ডাই || ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও অনেক ভালো আছি। |
---|
নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য এই প্লাটফর্মের থেকে আর ভালো জায়গা হতে পারে না। আমি প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখে থাকি এখান থেকে। নতুন নতুন জিনিস শিখতে আমার কাছে বেশ ভালোই লাগে। বেশ কিছুদিন ধরে দেখছি, আমাদের এই কমিউনিটিতে সবাই রঙিন ক্লে দিয়ে বিভিন্ন ধরনের ডাই, আর্ট এসব তৈরি করছে। এসব দেখে আমারও এসব তৈরি করার ইচ্ছা হচ্ছে কিছুদিন ধরে। সেইজন্য তিন দিন আগে আমি এই ক্লে একটি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, এই ক্লে দিয়ে ডাই তৈরি করব বলে। যাইহোক, আজকে তোমাদের সাথে ক্লে ও কার্ডবোর্ড দিয়ে ডাই তৈরি করে দেখাবো। প্রথমবার আমি এমন কোন ডাই করলাম । এটি দেখতে কেমন হয়েছে তোমরাই বলবে। এখন থেকে মাঝে মাঝে তোমাদের সাথে ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে দেখাবো। এই ক্লে দিয়ে কাজ করতে বেশ ভালই লেগেছে আমার। যাইহোক, এই ডাই টি আমি কেমন করে তৈরি করেছি তা নিচে ধাপে ধাপে শেয়ার করলাম।
প্রয়োজনীয় উপকরণ:
●কার্ডবোর্ড
●বিভিন্ন কালারের ক্লে
●বিভিন্ন কালারের স্কেচ পেন
●এক্রোলিক কালার
●তুলি
●কম্পাস
●পেন্সিল
●আঠা
●কাঁচি
●স্কেল
● টিস্যু পেপার
🌈 প্রথম ধাপ 🌈
প্রথমে একটি হালকা গোলাপী কালারের ক্লে নিয়ে দুটি বলের মতো তৈরি করে তা জোড়া লাগিয়ে একটি পুতুলের শরীর ও মাথার মত করে তৈরি করে নিলাম।
🌈 দ্বিতীয় ধাপ 🌈
এবার দ্বিতীয় ধাপে, ওই একই কালারের ক্লে দিয়ে পুতুলের পা, হাত ও কান তৈরি করে জোড়া লাগিয়ে নিলাম এবং স্কেচ পেনের সাহায্যে পুতুলের মাথা ও পুরো শরীরে এঁকে নিলাম চিত্রের মতন করে।
🌈 তৃতীয় ধাপ 🌈
উপরের ধাপ গুলো অনুসরণ করে অনুরূপভাবে আরও একটি পুতুল তৈরি করে নিলাম অন্য কালারের ক্লে দিয়ে।এবার কালো ও লাল কালারের ক্লে দিয়ে কিছু লেটার ও লাভ তৈরি করে নিলাম।
🌈 চতুর্থ ধাপ 🌈
এবার একটি কার্ডবোর্ডের উপর পেন্সিল ও কম্পাসের সাহায্যে বৃত্ত অংকন করে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। তারপর কার্ডবোর্ডের উপর আঠা লাগিয়ে, তার উপরে টিস্যু দিয়ে লাগিয়ে নিলাম এবং কার্ডবোর্ডের পাশের অতিরিক্ত টিস্যু গুলো কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার কিছু এক্রোলিক কালারের সাহায্যে কার্ডবোর্ড এর উপরে কালার করে নিলাম চিত্রের মতো করে।
🌈 পঞ্চম ধাপ 🌈
এই ধাপে কয়েক প্রকারের ক্লে দিয়ে ছোট ছোট বল তৈরি করে তা জোড়া লাগিয়ে কিছু ফুল তৈরি করে নিলাম।
🌈 ষষ্ঠ ধাপ 🌈
এবার বিভিন্ন কালারের ক্লে দিয়ে রংধনুর মত করে বানিয়ে নিলাম এবং সাদা কালারের ক্লে দিয়ে ছোট ছোট বল তৈরি করে তা রংধনুর দুই সাইডে বসিয়ে দিলাম যা তোমরা চিত্রে দেখতে পাচ্ছো।
🌈 সপ্তম ধাপ 🌈
এবার আঠার সাহায্যে কার্ডবোর্ডের উপর ক্লে দিয়ে তৈরি করা সব কিছু একে একে বসিয়ে নিলাম। এইভাবে আমার ক্লে ও কার্ডবোর্ড দিয়ে ডাই তৈরীর কাজটি সম্পন্ন করলাম।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ডাই মেকার ও ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি কৃত ওয়ালমেটটি দেখতে খুবই কিউট লাগছে। আপনি এ ধরনের কাজগুলো সময় নিয়ে খুব নিখুঁতভাবে সম্পন্ন করেন। ওয়ালমেট তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই ওয়ালমেটটি দেওয়ালের সাজিয়ে রাখলে অনেক বেশি সুন্দর লাগবে।
আমার শেয়ার করা এই ধরনের কাজগুলো আপনার কাছে নিখুঁত লাগে, তা জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ, এত সুন্দর ভাবে আমার কাজের প্রশংসা করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
জাস্ট অসাধারন লাগতেছে দাদা। ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। পুতুল গুলো দেখে আমার কাছে বেশ ভালো লাগলো। সম্পুর্ন ইউনিক একটি ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন। এধরনের কাজ গুলো সত্যি প্রশংসনীয় কাজ। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
আমার শেয়ার করা এই ওয়ালমেট টি যে আপনার কাছে ইউনিক লেগেছে, তা জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ, আপনার এই মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার পোস্টে প্রতিনিয়ত নতুনত্বের ছোঁয়া খুঁজে পাওয়া যায়।
আপনার ওয়ালমেট টি দেখে মনে হচ্ছে সবুজ প্রান্তরে দৃশ্যমান রংধনু।
ওয়ালমেট এর কালার কম্বিনেশন টি দারুন ফুটেছে খুবই ভালো লাগছে দেখতে এজন্য।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।
চেষ্টা করি ভাই, আমার পোস্টগুলোর মধ্যে নতুনত্বের ছোঁয়া দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই , এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ডাই টির প্রশংসা করার জন্য।
প্রথমে বলতেই হয় যেহেতু আপনি কাজটি প্রথম করেছেন কিন্তু আপনার কাজ দেখে মনে হচ্ছে আপনার এই কাজের উপর অনেক অভিজ্ঞতা আছে । ছেলে এবং কার্ডবোর্ড দিয়ে আপনি যে ওয়ালমেট তৈরি করেছেন এই ওয়ালমেট এতটাই সুন্দর হয়েছে আর এতটাই আমার কাছে ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। আপনি খুবই দারুণভাবে তৈরি করেছেন ভাই। বিশেষ করে কার্ডবোর্ডে দুই পাশে দুইটা পুতুল অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভাই, এই কাজে খুব বেশি অভিজ্ঞতা নেই আমার। তবে চেষ্টা করেছি ডাই টি ভালো ভাবে তৈরি করার জন্য। যাইহোক, এত সুন্দর ভাবে আমার শেয়ার করা এই কাজের প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
খুবই দৃষ্টিনন্দন একটি ডাই আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ভাইয়া।ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা আজকের এই ডাইটির মধ্যে আমার কাছে সব থেকে ভালো লেগেছে দ্বিতীয় ধাপের কারুকার্যটি কেননা এই দ্বিতীয় ধাপে আপনি পুতুল এর প্রস্তুত প্রণালীটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তাছাড়াও প্রতিটি ধাপ আমার কাছে খুবই ভালো লেগেছে সবমিলে আপনার আজকের ডাই টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া।
সব মিলিয়ে আমার শেয়ার করা এই ডাই টি যে আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এটা জেনে অনেক আনন্দিত হলাম ভাই। ধন্যবাদ, এত সুন্দর ভাবে আপনার মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। দেখতে খুবই দৃষ্টিনন্দন হয়েছে। আমার কাছে অসাধারণ লেগেছে আপনার ওয়ালমেট। বিশেষ করে পুতুল দুইটির জন্য আরও অনেক ভাল লাগছে দেখতে। আপনার জন্য শুভকামনা রইল দাদা ভালো থাকবেন।
ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে তৈরি করা এই ওয়ালমেট টি যে আপনার কাছে অসাধারণ লেগেছে, তা জেনে অনেক খুশি হলাম ভাই। আপনার এই সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
বর্তমানে দাদা, আপনি সেরাদের মধ্যে সেরা। প্রতিনিয়ত আপনার কাজের দক্ষতা বাড়তেই আছে। ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট সম্পন্ন করেছেন। কালার কম্বিনেশনগুলি বেশ সুন্দর ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার এই ধরনের কাজগুলি বেশ ভালো লাগে আমার। আপনার জন্য শুভেচ্ছা রইল।
এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। যাইহোক, আপনার কাছে এই ধরনের কাজ যে বেশ ভালো লাগে, সেটা জেনে অনেক খুশি হলাম।
আপনি এত সুন্দর করে কার্ডবোর্ড এবং ক্লে ব্যবহার করে সুন্দর দেখতে একটা ডাই তৈরি করেছেন। যেটা দেখতে একেবারে মনোমুগ্ধকর হয়েছে। এমনকি আপনার তৈরি করা ডাই দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। বিভিন্ন কালারের ক্লে হওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে এটা। ছোট ছোট করে অনেকগুলো ফুল তৈরি করেছেন। আর কিউট দেখতে টেডি বিয়ার তৈরি করার কারণে আরো সুন্দর লাগছে। এটা যদি ঘরে সাজিয়ে রাখা হয়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে।
অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে, আমার এই কাজের এত সুন্দর প্রশংসা করার জন্য। অনেক ভালো লাগলো আপনার এই মন্তব্যটি পড়ে।