বৃক্ষ মেলা ২০২৩ এ কাটানো কিছু সময় (তৃতীয় পর্ব)।

in আমার বাংলা ব্লগlast year

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


যেকোনো মেলায় ঘুরতে গেলে নানা রকম জিনিসপত্র দেখা যায়। তেমনি বৃক্ষমেলায় এলে নানা রকম গাছ দেখা যায়। যেগুলো সচরাচর আমরা আমাদের চারপাশে দেখতে পাই না। এই কারণে আমি গাছপালা না কিনলেও প্রতিবছরই বৃক্ষ মেলায় যাই বিভিন্ন রকমের গাছ দেখতে। তবে প্রতিবারই মনে হয় এবার দু একটি গাছ কিনে লাগাবো। কিন্তু শেষ পর্যন্ত উদ্দমের অভাবে আর সেটা হয়ে ওঠেনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার অবশ্য আমি চিন্তা করে রেখেছিলাম অন্তত দুটি গাছ হলেও লাগাবো। তবে এখন পর্যন্ত মেলা থেকে কোন গাছ কেনা হয়নি। আর আজ শুনতে পেলাম গতকাল নাকি মেলা শেষ হয়ে গিয়েছে।

অবশ্য মেলা শেষ হলেও খুব একটা সমস্যা নেই। কারণ ফরিদপুর যে সরকারি হর্টিকালচার সেন্টারটি আছে সেটি বন্ধু ফেরদৌসের বাড়ির বেশ কাছাকাছি। আমার আর ফেরদৌসের সেদিন গিয়ে প্রায়ই যাতায়াত করা হয়। যার ফলে কোন গাছ কিনতে ইচ্ছা হলে খুব সহজেই সেখান থেকে কিনে আনতে পারি। আর গাছ কেনার জন্য আমার কাছে হর্টিকালচার সেন্টার সবচাইতে উপযুক্ত মনে হয়। কারণ সেখানকার গাছের চারা গুলোর মান যেমন ভালো। তেমনি বাইরের প্রাইভেট নার্সারি গুলো থেকে দামও অনেক কম। যাইহোক আজ আপনাদের সাথে মেলার থেকে তোলা আরো কয়েকটি ছবি শেয়ার করবো। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20230722_175238.jpg

ছবিতে আপনারা একটি নারকেল গাছ দেখতে পাচ্ছেন। অবশ্য নারকেল গাছ না বলে নারকেল গাছের চারা বলাই বেশি উপযুক্ত হবে। গাছটির গায়ে লেখা রয়েছে স্থানীয় উন্নত জাতের চারা। আমাদের দেশে দিন দিন এই নারকেল গাছের সংখ্যা অনেক কমে গিয়েছে। আর সেই কারণেই এখন এক একটি ডাব বা নারকেল বিক্রি হয় ১৫০ থেকে ২০০ টাকায়। অথচ আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি এগুলো মানুষকে খুব একটা কিনতে হয়নি। কারণ প্রত্যেকের বাড়িতে দু চারটি করে নারকেল গাছ থাকতো। সেখান থেকেই তাদের প্রয়োজনীয় নারকেলের চাহিদা মিটে যেতো। কিন্তু নারকেল গাছের পরিমাণ কমতে থাকায় এখন এগুলো রীতিমতো দামি ফলে পরিণত হয়েছে।

IMG_20230722_175233.jpg

ছবিতে দেখতে পাচ্ছেন একটি ড্রাগন গাছের কাটিং। এই ফলটি দেখি ইদানিং সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আগে শহরের দামি ফলের দোকান গুলিতে শুধু এই ফলের দেখা পাওয়া যেতো। এখন তো দেখা যায় রাস্তার পাশে বসেও এই ড্রাগন ফল বিক্রি করছে।

IMG_20230722_175157.jpg

উপরের ছবিতে একটি মালটা গাছের চারা দেখতে পাচ্ছেন। সেখানে দু একটি মালটা ধরেও রয়েছে। মালটা একটি বিদেশি ফল হলেও আমাদের দেশে এখন প্রচুর মালটার চাষ হচ্ছে। সেগুলোর কোয়ালিটিও খারাপ না। এই মালটা ফলটা অত্যন্ত পুষ্টিকর সেই সাথে অনেক সুস্বাদু হওয়ার কারণে সাধারণ মানুষের কাছে মালটার চাহিদা ব্যাপক। আর এই চাহিদাকে পুঁজি করে দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে মালটার দাম আকাশচুম্বি করে রেখেছে। অবশ্য দেশে যখন মাল্টা চাষ আরো সম্প্রসারিত হবে তখন আশা করি এই মালটার দাম কমে আসবে।

IMG_20230722_175153.jpg

উপরের ছবিতে যেই গাছটি দেখতে পাচ্ছেন এটা শরিফা ফল গাছ। এই ফল এখন বলতে গেলে প্রায় দেখাই যায় না। একটা সময় গ্রামের বাড়ি গুলিতে এই ফলের গাছ থাকতো। এই ফলটি খেতে দারুন সুস্বাদু। কিন্তু এই গাছের সংখ্যা দেশে কমতে কমতে এখন রীতিমতো বিলুপ্ত প্রায় প্রজাতিতে পরিণত হয়েছে।

IMG_20230722_175147.jpg

এটি একটি গৌড়মতী আমের চারা। গত কয়েক বছর যাবত গৌরুমতি আমের প্রচুর সুনাম শুনে আসছি। সিজনের শেষদিকে এই আমের ফলন হয়। আমটি খেতে নাকি দারুন সুস্বাদু। সব আমের শেষের দিকে এই আম বাজারে আসার কারণে এটার দাম থাকে অনেক বেশি। এই আমের গাছটি দেখে মনে হচ্ছিল এটি কিনে নিয়ে বাড়িতে কোন জায়গায় লাগায়। কিন্তু জায়গার সমস্যা থাকার কারণে আর সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

IMG_20230722_175141.jpg

IMG_20230722_175135.jpg

উপরের ছবি দুটিতে যে গাছ দুটি দেখতে পাচ্ছেন তার একটি লেমন গ্রাস আরেকটি কারি পাতা। দাদা যে পোস্টে রান্নার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেই রান্নাটি করতে হলে এই উপকরণ দুটি প্রয়োজন। এমনিতে এই দুটি উপকরণ আমাদের শহরে খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু মেলায় এসে হঠাৎ করে দেখি সেই দুষ্প্রাপ্য গাছগুলো মেলায় উঠেছে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম।এটা সত্যি নারিকেলের দাম খুব বেড়ে গেছে।গাছের অভাব তাই হয়তো এমনটা হচ্ছে।আপনার ফটোগ্রাফির যে আম গাছ, এই আম গাছের নাম আজ প্রথম শুনলাম আমি।সত্যি গাছ আমাদের পরম বন্ধু।বাড়িতে জায়গা থাকলে সব ধরনের গাছ লাগালে সব রকমের ফল যেমন খাওয়া যায়, তেমনি প্রকৃতির ভারসাম্য ও বজায় থাকে।অনেক ধন্যবাদ ভাইয়া গাছের ফটোগ্রাফি এবং বিবরন তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66914.48
ETH 3341.32
USDT 1.00
SBD 2.72