আমার আঁকা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট - পর্ব ০৯steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ10 months ago

আজকে আবারো হাজির হয়ে গেলাম আমার করা কিছু ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট নিয়ে আপনাদের মাঝে । আজকে শেয়ার করতে চলেছি নবম পর্ব । আশা করছি আগামীতে আরো বেশ কয়েকটি পর্বে আমার আরো কিছু বাছাই করা অ্যাবস্ট্রাক্ট আর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো ।



old man

একজন বৃদ্ধ মানুষের আর্ট এটি । মাথার চুল থেকে মুখের দাড়ি সব কিছুই একদম সাদা ধবধবে । তীক্ষ্ণ দৃষ্টি, উন্নত নাসা, বুক অব্দি লম্বা দাড়ি, গায়ে একটি সাদা রঙের উত্তরীয় । শান্ত, সৌম্য চেহারার একজন বৃদ্ধের আর্ট এটি ।



haunted house

হানা বাড়ি । বহু পুরোনো, ভাঙা চোরা পরিত্যক্ত বাড়িটির আগাছাপূর্ন আঙিনায় একটি মাত্র ঝাঁকড়া গাছ রয়েছে । সেই গাছের তলে দাঁড়িয়ে ও কে ? শরীরী নাকি অশরীরী কেউ ? মানুষ নাকি ভূত ? কে জানে ? হানা বাড়িতে তো ভূত থাকা অস্বাভাবিক নয় । অস্বাভাবিক হলো হানা বাড়িতে মানুষের উপস্থিতি । তবে যে মানুষ হানাবাড়িতে একাকী উপস্থিত হতে পারে বুঝতে হবে তার সাহস প্রচুর ।



Happy Diwali

দীপাবলি হলো আলোর উৎসব । দীপাবলি হলো মনের অন্ধকার দূর করার এক প্রতীকী উৎসব । দীপাবলি হলো অন্ধকারের বিরুদ্ধে আলোর চিরায়ত সংগ্রাম । মানুষের মনের অন্ধকার কালিমা দূর করে জ্ঞান-প্রজ্ঞা আর সত্যের আলোকে আমাদের হৃদয় উদ্ভাসিত করার শপথের নামই "দীপাবলি" ।



flowers

পৃথিবীতে সব চাইতে সুন্দর কোন জিনিসটি ? সবাই এক কথায় নির্দ্বিধায় বলবে "ফুল" । সত্যি ফুল হলো সৌন্দর্যের প্রতীক, ফুল হলো পবিত্রতার প্রতীক, ফুল হলো ভালোবাসার প্রতীক । বিভিন্ন রঙের হরেক ফুলের মেলা তাই এক স্বর্গীয় সৌন্দর্য্যের সৃষ্টি করে । এক অনির্বচনীয় রূপমঞ্জরীর সৃষ্টি হয় ফুলের বৃত্তে ।



*Africa

আফ্রিকা । রহস্যময় আফ্রিকা । ঘন অরণ্যে আচ্ছাদিত তার বুক । কালো কালো সুঠাম দেহের মানুষের সহবস্থান হিংস্র শ্বাপদের সাথে যুগ যুগ ধরে এই রহস্যময় আফ্রিকার বুকে । যতকাল আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হিসেবে সভ্য মানুষের কাছে অনাবিষ্কৃত ছিল ততকাল সে ভালো ছিল । যবে থেকে সভ্য মানুষের পদচারণায় কম্পিত হলো আফ্রিকা তবে থেকে ভীষণ যন্ত্রনাময় দিনের সূত্রপাত হলো । শতাব্দীর পর শতাব্দী ধরে নির্যাতিত হতে থাকলো সমগ্র আফ্রিকা । তার সন্তানদের উপর চললো সভ্য মানুষের অসভ্য নির্যাতন । কোটি কোটি মানুষ হলো দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ । তাদের কালো শরীরের তাজা লাল রক্তে ভিজে গেলো আফ্রিকার বুক । সিংহনাদে আর ধ্বনিত হয় না তার তৃণাচ্ছাদিত প্রান্তর । মানুষ আর পশুহত্যা দু'টোই চললো গণভাবে তথাকথিত শ্বেতাঙ্গ সভ্যদের হাতে । যুগ যুগ ধরে । আফ্রিকা তাই কাঁদছে । ক্রন্দনরত আফ্রিকার মুখচ্ছবি এঁকেছি এই অ্যাবস্ট্রাক্ট আর্টে ।

The love with lands surrounded by
the Mediterranean sea to north,
Sinai Peninsula keeps a house with whom?
Suez and red having room.

Forest and her ancient folk
always in our feelings and talk,
All the mankind having so curious
You,more I think mysterious.

Beauty of her smile peeking, a truth
I know the truth ,the truth
The photographer committing suicide
never conceding the painful sight.

A monster throwing away foods
In the water ,children of you
Crying crying for a grain.
The moribund acting his last sequence
Why? a vulture waiting, a question.

I love you, consider mother of lions
Smile revealing a secret, oh Africa!

[originally written by me was published previously in my royalmacro's blog]


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট



এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 10 months ago 

ওয়াও দাদা আপনার অ্যাবস্ট্রাক্ট আর্ট এর নবম পর্বটি জাস্ট অসাধারণ লাগছে দেখতে।সবগুলো আর্ট সুন্দর লাগছে দেখতে।ক্রন্দনরত আফ্রিকার মুখের ছবিটিতে একটা অন্যরকম ব্যপার ছিল।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

আপনার আজকের ডিজিটাল অ্যাবস্ট্র্যাক্ট আর্টগুলোও কিন্তু চমৎকার হয়েছে দাদা।বর্ননার মাধ্যমে তুলে ধরেছেন আমাদের মাঝে।ভীষণ ভালো লাগলো। কম তো আঁকেননি দাদা।🥰খুব সুন্দর হয়েছে আপনার সবগুলো আঁকা।বনর্নাগুলো পড়লে তখন আরো বেশি ভালো লাগে।

 10 months ago 

কিভাবে আপনি ছবিগুলোর বর্ণনা দেন, জাস্ট দুর্দান্ত হয়। বর্ণনা গুলো পড়লেই শরীরের লোম দাঁড়িয়ে যায় কেন জানি। আপনার লেখার হাত ভালো তা বলতেই হয়। দারুন দারুন কিছু আর্ট দেখলাম। পরিত্যক্ত বাড়ি ও রহস্যময় আফ্রিকার আর্ট এর বর্ণনা পড়ে আমি থমকে গিয়েছি।

 10 months ago 

বাহ্! দেখতে দেখতে অনেক গুলো অ্যাবস্ট্রাক্ট আর্ট আমাদের সাথে শেয়ার করে ফেলেছেন দাদা। অ্যাবস্ট্রাক্ট আর্টগুলো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আজকের সবগুলো আর্টের মধ্যে বৃদ্ধ মানুষ এবং হানা বাড়ির আর্ট দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। পরিত্যক্ত বাড়িতে ভূত পেত্নীর আনাগোনা থাকাটা স্বাভাবিক ব্যাপার। যাইহোক এতো সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট গুলো দারুন হয়েছে দাদা। বিশেষ করে আফ্রিকার রহস্যময় ডিজিটাল অ্যাবস্ট্রাক্ট আর্ট আমার কাছে বেশি ভালো লেগেছে। আর হানা বাড়ির।আর্টটিও দারুন হয়েছে। এছাড়া শেষের লেখাগুলো অনেক ভালো লেগেছে দাদা।

 10 months ago 

হানা বাড়ির অ্যাবস্ট্রাক্ট আর্টটা আমার কাছে আজ বেশি ভালো লাগলো দাদা। নিশ্চয় এমন বাড়িতে ভূতের ভয় রয়েছে। বেশ পুরনো বাড়ি বলে কথা, ভূতের থাকাটাই স্বাভাবিক। আফ্রিকার অ্যাবস্ট্রাক্ট আর্টের কনসেপ্টটাও দারুণ ছিল দাদা ☘️

 10 months ago 

ক্রন্দনরত আফ্রিকার মুখচ্ছবি এটা এককথায় অনবদ‍্য ছিল দাদা। যেমন সুন্দর আর্ট করেছেন আর সেইরকম সুন্দর ছিল আপনার বর্ণনা। বৃদ্ধ লোক এবং হানা বাড়ির আর্ট টাও অনেক সুন্দর ছিল। চমৎকার করেছেন অ‍্যাবস্ট্রাক্ট আর্ট গুলো। ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

দাদা আপনার আর্টগুলো যতই দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার আজকের আর্টের থিম গুলো ছিল অসাধারন। অসাধারন কিছু থিম সিলেক্ট করায় আপনার আর্টগুলো বেশ ফুটে উঠেছে। আসলে আর্টের ক্ষেত্রে থিম নির্বাচন করাটাও একটি মূখ্য বিষয়। যা আপনি আপনার আর্টের মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45