[ফোটোগ্রাফি পোস্ট] প্রোফেসর শঙ্কু পার্কে একদিন : পর্ব - ০৫steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year


দেখতে দেখতে আমার "শঙ্কু পার্ক" ভ্রমণের চারটি পর্ব শেয়ার করে ফেললাম । আজকে শুরু হচ্ছে পঞ্চম পর্ব । এরপরে আর মাত্র একটি পর্ব থাকছে । এই পর্বে থাকছে পার্কের পঞ্চম অংশের ফোটোগ্রাফি । প্রোফেসর শঙ্কুর একটি বিখ্যাত অভিযানের নাম হলো "মহাকাশের দূত" । এই এডভেঞ্চার কাহিনীতে প্রোফেসর শঙ্কুর সাথে সাক্ষাৎ হয় সুদূর মহাকাশের কোনো গ্রহ থেকে আগত একটি মহাকাশ যানের । সেই মহাকাশ যানের আদলে পার্কের এই অংশে তৈরী করা হয়েছে মহাকাশ যান ।

শঙ্কু গল্পে সেই মহাকাশ যানের আকার ও আকৃতি ছিল একটা মাঝারি আকারের পিরামিডের সমান । তার গায়ে অসংখ্য ছিদ্র দিয়ে লাল নীল সবুজ সব বাতি জ্বলতো আর নিভতো । অনেকটা সেই বর্ণনানুযায়ী পার্কের মহাকাশ যানটি তৈরী করা হয়েছে । উপরুন্তু মহাকাশ যানের আশে পাশে অনেকগুলি এলিয়েন এর মূর্তি তৈরী করা হয়েছে । এই এলিয়েনের মূর্তি সত্যজিতের আরেকটি বিখ্যাত গল্প "বঙ্কু বাবুর বন্ধু" র সেই এলিয়েন অ্যাঙ এর আদলে তৈরী করা হয়েছে ।

পার্কের এই অংশে বেশ কিছু ভিন্ন দেশের গাছপালা লাগানো হয়েছে । এর মধ্যে রয়েছে পাম, আফ্রিকার সাভানা অঞ্চলের তৃণ, আফ্রিকান talisay tree বা আমব্রেলা ট্রি এবং বেশ কিছু বুশ জাতীয় উদ্ভিদ যেগুলো একমাত্র আফ্রিকান দেশেই পাওয়া যায় । শঙ্কুর এই অভিযানের পটভূমিও ছিল আফ্রিকার ঈজিপ্ট । তাই এমন একটা পরিবেশ তৈরী করা হয়েছে ।

বেশ কয়েকটা ফুলের গাছও রয়েছে এই অংশের পূর্ব দিকে । আর পশ্চিম দিকটায় রয়েছে পিরামিড আকৃতির মহাকাশ যান এবং এলিয়েন মূর্তির সারি । মধ্য ও পশ্চিম অংশে রয়েছে আফ্রিকান গাছ গাছালির সমারোহ । বেশ লেগেছিলো পার্কের এই অংশটা ।

তো বন্ধুর আজকে এ পর্যন্তই । নেক্সট এপিসোডেই এই ফোটোগ্রাফি সিরিজটা শেষ হয়ে যাবে ।


পার্কের এই জায়গায় একটা ছোট অনুচ্চ মাটির ঢিবি রয়েছে । মাটির ঢিবিকে ঘিরে বেশ কয়েকটি African talisay tree রয়েছে ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ঝোপ ঝাড়ের মাঝে অবস্থিত সেই পিরামিড আকৃতির মহাকাশ যানের দিকে এগোচ্ছি । পথিমধ্যে বেঁটে পাম গাছের চারার আড়ালে একটি এলিয়েনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পিরামিড আকৃতির সেই মহাকাশ যানের দেখা পেলাম অবশেষে ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মহাকাশ যানের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো এলিয়েন ।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ০০ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মহাকাশ যানের প্রবেশ পথে দাঁড়িয়ে একটি এলিয়েন । মহাকাশ যানের ভিতরে এক তীব্র আলোকচ্ছটা।

তারিখ : ২৭ আগস্ট ২০২৩
সময় : সন্ধ্যা ৭ টা ০৫ মিনিট
স্থান : প্রোফেসর শঙ্কু পার্ক, কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৭৪ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : bd4fb1ee74f34b1cfad61b391a4e8f140f09ab621713e196390cdaf4646e0644

টাস্ক ৩৭৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 last year 

বেশ আগ্রহবোধ করছি পার্কটি সম্পর্কে নানা তথ্য জেনে, দেখার আশাও রাখছি যদি সুযোগ মেলে। তবে গাছগুলো দেখতে দারুণ লাগছে আর এলিয়েনের দৃশ্যতো ভয় লাগিয়ে দিয়েছে হা হা হা। ধন্যবাদ

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দেখতে দেখতে টিনটিন বাবুকে নিয়ে প্রোফেসর শঙ্কু পার্কে ঘটে যাওয়ার পঞ্চম পর্ব আজকে আমাদের মা যে শেয়ার করলেন।এ পর্বে আপনি আমাদের মাঝে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ।পার্কের খুব সুন্দর সুন্দর জায়গা আমাদের মাঝে তুলে ধরেছেন। পার্কের এই কাজগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এছাড়াও এ পোস্টের মাধ্যমে প্রোফেসর শঙ্কু সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারলাম। পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম দাদা।

 last year 

দাদা আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ শঙ্কু পার্কের ফটোগ্রাফি শেয়ার করেছেন। টিনটিন বাবুকে নিয়ে শঙ্কু পার্কে ঘুরতে যাওয়ার পঞ্চম পর্ব দেখে সত্যি অনেক ভালো লাগলো। আজ আপনার ফটোগ্রাফি মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে দাদা এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

 last year 

দাদা দেখতে দেখতে আপনি প্রফেসর শাঙ্কু পার্ক ভ্রমণের চারটি পর্বের ফটোগ্রাফি ইতিমধ্যে আমাদের সাথে শেয়ার করেছেন। আজ আপনি আপনার পঞ্চম পর্বের ফটোগ্রাফি করতে যাচ্ছেন। আজকের এপিজোডে আপনি প্রায় দশটি ফটোগ্রাফি সহ প্রফেসর শাঙ্কুর মহাকাশ অভিযানের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছেন। আর শাঙ্কু পার্কের এই অংশটিও সাজানো হয়েছে মহাকাশ অভিযানের উপর ভিত্তি করে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি ফটোগ্রাফি পর্ব আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

দাদা বলতেই হয় আপনি যে ফটোগ্রাফি গুলো করেছেন প্রতিটা ফটোগ্রাফি বাস্তবিক পক্ষেই খুব সুন্দর। অন্য যে কোন ফটোগ্রাফি থেকে একটু আলাদা। মনে হচ্ছে প্রতিটা ফটোগ্রাফির মধ্যে একটা গোলাপী আভা রয়েছে। সবমিলে আমার কাছে দারুন লেগেছে ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year (edited)

প্রোফেসর শঙ্কুর গল্পগুলি বেশ মজার ও আকর্ষণীয়।পাঠ্যপুস্তকে পড়েছিলাম কিছু পর্ব তবে তেমন একটা মনে নেই কাহিনীগুলো।কিন্তু আপনার তোলা পার্কের দৃশ্যগুলি দেখে মনে পড়ে যাচ্ছে দাদা।গল্পের মধ্যের বিষয়গুলি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই পার্কের মাধ্যমে ।মূর্তি ও ট্রি চমৎকার লাগছে,ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রোফেসর শঙ্কু পার্কের আজ পঞ্চম পর্ব শেয়ার করলেন দাদা।আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে।বিশেষ করে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর একটি পর্ব আছে বাকি। আপনি ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বিবরনগুলো তুলে ধরেছেন। এলিয়েনগুলো সত্যি এলিয়েনের মতোই হয়েছে।ধন্যবাদ দাদা শেয়ার করে দেখার সুযোগ করে দেয়ার জন্য।

 last year 

দাদা আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে শেয়ার করেছেন শঙ্কু পার্ক ভ্রমণের কিছু ফটোগ্রাফি। এর আগের পোস্টগুলো বেশ দারুন ছিল দাদা আমি দেখেছিলাম। দেখতে দেখতে আপনি চারটি পর্ব ইতিমধ্যে আমাদের মাঝে শেয়ার করেছেন আজকের টি দিয়ে মোট পাঁচটি। এই বিষয়ে আর মাত্র একটি পোস্ট লিখবেন আপনি পরবর্তীতে আপনার পোস্ট থেকে জানতে পারলাম। মহাকাশ যানের প্রবেশ পথে দাঁড়িয়ে আছে একটি এলিয়েন আপনি বেশ সুন্দরভাবে ফটোগ্রাফি আপনার ক্যামেরা বন্দি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

এই লেখাটি অত্যন্ত মজাদার এবং আকর্ষণীয়! "শঙ্কু পার্ক" এর পঞ্চটি পর্বের প্রথম পর্ব আমার আগ্রহ জাগিয়েছিল, এবং এটি দ্বারা আবিষ্কৃত মহাকাশ যান এবং এলিয়েনের মূর্তির আদলে তৈরী একটি মহাকাশ পর্যটকের জন্য অদ্ভুত একটি অভিযান স্মরণীয়। মহাকাশ যানের আকৃতি ও আকার পিরামিডের মতো ছিল এবং এতে সবুজ সব বাতির জ্বলন্ত ছিল, এটি খুব অদ্ভুত এবং আকর্ষণীয় দেখাচ্ছে।

আমি এই সফরে অবদান করা এবং পর্যটকের জন্য এই প্রতিবিম্বন দেখতে অত্যন্ত আগ্রহী। আমি আশা করি পরবর্তী পর্বগুলি সম্পূর্ণ সুখদ এবং আবেগভর্ত হবে!

The text is written using Google Translate

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59377.35
ETH 2639.75
USDT 1.00
SBD 2.45