নবীর স্মৃতি বিজড়িত জাবালে নূর পাহাড়ে ওঠার অভিজ্ঞতা (শেষ পর্ব)।

in আমার বাংলা ব্লগ26 days ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


পাহাড়ের উচ্চতা দেখে আমার শুরু থেকেই ভয় লাগছিলো। কারন আমার এর আগে এত উঁচু পাহাড়ে ওঠার অভিজ্ঞতা ছিলো না। আমরা সর্বমোট তিনজন সেখানে গিয়েছিলাম। বাকি দুজন যখন পাহাড়ে ওঠা শুরু করলো। তখন আমিও তাদের পিছে পিছে চলতে লাগলাম। তবে কয়েক মিনিট পরেই বুঝতে পারলাম পাহাড়ে ওঠা মোটেও সহজ নয়। কারণ কয়েক মিনিট পরেই আমার পা হালকা ব্যথা করতে শুরু করেছিলো। তার আর কিছুক্ষণ পরে আমি খেয়াল করে দেখি আমি অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। মানে ততক্ষণে আমি কিছুটা দুর্বল হয়ে পড়েছি। তবে দুর্বল হলেও আমি হাটা থামাইনি। ওই অবস্থাতেই আমি পাহাড়ে উঠছিলাম। এর ভেতরে আমার এক সহযাত্রী আমার থেকে অনেকটা সামনে এগিয়ে গেলো। আমি বুঝতে পারলাম তার সাথে হেঁটে আমি পারবো না। তবে আমার সাথে যিনি ছিলেন তিনি আর অল্প কিছুদূর উঠেই বললেন তিনি আর উপরে যাবেন না।

1000008293.jpg

কারণ এর ভেতরে একজন বাঙালি যে উপর থেকে নিচে নাম ছিলো তিনি আমাদেরকে ভয় দেখালেন যে আমরা নাকি পাহাড়ের উচ্চতার ১০০ ভাগের এক ভাগও এখনো ওঠিনি। সে আমাদেরকে পরামর্শ দিলো যদি না উঠতে পারেন তাহলে খালি খালি কষ্ট করে সামনে যাওয়ার দরকার নেই। এই কথা শোনার সাথেই আমার সেই সহযাত্রী সিদ্ধান্ত নিলো সে আর উপরে যাবে না। তবে আমার খুবই ইচ্ছা ছিল হেরা গুহা দেখার। এজন্য আমি চিন্তা করলাম দেখি আমি আস্তে আস্তে করে পাহাড়ে উঠতে থাকি। কতদূর যেতে পারি সেটা একবার যাচাই করে দেখার ইচ্ছা হোলো। তবে আমি যখনই পাহাড়ের চূড়ার দিকে তাকাচ্ছিলাম তখনই দুর্বল হয়ে পড়ছিলাম। মনে হচ্ছিলো এত উচুতে আমি উঠতে পারবো না। এইভাবে আরো কিছুদূর আগানোর পরে আমি বেশ টায়ার্ড হয়ে গেলাম। তখন আমি রাস্তার পাশে বসে রেস্ট নিতে লাগলাম।


1000008300.jpg

1000008319.jpg

তারপরে আমি উপরে ওঠার স্ট্রাটেজি চেঞ্জ করলাম। আমি ঠিক করলাম এখন থেকে আমি কিছুটা সময় উপরে উঠবো। তারপর আবার কিছুক্ষণ বিশ্রাম নেবো। এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠবো। আরো চিন্তা করতে লাগলাম আমি পাহাড়ের চূড়ার কথা পুরোপুরি ভুলে যাবো। আমার টার্গেট থাকবে শুধু সামনের রাস্তাটুকু। ওই রাস্তাটুকু পার হলে পরবর্তী রাস্তাটাকে টার্গেট হিসেবে নেবো। এইভাবে আমি আগাতে লাগলাম। এভাবে আগাতে গিয়ে আমার কষ্ট কিছুটা কম হোলো। হাঁটতে হাঁটতে যখনই আমার ক্লান্ত লাগছিলো তখনই আমি বসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। এইভাবে আগাতে আগাতে একটা সময় দেখি আমি পাহাড়ের চূড়ার বেশ কাছাকাছি উঠে এসেছি। তবে বাকি রাস্তাটুকু আমাকে খাড়া পাহাড় বেয়ে উঠতে হবে। মনে সাহস সঞ্চয় করে আস্তে আস্তে করে আমি উপরের দিকে উঠতে লাগলাম এবং একটা সময় আমি খেয়াল করে দেখি আমি বেশ অল্প সময়েই পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি।


1000008284.jpg

1000008307.jpg

এত বড় পাহাড়ে উঠে নিজের মনের ভেতর এক ধরনের আনন্দ কাজ করছিলো। তবে সেখানে পৌঁছে যখন হেরা গুহার খোঁজ করতে লাগলাম। তখন যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে বেশ হতাশ হয়ে পড়লাম। যে হেরা গুহা দেখার জন্য এতো কষ্ট করে উপরে উঠেছি। সেই হেরা গুহা দেখার কোনো অবস্থা ছিলো না। কারণ সেখানে এত মানুষের ভিড় যে সেখানে যাওয়া রীতিমত অসম্ভব। শেষ পর্যন্ত উপর থেকে গুহার অবস্থানটা দেখেই নিজের মনকে সান্ত্বনা দিলাম। পাহাড়ের চূড়ায় উঠে সেখানে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আমরা দুজন নামতে লাগলাম।নামার সময় আমাদের কষ্ট একেবারেই কম হয়েছিলো। উঠতে যতটা কষ্ট নামতে তার দশ ভাগের একভাগও না। খুব দ্রুত আমরা এতো উঁচু পাহাড় থেকে নেমে এসেছিলাম। আর এভাবেই আমার জাবালে নূর আরোহণের অভিজ্ঞতা শেষ হোলো।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসHONOR 90
ফটোগ্রাফার@rupok
স্থানমক্কা, সৌদি আরব

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 26 days ago 

পাহাড়ে উঠা কষ্ট হলেও ইচ্ছে যদি তীব্র থাকে,তাহলে অবশ্যই উপরে উঠা যায়। আমি চীনের গ্রেট ওয়াল সহ দক্ষিণ কোরিয়ার অনেক উঁচু উঁচু পাহাড়ে উঠেছিলাম। যাইহোক শেষ পর্যন্ত পাহাড়ের উপরে উঠে হেরা গুহার অবস্থানটা দেখতে পেরেছেন, এটা জেনে বেশ ভালো লাগলো ভাই। পাহাড় থেকে নামতে আসলেই তেমন কোনো কষ্ট হয় না। যাইহোক এতো সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 25 days ago 

পাহাড়ে উঠা খুব কষ্টকর।তবে টার্গেট নিয়ে এগিয়ে গেলে সফল হওয়া যায়। আপনারা তিনজন গেলেও একজন থেমে গেলো।আপনারা এগিয়ে গেলেন।তবে এতো কষ্ট করে গিয়েও নিদিষ্ট জায়গাটি দেখা হলো না।ফটোগ্রাফিতেই তো দেখছি কতো মানুষের ভীড়। এতো মানুষের ভীড় হলে কিভাবে দেখা যাবে। তারপরেও কাছাকাছি গিয়েছেন এটা ও অনেক পাওয়া।অনেক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 25 days ago 

হেরা গুহা সম্পর্কে অনেক শুনেছি তবে সেটা যে এত উঁচুতে অবস্থিত সেটা জানা ছিল না। যাহোক আপনি অনেক কষ্ট করে সে পাহাড়ে চূড়ায় উঠেছিলেন জেনে ভালো লাগলো। তবে এত উচ্চতায় উঠেও লোকজনের ভিড়ে হেরা গুহাটাকে দেখতে পারেননি যেন খারাপ লাগলো। যাই হোক তারপরেও আপনি যে অতদূর পর্যন্ত যেতে পেরেছিলেন এটা জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 25 days ago 

উঁচু পাহাড়ে উঠতে অনেকটা কষ্ট হয়েছে বুঝতে পারছি ভাইয়া। তবে নামার সময় কিন্তু খুব সহজেই নেমে পড়া যায়। হেরা গুহা দূর থেকে দেখতে হয়েছে এটা শুনে একটু খারাপ লাগছে ভাইয়া। কি আর করার মানুষের ভিড় যেখানে বেশি সেখানে কোন কিছুই ভালোভাবে দেখা যায় না।

 25 days ago 

বড় একটা টার্গেট না নিয়ে শুধুমাত্র সামনে এগিয়ে যাওয়ার টার্গেট নিয়েছেন। আপনার পাহাড়ে ওঠার স্ট্রাটেজি টা বেশ ভালো লেগেছে। অবশেষে পাহাড়ের চূড়ায় উঠেছেন। আসলেই এত কষ্ট করে এই পবিত্র জায়গাগুলোতে গিয়ে যদি নবীর স্মৃতির এই জিনিসগুলো না দেখা হয় তাহলে একটা আফসোস থাকবে। বেশ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। খুব কষ্ট করে পাহাড়ের চূড়ায় গিয়েছেন। উপর থেকে নিচের ভিউ গুলো দারুন লাগছে দেখতে।

 25 days ago 

বুঝতেই পারতেছি ভাইয়া পাহাড়টা অনেক বেশি বড়। এত বড় পাহাড় দেখলেই তো ভয় লেগে যাবে। তবে ভয়কে জয় করে গেলেই তো আমরা যেতে পারবো। প্রথম দিকে আপনি মনের ভেতরেই ভয়টা নিয়ে এসেছিলেন। প্রথম থেকে যদি ওরকম ভাবে চিন্তা করতেন তাহলে আরো সহজেই উঠে যেতে পারতেন। তবে যাই হোক পরবর্তীতে টার্গেট অনুসারে এগিয়ে যাওয়ার ফলে, অল্প সময়ে উপরে উঠে যেতে পেরেছেন শুনে ভালো লাগলো। পাহাড়ের উপরে উঠে শুধু হেরা গুহার অবস্থানটা দেখেছেন এটা শুনে ভালো লেগেছে। অনেক সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো।

 25 days ago 

ভাইয়া আপনার পোস্টগুলো পড়তে কিন্তু খুব ভালোই লাগছে। আল আরব দেশে গিয়ে অনেক জায়গায় ঘুরাঘুরি করতেছেন। ইতিমধ্যে জাবালে নূর পাহাড়ের হেরা গুহায় গিয়েছেন দেখে ভালো লাগলো। জাবালে নূর পাহাড়টা অনেক বেশি উঁচু এটা তো বুঝতে পারতেছি আপনার ফটোগ্রাফি গুলো দেখে। তবে কষ্ট করে হলেও আপনি হাল ছেড়ে না দিয়ে উপরে উঠেছেন সম্পূর্ণভাবে দেখে ভালো লাগলো। আর হেরা গুহার অবস্থানটা দেখার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো।

 25 days ago 

আসলে আমরা বাঙালিরা সবসময় প্যাচাটাই লাগাইতে পারি, এমনিতেই যেখানে জাবালে নূর পাহাড়ে উঠতে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা সেখানে কেউ যদি বলে যে ১০০ ভাগের এক ভাগ করতে পারিনি তখন আসলে না ওঠার উৎসাহটাই বেড়ে যায়, যাইহোক আপনি বুদ্ধি খাটিয়ে কিছুক্ষণ ওঠার পর আবার রেস্ট নিয়ে আপনার লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন এটা জেনে খুশি হলাম আর আরো ভালো লাগলো এই জেনে যে আপনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর পবিত্র জাবালে নূর পাহাড়ের চূড়ায় অবতরণ করতে পেরেছেন এই ভেবে।

 22 days ago 

আপনি অনেক সৌভাগ্যবান। স্মৃতি বিজড়িত জাবালে নূর পাহাড়ে বিচরণ করেছেন আপনি। উঠার সময় ক্লান্ত হলেও, এই ক্লান্তির মাঝে তৃপ্তি রয়েছে। দয়াময় আল্লাহতালা এবং প্রাণাধিক প্রিয় নবী রহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কবুল করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এমন স্মৃতি বিজড়িত মুহূর্তের কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 60313.79
ETH 2889.34
USDT 1.00
SBD 2.47