আর্ট || রঙিন একটি ম্যান্ডেলা আর্ট [ ২৫ আগস্ট ২০২৪]

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। তোমাদের সাথে প্রতি সপ্তাহেই মূলত আমি বিভিন্ন ধরনের আর্ট শেয়ার করে থাকি। কারণ আর্টের এই কাজটি করতে আমার বরাবরই খুব ভালো লাগে। আমি একটু অবসর সময় পেলেই এই আর্ট গুলো করে থাকি। আমি বিভিন্ন ধরনের আর্ট শেয়ার করে থাকলেও এই ম্যান্ডেলা আর্টই বেশি শেয়ার কথা থাকি। কারণ আর্টের মধ্যে ম্যান্ডেলা আর্ট গুলো করতে আমার একটু বেশি ভালো লাগে। আর এই আর্ট গুলো নিখুঁত করে করতে গেলে প্রয়োজন হয় বেশি সময় ও অতিরিক্ত ধৈর্য শক্তির। আর এই আর্টগুলো করার মাধ্যমে আমার ধৈর্য শক্তিও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে আমার। তারপরও গতকালকে একটু সময় বের করে এই ম্যান্ডেলা আর্টটি অংকন করেছি আমি। যাইহোক, আর্ট তৈরির প্রত্যেকটি ধাপ আমি ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। তোমরা চাইলে এটি দেখার মাধ্যমে এই আর্ট তৈরির পদ্ধতি শিখে নিতে পারো।

20240820_164733.jpg



প্রয়োজনীয় উপকরণ:

●সাদা আর্ট পেপার
●বিভিন্ন কালারের স্কেচ পেন
●কালো জেল পেন
●কম্পাস

20240820_164943.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, কালো জেল পেন ও কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম এবং সেই বৃত্তের ভিতরে আরও সাতটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

20240820_153313.jpg20240820_153517.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে, সব থেকে ছোট বৃত্তটিতে কালো জেল পেন ও স্কেচ পেনের সাহায্যে ফুলের চিত্র অঙ্কন করে নিলাম।

20240820_154126.jpg

তৃতীয় ধাপ

এখন ছোট বৃত্তের পর থাকা বাকি আরও পরপর তিনটি বৃত্তে কালো জেল পেনের সাহায্যে কিছু চিত্র অঙ্কন করে নিয়ে তা স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20240820_160529.jpg

চতুর্থ ধাপ

এবার পঞ্চম বৃত্তটিতেও একইভাবে কালো জলে পেনের সাহায্যে কিছু ডিজাইন অঙ্কন করে নিয়ে তা স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20240820_162428.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে সর্বশেষ দুটি বৃত্তে কালো জেল পেনের সাহায্যে ডিজাইন করে নিয়ে ভিন্ন ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20240820_163738.jpg

20240820_164646.jpg

ষষ্ঠ ধাপ

এবার সর্বশেষ ধাপে চিত্রের নিচে নিজের নাম লিখে চিত্র অঙ্কনের কাজ সম্পন্ন করলাম।

20240820_164710.jpg20240820_164722.jpg

20240820_164733.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই রঙিন ম্যান্ডেলা আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 4 months ago 

আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে, অনেক সময় ব্যবহার করে এবং ধৈর্য ধরে কালারফুল এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। এটা তো দেখেই বুঝতে পারছি। আপনার ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনি পুরো ম্যান্ডেলা আর্টটি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার নিখুঁত হাতের আর্ট গুলো যতই দেখি ততই একেবারে মুগ্ধ হয়ে যাই। অনেক সুন্দর হয়েছে এই ম্যান্ডেলা আর্ট টি।

 4 months ago (edited)

আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো যে আপনার কাছে সবসময় ভালো লাগে, এটা জেনে অনেক খুশি হলাম আপু আমি। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই আর্টের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

রঙিন একটি ম্যান্ডেলা আর্ট দেখতে অসাধারন লাগতেছে ভাই। আপনার এধরনের কাজ গুলো আমার কাছে শুরু থেকেই ভালো লাগে। আপনার দক্ষতা এবং ধৈর্যের প্রশংসা করতে হয়। নিখুঁত ভাবে পুরো কাজটি ফুটিয়ে তুলেছেন। আপনার রঙিন ম্যান্ডেলা তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 4 months ago 

আর্ট করার ক্ষেত্রে আমার ধৈর্যের এবং দক্ষতার প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনি যে আমার এই আটর্টি দেখে মুগ্ধ হয়েছেন, এটি জেনে অনেক খুশি হলাম আমি।

 4 months ago 

রঙিন একটি ম্যান্ডেলা আর্ট। ম্যান্ডেলা আর্ট করতে আপনি অনেক ভালোবাসেন তা আপনার আর্ট দেখেই বোঝা যায়।আপনি ভীষণ চমৎকার সুন্দর করে দক্ষতার সাথে একটি সুন্দর করে একটি কালার ফুল ম্যান্ডেলা আর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি, আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টের এত সুন্দর প্রশংসা করার জন্য।

 4 months ago 

ঠিক বলেছেন ভাইয়া বিভিন্ন ধরনের আর্ট করলেও ম্যান্ডেলার আর্টগুলো করতে অন্যরকম ভালো লাগা কাজ করে। যদিও এই আর্টগুলো করতে বেশি সময় লাগে। আপনার আজকের ম্যান্ডেলার আর্ট দেখে আমি প্রথমে ডিজিটাল ম্যান্ডেলার আর্ট মনে করেছিলাম। কালার কম্বিনেশন মিলিয়ে এত চমৎকারভাবে করেছেন যে ডিজিটাল মনে হচ্ছে দেখতে।

 4 months ago 

আপনার আজকের ম্যান্ডেলার আর্ট দেখে আমি প্রথমে ডিজিটাল ম্যান্ডেলার আর্ট মনে করেছিলাম। কালার কম্বিনেশন মিলিয়ে এত চমৎকারভাবে করেছেন যে ডিজিটাল মনে হচ্ছে দেখতে।

তাহলে তো বেশ ভালো ব্যাপার আপু। যদিও ডিজিটাল আর্ট করতে পারি না আমি আর এই আর্ট যদি ডিজিটাল আর্টের মতো মনে হয় তাহলে তো সেটা আমার জন্য অনেক ভালো ব্যাপার।

 4 months ago 

সাদা পেপারের ওপর বিভিন্ন কালারের পেন দিয়ে দারুন আর্ট করেছেন ভাইয়া। আপনার আর্ট দেখে বোঝা যাচ্ছে তৈরি করতে অনেক সময় লেগেছিল। ধৈর্য সহকারে এত সুন্দর একটি আর্ট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 4 months ago 

আপু, এ ধরনের আর্ট করতে একটু সময় যায়। কারণ নিখুঁতভাবে এই কাজগুলো করতে হয়। যাইহোক, আপনার এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনি অনেক সুন্দর একটি রঙিন মেন্ডেলা আর্ট আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনার রঙিন মেন্ডেলা আর্ট বরাবরের মতো আমার কাছে অনেক ভালো লাগে। আপনার ম্যান্ডেলা আর্টের ধাপগুলো ছিল অনেক সুন্দর যা দেখে যে কেউ এই আর্টগুলো সহজেই করতে পারবে। নিজের প্রতিভাকে আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

 4 months ago 

আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। অনেক খুশি হলাম ভাই আপনার এই মন্তব্যটি পড়ে।

 4 months ago 

প্রথম দেখাতেই বলছিলাম অনেকদিন পর এরকম কালারফুল ম্যান্ডেলা আর্ট করেছেন। ব্যস্ততার কারণে অনেকদিন পর এরকম আর্ট করেছেন। আপনার এ ধরনের আর্টগুলো সত্যিই অনেক সুন্দর হয়। কালার কম্বিনেশন থেকে শুরু করে ছোট ছোট কাজগুলো বেশ সুন্দর ভাবে করেন আপনি। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

এত সুন্দর করে গুছিয়ে আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 4 months ago 

আপনার মেন্ডেলা চিত্র অংকনটি আমার খুবই ভালো লেগেছে। রঙিন করার কারণে চিত্রটি দেখতে আরো সুন্দর লাগছে। ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

আমার শেয়ার করা এই আর্টটি আপনার কাছে খুব ভালো লেগেছে, এটা জেনে অনেক ভালো লাগলো আমার। ধন্যবাদ, আপনার এই মন্তব্যটির জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.041
BTC 98102.63
ETH 3490.00
USDT 1.00
SBD 3.42