কল্পনার জগত।

in আমার বাংলা ব্লগ11 months ago

১৯ নভেম্বর ২০২৩ ইং



আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ও আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।


woman-2003647_1280.jpg
উৎস

কল্পনা এবং বাস্তব দুটি দুই বিষয়, একটির সাথে আরেকটির কোন মিল নেই। একটি আরেকটি থেকে সম্পূর্ণ ভিন্ন। বাস্তবতা হচ্ছে কঠিন এক সত্য। কিন্তু কল্পনা সেটি নিজের একটি সাজানো বিষয়।

কল্পনা করতে আমি বাড়াবাড়ি খুব বেশি পছন্দ করি। মাঝেমধ্যেই নিজের অজান্তে কল্পনায় অন্য এক জগতে নিজেকে খুঁজে পাই। বাস্তবে যেটা হবার নয় সেটা একমাত্র কল্পনাতেই সম্ভব । বাস্তবটা থেকে দূরে সরে এসে নিজের কল্পনায় নিজের একটি সাম্রাজ্য তৈরি করার মধ্যে অনেকটা ভালো লাগে কাজ করে। কল্পনায় নিজের মত করে নিজের পছন্দ গুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারা যায় । কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়।

বাস্তবতা বড়ই কঠিন। তাই বাস্তবতার বিবর্ণতা থেকে কিছুটা দূরে সরে এসে নিজের ইচ্ছে গুলোকে কল্পনায় আনার মধ্যে অসম্ভব এক প্রশান্তি পাওয়া যায় ।

কল্পনাটা অনেকটা রূপকথার গল্পের মত। যেখানে চাইলে গাছেরাও কথা বলতে পারে, যেখানে চাইলে নিজেকে আকাশে উড়ানো যেতে পারে, কল্পনায় চাইলে নিজের রূপ পরিবর্তন করা যেতে পারে, কল্পনায় চাইলে নিজের অপছন্দের সমস্ত বিষয়গুলোকে দূরে ঠেলে দিয়ে একেবারে নিজস্ব কিছু পছন্দের জিনিস রাখা যেতে পারে।

কল্পনা হয়েছে অন্য এক ভিন্ন জগত যে জগতে আপনি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এই জগতে সবকিছু আপনার নিয়মেই চলবে।

তাই মাঝে মাঝে নিজেকে কল্পনায় নিয়ে যাওয়া ভালো । কারণ একমাত্র কল্পনার মধ্যেই সমস্ত খারাপ গুলো দূরে সরে সমস্ত ভালো এবং পছন্দের জিনিসগুলোকে রাখা যেতে পারে।

নিজেকে একবার কল্পনার জগতে নিয়ে গিয়ে দেখুন দেখবেন আপনার জীবনের সমস্ত না পাওয়া আক্ষেপগুলো মিটে গিয়েছে।

আজকের কথাগুলোর অর্থ হয়তো অনেকের কাছে বোধগম্য হবেনা । তবে আমার মত চিন্তাধারী মানুষগুলোর সাথে কথাগুলো মিলে যেতে পারে।

আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

কল্পনার জগত গল্পটা আপনি অনেক সুন্দর করে লিখেছেন। আসলে বাস্তবতা অনেক বেশি কঠিন। কিন্তু তা খুব সহজেই আমরা কল্পনার মাধ্যমে ভেবে ফেলি। হয়তো আমরা কল্পনায় অনেক কিছুই ভেবে ফেলি এবং অনেক বিষয় নিয়ে চিন্তাভাবনা করি। তবে এটা বাস্তবে পূরণ করা অনেক কঠিন ব্যাপার। এই টপিকটা তুলে এত সুন্দর করে পোস্টটা লিখেছেন দেখে ভালো লাগলো।।

 11 months ago 

প্রতিটা মানুষের জীবনে কল্পনার জগত রয়েছে। যখন কেউ কল্পনার জগতে চলে যায় তখন তার প্রত্যেকটা সার্থকতা ফিরে পায়। যখন কল্পনা শেষ হয়ে যায় আবার সেই ব্যর্থতার জীবনে নিপতিত হয়। সেই ধরনের কল্পনায় আমি অনেকবার গিয়েছি ভালো লাগলো দারুন একটা পোস্ট ছিল ।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আমি তো মনে করি কল্পনা ছাড়া কেউই থাকতে পারে না। সবাই কিন্তু কল্পনা নিয়ে ব্যস্ত থাকে। প্রত্যেকটা মানুষ কোন না কোন সময় কল্পনার জগতে হারিয়ে যায়। হয়তো বাস্তবে যেগুলো আমরা করতে পারি না, তা কল্পনার মাধ্যমে সাজিয়ে করে ফেলি। আমি নিজেও মাঝে মাঝে কল্পনার জগতে হারিয়ে যাই। তখন অনেক কিছুই মাথার মধ্যে চলে আসে।

 11 months ago 

কল্পনার জগত পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কল্পনা ছাড়া কোন মানুষ বেঁচে থাকতে পারে না। কল্পনা অনেকটা রূপকথার মত। যেগুলা বাস্তবে সম্ভব নয় সেগুলো আমরা কল্পনার মাধ্যমে পাওয়া যায়। আমারও মাঝেমধ্যে কল্পনার জগতে হারিয়ে যেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

প্রতি টি মানুষ তার কল্পনার মধ্যেই নিজের ইচ্ছে গুলোকে পূর্ণতা দেয়।কল্পনা আছে বলেই মানুষের সফলতা আছে।অনেকেই কল্পনাকে বাস্তবে রুপ দিয়ে থাকেন। আবার আকাশ ছোঁয়া সপ্ন গুলো কল্পনার মাধ্যমে রুপ দিতে ভালো লাগে সবার।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 11 months ago 

আপু কল্পনার জগৎ নিয়ে পড়ে ভীষণ ভালো লেগেছে।কারন বাস্তব আর কল্পনা দুটোই সম্পুর্ন আলাদা বিষয়। কল্পনার জগতে হারাতে আমার ও ভীষণ পছন্দ। কারন কল্পনাতে না পাওয়া গুলো, খারাপ লাগা বিষয় গুলোকে দূর করে দেয়া যায়।কিছুটা হলেও তৃপ্তি ও আনন্দ লাভ করা যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

হ্যাঁ আপু কল্পনা এবং বাস্তব সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। কল্পনা হচ্ছে নিজের মনগড়া এবং বাস্তবতা বড়ই কঠিন। কল্পনার জগতে হারিয়ে যেতে মাঝেমধ্যে ভীষণ ভালো লাগে। যেখানে নেই কোনো বাঁধা, নেই কোনো অশান্তি, চারিদিকে শুধু শান্তি আর শান্তি। আর বাস্তবতা সবসময়ই তিক্ত। তবে বাস্তবতা যতই কঠিন হোক না কেনো, ঘুরেফিরে বাস্তবতার সম্মুখীন হতে হয় আমাদেরকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 59647.06
ETH 2365.97
USDT 1.00
SBD 2.56