ে গিয়েছে। তবে ছবিগুলোর আর আগেকার মতো কদর নেই। আগে আমরা যখন ক্যামেরায় রিল ভরে ছবি তুলতাম তখন ছবির প্রতি অন্যরকম একটা গুরুত্ব থাকতো। এখন চাইলেই ছবি তোলা যায় এই কারণে সেই গুরুত্বটা একেবারেই কমে গিয়েছে। যাই হোক তাহলে চলুন দেখে নেয়া যাক আজকের ছবিগুলো।

IMG_20231020_170414.jpg

দুতিন দিন আগে বন্ধু ফেরদৌসের সাথে গিয়েছিলাম ঘুরতে। সেখানে নদীর পাড়ে গিয়ে হঠাৎ করে এই দৃশ্যটি চোখে পড়লো। কয়েকটি বাচ্চা নৌকায় উঠে খেলা করছিলো। দৃশ্যটা দেখে ভালো লেগে গেলো। এজন্য ছবিটি তুলেছিলাম।

IMG_20231015_123331.jpg

আমি সাধারণত শাকসবজি সব সময় হাট থেকে কেনার চেষ্টা করি। কারণ হাটে প্রচুর টাটকা শাকসবজি পাওয়া যায়। তাছাড়া হাটে সাধারণত শাকসবজির দাম কিছুটা কম থাকে। যদিও আমাদের শহরের হাটে ব্যাপারটা পুরোপুরি উল্টো। তারপরেও টাটকা শাকসবজি কেনার জন্য আমি হাটের উপরই ভরসা করি। এই ছবিটি কয়েকদিন আগে আমাদের শহরের সবজির হাট থেকে তুলেছিলাম।

IMG_20230424_180246.jpg

গোধূলি বেলায় সূর্য অস্ত যাওয়ার ছবি। দিনের এই মুহূর্তটা আমার কাছে সবচাইতে প্রিয়। আর এই মুহূর্তটার ছবি তুলতেও আমার কাছে সবসময় ভালো লাগে। যতবারই এই দৃশ্য দেখি কখনোই আমার কাছে এই দৃশ্যটা পুরনো মনে হয় না। এই সময়ে মনটা অদ্ভুত বিষণ্ণতায় ভরে যায়। তারপরেও আমি বারবার এই সময়ে নদীর পাড়ে গিয়ে অপেক্ষা করি।

IMG_20230901_164021.jpg

কয়েকদিন আগে শহরের এক মাছ বাজার থেকে ছবিটি তুলেছিলাম। ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন নদীর বিভিন্ন রকমের মাছ একটি ডালাতে সাজিয়ে রাখা হয়েছে। এ ধরনের মাছের সাদ দারুন হয়। যদিও নদীর মাছ কেনা এখন সাধারণ মানুষের পক্ষে প্রায় অসাধ্য হয়ে গিয়েছে।

IMG_20231015_123221.jpg

এই ছবিটিও সবজি হাট থেকে তুলেছিলাম। ছবিটাতে আপনার একজন সবজি বিক্রেতাকে দেখতে পাচ্ছেন। আপাত দৃষ্টিতে এই ধরনের বিক্রেতাকে নিরীহ মনে হলেও বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে এদের অবদানও কম নয়। কারণ এই সমস্ত খুচরা বিক্রেতা জিনিসপত্রের দাম আরো একধাপ বাড়িয়ে দেয়।

IMG_20230901_164043.jpg

এই ছবিতে দেখতে পাচ্ছেন নদীর ছোট ছোট চিংড়ি মাছ। এই মাছগুলো সাইজে ছোট হলেও খেতে দারুন লাগে। যদিও এই ছোট চিংড়িগুলোর দাম বাজারে বড় চিংড়িগুলো থেকে বেশি চেয়ে থাকে বিক্রেতারা। নদীর মাছ এখন মধ্যবিত্তের লাগালে পুরোপুরি বাইরে চলে গিয়েছে। এই ধরনের চিংড়ি মাছ এক হাজার টাকার উপরে কেজি বিক্রি করে বিক্রেতারা।

IMG_20231024_070328.jpg

সকালে হাঁটতে বের হয়ে হঠাৎ করে এই দৃশ্যটা চোখে পড়ে গিয়েছিলো। শহরের রাস্তার মাঝের আইল্যান্ডে এরকম নৌকার ভাস্কর্যের মতো তৈরি করা হয়েছে গাছ দিয়ে। দৃশ্যটা দেখে বেশ পছন্দ হয়েছিলো। সেজন্যই ছবিটা তুলেছিলাম।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

অপরূপ সৌন্দর্যময় কিছু ফটোগ্রাফি করেছেন।ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভাল লাগল। নদীর পারে ভ্রমণের ফটোগ্রাফি ও বাজারের সবজির ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। বিশেষ করে ছোট চিংড়ি মাছের ফটোগ্রাফি আরো বেশি ভালো লাগলো, কারণ চিংড়ি মাছ আমার অনেক প্রিয় মাছ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সত্যি ভাইয়া মাছের বাজার কিংবা সবজির বাজারে গেলে বোঝা যায় আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে কতটা আঘাত করছে। সবজি বিক্রেতাদের নিরীহ মনে হলেও তারাই কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য অনেকটা দায়ী। গাছ কেটে নৌকার মতো ডিজাইন করা হয়েছে দেখে সত্যিই ভালো লাগলো। ভাইয়া আপনি অনেকদিন পরে এই ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 10 months ago 

আসলেই একটা সময় ক্যামেরার বেশ কদর ছিলো। আর এখন তো সবার হাতে হাতে ক্যামেরা রয়েছে এবং সবাই ফটোগ্রাফার। যাইহোক চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। মাছ এবং সবজির দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 10 months ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। সবগুলো ফটোগ্রাফি দারুন ছিল।বিশেষ করে নৌকার আকৃতির আইল্যান্ডটি ভীষণ ভালো লাগলো দেখে।হাটে গিয়ে তাজা সবজি কেনা আর ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে।গোধূলি বেলার এ সময়টা সবারই ভীষণ পছন্দের। আপনি চমৎকার ভাবে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 10 months ago 

দারুন তো ভাইয়া আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো। দেখেই তো মন জুড়িয়ে গেল। কি করে করেন এত সুন্দর ফটোগ্রাফি? এক পোস্টেই তুলে ধরেছেন সমগ্র বাংলার প্রকৃতিকে। আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য।

 10 months ago 

ভাইয়া আপনি খুবই সুন্দর কয়েকটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ।দেখে খুবই ভালো লাগলো। আপনার ফটোগ্রাফির মধ্যে নৌকায় বাচ্চাদের খেলা খেলার ফটোগ্রাফিটি এবং আপনি বাজারে গিয়েছিলেন শাকসবজি সেটা সহ অনেক ধরনের মাছ দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60371.26
ETH 2609.98
USDT 1.00
SBD 2.54