এবারের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আমার চিন্তা ভাবনা।

in আমার বাংলা ব্লগ11 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আর মাত্র চার দিন পরে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর প্রথম ম্যাচ। আর দশজন ক্রিকেট ভক্তের মতো আমিও অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করছি। আপনারা যারা আমার পোস্ট পড়েন তারা জানেন আমি ক্রিকেট খেলা দেখতে খুবই পছন্দ করি। শুধুমাত্র বিশ্বকাপের খেলা দেখার জন্য কিছুদিন আগে একটা স্মার্ট টিভি ও কিনেছি। তাছাড়া এই বিশ্বকাপটা নিয়ে সাধারণ বাংলাদেশি সাপোর্টারদের মতো আমার ভেতরেও একটা আলাদা উত্তেজনা কাজ করছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের পঞ্চপান্ডবের চারজনের জন্য এবারের বিশ্বকাপে হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। তাছাড়া এবারের বিশ্বকাপটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে। যেখানকার কন্ডিশনের সাথে আমাদের প্লেয়াররা মোটামুটি পরিচিত। যার ফলে এই বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে আমরা আশা করে বসে রয়েছি।

IMG_20230930_170102.jpg

স্ক্রিনশটটি নেয়া হয়েছে স্পোর্টস গ্ল্যামার নামের ইউটিউব চ্যানেল থেকে

কিছুদিন আগ পর্যন্ত সবকিছু মোটামুটি ঠিকঠাক ছিলো। কিন্তু হঠাৎ করে বিশ্বকাপের কয়েকদিন আগে থেকে শুরু হয়ে গেলো এক নাটক। যে সময়টাতে সবাই আশা করে বসে রয়েছিলো বাংলাদেশ খুব শক্তিশালী একটা দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে। তখনই দেখা গেল আমাদের দলের দুই স্টার প্লেয়ারের এর ভেতরে চরম বৈরিতা পূর্ণ সম্পর্ক। এই অন্তর্দ্বন্দ্বের কারণে বাংলাদেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল এবারের বিশ্বকাপ দল থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে। যখন বাংলাদেশের সমস্ত মানুষজন আশা করছিল সবাই মিলে দারুন একটা টিম স্পিরিট নিয়ে এবার বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে। ঠিক তখনই এই ঘটনাটা বাংলাদেশের সমর্থকদের ভেতরে চরম হতাশার জন্ম দিয়েছে। এখন অন্য সবার মত আমারও মনে হচ্ছে এই বিশ্বকাপে বাংলাদেশ খুবই বাজে করবে।

একজন প্লেয়ার দল থেকে বাদ যেতেই পারেন। সেটা কোন বড় সমস্যা নয়। কিন্তু যেভাবে তাকে বাদ দেয়া হলো সেই প্রসেসটা নিয়েই সবার আপত্তি। তাছাড়া যাকে বাদ দেয়া হয়েছে তার রিপ্লেসমেন্ট হিসেবে দলে তেমন নির্ভরযোগ্য কেউ নেই। যদিও তামিম ইকবালের উপর আমি নিজেও কিছুটা বিরক্ত ছিলাম। কারণ গত বছর খানেক ধরে সে খুব একটা বেশি ম্যাচ খেলে নাই। নানা রকম সমস্যার কারণে সে বেশিরভাগ সময় ক্রিকেট থেকে বাইরে ছিলো। যদিও এর ভেতরে বেশিরভাগ সময় তার ইনজুরিতে কেটেছে। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে তামিম ইকবাল যেভাবে শুরু করেছিলো তাতে অন্য সবার মত আমিও আশা করেছিলাম তামিম ইকবাল এবারের বিশ্বকাপ দলে থাকবে। কিন্তু সাকিব আল হাসানের সাথে তার সম্পর্কের অবনতি হওয়ার কারণে তিনি দল থেকে ছিটকে গিয়েছেন। আর এই ব্যাপারটা নিশ্চিত দলের বাকি প্লেয়ারদের মনের ওপরও প্রভাব ফেলবে।

যখন দরকার ছিল সবার ভেতর চমৎকার একটা সম্পর্ক তৈরি করে বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দেয়া। ঠিক তখনই এমন বাজে একটা ঘটনা দেশের সমর্থকদেরকে হতাশায় নিমজ্জিত করেছে। এমনও অনেক পাবলিক রিএকশন দেখছি যেখানে তারা বলছে বাংলাদেশ যেন এই বিশ্বকাপে খারাপ করে। যদিও আমি এটাকে মোটেও সমর্থন করি না। শুধু একজন প্লেয়ার বাদ যাওয়ার কারণে কখনোই আপনি দেশের পারফরম্যান্স খারাপ হোক এটা চাইতে পারেন না। এটা কখনোই ভালো মন মানসিকতার পরিচয় বহন করে না। অবশ্য বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটা দেখার পর আমার কাছে মনে হয়েছে এখনো বাংলাদেশ দলের এই বিশ্বকাপে ভালো কিছু করার সুযোগ রয়েছে। তবে অবশ্যই সেটা করতে হলে সাকিব আল হাসানকে আগে সমস্ত প্লেয়ারদেরকে একতাবদ্ধ করতে হবে। সবাইকে অনুপ্রাণিত করতে হবে। কারণ ক্রিকেট শুধু ব্যাটেবলের লড়াই নয়। এটা যতটা না ব্যাটেবলের লড়াই তার থেকে বেশি মনস্তাত্ত্বিক লড়াই। আপনি যদি মানসিকভাবে চাঙ্গা না থাকেন তাহলে আপনার পক্ষে কখনোই ভালো খেলা সম্ভব হবে না।

এখন দেখা যাক বাংলাদেশ কি করে? বাংলাদেশের ম্যাচগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদিও এবার ইন্ডিয়ার খেলার অবস্থা দেখে মনে হচ্ছে বিশ্বকাপে অন্য দলের জেতার তেমন কোনো সুযোগ নেই। কারণ ইন্ডিয়ান প্লেয়াররা যে দারুন ফর্মে রয়েছেন। সেটা ব্যাটিংয়ের ক্ষেত্রেই হোক আর বলিংয়ের ক্ষেত্রেই। তাতে অন্য কোন দল ইন্ডিয়ার সামনে পাত্তা পাবে বলে মনে হচ্ছে না। তবে এখানেই বাংলাদেশের একটা সুযোগ দেখছি। কারণ গত কয়েক বছর ধরে আমরা দেখেছি অন্য যেকোনো দলের থেকে বাংলাদেশ ইন্ডিয়া বিপক্ষে প্রতিদন্দ্বিতা পূর্ণ ক্রিকেট খেলেছে। এর ভিতর বাংলাদেশ বেশ কিছু ম্যাচও জিতেছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়? এখন জমজমাট একটা বিশ্বকাপের জন্য অপেক্ষা করছি। আশা করি সকলেই এবারের বিশ্বকাপটা দারুন ভাবে উপভোগ করবেন।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

যেকোনো কিছুতে একতাবদ্ধ একটি মূল বিষয়। একতা না থাকলে দলের স্পিরিট কমে যায়। যে কোন খেলায় যদি দলে কোন কোন দল থাকে তাহলে সেই টিম বেশিদের এগোতে পারবে না। বিশ্বকাপের শুরুতে তামিম ইকবাল কে বাদ দেওয়া কখন ঠিক হয়নি। এখন আবার শুনতেছে শাকিব আল হাসান ইনজুরি। সব মিলে বোঝা যাচ্ছে বাংলাদেশ প্রথম রাউন্ডে ব্যাক করবে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বিশ্বকাপের আগ মূহুর্তে তামিম ইস্যুতে পুরো বাংলাদেশ দলের মধ্যে নেগেটিভ ইমপ্যাক্ট পরেছে। তবে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। যেহেতু তামিম দলে নেই, ওপেনিংয়ে তানজিদ হাসান এবং মিরাজ পারফেক্ট বলে আমি মনে করি। লিটন ওয়ান ডাউনে ব্যাট করলে ভালো হবে। ভারতীয় কন্ডিশনে আশা করা যায় বাংলাদেশ ভালো করবে। তবে নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ ভারতের বিরুদ্ধে বেশ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচ খেলে যাচ্ছে বেশ কয়েক বছর যাবৎ। যাইহোক বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বাংলাদেশের ক্রিকেট দলের খেলার অবস্থা খুবই খারাপ তাদের খেলা দেখলেই যেন মন খারাপ হয়ে যায়। এইরকম দল নিয়ে কোন ভাবেই ভালো কিছু আশা করা সম্ভব নয়। এটা ঠিক কথা বলেছেন ভারতের ক্রিকেট দলের অবস্থা খুবই ভালো আশা করা যায় তারাই বিশ্বকাপ পাবে।

 11 months ago 

যেকোন খেলায় ভালো করার শর্ত একটাই সেটা হলো একতা এবং টিম স্পিরিট। কিন্তু বিশ্বকাপের আগে দল ঘোষণা নিয়ে এমন একটা নাটক তার উপর একেক জনের একেক রকম মন্তব্য দলের উপর অনেক প্রভাব বিস্তার করবে যেটার ফলাফল সরাসরি পড়বে খেলার উপর। তবে আমি আশাবাদী যে বাংলাদেশ এই বিশ্বকাপে ভালো কিছু করবে। কিন্তু তামিম এর বিষয়টি আমারও ভালো লাগেনি। তাছাড়া দলটা বেশ ভালো হয়েছে বাংলাদেশের।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46