অরিগ্যামি || রঙিন কাগজ দিয়ে পাঁচটি ভিন্ন কালারের বিড়ালের মাথার অরিগ্যামি তৈরি ।

in আমার বাংলা ব্লগ18 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভালো আছো । আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করবো। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি, একটু ভিন্ন রকমের অরিগ্যামি পোস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। কালার পেপার দিয়ে আসলে অনেক কিছুই তৈরি করা যায়। আজ পর্যন্ত আমি তোমাদের সাথে এই কালার পেপার দিয়ে অনেক কিছুই তৈরি করে শেয়ার করেছি। যাইহোক, আজকের এই অরিগ্যামি পোস্টটিতে আমি কয়েকটি বিড়ালের মাথা তৈরি করে দেখিয়েছি। এখানে আমি কয়েকটি ভিন্ন কালারের বিড়ালের মাথা তৈরি করেছি। আসলে এগুলো একটা তৈরি করতে আমার খুব বেশি সময় লাগেনি। তবে আমি যেহেতু পাঁচটি বিড়ালের মাথা তৈরি করেছি, তাই আমার বেশ খানিকটা সময় লেগে গেছিল । এগুলো তৈরি করার পর এগুলো দেখতে আমার কাছে খুবই কিউট লেগেছিল। যাইহোক, এই বিড়ালের মাথাগুলো আমি কি করে তৈরি করেছি তা আমি নিচে ধাপে ধাপে শেয়ার করলাম। আশা করি, এটি তোমাদের ভালো লাগবে। আর নিচের এই ধাপ গুলো অনুসরণ করে তোমরাও এটি তৈরির পদ্ধতি শিখে নিতে পারবে খুব সহজেই। তাহলে আর কথা না বাড়িয়ে ধাপগুলো দেখে নেওয়া যাক।

InShot_20240610_021900598.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●বিভিন্ন কালারের পেপার
●স্কেচ পেন
●পোস্টার কালার
●তুলি
●স্কেল
●কাঁচি

InShot_20240610_022048406.jpg

প্রথম ধাপ

প্রথমে ১৪/১৪ সেমি দৈর্ঘ্য ও প্রস্থের একটি কাগজ নিয়ে একবার ভাঁজ করে নিলাম।

InShot_20240610_023149209.jpgInShot_20240610_022759448.jpgInShot_20240610_023713070.jpg

দ্বিতীয় ধাপ

এবার চিত্রের ধাপগুলো অনুসরণ করে পর পর ভাঁজ গুলো দিয়ে নিলাম।

InShot_20240610_023108448.jpgInShot_20240610_023643707.jpgInShot_20240610_022318982.jpg
InShot_20240610_022554885.jpgInShot_20240610_022137321.jpg

তৃতীয় ধাপ

এবার দ্বিতীয় ধাপের কাগজের উপরে কিছুটা অংশ ভাঁজ করে নিয়ে, নিচে শেয়ার করা আরও চারটি ধাপ অনুসরণ করে বিড়ালের মাথা তৈরি করে নিলাম।

InShot_20240610_022342682.jpgInShot_20240610_022832326.jpgInShot_20240610_023415876.jpg
InShot_20240610_022940530.jpgInShot_20240610_022629863.jpg

চতুর্থ ধাপ

এবার পোস্টার কালার ও স্কেচ পেনের সাহায্যে বিড়ালের চোখ, নাক ও মুখ এঁকে নিলাম।

InShot_20240610_022533321.jpgInShot_20240610_023040304.jpg

পঞ্চম ধাপ

উপরের ধাপগুলো অনুসরণ করে আরও চারটি ভিন্ন কালারের বিড়ালের মাথা তৈরি করে নিলাম।

InShot_20240610_023454235.jpgInShot_20240610_022446767.jpg
InShot_20240610_023326144.jpgInShot_20240610_023218255.jpg
InShot_20240610_022411617.jpgInShot_20240610_022726645.jpg
InShot_20240610_022221554.jpgInShot_20240610_023250142.jpg

ষষ্ঠ ধাপ

আমার তৈরি করা পাঁচটি বিড়ালের মাথা এক জায়গায় রেখে এই ফটোগ্রাফিটি করে নিলাম।

InShot_20240610_023606288.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসSamsung Galaxy M31s
অরিগ্যামি মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা পাঁচটি ভিন্ন কালারের বিড়ালের মাথার অরিগ্যামি গুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 17 days ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার পাঁচটি বিড়ালের মাথা তৈরি করেছেন। এটি তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। পাশাপাশি সুন্দর বর্ণনাও করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 17 days ago 

আপনার এই প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমি চেষ্টা করেছি ভাই, এই কাজটি খুব সুন্দর করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 17 days ago 

কি সুন্দর লাগছে দাদা আপনার বানানো রঙ্গিন কাগজের বিড়ালের বাচ্চা গুলো।চমৎকার সুন্দর হয়েছে। পাঁচটি বিড়ালের মাথা বানিয়েছেন আপনি ভীষন সুন্দর হয়েছে সে বিড়ালের মাথা গুলো।রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর পদ্ধতিতে ধাপে ধাপে বিড়ালের মাথা গুলো বানিয়েছেন এবং তা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর বিড়ালের মাথা গুলো ভাগ করে নেয়ার জন্য।

 17 days ago 

আপনার এই প্রশংসামূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।

 17 days ago 

বিভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ভাবে আপনি পাঁচটা বিড়ালের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি করা এই কিউট বিড়ালের অরিগ্যামি গুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে দেখতে। রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে কোন কিছু তৈরি করতে অনেক সময় লেগে যায়। আর উপস্থাপনার মাধ্যমে এগুলো তুলে ধরা মুশকিল হয়। কারণ কিভাবে ভাঁজ করা হয়েছে এটা বলে বোঝানো যায় না। আপনি প্রত্যেকটা ধাপের ছবি সুন্দর ভাবে তুলে উপস্থাপনাটা সুন্দর ভাবে করেছেন। যে কেউ সহজে এই বিড়ালের অরিগ্যামি তৈরি করে নিতে পারবে। ভিন্ন ভিন্ন কালার হওয়াতে আমার কাছে বেশি ভালো লেগেছে এগুলো দেখতে।

 17 days ago 

আপনার এই গঠনমূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। অনেক ভালো লাগলো, আপনার এই প্রশংসামূলক মন্তব্যটি পড়ে।

 17 days ago 

বিভিন্ন কাগজের ডাই গুলো দেখতে অনেক ভালো লাগে। আসলে ভাইয়া একটা থেকে পাঁচটি তৈরি করতে একটু সময় বেশি লাগবে এটাই স্বাভাবিক। আপনার বিড়ালের মাথা গুলো দেখতে অসাধারণ লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 17 days ago 

আমার শেয়ার করা এই বিড়ালের মাথার অরিগ্যামি গুলো যে আপনার কাছে অসাধারণ লেগেছে, এটা জেনে অনেক ভালো লাগলো আপু।

 17 days ago 

পাঁচটি ভিন্ন কালারের বিড়ালের মাথা দেখতে অনেক কিউট লাগতেছে দাদা। আপনার ডাই প্রজেক্ট গুলো সত্যি চমৎকার ফুটে উঠে। নিখুঁত ভাবে কাজ গুলো করার চেষ্টা করেন। আপনার কাজ গুলো সব সময়ই ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো।

 17 days ago 

চেষ্টা করেছি ভাই, নিখুঁতভাবে এই কাজটি করার জন্য। যাইহোক, আমার কাজগুলো যে সব সময় আপনার কাছে ভালো লাগে, এটা জেনে খুব খুশি হলাম আমি।

 17 days ago 

বাহ চমৎকার দারুণ লাগছে। রঙিন কাগজ দিয়ে বিড়ালের মাথা টা চমৎকার তৈরি করেছেন ভাই। প্রথম তিনটা মনে হচ্ছে মেনি বিড়াল এবং পরের গুলো হুলো হা হা। চমৎকার তৈরি করেছেন বিড়ালের অরিগ‍্যামি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 17 days ago 

প্রথম তিনটা মনে হচ্ছে মেনি বিড়াল এবং পরের গুলো হুলো হা হা।

হাহাহা ..😂😂😂 🐈 🐈 😺 😺 এটা বেশ দারুন বলেছেন ভাই। আপনার এই কমেন্ট টি পড়ে আমি দুই মিনিট ধরে হেসেছি ভাই।

আপনি আজ আমাদের মাঝে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন,রঙিন কাগজ দিয়ে পাঁচটি ভিন্ন কালারের বিড়ালের মাথার অরিগ্যামি তৈরি। কালারিং পেজ দিয়ে যে কোন জিনিস তৈরি করা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনি সেটাই করেছেন। প্রত্যেকটি বিড়ালের মাথার অরিগ্যামি আমার কাছ থেকে ভালো লেগেছে ধন্যবাদ।

 17 days ago 

আমার শেয়ার করা প্রত্যেকটি বিড়ালের মাথার অরিগ্যামি যে আপনার কাছে ভালো লেগেছে, এটা জেনে আমারও ভালো লাগলো ভাই।

 17 days ago 

জাস্ট ওয়াও। দাদা আপনি দেখছি একদম রঙিন কাগজ দিয়ে বিড়ালের খুব সুন্দর মাথার মুকুট করেছেন ‌ । কি আর বলবো দেখতে তো সেই লাগছে। এছাড়া রঙিন কাগজ দিয়ে বিড়ালের মাথা তৈরি করে পেন্সিল দিয়ে চোখ নাক মুখের আর্ট করায় দেখতে আরো সুন্দর লাগছে। পোস্টটি দারুন ছিল শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 17 days ago 

আমার শেয়ার করা এই পোস্টটি যে আপনার কাছে দারুণ লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম ভাই। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60097.61
ETH 3373.26
USDT 1.00
SBD 2.51