কবিতা "আমি যখন ফ্রী থাকি"

in আমার বাংলা ব্লগlast month


night-715911_1280.jpg
কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


আমি যখন ফ্রী থাকি


০১

আমি যখন ফ্রী থাকি তখন গভীর রাত নামে আমাদের শহরের আকাশে,
বাতাস থেমে যায়, নিঃস্তব্ধতা গ্রাস করে নির্জন রাস্তার নিয়ন বাতির নিচে |
আমি যখন ফ্রী হই, তখন সব মানুষ ঘুমায়, জেগে থাকে শুধু রাতচরা কিছু পাখি,
ডানা ঝাপটায় তারা-জ্বলা আকাশের নিচে শুয়ে, নির্ঘুম চোখে শুধু চেয়ে ।

আমি যখন ফ্রী থাকি প্রিয়, তুমি তখন স্বপ্নের রাজ্যে,
তোমার স্বপ্নে আমার প্রবেশ নিষেধ, তাই একাকী নির্জন এ গভীর রাতে
আমি সঙ্গ দেই দখিনা হাওয়ার সাথে, রাতজাগা পাখি আর ভোরের শুকতারা সাথে ।
শেষ রাতের ক্ষয়ে যাওয়া চাঁদ আর প্রায় নিভে আসা তারাদের সাথে আমার কথা হয়,
মনের জানালা খুলে আমি তাদের সাথে আমার ফ্রী সময় কাটাই ।
অবশেষে, আমার যখন ঘুম পায় তখন আকাশের সমস্ত তারাদের ছুটি হয়ে যায় ।


»»——⍟——««
Sort:  
 last month 

অনেকদিন পর দাদা আপনার কবিতা পেয়ে অনেক ভালো লাগলো।কবিতায় বেশ দারুন অনুভূতি প্রকাশ করেছেন একাকীত্ব ও নিস্তব্ধ
রাতের নীরবতা। দাদা আপনার লেখা কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম।অনেক ধন্যবাদ দাদা অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last month 

লেখাটা আপনার ফেসবুক প্রোফাইলে পড়েই দাদা এখানে চলে আসলাম, দারুণ লিখেছেন।

ভিতরটা যেন একদম নড়েচড়ে উঠলো, অনেকদিন পরে আপনার কবিতা পড়লাম।

 last month 

এই শহরে অনেক মানুষ এখন রাতে ঘুমায় না,তাই স্বপ্ন ও দেখে না। হা হা।যাই হোক দারুন একটা কবিতা লিখেছেন। পড়ে বেশ ভালো লাগলো।ধন্যবাদ

 last month 

দাদা অনেকদিন পর কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার লাইনগুলো দারুণ হয়েছে দাদা। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

অনেক দিন পর আপনার কবিতা পড়লাম দাদা।কবিতাটিতে মনের অনুভূতি প্রকাশ করেছেন একাকী নিভৃতে একজন মানুষের চিন্তা -চেতনাকে নিয়ে।খুবই ভালো লেগেছে একাকী মানুষের অনুভূতি গুলো পড়ে। কবিতাটির নাম যখন আমার অবসর হলে মনে হয় মন্দ হতো না,কি বলেন দাদা?? ধন্যবাদ জানাচ্ছি অনেক দিন পর কবিতা শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময়।❤️❤️

 last month 

কবিতাটিতে গভীর এক অনুভূতির প্রকাশ করেছেন দাদা, যেখানে একাকীত্ব আর রাতের নিস্তব্ধতা মিলেমিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। রাতের আকাশ, ঝাপটানো পাখি, দখিনা হাওয়া, আর নিভে যাওয়া তারা, সবকিছু যেন আপনার মনের সঙ্গী হয়ে উঠেছে, এক কথায় দারুন হয়েছে দাদা। স্বপ্ন আর বাস্তবতার মধ্যে এই নিঃসঙ্গ যাত্রা, যেখানে প্রিয়জন দূরে থাকলেও প্রকৃতি আপনাকে একান্তে গ্রহণ করেছে। কবিতার শেষ অংশে তারাদের ছুটি পাওয়ার মুহূর্তটি যেন ভোরের নতুন দিনের প্রতীক। সত্যিই, অসাধারন হয়েছে দাদা।

 last month 

অনেক সুন্দর অনুভূতিতে গড়া আপনার আজকের কবিতা। যেন অন্যরকম অনুভূতি খুঁজে পেয়েছি আপনার কবিতার মাঝে। রাতে কিন্তু বাদুর থেকে শুরু করে কিছু কিছু পাখি জেগে থাকে। বিশেষ করে আমি দুইটা জিনিস এর নাম জানি হুতুম পেঁচা বাদুর এ পাখি দুটো ডানা ঝাপটে বেড়ায়। এছাড়াও অন্যান্য রাত চরা পাখি রয়েছে। অনুভূতিটা যেন এমন ছিল মনে হচ্ছিল আমি নিজেও অনুভব করছি আকাশের শুকতারা একদিকে চাঁদ নিঝুম রাত কেউ জেগে নেই প্রিয় মানুষটা ঘুমিয়ে রয়েছে। যেন অন্যরকম এখন অনুভূতি। খুব ভালো লাগলো দাদা আপনার কবিতাটা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69187.87
ETH 2486.25
USDT 1.00
SBD 2.53