কবিতাটিতে গভীর এক অনুভূতির প্রকাশ করেছেন দাদা, যেখানে একাকীত্ব আর রাতের নিস্তব্ধতা মিলেমিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। রাতের আকাশ, ঝাপটানো পাখি, দখিনা হাওয়া, আর নিভে যাওয়া তারা, সবকিছু যেন আপনার মনের সঙ্গী হয়ে উঠেছে, এক কথায় দারুন হয়েছে দাদা। স্বপ্ন আর বাস্তবতার মধ্যে এই নিঃসঙ্গ যাত্রা, যেখানে প্রিয়জন দূরে থাকলেও প্রকৃতি আপনাকে একান্তে গ্রহণ করেছে। কবিতার শেষ অংশে তারাদের ছুটি পাওয়ার মুহূর্তটি যেন ভোরের নতুন দিনের প্রতীক। সত্যিই, অসাধারন হয়েছে দাদা।