বসন্ত এসে গেছে।

in আমার বাংলা ব্লগ6 months ago

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


টাইটেল দেখে অনেকে মনে করতে পারেন এটা আবার কোন বসন্তের কথা বলছি? হ্যাঁ ঋতুরাজ বসন্তের কথাই বলছি। আপনাদের মনে হতে পারে সেটা তো আরো কিছুদিন আগে এসেছে। তাহলে আজ আমি এটা নিয়ে কেন লিখছি। কারণটা হচ্ছে বসন্ত আরো কদিন আগে এলেও গতকাল থেকে আমার মনের ভেতরে এটা নিয়ে নানা রকম স্মৃতি উঁকি দিচ্ছে। তাই চিন্তা করলাম আজ বসন্ত নিয়ে কিছু লিখি। আমি যেহেতু ঘুরে ফিরে বেড়াতে পছন্দ করি তাই এই ঋতুটা আমার কাছে সবচাইতে বেশি পছন্দের। কারণ হচ্ছে এখনকার আবহাওয়া না শীত না গরম। ঘুরেফিরে বেড়ানোর জন্য একদম পারফেক্ট। গত বছরও বন্ধু ফেরদৌস ফরিদপুরে থাকায় দুজন মিলে এই সময়ে প্রচুর ঘোরাফেরা করেছি। তবে এ বছরে ফেরদৌস কর্মসূত্রে বাইরে থাকায় আমাকে এই চমৎকার সময়েও একা একা বাসায় কাটাতে হচ্ছে।

IMG_20240220_141845.jpg

কদিন ধরে বন্ধু ফেরদৌসের অভাব দারুন অনুভব করছি। ফরিদপুর থাকলে আমরা দুজন প্রায়ই ফেরদৌসের মোটরসাইকেল নিয়ে যেদিকে ইচ্ছা সে দিকে চলে যেতাম। এই ঘোরাফেরাটা আমরা দুজনেই দারুন উপভোগ করি। যদিও এই সময়ের কিছুটা সমস্যাও রয়েছে। কারণ বছরের এই সময়টাতে সকালের দিকে হালকা শীত লাগে। আবার দুপুরে লাগে গরম। রাতে এমন একটা আবহাওয়া বিরাজ করে রীতিমতো কনফিউশনে পড়ে যেতে হয় ফ্যান চালাবো নাকি ফ্যান ছাড়াই থাকবো? যাইহোক তারপরেও এই ঋতুটা আমার বিশেষ পছন্দের। শুধু আমার নয় এই ঋতু পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আমরা কেউ বর্ষাকাল পছন্দ করি কেউ শীতকাল পছন্দ করি। কিন্তু বসন্তকাল সকলেই পছন্দ করি। এই ঋতুতে মনের ভেতর এমনিতেই এক ধরনের আনন্দ খেলা করে। এই কারণে মানুষ এই ঋতুতে ঘোরাফেরা টাও অনেক বেশি করে।


IMG_20240220_141758.jpg

আগে যখন কলেজে পড়তাম তখন এই সময়টাতে আমাদের আড্ডাবাজি আরও জমে উঠতো। বিকালে খেলাধুলার পরে সন্ধ্যার পর থেকে শুরু হতো আড্ডাবাজি। যদিও সে দিনগুলো এখন অতীত হয়ে গিয়েছে। তারপরেও মাঝে মাঝে সেই পুরনো দিনের স্মৃতিচারণ করে দীর্ঘশ্বাস ফেলি। তবে বর্তমান সময়ে মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়ায় তারা আর এগুলো খুব একটা বেশি অনুভব করতে পারে না। কারণ বর্তমান সময়ের ছেলেপেলেদের চোখ বেশিরভাগ সময় কোন না কোন ডিভাইসে আটকে থাকে। কখনো মোবাইলে, কখনো ল্যাপটপে বা কখনো টিভি স্ক্রিনে। এই ভার্চুয়াল জগতের বাইরেও যে একটা সুন্দর জীবন রয়েছে সেটা তারা না বুঝেই জীবনটা পার করে দিচ্ছে। কিন্তু আমাদের মত কিছু মানুষ এখনো ঋতুগুলোকে উপভোগ করতে পারে বা সেই উপভোগের ইচ্ছাটা তাদের ভেতরে রয়ে গিয়েছে।


IMG_20240220_141853.jpg

প্রযুক্তির এই আগ্রাসনের কারণে মানুষের ভেতর থেকে মানবিক মূল্যবোধ হারিয়ে যেতে বসেছে। মানুষ আজ কাল প্রযুক্তি দ্বারা এতটাই পরিবেষ্টিত হয়ে পড়েছে যে এর বাইরে সে কিছু চিন্তা করতে পারছে না। এখন বাইরে বের হলেই প্রকৃতির এক ভিন্ন রূপ দেখা যায়। পাতা হারিয়ে গাছ গুলো সব এক ভিন্ন রূপ ধারণ করেছে। প্রকৃতির এই শুষ্কতার মাঝেও এক সৌন্দর্য রয়েছে। তবে সেই সৌন্দর্য দেখার মানসিকতা আপনার থাকতে হবে। তখনই আপনি প্রকৃতির এই সৌন্দর্যের সাথে একাত্মতা ঘোষণা করতে পারবেন। আর কিছুদিন পরেই গাছগুলোতে নতুন পাতা আসবে। তখন প্রকৃতি আরো এক ভিন্নরূপে সেজে উঠবে। ঋতু থেকে ঋতুতে প্রকৃতির এই পরিবর্তনটা দেখতে হলে আপনাকে ডিভাইসের বাইরে নজর দিতে হবে। তাহলে আপনি প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঋতুরাজ বসন্ত যে শুধু চমৎকার আবহাওয়া নিয়ে আসে তা নয়। এই সময়ে বিভিন্ন রকম মেলা বা অনুষ্ঠান হয়ে থাকে আমাদের চারপাশে। যেমন এই মুহূর্তে আমাদের শহরে চলছে শহরের সবচাইতে বড় মেলা পল্লী কবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জসিম মেলা। সেই সাথে দুদিন আগে হয়ে গেল পিঠা উৎসব। বছরের এই সময়টাতে এই ধরনের নানা রকম আয়োজন লেগেই থাকে। যার ফলে মানুষের ভেতর এক অন্যরকম আনন্দ উদ্দীপনা কাজ করে। এবারের বসন্ত আমাদের সকলের নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি। এই কামনা করে আজকের পোস্ট শেষ করছি।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া বসন্ত ঋতু সকলেই পছন্দ করে। আর আপনি আপনার বন্ধু ফেরদৌসের অভাব বুঝতে পারছেন কারণ কিছু কিছু বন্ধু থাকে যাদের সাথে ভ্রমণ করে খুবি ভালো লাগে আর ভ্রমণের মুহূর্ত আনন্দের সাথে উপভোগ করা যায়।ঠিক আপনি ফরিদপুর থাকতে অনেক ভ্রমণ করেছেন বন্ধুর সাথে। ঋতুরাজ বসন্ত চারো দিকে চমৎকার আবহাওয়া আসে।বিভিন্ন রকম মেলা বা অনুষ্ঠান হয়ে থাকে প্রতিটা গ্রামে।তাই বসন্তকাল আমারও খুবি ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আসলে ফরিদপুরে থাকতে আপনার বন্ধু ফেরদৌসের সাথে অনেক জায়গায় ভ্রমণ করেছেন। আসলে এরকম বন্ধুর সাথে ভ্রমণ করতে খুবই ভালো লাগে। আপনার আজকের বসন্ত নিয়ে এই পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে বসন্ত ঋতু সকলের পছন্দ হয়। অন্যান্য ঋতু চাইতে বসন্ত যেন চারিদিকে সৌন্দর্য বেশি ফুটিয়ে তোলে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছেন বসন্ত চলে এসেছে। বসন্তের সিমিল হাওয়াই যেন মনটা ভরে ওঠে, এছাড়াও বসন্তে সবুজ শ্যামলে গাছপালা গুলো তাদের যেন নতুন প্রন ফিরে পাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ছয়টি ঋতুর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে শীতকাল এবং বসন্ত কাল। শীতকাল ভালো লাগার কারণ হচ্ছে আমি গরম একেবারে সহ্য করতে পারি না। আর বসন্ত কাল ভালো লাগার কারণ হচ্ছে, এই সিজনে গরমও লাগে না, আবার শীতও লাগে না। এককথায় নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। বসন্ত কালের সৌন্দর্য আসলেই অন্য রকম। আর সেই সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আমাদের তেমন চোখ থাকা দরকার। কিন্তু বেশিরভাগ মানুষ এখন অবসর সময় কাটায় ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে। তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চেয়ে, ইলেকট্রনিক্স ডিভাইসকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আসলেই পুরনো স্মৃতিগুলো মনে পড়লে ভীষণ ভালো লাগে। বারবার পুরনো দিন গুলোতে ফিরে যেতে ইচ্ছে করে। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

বসন্ত চলে এসেছে। কিন্তু আমাদের মানসিকতা দিনকে দিন পরিবর্তন হচ্ছে। মোবাইলের সাথে আমাদের জীবনটা যেন ডিরেক্টলি জড়িয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য আমরা ফোন বা ল্যাপটপ ছাড়া নিজের জীবনটাকে ভাবতে পারছি না। আমরা প্রকৃতির সৌন্দর্য যেন উপভোগ করতেই পারি না। অথচ প্রকৃতির সহজ সরল রূপ একটু চোখ মেললেই উপভোগ করা যায়

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61159.70
ETH 2631.81
USDT 1.00
SBD 2.63