"ABB FUN" এর নতুন একটা ফিচার ঘোষণা

in আমার বাংলা ব্লগ10 months ago


@abb-fun শুরুর সময় থেকে এখনো অব্দি বিশাল জনপ্রিয় । আইডিয়াটা ছিল আমাদের কমিউনিটির এক্সিকিউটিভ অ্যাডমিন @hafizullah ভাইয়ের । বলতে গেলে "আমার বাংলা ব্লগের" সব চাইতে ফানি প্লেস হলো abb-fun । এছাড়াও সব চাইতে বেশি এনগেজমেন্টও হয় এই abb-fun এর ফানি প্রশ্নোত্তর পর্বে ।

এতদিন অব্দি "আমার বাংলা ব্লগের" প্রত্যেক দিনের ফানি কোয়েশ্চেন দেওয়ার দায়িত্ব ছিল কমিউনিটির প্রত্যেক অ্যাডমিন/মডারেটরদের ওপর । মোট তিনটে সেগমেন্টে বিভক্ত ছিল এটি ।

০১. মজার প্রশ্ন

০২. অণুকবিতা সম্পূর্ণকরণ

০৩. জোকস


এই তিনটি সেগমেন্টের দায়িত্ব ভাগাভাগি করে ন্যস্ত আছে 'আমার বাংলা ব্লগের" অ্যাডমিন এবং মডারেটরদের প্রতি । নিয়ম তো আপনারা সকলেই জানেন । মজার প্রশ্নের সেগমেন্টে একজন অ্যাডমিন/মডারেটর একটি মজার প্রশ্ন রাখেন @abb-fun একাউন্ট থেকে করা একটা পোস্টে । সেই সাথে তাঁর অনুভূতিও শেয়ার করেন । এরপরে ইউজাররা সেই মজার প্রশ্নের মজার মজার উত্তর প্রদান করেন ওই পোস্টের কমেন্ট বক্সে। দুই দিন পর যিনি প্রশ্নদাতা তিনি সেরা উত্তরদাতাদের মধ্যে থেকে মোট ৫ জনকে বাছাই করেন । আর ওই পাঁচজনের প্রত্যেকে $২ এর একটি করে আপভোট পেয়ে যান তাঁদের রিওয়ার্ডস হিসেবে ।

অনুকবিতা সম্পূর্ণকরণ সেগমেন্টেও মজার প্রশ্নের মতোই । কমিউনিটির কোনো একজন অ্যাডমিন/মডারেটর @abb-fun একাউন্ট থেকে একটি অসম্পূর্ণ অনুকবিতা শেয়ার করেন এবং সেটিকে সম্পূর্ণ করতে বলেন । এরপরে সেরা অনুকবিতা গুলো থেকে মোট পাঁচটিকে বাছাই করে প্রত্যেকটিকে $২ এর আপভোট প্রদান করেন ।

সবশেষ জোকস সেগমেন্ট । এই সেগমেন্টে কমিউনিটির অ্যাডমিন/মডারেটরদের মধ্যে থেকে কেউ একজন নির্দিষ্ট একটা বিষয়ের উপর জোকস জানতে চান । এরপরে সেরা জোকস শেয়ার করা ব্যক্তিদের মধ্যে মোট পাঁচজনকে সিলেক্ট করে প্রত্যেককে $২ করে আপভোট প্রদান করে থাকেন ।


আজ থেকে @abb-fun -এ নতুন একটি ফিচার অ্যাড করতে চলেছি । এই ফিচারটি নিম্নরূপ :-

০১. এখন থেকে @abb-fun এর তিনটি সেগমেন্ট - মজার প্রশ্ন, অনুকবিতা সম্পুর্নকরণ এবং জোকস এর প্রতিটিতে প্রশ্নকারী হিসেবে জেনারেল ইউজাররাও অংশগ্রহন করতে পারবেন ।

০২. "আমার বাংলা ব্লগ" এর ডিস্কোর্ড সার্ভারে ঢুকে TEXT CHANNELS বিভাগের আন্ডারে abb-fun-all চ্যানেলে আপনারা আপনাদের মজার প্রশ্ন, অসম্পূর্ণ অনুকবিতা এবং জোকস শেয়ার করবেন । এই চ্যানেলটি প্রাইভেসী রেস্ট্রিক্টেড চ্যানেল । অর্থাৎ, আপনি আপনার question দেওয়ার সময় অন্যদের question কোনোক্রমেই দেখতে পারবেন না । এমনকি আপনার নিজের question দেয়ার পরে আবার কখনো ওই চ্যানেলে ঢুকলে আপনার পুরোনো কোয়েশ্চেনও দেখতে পাবেন না ।

০৩. কমিউনিটির অ্যাডমিন/মডারেটরগণ আপনাদের দেয়া মজার প্রশ্ন, অনুকবিতা ও জোকস থেকে সিলেক্ট করে পোস্ট করে দেবেন । নির্বাচিত ইউজারকে rewards হিসেবে @abb-fun এর ওই পোস্ট থেকে উপার্জিত অর্থের ১০% বেনিফিশিয়ারি হিসেবে প্রদান করা হবে । এই রিয়ার্ডসটা হবে ফুললি অটোমেটিক । আর আগের মতো সেরা পাঁচজন উত্তরদাতাকে $২ করে মোট $১০ এর আপভোট প্রদান করা চলমান থাকবে ।


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২২ জানুয়ারি ২০২৪

টাস্ক ৪৭৫ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 84772af154d24e75dee7a07b4e5a75be272c7e66313fc95be3097bf156113d9d

টাস্ক ৪৭৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 10 months ago 

দেখতে আবারো এসে গেলুম আরো একটি এনএফটি আর্ট নিয়ে আপনাদের মাঝে । আজকের NFT আর্টটি নিখাঁদ একটি আর্ট । স্পেশ্যাল কোনো সাবজেক্ট নয় । এটি একটি ম্যাজিক্যাল সূর্যোদয়ের চিত্র । রঙের ইফেক্টকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এখানে ।

সূর্যোদয়ের মুহূর্তে আকাশ এক অপরূপ সাজে সেজে ওঠে । প্রথম লাল টুকটুকে থাকে আকাশের রঙ, এরপরে সেটা ক্রমশঃ গোলাপি বর্ণ ধারণ করে । তারপরে হয় হলুদরঙা, ধীরে ধীরে সেটি উজ্জ্বল সোনার বর্ণে পরিণত হয় ।

এই রঙের খেলাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এই আর্টে ।


NFT ART


Screenshot 2024-01-23 233550.png

magical sunrise in vibrant colors

 10 months ago 

সত্যিই abb-fun অনেক মজার একটি জায়গা।যেখানে আমরা অনেক নতুন প্রশ্নের সম্মুখীন হয়ে নতুন কিছু শেখার সঙ্গে সঙ্গে ধারণাও পাই।কবিতা লেখার প্রতি বাড়তি অনুপ্রেরণা ও জ্ঞান অর্জন করতে পারি।এটা নিঃসন্দেহে দারুণ একটি উদ্যোগ দাদা।এখন থেকে আমরাও প্রশ্ন করতে পারবো জেনে ভালো লাগলো।তবে প্রশ্নের সঙ্গে সঙ্গে আমাদের কি উত্তরটিও লিখে দিতে হবে দাদা?

 10 months ago (edited)

দাদা এটা হয়তো আবারও নতুন কিছুর সূচনা, যার মাধ্যমে সদস্যরা নিজেরা না চাইলেও ভেতর থেকে ক্রিয়েটিভিটি বের করে আনবে। এখানে চমৎকার আর মিষ্টি একটা নীরব প্রতিযোগীতা হবে যা হলো নিজের সাথে মেধা আর সৃজনশীলতার। যেখান থেকে বেরিয়ে আসবে চমৎকার কিছু লেখক, যারা আগামী দিনে অসাধারণ লিখা উপহার দেবে। আর #steemit পাবে তার কাঙ্খিত এনগেজমেন্ট। এককথায় দুর্দান্ত একটা আইডিয়া 😍
দাদা আপনার তুলনা আপনি নিজেই আর আমরা সবকিছুর সাক্ষী ☺️

 10 months ago 

আমার বাংলা ব্লগ মানেই নতুন নতুন আয়োজন। @abb-fun এ আমরা সকলেই ভীষণ মজা করি। এবার আমরা সবাই ও মজার মজার প্রশ্ন গুলো দিতে পারবো। নতুন উদ্যোগ সত্যি ভীষণ ভালো লাগলো দাদা। কমিউনিটির জন্য সব সময়ই শুভ কামনা ❣️

 10 months ago 

নতুন ধরনের এই উদ্যোগটা দেখে খুবই ভালো লাগলো দাদা। এবার অনেক বেশি মজা হবে। এর মাধ্যমে আমরা সুন্দর সুন্দর জোকস পেয়ে যাব।

 10 months ago 

দাদা আপনার কোনো তুলনা হয় না। আপনি সবসময়ই নতুন নতুন চমক দিয়ে থাকেন আমাদেরকে। আমাদের হাফিজ ভাই সবসময়ই খুব সুন্দর সুন্দর আইডিয়া দিয়ে থাকেন। এবিবি-ফান বেশ জনপ্রিয় আমাদের কমিউনিটিতে। যাইহোক এখন থেকে আমরা সবাই মজার মজার প্রশ্ন করতে পারবো। যেহেতু নির্বাচিত ইউজার রিওয়ার্ডস পাবে, এতে করে ইউজাররা আরও বেশি আগ্রহী হবে প্রশ্ন করার ক্ষেত্রে। যাইহোক এতো চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

This is a great post and initiative @rme Dada.

We appreciate hafizullah Vai for bringing up the abb-fun project.

Dada, I have a question, when you said general users are now allowed to be questionnaire, do you mean general steemit users?

Please I await your favourable response

 10 months ago 

নতুন এই উদ্যোগটা ভালো লাগলো দাদা। আমাদের কমিউনিটি কর্তৃক নেওয়া প্রত্যেকটা পদক্ষেপই অসাধারণ। সব সময় কিছু না কিছু নতুন দেখার সুযোগ হয়। এখন থেকে আমরাও অংশগ্রহণ করতে পারব জেনে খুবই ভালো লাগলো। আমাদের মনের মজার মজার প্রশ্ন এইবার সবার সামনে রাখার সুযোগ পাবো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 97689.92
ETH 3132.93
USDT 1.00
SBD 2.96