ব্যস্ততায় ভরপুর পুরো একটি সপ্তাহ কাটলোsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)


গত ২১শে সেপ্টেম্বর থেকে আজ ২৭শে সেপ্টেম্বর অব্দি অসম্ভব ব্যস্ততার সাথে কেটে গেলো পুরো একটি সপ্তাহ । কেনাকাটা, banquet hall ম্যানেজ করা, অনুষ্ঠানের ক্যাটারিং থেকে শুরু করে সাজসজ্জা মোট কথা প্রচুর কাজ থাকে একটি অনুষ্ঠানের পিছনে । সেখানে আমাদের অনুষ্ঠান ছিল মোট ৩ টি । এবং তাও একটি সপ্তাহের মধ্যেই সবগুলো । এরই মধ্যে গত ২০ তারিখ থেকে আমার মায়ের ভীষণ শরীর খারাপ । হসপিটালে ছিল ২ দিন । তো সব মিলিয়ে ভীষণই বিজি কেটেছে পুরো একটি সপ্তাহ ।

২২ তারিখ ছিল আমার ছোট ভাইয়ের এনগেজমেন্ট । আমাদের ফ্যামিলি মেম্বার খুব বেশি না । তাই ছোটাছুটির অন্ত ছিল না । গ্ৰুপে ভাগ ভাগ হয়ে একদল ছিল হসপিটালে, মায়ের কাছে । একদল ক্যাটারিং ম্যানেজমেন্টে, একদল অতিথি আপ্যায়নে আর একদল এনগেজমেন্ট অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণে । ২২ তারিখ মা'কে হসপিটাল থেকে রিলিজ করে ডিরেক্ট এনগেজমেন্ট অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল । একটা আলাদা রুমে মা'কে রেস্টে রেখে অনুষ্ঠান সম্পন্ন করা হয় । সব মিলিয়ে বেশ চাপের ছিল দিনটি ।

এরপরে ২৬ তারিখ ছিল আমার ছেলের বার্থডে । দু'দিন আগে থেকে কেনাকাটা, অনুষ্ঠানবাড়ি সাজানো। ক্যাটারিং ম্যানেজমেন্ট, কেক অর্ডার এসব করা হলো । ক্যাটারিং এ ছিল ব্যুফে এবং সিটিং দু'রকমেরই । ফুড টাইপ ছিলো কন্টিনেন্টাল এবং মোগলাই দু'রকমের । এছাড়াও স্পেশ্যাল ম্যাজিক শোয়ের আয়োজন করা হয়েছিল । সেটারও কিছু ম্যানেজমেন্ট এর কাজ ছিল । মকটেল পার্টির আয়োজন করা হয়, সেখানেও ম্যানেজমেন্ট এর জন্য নিজেদের লোক রাখা হয়েছিল । সব মিলিয়ে এদিন বেশ চাপের ছিল ।

এরপরের দিন ২৭ তারিখ । আজ সেই দিন । এই দিন ছিল স্বাগতার এনগেজমেন্ট । কেবলমাত্র একটু আগে বাড়ি ফিরলাম । সেই কখন বেরিয়েছি বাড়ি থেকে । আগের দিন জন্মদিনের পার্টি থেকে ফিরে রাতে শরীরটা বেশ খারাপ হয়ে পড়েছিল হঠাৎ করে । তারপরে সুস্থ হতে হতে রাত সাড়ে তিনটে । এরপরে কমিউনিটির কিছু কাজ যেমন ভোট দেওয়া, কিউরেশন রিপোর্ট রেডি এসব করে ঘুমোতে ঘুমোতে সেই রাত সাড়ে চারটে । আর তনুজা, আমার ভাই আর আমার এক ভাইপো মিলে তত্ত্ব সাজাতে সাজাতে রাত প্রায় ভোর করে ফেললো ।

ভোরে তনুজা গেলো বিউটি পার্লারে সাজুগুজু করতে । নিলয় গেলো বিশাল এক কাতলা মাছ অর্ডার করেছিল সেটা আনতে । ভাইপো গেলো তত্ত্বের মিষ্টি আর ফলমূল কিনতে । বেশ ব্যস্ততায় দ্রুত কেটে গেলো ভোরবেলাটা । আমি সকালে উঠে জাস্ট ফ্রেশ হয়ে মাত্র এক ঘন্টা টাইম পেয়েছিলাম কমিউনিটির কিছু কাজ সারার জন্য । এরপরে স্নান করে পাঞ্জাবি পরে সোজা গাড়িতে গিয়ে উঠলুম ।

এরপরে স্বাগতার এনগেজমেন্ট শুরু হতে হতে প্রায় দেড়টা বেজে গেলো । শেষ হতে হতে বিকেল হয়ে গেলো প্রায় । এরপরে খেতে বসলুম । খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতে ফিরতে রাত সাড়ে আটটা । এখন ফ্রেশ হয়ে এই বসলুম পোস্ট লিখতে । এত চাপে জীবনে কোনোদিন পড়িনি একটানা এক সপ্তাহ ধরে ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৯৬ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 4e5f62d6893e2d1db4f345f992f872ba25a6f3ea654f6cba5e4d74dd7174e6d3

টাস্ক ৩৯৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 11 months ago 

অনেক ব্যস্ততার মধ্যে আপনার সময় কাটছে বুঝতে পারছি দাদা। একদিকে ছোট দাদার এনগেজমেন্ট অন্যদিকে টিনটিনের বার্থডে। আর আপনার মা অসুস্থ ছিলেন সব মিলিয়ে পুরো সপ্তাহে অনেক ব্যস্ত সময় পার করেছেন বুঝতে পারছি দাদা। যাই হোক ছোট দাদা এবং স্বাগতা দিদির জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Hello I m a new comer plz Follow my account

 11 months ago 

কিছু কিছু ব্যস্ততার মাঝে আনন্দ আছে,আসলে এই ধরনের অনুষ্ঠান গুলো ম্যানেজ করা খুব ঝামেলার তবে ঝামেলা হলে ভালোই লাগে।ছোট দাদা ও দিদির জন্য শুভ কামনা রইলো।তাও দলে দলে ভাগ হওয়াতে কিছুটা রেহাই।
ভালো লাগলো ধন্যবাদ

 11 months ago 

আসলে দাদা এতো গুলো কাজ এক সাথে থাকলে চাপে না থেকে উপায় কি।এমনিতে দুটি অনুষ্ঠান ছিল তারপর আবার আন্টির শরীর খারাপ হয়ে গেল।যাক জেনে ভালো লাগল যে আন্টি সুস্হ হয়ে এনগেজমেন্টে উপস্থিত হতে পেরেছে। যাক দাদা ব্যস্ততা থাকলেও অনুষ্ঠান গুলো তো ভালো মতো কেটেছে। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

 11 months ago 

সেই ছোট বেলা থেকে শুনে আসছি, সব ভালো তার, শেষ ভালো যার। আপনার সপ্তাহটা শুরু হয়েছিলো উদ্বেগ এর মধ্যে দিয়ে। কিন্তু দুই দিনের ভেতরই মাসিমার সুস্থ হয়ে ছোটদার অনুষ্ঠানে অংশগ্রহণ করা, তারপর টিনটিন বাবুর জন্মদিন আর আজ দিদির এনগেজমেন্ট - সব মিলিয়ে ব্যস্ততার ভেতর দিয়ে গেলেও, শেষ তো ভালোয় ভালোই হলো দাদা। আপনার পরিবারের জ৯ন্য শুভকামনা এবং প্রার্থনা।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

দাদা এই সপ্তাহে খুব ব্যস্ত সময় কেটেছে তা আমরা জেনেছি আপনার কাছ থেকে।আপনার আম্মু অসুস্থ ছিলেন এখন কিছুটা ভালো হয়েছেন জেনে ভালো লাগলো।আর টিনটিন সোনার জন্মদিন গেলো কাল। সবাই খুব বেশী ক্লান্ত।এরপর আবার দিদির এনগেজমেন্ট আজ। সময়টা খুবই ব্যস্ততাই কাটলো আপনার।আশাকরি খুব সুন্দর ভাবেই অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।আম্মুর অসুস্থ হওয়া ছাড়া বাকি সবটাই আনন্দের ছিল। তাই ব্যস্ত হলেও আনন্দে কেটেছে আপনাদের সবার।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।অনেক অনেক শুভকামনা রইলো আপনার আর আপনার পরিবারের সকলের জন্য।

আপনার লিখনির ধরন অসাধারণ।

 11 months ago 

গত একটা সপ্তাহ আপনার উপর দিয়ে যে কি পরিমান ব্যস্ততা গিয়েছে ভাই, তা কিছুটা হলেও আমরা বুঝতে পেরেছি। তবে এটা একদিক থেকে ভালো দিক, যে সব কিছু বেশ ভালই ভালই শেষ করতে পেরেছেন।

যাইহোক আশা করা যায়, এবার থেকে আপনাকে পুরোদমে আবারো আগের মতো করে পাবো, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

শুভেচ্ছা রইল 🙏

 11 months ago 

এই এক সপ্তাহ প্রচুর ব্যাস্ততার মধ্যে সময় কাটিয়েছেন দাদা।বার্থডে অনুষ্ঠান থেকে রাতে বাড়ি ফিরে হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আবার একটু সুস্থ হয়ে কমিউনিটির কাজ ও করেছেন।আন্টি সুস্থ হয়েছে এবং অনুষ্ঠানগুলো ও ভালোভাবে সম্পূর্ণ হয়েছে এটা জেনে খুব ভালো লাগলো। আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47