Indian Museum ভ্রমণ -পর্ব ২২

in আমার বাংলা ব্লগ2 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ২২


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ২১


শুভ অপরাহ্ন বন্ধুরা,

আছেন সবাই ? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ।

আমাদের এখানে আজকে আবার বিকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছে । সর্বত্রই মন খারাপের আভাস ।এরই মাঝে কিছুটা আনন্দ দিতে আবারো হাজির হয়েছি আমার মিউজিয়াম ভ্রমণ পর্বের ২২ তম এপিসোড নিয়ে ।

আজকে আমি আবারো কয়েকটি প্রাণীর স্টাফ করা দেহ ও কঙ্কাল এর ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি । আশা করছি আয়োজনটি একেবারে ব্যর্থ হবে না । আজকে যে সব প্রাণীর দেহ ও কঙ্কালের ফটোগ্রাফ থাকছে সেগুলো হলো :

১. জাভান রাইনোসরাস
২. আফ্রিকান হাতি
৩. ওয়ালরাস বা সিন্ধুঘোটক
৪. ডোয়ার্ফ বাফেলো বা আনোয়া
৫. ব্লু হোয়েল
৬. নরহোয়েলে
৭. মোম তিমি বা স্পার্ম হোয়েল

তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে !


এটি একটি বাচ্চা জাভান রাইনোসরাসের স্টাফ করা দেহ ।এই জাভান রাইনোসরাস প্রজাতিটি এক শৃঙ্গ গন্ডারের একটি প্রজাতি । এদেরকে ভারত , ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও ভিয়েতনামে পাওয়া যায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আফ্রিকান একটি দাঁতালো পুরুষ হাতির কঙ্কাল । আফ্রিকান হাতি ভারতীয় হাতি অপেক্ষা বৃহদাকার ও এদের দাঁতের আকৃতিও বিশাল হয়ে থাকে ভারতীয় হস্তীর তুলনায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি হলো একটি ওয়ালরাস বা সিন্ধুঘোটক । বিশাল থলথলে দেহ, মুখ ভর্তি গোঁফ আর বিশাল বিশাল দুটি হাতির দাঁতের মতো দাঁত রয়েছে এদের । একটি পুরুষ সিন্ধুঘোটক সর্বোচ্চ ২,০০০-৩,০০০ কিলো গ্রামের হয়ে থাকে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ডোয়ার্ফ বাফেলো বা আনোয়া । এরা আদতে ওয়াটার বাফেলোর একটি ক্ষুদ্র সংস্করণের প্রজাতি । রেইনফরেস্টে বাস এদের । আকৃতি মাঝারি সাইজের একটি ছাগলের মতো ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


উপরের যে বিশালাকৃতির একটি চোয়াল দেখতে পাচ্ছেন ওটা হলো ব্লু হোয়েল বা নীলতিমির চোয়াল ও মাথার খুলি । আর নিচের স্কেলিটনটা হলো নরহোয়েলের পুরো কঙ্কাল । নীলতিমি কি বিশাল সাইজের হয় সেটা মিউজিয়ামে গিয়ে তার চোয়াল দেখলেই মালুম হয় । একটি নীলতিমির চোয়ালের সাইজ হলো পুরো একটা নরহোয়েল ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি একটি মোম তিমি বা স্পার্ম হোয়েলের মেরুদন্ড, দুই চোয়াল আর মাথার খুলির অংশ । এই তিমির মাথায় কয়েক টন মোম থাকে বলেই এদেরকে বলে মোম তিমি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার পোস্টের মাধ্যমে প্রতিনিয়ত আমরা নতুন নতুন প্রাণী সম্পর্কে জানতে পারছি। কিছু দিন আগে ব্লু হোয়েল নামে একটা গেইম নিয়ে অনেক আলোড়ন হয়েছিলো৷ আজকে আপনার মাধ্যমে ব্লু হোয়েল এর কিছু অংশ দেখতে পেলাম। আপনার প্রতিটি এপিসোড আমার কাছে ভালো লাগে। অনেক কিছু শেখার আছে এগুলো থেকে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

এটি হলো একটি ওয়ালরাস বা সিন্ধুঘোটক

এটি সম্পূর্ণ আমার কাছে অদ্ভুত লেগেছে ।এই প্রাণীর নাম আমি প্রথম শুনলাম এবং আপনার মাধ্যমে দেখতে পেলাম। এছাড়াও আফ্রিকান বিশাল হাতির, নীল তিমি সহ বিভিন্ন ধরনের প্রাণীদের কঙ্কাল আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে প্রতিদিন আমি যে বিষয়টি বলি তা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম যে এতটা সমৃদ্ধ আপনার মাধ্যমে জানতে পারছি। পুরো বিশ্বের লক্ষাধিক জীববৈচিত্র্য ,প্রত্নতাত্ত্বিক নিদর্শন , ঐতিহাসিক নিদর্শন দিয়ে ভরপুর কলকাতা ইন্ডিয়ান মিউজিয়াম। পোষ্টের মাধ্যমে এত কিছু জানতে পেরেছি এত কিছু শিখতে পেরেছি তা হয়তো বাংলাদেশের সবগুলো মিউজিয়াম হলেও আপনার সাত দিনের পোষ্টের মূল্য হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতকিছু আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

একটি জিনিস যা আমাকে সবচেয়ে অবাক করেছিল তা হল 2,000 কেজি ওয়ালরাস যার ওজন একটি হাতির চেয়েও বেশি, অথবা অনুবাদক আপনার লেখাটিকে ভুল বুঝেছেন, কিন্তু 2 টন ওজনের একটি প্রাণীর জন্য এটি তার ধরণের একটি দানব হওয়া উচিত।

 2 years ago 

ঠিকই আছে এক একটি পূর্ণ বয়স্ক ওয়ালরাস সর্বোচ্চ ৩ টন পর্যন্ত হয়ে পারে ।

 2 years ago 

আমি সত্যি বলতে জানতাম না, আমি প্রাণীজগত সম্পর্কে খুব কমই জানি যেহেতু আমার শখ জ্যোতির্বিদ্যা সম্পর্কে কথা বলা ভিডিও পড়া বা দেখা।

 2 years ago 

আমাদের এখানে আজকে আবার বিকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছে । সর্বত্রই মন খারাপের আভাস ।

আমাদের এই দিকে কিন্তু আজ বেশ রোদ হঠেছিলো এবং দুপুরের দিকে বাসে বসে বেশ গরম লেগেছিলো, পরে বাধ্য হয়ে জানালা খোলে দিয়েছিলাম।

উপরের যে বিশালাকৃতির একটি চোয়াল দেখতে পাচ্ছেন ওটা হলো ব্লু হোয়েল বা নীলতিমির চোয়াল ও মাথার খুলি ।

খুবই বিলাশ আকৃতির দেখতে চোয়ালটি, মনে হচ্ছে খুবই বড় সাইজের নীলতিমির চোয়াল এটি। ধন্যবাদ

 2 years ago 

দাদা আবহাওয়ার কথা এখন আর কি বলব বলেন তো, সব জায়গায় বৃষ্টির দিন না হওয়া সত্বেও বৃষ্টি হচ্ছে। পরিবেশটা এতই নিস্তব্ধ হয়ে গিয়েছে যে মন ভালো থাকলেও খারাপ হয়ে যায়। তবে আপনার ছবিগুলো দেখে সত্যিই মনটা ভাল হয়ে গেল দাদা। খুব সুন্দর ছবি আপনি শেয়ার করেছেন । শেষের যে ছবিটি মম তিমি ছবিটি শেয়ার করেছেন ,কঙ্কালগুলো আসলে দেখতে খুবই ভালো লাগলো ।এমন কিছু যত্ন করে মিউজিয়ামে রাখা সত্যিই অবিশ্বাস্য।

 2 years ago 

দাদা উওরবঙ্গে প্রচুর ঠান্ডা যাকে বলে হাড় কাপানো ঠান্ডা।দাদা আপনার Indian Museum ভ্রমণ পর্বগুলো সব অসাধারন👌 ,যা আমরা এখান থেকে অনেক উপভোগ করি।🙏আপনার মধ্যে সাধ্য হচ্ছে Indian Museum সম্পর্কে জানার বা দেখার।ধন্যবাদ দাদা সুন্দর সুন্দর ব্লগ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য দোয়া এবং শুভ কামনা রইল।❤️❤️

 2 years ago 

দাদা নীল তিমির চোয়াল দেখে আমার মাথা ঘুরে গেছে। এত বড় প্রাণী চর্মচক্ষে কখনো দেখি নাই। ভবিষ্যতেও দেখবো কিনা সন্দেহ আছে। একটা চোয়ালের সমান হচ্ছে একটা আস্ত তিমি। বুঝতে পারলাম পৃথিবীর বৃহত্তম প্রাণীর খেতাব এমনি এমনি জোটেনি।

 2 years ago 

দাদা এই কঠিন পরিস্থিতিতেও যে আপনি আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আবারো চলে আসছেন ইন্ডিয়ান মিউজিয়ামের স্টাফ করা জীবজন্তুর ফটোগ্রাফি নিয়ে। সত্যি দাদা আপনার প্রতি এত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করাও সম্ভব নয়। আপনি অনেক মহান একজন মানুষ। আপনার স্টাফ করা ইন্ডিয়ান মিউজিয়াম এর জীবজন্তুর ফটোগ্রাফি গুলো যতই দেখছি ততই অবাক হচ্ছি। তবে হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন এশিয়া উপমহাদেশের থেকে আফ্রিকা মহাদেশের পুরুষ হাতিগুলো বিশাল আকৃতির হয় এবং এদের দাঁত দেখলে অনেকটা ভয় লাগে যদিও আমি বাস্তবে এরকম দাঁতাল হাতি এখন পর্যন্ত দেখিনি। আর আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখেছি আর দ্বিতীয়তঃ ডিসকভারিতে দেখেছি। আর সিন্ধুঘোটক জন্তু টি দেখলে এমনিতেই ভয় লাগে এর বিশাল দাঁত এবং কি ডিসকভারিতে দেখেছি এগুলো যখন মারামারি করে তখন একটা আরেকটাকে মেরে ফেলে খুব ভয়ঙ্কর। আর যখন কামড়াকামড়ি শুরু করে তখন মাংসের ভিতরে দাঁতগুলো অনেকটা ঢুকে যায় আমি ডিসকভারিতে একটি পর্ব দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের সাথে এত সুন্দর একটি ইন্ডিয়ান মিউজিয়াম এর পোস্ট শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।

 2 years ago 

ভারতে এতো বড় একটা মিউজিয়াম আছে সেটা আমার আগে জানা ছিল না। আপনার পোস্ট দেখে দেখে ভারতের মিউজিয়াম সম্পর্কে একটা ধারণা আসছে। আপনার সুন্দর মূহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা 💚

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59908.77
ETH 3191.82
USDT 1.00
SBD 2.43