আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ০২steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

গত পর্বে আমি ২০১৬-২০১৭ সালের মধ্যে আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম । আজকে আবারো চলে এলুম দ্বিতীয় পর্ব নিয়ে । আমি সব মিলিয়ে মোট ৩০০+ ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট করেছি এ যাবৎ । সর্বপ্রথম আমার করা ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্টটি ছিল "কিং কোবরা" । ছবিটা এখানে দিচ্ছি -

এটাই হলো আমার জীবনের সর্বপ্রথম করা ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট । এটি ২০১২ সালে আঁকা । এরপরে বহু আঁকাবুকি করেছি । তারই কিছু টুকরোটাকরা ভাবছি কয়েকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করবো ।

এবারে আরেকটা আর্ট দেখাই । এটার নাম দিয়েছিলাম "The somnambulist" বা "স্বপনচারিনী" । যাঁরা শেক্সপীয়ারের সেই বিখ্যাত নাটক "ম্যাকবেথ" পড়েছেন তাঁদের কাছে এটা পরিচিত একটা শব্দ । লেডি ম্যাকবেথ ছিলেন একজন সমনামবুলিস্ট । অর্থাৎ, ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যেই উনি হেঁটে বেড়াতেন । এই জন্যই একে বলা হয় স্বপনচারিনী, স্বপ্নের মধ্যে বিচরণকারী । এটি আসলে একটি রোগ । আমি নিজেই ছোটবেলায় এই রোগে আক্রান্ত ছিলাম ।

রাজা ডানকানকে হত্যা করার পরে লেডি ম্যাকবেথ স্বপ্নের মধ্যে দেখতে পেতেন তাঁর হাত দুটির কনুই অব্দি রক্তে ভেজা । সেই রক্তের গন্ধে তাঁর মন ভীত হয়ে পড়তো । হাজার সুগন্ধি মেখেও যেনো তাঁর সেই হাতের রক্তের গন্ধ লেগে থাকতো । ঘুমের মধ্যে ভয়ে কুঁকড়ে যেতেন তিনি ।

"Here's the smell of the blood still: all the perfumes of Arabia will not sweeten this little hand. Oh, oh, oh! "
--- MACBETH ( Shakespeare )

এরপরের আর্টটার কথায় আসি এবার । শেষ বিকেলের পড়ন্ত বেলায়, গোধূলি লগ্নের ঠিক পূর্ব মুহূর্তে কখনো কি গ্রামের দীঘির ঘাটে বসে তার কালো জলে পশ্চিমাকাশে ঢলে পড়া সূর্যের শেষ বিদায় রশ্মি আর গাছপালার ছায়া দেখেছেন ? মৃদু হাওয়ায় দীঘির কালো জলে কালো কালো ছায়া আর অস্তমিত সূর্যের কমলা রঙের আভাকে ভেঙে যেতে দেখেছেন কি কখনো ? সে এক অপূর্ব দৃশ্য ! আমার এবারের আর্টটি সেই নিয়েই -


Shadow on the Water

জুলাই ২০১৬ । একদিন আনন্দবাজারের প্রথম পেজেই একটা খবর দেখে খুব চমকে গিয়েছিলাম । বাংলাদেশের রাজধানী ঢাকার হোলি আর্টিজেন নামক এক রেস্তোরাঁয় জঙ্গী হানা । নিমেষে ঝরে গিয়েছে অনেকগুলি তাজা প্রাণ । রক্তে লাল হয়ে গিয়েছে রেস্তোরাঁর মেঝে । ঘটনাটি আমাকে প্রচন্ড নাড়া দিয়েছিলো । বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্টটি করি আমি ।


সবুজ বাংলাদেশের জমিনে সন্ত্রাসের কালো ছায়া বিস্তার আর তার বুকে ঢেলে দেওয়া তাজা রক্তের ঢেউ । বাংলাদেশের জাতীয় পতাকার সাথে অনেকটাই মিল রেখে করা আমার এই আর্টটি । নাম দিয়েছিলাম "Raise Your Voice Against Terrorism" ।

এবারে আসি আজকের সর্বশেষ আর্টটির প্রসঙ্গে । সমুদ্রের জলে কখনো সূর্যাস্ত দেখেছেন কি ? আমি দেখেছি । জল পুরো কালো হয়ে যায় তখন, সেই কালো জলের বুকে বিদায়ী সূর্য তার ঘন আবীরের রঙে যেন আগুন ধরিয়ে দিয়ে যায় বিদায় মুহূর্তে । সেই মুহূর্তটাই আমি শিল্পীর কল্পনায় মেলে ধরেছি আমার এই অ্যাবস্ট্রাক্ট আর্টে -

The Sunset In The Sea


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৩

টাস্ক ৩৮৩ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : e74a70271015d554831f4f5cf90d35714b4e2cc1b0bc99321f95060b343701d4

টাস্ক ৩৮৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 last year 

দাদা আপনার মতো আমারও ছোট বেলায় এমন অভ্যাস ছিল, ঘুমের মধ্যে একরুম থেকে আরেক রুমে চলে যেতাম। এ নিয়ে কতে হাসাহাসি করতো আমাকে নিয়ে। লেডি মেকবেথের সেই বিখ্যাত স্বপ্নচারীনি এর অ্যাবস্ট্রাক্ট আর্ট যেন আপনার আর্টে ফুটে উঠেছে। আপনার প্রথম কিং কুবরা অ্যাবস্ট্রাক্ট আর্টটিও বেশ চমৎকার হয়েছে। তারপর হলি আর্টিজেনের জঙ্গীদের বিরুদ্ধে যে আর্টটি করেছেন সেটিও। মোট কথা সবগুলো অ্যাবস্ট্রাক্ট আর্ট দারুণ। যেগুলো আমার মাথায় কখনো আসেনি, আর আসবে বলেও মনে হয় না।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপনার কল্পনার মধ্যে থেকে আসা আর্টগুলো সত্যি ই চমৎকার হয়েছে। আসলে নিজস্ব কল্পনা থেকে আঁকা এই আর্টগুলো শিল্পী নিজের।প্রথম ২০১২ সালের কিং কোবরা বললেন তাই বুঝলাম।সবগুলো আর্টের বর্ননা করলেন তাইতো বুঝতে পারলাম।নয়তো কিছুই বোঝার সাধ্য ছিলনা।কারন এতো শিল্পীর কল্পনার আঁকা।দারুন ছিল দাদা আপনার আর্টগুলো।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। আপনি ৩০০ মতো আর্ট করেছেন, বললেন।তবে তো আরো দেখতে পাবো আর্ট।

 last year 

শেক্সপিয়ারের "ম্যাকবেথ" পড়েছিলাম দাদা। তবে ঘুমের মধ্যে হাটার অভ্যাস অনেকেরই আছে। আপনার যে এই অভ্যাস ছিল এটা কিন্তু আগে জানতাম না দাদা। যাই হোক দাদা আপনার প্রত্যেকটি আর্ট দারুণ ছিল। বিশেষ করে আপনার করা প্রথম ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখে অনেক ভালো লাগলো। সত্যি দাদা শুরুটা যদি দারুন কিছু দিয়ে হয় তাহলে প্রত্যেকটি আর্ট দারুণ হবে এটাই স্বাভাবিক। অনেক ভালো লেগেছে।

 last year 

বাপরে বাপ দাদা এতগুলো আর্ট করেছেন? তাও আবার ৩০০টি ডিজিটাল আর্ট। আজকের আর্ট গুলো কিন্তু প্রতিটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। বেশ সুন্দর করে উপস্থাপনা করেছেন। প্রতিটি আটের একটি সুন্দর বর্ণনা আপনি তুলে ধরেছেন। ধন্যবাদ দাদা এত সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য। আরো ডিজিটাল আর্ট দেখার অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

 last year 

দাদা অ্যাবস্ট্রাক্ট আর্ট বুঝা বেশ কঠিন । এই আর্টগুলো শিল্পী বর্ণনা না করলে বোঝা বেশ কঠিন । দর্শক নিজের মতো করে এই আর্ট এর অর্থ খুঁজে নেয়। আপনার ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো অসাধারন হয়েছে দাদা। আর প্রতিটি ছবির সুন্দর বর্ননা করেছেন বলে ছবিগুলো বুঝতে বেশ সহজ হয়েছে। অনেক ধন্যবাদ দাদা।

 last year 

দাদা, এত ব্যস্ততার মাঝেও এ পর্যন্ত আপনি ৩০০+ ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট করেছেন, কথাটি শুনে একদম অবাক হয়ে গেলাম। সত্যিই দাদা আপনার প্রশংসা করতে গেলেও কম হয়ে যাবে। তাই আর সেদিকে গেলাম না। তবে আজ আপনার কিং কোবরা সর্বপ্রথম করা ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখে বুঝতে পারছি বাকি ডিজিটাল অ্যাবস্ট্র্যাক্ট আর্টগুলো কতটা আকর্ষণীয় হতে পারে। এছাড়াও আপনার অন্যান্য আর্টগুলোর সাথে সুন্দর বর্ণনা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট নিয়ে পর্ব ২ শেয়ার করার জন্য।

 last year 

প্রথম পর্বের মতো এই পর্বের ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলোও দুর্দান্ত হয়েছে দাদা। কিং কোবরা এবং বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল রেখে করা অ্যাবস্ট্রাক্ট আর্ট দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে।

শেষ বিকেলের পড়ন্ত বেলায়, গোধূলি লগ্নের ঠিক পূর্ব মুহূর্তে কখনো কি গ্রামের দীঘির ঘাটে বসে তার কালো জলে পশ্চিমাকাশে ঢলে পড়া সূর্যের শেষ বিদায় রশ্মি আর গাছপালার ছায়া দেখেছেন ?

গোধূলি লগ্নে দেখা হয়নি, তবে ছোটবেলায় গ্রামের পুকুরের পানিতে গাছপালা এবং নিজেকে দেখেছি অসংখ্য বার। যাইহোক এতো সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 last year 

আশা করি শ্রদ্ধেয় দাদা ভালো আছেন? আপনার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট দেখে খুব ভালো লাগলো। আসলে আর্ট হচ্ছে শিল্পীর হৃদয়ের অনুভূতি হাতের ছোঁয়া। হৃদয়ে যা অনুভব হয় তা রং তুলির মাধ্যমে উপস্থাপন করতে পারাটাই উত্তম। সত্যিই আপনার আর্ট গুলো বেশ দুর্দান্ত হয়েছে‌। এত চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74993.05
ETH 2818.21
USDT 1.00
SBD 2.50