রাতের মক্কার সৌন্দর্যে আমি মুগ্ধ।
সেখানে যাওয়ার পথে উপলব্ধি করতে পারলাম সৌদি আরবে ঘোরাফেরার জন্য রাতের সময়টা হচ্ছে সবচাইতে উপযুক্ত। কারণ খেয়াল করে দেখলাম রাতে রাস্তায় প্রচুর গাড়ি ঘোরা রয়েছে। অথচ দিনের বেলায় রাস্তাঘাটে মানুষ তুলনামূলক অনেক কম দেখা যায়। এদেশে মানুষ চলাফেরার জন্য পুরোপুরি গাড়ির উপরে নির্ভরশীল। আমাদের দেশের মতো রিক্সা, ভ্যান, অটো রিক্সা এগুলো এখানে নেই। অল্প দূরত্বের জন্য অবশ্য কম বয়সী ছেলেদেরকে দেখেছি ইলেকট্রিক স্কুটার চালাতে। তবে দূরের পথের জন্য সবাই গাড়ির উপরে নির্ভরশীল। গতকাল মাগরিবের নামাজের কিছুক্ষণ পরে আমরা রওনা দিয়েছিলাম সেই জায়গার উদ্দেশ্যে।
সেখানে যাওয়ার পথে অনুভব করতে পারলাম যে সৌদি আরবে ঘোরাফেরার জন্য সেরা সময় হচ্ছে রাতের সময়। আমি আমার সাথে দুজনকে প্রস্তাব দিলাম আমরা একদিন গাড়ি নিয়ে সারারাত ঘোরাফেরা করি। সাথে থাকা দুজনের ভেতর একজনের কাছে আমার আইডিয়াটা বেশ পছন্দ হোলো। এখানকার রাস্তাঘাট দিনের বেলায় যতটা ভালো লাগে রাতের বেলায় তার থেকে অনেক বেশি সুন্দর মনে হয়। এখানে প্রতিটা রাস্তার পাশ দিয়েই চমৎকার লাইট রয়েছে। সেই সাথে দিকনির্দেশনের জন্য তারা নানা রকমের ইলেকট্রনিক্স সিগন্যাল ব্যবহার করেছে। আমাদের কাঙ্খিত জায়গায় যাওয়া আসার পথের সময়টা আমি দারুন ভাবে উপভোগ করেছি।
শুধু মনে হচ্ছিলো এই যাত্রা যেন সহজে শেষ না হয়। মনে মনে ঠিক করেছি এরপর থেকে যে কয়দিন মক্কায় আছি সেই কদিন সময় সুযোগ পেলে রাতের বেলা বাইরে ঘোরার চেষ্টা করবো। অবশ্য ঘোরাফেরা করতে গেলে আপনার সাথে কিছু সমমনা মানুষের প্রয়োজন। এখানে সেই মানুষের অভাব বোধ করছি। যার ফলে ইচ্ছা থাকলে ও হয়তো খুব একটা বেশি ঘোরাফেরা করা সম্ভব হবে না। তারপরও আমি চিন্তা করেছি যে সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়বো। যদিও এখানে খুব একটা বাড়তি সময় হাতে থাকে না। রাতের মক্কার সৌন্দর্যে আমি রীতিমতো মুগ্ধ। আর এই সৌন্দর্যই আমাকে ঘোরাফেরার ব্যাপারে আরো আগ্রহী করে তুলেছে। এখন দেখা যাক কি হয়।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90 |
---|---|
ফটোগ্রাফার | @rupok |
স্থান | মক্কা, সৌদি আরব |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
রাতের বেলায় মক্কার সৌন্দর্য কিরকম, এটা তো আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পেরেছি ভাইয়া। এত সুন্দর সৌন্দর্য দেখে সত্যি আমি জাস্ট মুগ্ধ হলাম। আপনি তো এগুলো সরাসরি উপভোগ করেছেন, নিশ্চয়ই অনেক ভালো লেগেছিল। লাইটিং টা অনেক সুন্দর করেছে। পুরো শহর একেবারে আলোকিত লাইটিং এর কারণে। আল জোহরানা নামক জায়গাটাতে রাতের বেলায় যাওয়ার সময়, রাতের সৌন্দর্যটা কিছুটা হলেও উপভোগ করতে পেরেছেন দেখে ভালো লেগেছে। আরেকদিন এভাবে বের হয়ে সারারাত ঘুরাঘুরি করলে তো আরো ভালো লাগবে। যদি পরবর্তীতে ঘুরাঘুরি করেন আবারও, তাহলে আশা করছি শেয়ার করবেন মুহূর্তটা।
আমি তো ফটোগ্রাফির মাধ্যমেই দেখে মুগ্ধ হলাম ভাইয়া। জানিনা সরাসরি দেখলে আর কেমন লাগতো। সরাসরি দেখলে তো মনে হয় আমি আর রুমে ফিরতাম না। রাতে শুধু ঘুরাঘুরি করতাম। অনেক সুন্দর ভাবেই দেখছি আলোকিত হয়ে রয়েছে সবকিছু। তেমন একটা ভালোভাবে এখনো পর্যন্ত ঘুরাঘুরি করতে পারেননি শুনে খারাপ লাগলো। আরেকটা জায়গায় যাওয়ার সময় আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করেছিলেন জেনে ভালো লেগেছে। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো আর মুহূর্তটা শেয়ার করলেন।
রাতের সৌন্দর্য গুলো দেখে তো আমিও মুগ্ধ হলাম। আসলেই বেশ দারুন লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর লাইটিং দেখে অনেক ভালো লেগেছে। রাতে ঘোরাঘুরির জন্য আসলেই পারফেক্ট। আপনার কাটানো মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
দিনের বেলায় গরম থাকার কারণে বের হতে না ইচ্ছে করলেও রাতের বেলার অপরূপ সৌন্দর্য দেখে আমারও খুবই ভালো লেগেছে ভাইয়া। মক্কার রাতের নগরী অনেক সুন্দর ছিল। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারছি কতটা উপভোগ করেছেন।
বাহিরের দেশে রাতের বেলায় ঘুরাঘুরি করতে সবচেয়ে বেশি ভালো লাগে। দক্ষিণ কোরিয়াতে থাকা অবস্থায় প্রায় সবসময়ই রাতে ঘুরাঘুরি করতাম। যাইহোক রাতের মক্কার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। আপনি তো ঘুরাঘুরি করতে ভীষণ পছন্দ করেন। তবে আপনার মনের মতো একজন মানুষ সেখানে পেলে,ইচ্ছেমতো ঘুরাঘুরি করতে পারতেন। ফটোগ্রাফি গুলো দারুণ লেগেছে ভাই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সমমনা মানুষ না থাকলে ঘোরাঘুরি করার শতভাগ ইচ্ছে থাকলেও ঘুরাঘুরি করা হয় না। মক্কা শরীফে আপনি খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। এটি জীবনের অনেক বড় একটি প্রাপ্তি। খুব ইচ্ছে, মক্কায় এবং মদিনা যাওয়ার। আপনার ধারাবাহিক পোস্টগুলোর মধ্য দিয়ে মক্কা এবং মদিনা অনেক স্মৃতি বিজড়িত জায়গাগুলো সম্পর্কে অবগত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন পোস্টগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।