দীর্ঘ দিন পর গ্ৰামের ছোট ভাইদের সাথে পুকুরে গোসল করা
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ২৭ ই আগষ্ট ২০২৪ ইং
ছোট বেলায় বর্ষাকালে প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের নদী এবং পুকুরের মধ্যে গোসল করা হতো। আবার কিছু কিছু সময় বিভিন্ন ধরনের খাল অথবা বিলের মধ্যে গোসল করা হতো। তবে বর্তমান সময়ে আর তেমন একটা গোসল করা হয়না।আর ছোট বেলায় আমাদের গ্রামের প্রতিটি ছেলে মেয়ে একত্র হয়ে নদীর মধ্যে গোসল করেছিলাম।আর ছোট বেলার সেই খেলার সাথী গুলো বর্তমান সময়ে আর নেই। তারা সকলেই বিভিন্ন জন বিভিন্ন জায়গায় নিয়োজিত হয়ে গেছে। কেউ কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের সংসার জীবন পার করছেন। এভাবেই আমরা এখন প্রায় সকলেই বিভক্ত হয়ে গিয়েছি। আসলে ছেলে মানুষের বন্ধন বেশি দিনের স্থায়ী হয়না।
আসলে আমাদের এলাকার মধ্যে গোসল করার মতো তেমন একটা পুকুর নেই।আর যে পুকুর রয়েছে সেগুলোর মধ্যে গোসল করার মতো উপযোগী নয়। বেশিরভাগ পুকুরের পানিতে বিভিন্ন ধরনের ময়লা।আর ময়লা পানিতে গোসল করলে শরীরের অনেক ক্ষতি হতে পারে।তাই এই পুকুর গুলোর মধ্যে তেমন একটা কেউ গোসল করে না।আর আমাদের এলাকার টিউবওয়েলের পানি অনেক নিরাপদ পানি।তাই আমরা সকল ধরনের কাজে টিউবওয়েলের পানি ব্যবহার করে থাকি। টিউবওয়েলের পানি যেমনটি পরিস্কার, আবার তেমনি নিরাপদ। আসলে আমাদের সকলের উচিত সব সময় নিরাপদ পানি ব্যবহার করা।
বেশ কিছুদিন আগে আমি আমাদের গ্ৰামের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পারলাম বেশ কিছু ছেলেমেয়ে একত্র হয়ে পুকুরে গোসল করার জন্য প্লান পরিকল্পনা করছে। তাদের এই প্লান পরিকল্পনা দেখে আমার ও গোসল করতে যাওয়ার ইচ্ছা করছিল। এবং তারা বেশ কিছু ছেলে আমাকে অনুরোধ করে গোসল করতে যাওয়ার জন্য।আমি তাদের অনুরোধে সাড়া জাগিয়েছিলাম। কেননা, দীর্ঘ সময় ধরে পুকুরের মধ্যে তেমন একটা গোসল করা হয়না।তাই ভাবলাম এদের সাথে দীর্ঘদিন পর গোসল করতে যাবো।
বেশ কিছুক্ষণ সময় এর মধ্যে তারা সকলেই রেডি হয়ে গোসল করার জন্য একটি পুকুরের উদোশ্যে হাঁটতে শুরু করল। আমিও তাদের পিছু পিছু হটতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে তারা আমাদের এলাকার একটি অপরিচিত পুকুরের নিয়ে আসলো। আসলে আমার কাছে এই পুকুর টি একদম অপরিচিত। কেননা, ইতোমধ্যে আমি কোনদিন এই পুকুরের মধ্যে গোসল করিনি। পুকুর টি আমাদের বাসা থেকে একটু দুরেই অবস্থিত।আর আমাদের বাসা থেকে এই পুকুরের মধ্যে আসতে আমাদের দশ থেকে পনের মিনিট সময় লেগেছিল।আর এই পুকুর টি একটি ফাঁকা জায়গার মধ্যে অবস্থিত।তাই এই পুকুরের পানি গুলো একদম চকচকে।
প্রথমে আমরা সকলে একত্র হয়ে পুকুরের মধ্যে লাফ দিয়ে দিলাম। পুকুর টি প্রচুর পরিমাণে গভীর।লাফ দেয়ার পর আমার অনেক বেশি ভয় লেগে গিয়েছিল। কেননা পুকুরের মধ্যে অনেক বেশি পানি ছিল।আর বেশি পানির মধ্যে গোসল করতে অনেক বেশি ভালো লাগে।আর বেশি পানির মধ্যে গোসল করা কিছু টা রিস্কি।যারা সাঁতার কাটতে পারে না, তাদের জন্য বেশি পানিতে গোসল করা অনেক বেশি রিস্কি।আর যারা সাঁতার কাটতে পারে তাদের কাছে যত বেশি পানি হোক না কেন, তাদের তেমন একটা সমস্যা হবে না। আমরা যারা এই জায়গার মধ্যে গোসল করতে গিয়েছিলাম, তারা প্রত্যেকেই সাঁতার কাটতে পারে।আর গ্ৰামের বেশিরভাগ মানুষ সাঁতার কাটতে পারে। কেননা, তাদের কে বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের পানি অতিক্রম করে চলতে হয়। আমরা বেশ কিছুক্ষণ সময় এই পুকুরের মধ্যে গোসল করে বাসায় চলে আসি।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.