এলোমেলো মনের ভাবনা।

in আমার বাংলা ব্লগ2 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


চারিদিকে শুধু অস্থিরতা। যেদিকে তাকাই শুধু যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি। ছোটর উপর বড়দের আগ্রাসন। পুরো বিশ্ব যেন এক অস্থির সময় পার করছে। আর এই অস্থিরতা মানুষের স্বভাবে ঢুকে গিয়েছে। মানুষ এখন কোনো কিছুতেই স্থির থাকতে পারছে না। মানুষের ভেতর সহনশীলতা দিন দিন কমে যাচ্ছে। অল্পতেই একজন আরেকজনের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ছে। যেটা পুরো সমাজটাকে প্রভাবিত করছে। প্রতিনিয়ত চারপাশে এই সমস্ত যুদ্ধবিগ্রহ মারামারি হানাহানি দেখতে আর ভালো লাগেনা। মনে হয় এমন কোথাও চলে যেতে পারতাম। যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না। যেখানে কোন মারামারি হানাহানি থাকবে না।

IMG_20240222_113526.jpg

যেখানে উঁচু নিচু ছোট বড় কোন জাত পাত থাকবে না। যেখানে সবাই মিলে মিশে সুন্দর একটা সমাজ গড়ে তুলবো। যেখানে থাকবে না বর্ডারের কাঁটাতারের বেড়া, যেখানে থাকবে না শোষকের শাসন। যেখানে থাকবে না অস্ত্রের ঝনঝনানি। এমন কোনো জায়গা কি এই পৃথিবীতে আছে? সরাসরি না হলেও পৃথিবীর প্রত্যেকটা দেশ এখন নানা রকম ঝামেলায় জড়িয়ে রয়েছে। কারো নিজের দেশের ভিতরে ঝামেলা। কেউ আবার অন্য দেশে ঝামেলা তৈরি করছে। অস্থির এই পৃথিবী থেকে কিভাবে পরিত্রাণ পাবো সেটা জানা নেই। শুধু জানি এই অস্থিরতার ভেতরে থাকলে আর কিছুদিন পরে হয়তো দম বন্ধ হয়ে মারা যাবো।

যখন আমাদের পরিবেশ নিয়ে সবচাইতে বেশি সোচ্চার হওয়ার কথা ছিলো। তখন আমরা অস্ত্র তৈরিতে ব্যস্ত। যখন সবুজে সবুজে পুরো পৃথিবীটা ছেয়ে দেয়ার প্রয়োজন তখন আমরা বোমা বাজিতে ব্যস্ত। আজ এই পৃথিবীর একজন শান্তির বার্তাবাহকের বড্ড প্রয়োজন। এমন একজনকে প্রয়োজন যিনি পুরো পৃথিবীতে শান্তি এনে দেবেন। যিনি সমস্ত হানাহানি বন্ধ করে দেবেন। যিনি সমস্ত অশুভ অকল্যাণকে দূরে সরিয়ে দেবেন। কিন্তু আমি জানি যতদিন আমরা নিজেদেরকে পরিবর্তন না করবো ততদিন এমন কেউই আসবেনা। আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে।

পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে মানবিক আচরণ করতে শুরু করে। পুরো পৃথিবীটাকে তার বাড়ি ভাবতে শুরু করে। পুরো পৃথিবীর আবহাওয়া রক্ষাকে তার দায়িত্ব মনে করা শুরু করতে পারে। একমাত্র তখনই সম্ভব পৃথিবীর এই অস্থিরতা বন্ধ করা। সমস্ত লোভ লালসার ঊর্ধ্বে উঠে পৃথিবীর সকলকে যখন মানুষ আপন ভাবতে শুরু করবে। তখন এমনিতেই এই অস্থিরতা কমে যাবে। তখন মানুষে মানুষে ভালোবাসা তৈরি হবে। তখন মানুষে মানুষে সৌহার্দ্য তৈরি হবে। আমরা আজ বড্ড আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। শুধু চিন্তা করি নিজে কিভাবে ভালো থাকবো। আমার পরিবার কিভাবে ভাল থাকবে। আমার জাত কিভাবে ভাল থাকবে। আমার দেশ কিভাবে ভালো থাকবে। শুধু আমাকে নিয়ে চিন্তা না করে যদি পুরো বিশ্বকে নিয়ে চিন্তা করতে পারতাম। তাহলে এই পৃথিবীটা আরো সুন্দর হোতো। আরো বাসযোগ্য হোতো। সেই পৃথিবীতে বুক ভরে নিঃশ্বাস নিতে পারতাম। কখনো কি এমন হবে? যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি তাহলে অবশ্যই হবে। সেই আশায় আজকের মতো এখানেই শেষ করছি।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

মানুষের ভিতর সহনশীলতা আসলেই কমে গেছে দাদা। সেটা না হলে এত যুদ্ধ, বিদ্রোহ, মারামারি, ভাঙচুর, কেনই বা হবে? মাঝে মাঝে আমারও মনে হয় যদি কোথাও হারিয়ে যেতে পারতাম, যেখানে এই ঝামেলা গুলো নেই, তাহলে হয়তো জীবনটা আরো ভালো হতো। তবে দাদা আমার মনে হয় না পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে এরকম শান্তি খুঁজে পাওয়া যাবে। আসলে আপনার এই কথাটাই ঠিক, যদি আমরা আমাদের নিজেদের ভিতরে পরিবর্তন না করতে পারি তাহলে এই সমস্যার সমাধান কোনদিন হবে না।

 2 months ago 

আমরা আসলেই প্রচুর স্বার্থপর হয়ে গিয়েছি। শুধুমাত্র নিজেরটা ছাড়া আমরা কিছুই বুঝতে চাই না। তাইতো চারিদিকে শুধু মারামারি হানাহানি। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে নিজেকে পরিবর্তন করার কোনো বিকল্প নেই। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61497.04
ETH 2478.29
USDT 1.00
SBD 2.66