ডাই || নতুন একটি কলমদানি তৈরি

in আমার বাংলা ব্লগ21 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। এই ডাই পোস্টটিতে তোমাদেরকে আমি নতুন ধরনের একটি কলমদানি তৈরি করে দেখাবো । আমি বেশ কিছুদিন আগেও একটি কলমদানি তৈরি করেছিলাম, তবে আজকের কলমদানিটি আরেকটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি। আসলে টেবিলের উপরে এই কলমদানি গুলো রাখলে অনেক ভালো লাগে। তাছাড়া অনেক ধরনের জিনিস কলমদানির ভেতরে রেখে দিলে টেবিলও অগোছালো হয় না। যাইহোক, আজকের এই কলমদানিটি আমি বেশ সুন্দর করেই তৈরি করার চেষ্টা করেছি। তাছাড়া এই কলমদানি তৈরির পুরো প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ আমি এখানে উপস্থাপনও করেছি। তোমাদের কারো যদি এই কলমদানিটি পছন্দ হয়, তাহলে তোমরা আমার শেয়ার করা ধাপগুলো অনুসরণ করে সহজেই শিখে নিতে পারবে। যাইহোক, তাহলে আর কথা না বাড়িয়ে আমার শেয়ার করা এই কলমদানি তৈরির ধাপগুলো দেখে নেওয়া যাক।

InShot_20240626_010614124.jpg




প্রয়োজনীয় উপকরণ:

▪️ভিন্ন কালারের ক্লে
▪️কালার পেপার
▪️কার্ডবোর্ড
▪️আঠা
▪️পেন্সিল
▪️স্কেল
▪️কাঁচি

20240624_143024.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, একটি কার্ডবোর্ড থেকে স্কেলের সাহায্যে ৮/৯ সেমি ও ৬/৫ সেমি দৈর্ঘ্য প্রস্থে মেপে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240624_130146.jpg20240624_130200.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে ৮/৯ সেমি দৈর্ঘ্য প্রস্থে মেপে নেওয়া কার্ডবোর্ড এর উপরে পেন্সিলের সাহায্যে কিছু দাগ টেনে নিয়ে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।

20240624_130820.jpg20240624_131032.jpg

তৃতীয় ধাপ

এবার দৈর্ঘ্য প্রস্থে কেটে নেওয়া ৮/৯ সেমি ও ৬/৫ সেমি কার্ডবোর্ড এর উপরে আঠার সাহায্যে কালার পেপার লাগিয়ে নিলাম।

20240624_131853.jpg20240624_131955.jpg20240624_132213.jpg
20240624_132718.jpg20240624_133104.jpg20240624_133307.jpg

20240624_133738.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে ৬/৫ সেমি কার্ডবোর্ড গুলো আঠার সাহায্যে ৮/৯ সেমি মাপের কার্ড বোর্ডের উপরে লাগিয়ে কলমদানির মত তৈরি করে নিলাম।

20240624_133837.jpg20240624_133917.jpg20240624_134048.jpg
20240624_134122.jpg20240624_134521.jpg20240624_135818.jpg
20240624_135827.jpg20240624_135839.jpg

পঞ্চম ধাপ

এখন তিনটি ভিন্ন কালারের ক্লে এর সাহায্যে ফুল ও পাতা তৈরি করে নিলাম চিত্রের ধাপ গুলো অনুসরণ করে।

20240624_140020.jpg20240624_140059.jpg20240624_140437.jpg
20240624_140449.jpg20240624_140459.jpg20240624_140706.jpg
20240624_140733.jpg20240624_141419.jpg
20240624_141410.jpg20240624_141600.jpg20240624_142316.jpg

ষষ্ঠ ধাপ

এবার এই ধাপে, আঠার সাহায্যে ফুল ও পাতাগুলো পরপর কলম দানির উপরে লাগিয়ে নিলাম। আর এভাবেই আমার ডাই তৈরির কাজটি সম্পন্ন করলাম।

20240624_142440.jpg20240624_142502.jpg20240624_142549.jpg
20240624_142710.jpg20240624_142825.jpg

InShot_20240626_010614124.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসSamsung Galaxy M31s
ডাই মেকার ও ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই কলমদানি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 21 days ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি কলমদানি বানিয়েছেন। আপনার এই কলমদানি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই কলমদানি টেবিলের মধ্যে কলম দিয়ে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। কমলা কালার রঙিন কাগজ ব্যবহার করাতে দেখতে আরো বেশি চমৎকার দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। কলমদানির মধ্যে কলম রেখে ফটোগ্রাফি করার জন্য দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ক্লে দিয়ে ফুল বানিয়ে লাগানোর জন্য আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কলমদানি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 21 days ago 

আমার শেয়ার করা এই কলমদানিটি যে আপনার কাছে অনেক ভালো লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর ভাবে আমার এই কলমদানির প্রশংসা করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 21 days ago 

কলমদানি তৈরি অসাধারণ হয়েছে, দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সুন্দর ভাবে এই কলমদানি তৈরি করেছেন। দেখে একদম অরজিনাল কলমদানির মতই লাগছে। এত সুন্দর ভাবে তৈরি করেছেন, আমার খুবই ভালো লেগেছে। ধাপ গুলো দেখে তাই শেখার চেষ্টা করলাম।

 21 days ago 

আমার শেয়ার করা এই কলমদানিটি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, সেটা জেনে খুবই খুশি হলাম ভাই। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 21 days ago 

কার্ডবোড ও ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে কলমদানি বানিয়েছেন। আসলেই এরকম কলমদানি বানিয়ে রাখলে টেবিল অগোছালো হয় না এবং দেখতেও চমৎকার সুন্দর লাগে।আপনার কলমদানি টি ভীষণ সুন্দর হয়েছে দেখতে।ধাপে ধাপে কলমদানি তৈরি পদ্ধতি দক্ষতার সাথে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 21 days ago 

আমার শেয়ার করা এই কলমদানিটি আপনার কাছে দেখতে যে ভীষণ সুন্দর লেগেছে, সেটা জেনে খুব ভালো লাগলো দিদি। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 21 days ago 

ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে চমৎকারভাবে কলমদানি তৈরি করেছেন ভাইয়া ‌। কলমদানি তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 21 days ago 

আমি চেষ্টা করেছি আপু, কলমদানি তৈরি প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে এখানে উপস্থাপন করার জন্য। যাইহোক, আপনার এই প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 21 days ago 

আরে বাহ্ আপনি তো দেখছি অনেক সুন্দর করে একটা কলমদানি তৈরি করেছেন, যেটা জাস্ট মনোমুগ্ধকর লাগতেছে দেখতে। এই ধরনের কলমদানি গুলো তৈরি করে টেবিলের উপর রাখলে অনেক সুন্দর লাগে। কার্ড এবং ক্লে ব্যবহার করে খুব সুন্দর করেই এটি তৈরি করেছেন। এটা কিন্তু অনেক বেশি উপকারে আসবে আপনার। আপনার প্রয়োজনীয় এরকম জিনিস গুলো এটার মধ্যে আপনি রাখতে পারবেন। যার কারণে টেবিলের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে।

 21 days ago 

এটা কিন্তু অনেক বেশি উপকারে আসবে আপনার

হ্যাঁ আপু, অলরেডি উপকারে আসা শুরু হয়ে গেছে । যাইহোক, এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 21 days ago 

নতুন একটি কলমদানি তৈরি অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। আসলে এই ধরনের কলম দানি তৈরি করার ইচ্ছা জাগল। অনেক দক্ষতা ও সময় দিয়ে আপনি তৈরি করেছেন। ভালো লাগলো তাই দেখে।

 21 days ago 

আমার শেয়ার করা এই কলমদানিটি দেখতে আপনার কাছে যে ভালো লেগেছে, সেটা জেনে আমারও ভালো লাগলো ভাই। আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 21 days ago 

চমৎকার একটি কলমদানি তৈরি করেছেন দাদা দেখতেও অসাধারণ সুন্দর লাগছে বিশেষ করে ক্লে দিয়ে ফুলগুলো তৈরি করার পরে সৌন্দর্যটা আরো দারুণভাবে ফুটে উঠেছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 21 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার শেয়ার করা এই কলমদানিটি নিয়ে আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65248.25
ETH 3471.40
USDT 1.00
SBD 2.51