পুস কয়েন কি পারবে $dogecoin কে ছুঁয়ে দিতে?
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ৮ ই সেপ্টেম্বর ২০২৪ ইং
আমরা ইতোমধ্যে সকলেই অবগত আছি যে, বেশ কিছুদিন ধরে আমাদের কমিউনিটির মধ্যে পুস কয়েন মিমি সিজন চলতেছে।আর আমরা সকলেই এই সিজনে প্রচুর পরিমাণে মজা -মাস্তি করতে পারছি।আর পুস কয়েন তৈরি করা হয়েছে শুধু মাত্র আমাদের মজা করার জন্যই।তাই আমরা সকলে মিলে একত্রিত হয়ে মজা করছি।আর আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি সদস্য মজা করতে অনেক ভালোবাসেন। আমরা মজার ছলে এমন কিছু করবো না, যেটি করলে পুস কয়েনের ক্ষতি হয়। আমরা সব সময় এই দিক দিয়ে সচেতনতা অবলম্বন করবো।আর আমাদের কে সব সময় একটি জিনিস মাথায় রাখতে হবে, পুস কয়েন আমাদের সকলের একটি কয়েন।আর পুস কয়েন নির্দিষ্ট কারো জন্য তৈরি করা হয়নি। যেহেতু কয়েন টি আমাদের সকলের, তাই এই কয়েন টি আমাদেরকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
$dogecoin ওভারভিউ:
ডগ কয়েন হচ্ছে তাদের নিজস্ব নেটওয়ার্কের একটি নেটিভ কয়েন।ক্রিপ্ট কারেন্সি মার্কেটের মধ্যে ডগ কয়েনের বিশাল প্রচার এবং প্রসার রয়েছে। ধারণ করা হচ্ছে ক্রিপ্ট কারেন্সি মার্কেটের সাথে জড়িত থাকা প্রায় ৬৫-৭০% লোক এই ডগ কয়েনের সাথে পরিচিত। প্রথমে আমরা যদি ডগ কয়েনের সাপ্লাই এর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো, বর্তমান ডগ কয়েনের টোটাল সাপ্লাই রয়েছে, ১৪৫,৮৬৫,৪৬৬,৩৮৪ ডগ। এটা কিন্তু আমাদের পুস কয়েনের থেকে পরিত্রাণে অনেক বেশি রয়েছে। আমরা যদি ডগ কয়েনের টোটাল মার্কেট ক্যাপিটাল এর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো বর্তমান ডগ কয়েনের মোট মার্কেট ক্যাপিটাল রয়েছে, ১৮,১১৩,৪৯৩,৭৪০ মার্কিন ডলার। এটা আমাদের পুস কয়েনের মার্কেট ক্যাপিটাল এর তুলনায় অনেক বেশি।
$puss কয়েন ওভারভিউ:
পুস কয়েন মূলত (ট্রোন) টি আর এক্স নেটওয়ার্কের উপর ডিপ্লয় করা হয়েছে।দিন দিন আমাদের কমিউনিটির সকলের প্রিয় পুস কয়েন সকলের নিকট ছড়িয়ে পড়ছে। আমরা যদি প্রথমে পুস কয়েনের সাপ্লাই এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো, বর্তমান পুস কয়েনের টোটাল সাপ্লাই রয়েছে, ১০০,০০,০০,০০০,০০ পুস।আর আমরা যদি মার্কেট ক্যাপিটাল এর দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো বর্তমান পুস কয়েনের মার্কেট ক্যাপিটাল রয়েছে ২.৮৫ মিলিয়ন মার্কিন ডলার।সব মিলিয়ে পুস কয়েনের ওভারভিউ মোটামুটি সব দিক থেকেই অনেক বেশি ভালো রয়েছে। বর্তমান পুস কয়েনের টোটাল ট্রান্জেকশন ৩৫০০ ছাড়িয়েছে।দিন দিন আমাদের পুস কয়েনের পজিশন বেড়েই চলেছে।
পুস কয়েন কি পারবে ডগ কয়েনের হাত ধরতে?
আমরা যদি ডগ কয়েনের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো ডগ কয়েন লিস্টিং অথবা তৈরি হওয়ার আজ অনেক বছর হয়ে যাচ্ছে। আনুমানিক ৫-৭ বছর হবে। অপরদিকে পুস কয়েন তৈরি হওয়ার আজকে ১৬ দিন হয়।আর এই অল্প দিনের মধ্যে পুস কয়েন আমাদের কে ঝলক দেখিয়ে দিয়েছে। এখন বর্তমান পুস কয়েনের প্রাইস রয়েছে ০.০০২৮।আর অপরদিকে ডগ কয়েনের প্রাইস রয়েছে, ০.০৯। সেই হিসেবে পুস কয়েনের প্রাইসের তুলনায় ডগ কয়েনের প্রাইস অনেক বেশি। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে, ডগ কয়েনের থেকে পুস কয়েনের সাপ্লাই কম থাকা সত্ত্বেও কেন প্রাইস কম? এটার শুধু মাত্র একটি উত্তর হচ্ছে মার্কেট ক্যাপিটাল কম থাকার কারণে এবং টোকেন হোল্ডার কম থাকায় এমন প্রাইস রয়েছে। তবে, যদি কোন এক সময় পুস কয়েনের মার্কেট ক্যাপিটাল এবং টোকেন হোল্ডার ডগ কয়েনের মতো হয়ে যায়, তাহলে আশা করা যাচ্ছে যে, পুস কয়েনের প্রাইস ডগ কয়েনের প্রাইসের আশেপাশে থাকবে।আর আমরা আশা করছি আমাদের পুস কয়েন কোন একদিন ডগ কয়েন কে ছুঁয়ে দিতে পারবে।তার জন্য আমাদের দীর্ঘদিনের জন্য অপেক্ষা করতে হবে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রশ্ন টা ভালো লাগলো।আমার মনে হয় অবশ্যই পারবে।যে পরিমাণ প্রমোশন চলছে কয়েন টি নিয়ে।আমরা আশাবাদী একদিন অনেক দূর যাবে কয়েন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ভাই আপনার দেখছি ক্রিপ্ট কারেন্সি নিয়ে অনেক ভালোই অভিজ্ঞতা রয়েছে। আপনি $Puss কয়েন এবং $dogecoin নিয়ে কথা বলেছেন।তবে আমার মনে হয় $dogecoin এর কাছাকাছি তো দুরের কথা খুবই অল্প সময়ের মধ্যে অনেক এগিয়ে থাকবে আমাদের $Puss কয়েন। কারন $dogecoin এর চাইতে $Puss কয়েন এর সাপ্লাই অনেক কম। তার চাইতেও বড় কথা হচ্ছে যেটার সাপোর্টে আছে আমাদের দাদা। যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ মার্কেট সম্পর্কে এত সুন্দর একটা ধারণা দেওয়ার জন্য।
আমাদের প্রিয় কয়েন নিয়ে আপনার এনালাইসিস দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে ডগি কয়েনের সাথে এটার পার্থক্য দেখিয়েছেন। যেভাবে দেখিয়েছেন আশা করি এভাবে যদি হতে থাকে তাহলে খুব সহজেই আমরা ডগি কয়েনের সাথে চলে যেতে পারবো।
অনেক চমৎকার একটি পোস্ট করেছেন পড়ে অনেক ভালো লাগলো ভাই। ভাই আপনার পোস্টটা একটু ভুল হয়েছে $PUSS কয়েনে সাপ্লাই হবে ১০০ কোটি দয়া করে ঠিক করে নিবেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী কয়েক বছরের ভেতরেই আশা করি $PUSS ভালো একটি প্রাইসে চলে যাবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
অনেক চমৎকার একটি পোস্ট করেছেন পড়ে অনেক ভালো লাগলো ভাই। ভাই আপনার পোস্টটা একটু ভুল হয়েছে $PUSS কয়েনে সাপ্লাই হবে ১০০ কোটি দয়া করে ঠিক করে নিবেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী কয়েক বছরের ভেতরেই আশা করি $PUSS ভালো একটি প্রাইসে চলে যাবে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আসলে ভাইয়া আমিও আপনার সাথে একমত পোষণ করছি। আমি আমার জায়গা থেকে মনে করি $puss কয়েন অবশ্যই ডগ কয়েন কে ছাড়িয়ে যাবে। পুরো পোস্টে পড়ে খুবই ভালো লেগেছে। তাছাড়া অনেক তথ্য তথ্য আপনার পোস্ট খুঁজে পেলাম। ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।