স্বাগতার বিয়ের ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year


বিয়ের ছাদনাতলা । এটাই বিবাহ মণ্ডপ। হিন্দু রীতিতে যজ্ঞ করে অগ্নি সাক্ষী রেখে এখানেই বিবাহ সমাধা হয় ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20231118_195134.jpg

এই হলো বিয়ের বর (@blacks)।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20231118_215922.jpg

ছাদনা তলায় বর বসে, মন্ত্রোচ্চারণে বিয়ের প্রাথমিক কার্য শুরু । বরের ডানদিকে কনের বাবা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৮ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20231118_202756.jpg

আমরা দু'জনা বসে বিয়ে দেখছি ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৮ টা ৪৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20231118_202903.jpg

তনুজার জোরাজুরিতে বাধ্য হয়ে সেলফি একটা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৮ টা ৫০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পানপাতায় মুখ ঢেকে পিঁড়িতে করে বরকে প্রদক্ষিণ করছে কনে । মোট সাতবার প্রদক্ষিণ করা লাগে ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৯ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সাতবার প্রদক্ষিণ শেষ । এখন পানপাতা সরিয়ে শুভ দৃষ্টির সময় । এই সময়টাতে একটা লজ্জা বস্ত্র দিয়ে বর-বৌকে ঢেকে দিতে হয় ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৯ টা ৩৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এবারে মালা বদলের সময় আগত । বর-বউ নিজের নিজের গলার মালা খুলে একে অন্যের গলায় পরিয়ে দেয় । মোট তিনবার মালা বদলের নিয়ম ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৯ টা ৪৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মোট দু'বার মালা বদল করা হয় । একবার পিঁড়িতে বসে সবার কাঁধের উপরে উঠে । আর এক বার নিচে পিঁড়িতে দাঁড়িয়ে । এখন শূন্যে মালাবদল হচ্ছে । এরপরে বিয়ের পিঁড়িতে বসে হবে ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ৯ টা ৫০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বিয়ের পিঁড়িতে দাঁড়িয়ে মালা-বদল হচ্ছে এখন ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১০ টা ০০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এবার বর-বউকে একত্রে ছাদনা তলায় আনা হয়েছে । বিবাহের মন্ত্রোচ্চারণ এবং কন্যা সম্প্রদান হবে ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১০ টা ২০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কন্যা সম্প্রদান পর্ব শুরু হয়েছে ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১০ টা ৫০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সেলফি জোন ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১১ টা ০০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20231119_001551.jpg

যজ্ঞের আহুতি দিয়ে বিয়ের সর্বশেষ পর্বের সূচনা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১১ টা ৪০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


হস্ত-বন্ধন পর্ব ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ০০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20231119_000746.jpg

IMG_20231119_000800__01.jpg

এবার বর-বউয়ের যজ্ঞের আগুনে খৈ ছিটানোর পালা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ১০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


যজ্ঞের আগুনে খৈ ছিটাচ্ছে স্বাগতা ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ১৫ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20231119_001253.jpg

IMG_20231119_001314.jpg

IMG_20231119_001336.jpg

সাত পাকে বাঁধা । যজ্ঞের আগুনকে মোট সাতবার প্রদক্ষিণ করতে হয় বর-বউকে । এসময় বরের ধুতির খুঁটে বউয়ের শাড়ির আঁচল বাঁধা অবস্থায় থাকে । এই বাঁধনকে বলে গাঁটছড়া । এই গাঁটছড়া বাঁধনে আবদ্ধ হয়ে সাতবার যজ্ঞের অগ্নিকে প্রদক্ষিণ করার পর্বের নাম "সাত পাকে বাঁধা" ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20231119_001742.jpg

IMG_20231119_001827.jpg

IMG_20231119_001829.jpg

সিঁদুরদান পর্ব । এটিকেই বিবাহের অন্তিম পর্ব হিসেবে বিবেচনা করা হয়ে থাকে । যজ্ঞের আগুন প্রজ্জ্বলিত রেখে অগ্নি সাক্ষী করে কনের সিঁথিতে বরের হাত হতে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেওয়াকেই বলে সিঁদুরদান । এই পর্বের পরেই বর-কনেকে আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা করা হয়ে থাকে । কনের গোত্র পরিবর্তন হয় এর ঠিক পর পরই । সব শেষে যজ্ঞের আগুনে দুধ ঢেলে আগুন নিভিয়ে দেওয়া হয় ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ১২ টা ৫০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20231119_004159.jpg

বিয়ে শেষ ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ১০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ডাইনিং হল ।
তারিখ : ১৮ নভেম্বর, ২০২৩
সময় : রাত ০১ টা ৩০ মিনিট
স্থান : ইস্টার্ন ব্যাংকুয়েট, লেকটাউন, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ



------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২০ নভেম্বর ২০২৩

টাস্ক ৪১৯ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 65f91dec73acc78ed560ee86b073ba49f98a8af1646bbfe12f0ee9a0bf121e67

টাস্ক ৪১৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  

বাহ দারুন। পুরো বিয়ের প্রসেসটা ধারাবাহিকভাবে ছবির মাধ্যমে তুলে ধরেছেন। দুজনের জীবনের নতুন পথচলা শুরু হলো। আশা করি তাদের এই পথ চলা হাসি আনন্দে ভরে উঠবে। সেই সাথে আপনারা সকলে এক পরিবার হয়ে থাকবেন সেই কামনাই করি। বৌদি আর আপনাকে দারুন লাগছিলো দাদা। বিয়ের অনুষ্ঠানগুলোতে সবাই মনে হয় একটু রোমান্টিক হয়ে ওঠে। পোস্টটা পড়ে এবং ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

অবশেষ এ সব ছবি একসাথে পাওয়া গেলো।যদিও গতকাল এখানের বেশিরভাগ ছবি ই দেখেছি তবে আজকের পোস্ট এ কিছু ছবি নতুন দেখেছি।দুই জুটিকেই কিন্তু দারুণ লেগেছে দাদা দেখতে।যেমন ব্ল্যাক্স ভাই আর স্বাগতা আপুকে,ঠিক তেমনটাই আপনাকে আর বৌদিকে।তবে ছোট্ট সাহেব দেখি এক্কেবারেই মিসিং ! শুভ পরিণয় এর আনন্দ আনন্দিত আমরা।

 last year 

সত্যিই দাদা ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আমার ৷ দারুণ হয়েছে প্রত্যেকটা ছবি ৷ ছোট দাদা আর দিদির বিয়ের এই মুহূর্ত গুলো দেখে অসম্ভব ভালো লাগলো ৷ বারবার এই একই ছবি গুলো দেখার ইচ্ছে হচ্ছে আমার ৷ দারুণ হয়েছে , ছোট দাদা ও দিদির জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷

 last year (edited)

প্রথম থেকে শেষ পর্যন্ত দাদা খুব সুন্দর ভাবে সবকিছু তুলে ধরেছেন । একেবারে শুরু থেকে শেষ অব্দি ভালো করে দেখলাম কোন কিছুই বাদ যায়নি প্রতিটা পর্বই আপনি আমাদেরকে দেখিয়েছেন ।সাত পাক ঘোরা এই সময়টা আমার কাছে খুব ভালো লাগে । শেষে যে দুধ দিয়ে আগুন নেভায় এটা জানা ছিল না ।আর শূন্যে উঠে মালা বদল করছে সেটাও ভালো লাগছে । উনাদেরকে অত উপরে কে ওঠালো ? সবাইকে খুব খুশি খুশি লাগছে বিশেষ করে বউকে অনেক খুশি মনে হচ্ছে । আর আপনাদের সেলফিটা কিন্তু দাদা অসাধারণ হয়েছে ভাগ্যিস বৌদি জোরাজুরি করেছিল তা না হলে এত সুন্দর একটি সেলফি দেখতে পারতাম না । বৌদিকে অসাধারণ সুন্দর লাগছে আপনাকেও কম সুন্দর লাগছে না । সবকিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে ছবিগুলো । সবকিছুর ভিতরে টিনটিন বাবুকে তো কোথাও দেখতে পাচ্ছি না দাদা ।

 last year 

ব্লাক দাদা এবং দিদির বিবাহের বন্ধনের অনুষ্ঠানের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। মনে হচ্ছে বিয়ের সকল অনুষ্ঠানের বিষয়টি আমিও স্বয়ং উপভোগ করেছি ।তাদের জন্য শুভকামনা রইল। দুজনের দেখতে খুবই সুন্দর লাগছে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন যেটা সবাই চায়।

Posted using SteemPro Mobile

 last year 

ছোট দাদা ও দিদির বিয়ের সবকিছু খুব সুন্দর ভাবে তুলে ধরলেন দাদা।সত্যি ই খুব ভালো লেগেছে দুজনকে দেখে।দুজনের জীবন সুখের ও আনন্দের হয়ে উঠুক এমনটাই আশাকরি।তবে টিনটিন বাবুর কোন ফটোগ্রাফি দেখলাম না।আপনাদের সেলফির মাঝে রাখলে বেশ ভালো হতো।দুই দাদার জীবন সুখ ও আনন্দে ভরে উঠুক এমনটাই দোয়া করি।সবাইকে নিয়ে ভালো থাকবেন দাদা।

 last year 

দাদা এবং দিদির বিবাহের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।প্রতিটি ফটোগ্রাফি চমৎকার লাগছে দেখতে।দিদিকে বউ সেজে কিউট লাগছে অনেক।ভালো লেগেছে পোস্টটি দাদা।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

বাহ! এত গুলো ছবি দেখে এখন বেশ ভালো লাগলো দাদা। নব-দম্পতির জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো। আপনাদের সংসার সুখ-শান্তি ও ভালোবাসায় কানায় কানায় ভরে উঠুক। সকলে মিলে একসাথে ভীষণ ভালো থাকুন ভগবান এর নিকট এটাই প্রার্থনা রইলো। ❤️

Posted using SteemPro Mobile

 last year 

ব্ল্যাক্স দাদা আর স্বাগতা দিদির জন্য প্রথমে শুভকামনা জানাচ্ছি। প্রত্যেকটি ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আমরা যেনো সামনাসামনি দেখছি। প্রত্যেকটি মুহূর্তের ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা। দুই কাপল কেই কিন্তু দারুণ লাগছে দেখতে।

 last year 

ছবির মাধ্যমে সম্পূর্ণ বিয়েটা দেখা হয়ে গেল। দাদা ও দিদি দু'জনকেই বেশ হাসিখুশি লাগছে। সেই সাথে বেশ সুন্দর লাগছে দু;জনকে। বেশ সুন্দর করে সাজান হয়েছে সম্পূর্ন বিয়ে বাড়ি। দুজনের জন্য অনেক শুভেচ্ছা ও শুভ কামনা। তারা যেন সারা জীবন সুখে থাকে এই প্রত্যাশা করি।আবারও দু'দাদা , বৌদি ও দিদির জন্য শুভ কামনা।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96721.23
ETH 3463.08
SBD 1.56