গ্ৰামের ছেলেদের কে নিয়ে পার্শ্ববর্তী শাপলা বিলে একদিন
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ১০ ই সেপ্টেম্বর ২০২৪ ইং
বর্তমান সময়ে সোসাল মিডিয়ার মধ্যে, শাপলা বিলে ঘুরতে যাওয়ার একটি ট্রেন্ড চলছে। আমাদের দেশ এক অপরূপ সৌন্দর্যের দেশ। এদেশের প্রতিটি ঋতু যেন নতুন সৌন্দর্য কে সাথে নিয়ে আসে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এদেশের মানুষের চোখ জুড়িয়ে দেয়।আর এদেশের প্রতিটি মানুষ তার প্রাকৃতিক সৌন্দর্য কে সব সময় উপভোগ করে। পল্লী কবি জসীম উদ্দিন এর লেখা কবিতা গুলো পড়লে বোঝা যায়, এদেশের মানুষ তার দেশ কে কত টুকু ভালোবাসেন। আসলে দেশ প্রেম না থাকলে দেশের মধ্যে জীবন যাপন করা একদম বৃথা।আর দেশের প্রতি প্রেম ভালোবাসা থাকলে দেশ কে খুবই সুন্দর করে উপভোগ করা যায়। আমাদের দেশ টি আয়োতনে অনেক ছোট হলেও এর সৌন্দর্য অনেক বেশি সুন্দর।আর এই সৌন্দর্য দেশের প্রতিটি মানুষের মন কে রাঙ্গিয়ে তোলে।এটাই তো একটি দেশের নিয়ম।
বেশ কিছুদিন ধরে ফেসবুকের মধ্যে শাপলা বিলে ঘুরতে যাওয়ার একটি ধুম পড়েছে। অনেকেই তার প্রিয় মানুষ কে শাপলা বিলে ঘুরতে নিয়ে গিয়ে একটি ভিডিও ক্লিপ ধারণ করে সোসাল মিডিয়ার মধ্যে আপলোড করছে, এতে করে সকলের মাঝে সেই ভিডিও ক্লিপ গুলো ছড়িয়ে পড়েছে।আর এভাবেই সকল মানুষের শাপলা বিলের মধ্যে ঘুরতে যাওয়ার ইচ্ছা অনেক টা বৃদ্ধি পাচ্ছে।আর বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি খাল বিলের মধ্যে শাপলা ও পদ্ম ফুল ফুটেছে।আর এই ফুল গুলো খাল বিলের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি করেছে।আর এই বিল গুলোর মধ্যে নৌকা নিয়ে ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে। যারা ইতোমধ্যে শাপলা বিল কিংবা পদ্ম বিলের মধ্যে নৌকা নিয়ে ঘোরাঘুরি করেছেন, তারা হয়তো ইতোমধ্যে এর আনন্দ উপভোগ করতে পারছেন।আর যারা এখন পর্যন্ত ঘুরতে পারেননি তারা অবশ্যই ঘোরার চেষ্টা করবেন।
আমাদের দেশ নদী মাতৃক দেশ। এদেশের তিন ভাগ জল এবং এক ভাগ স্থল। মাঝে মাঝে আমাদের নদ নদী এবং খাল বিল গুলোর সৌন্দর্য এতোটা বৃদ্ধি পায়, তা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। বিশেষ করে যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন, তারা হয়তো ইতোমধ্যে এই বিষয়ে অবগত আছেন। যেহেতু আমি ও গ্ৰাম এলাকার মধ্যে বেড়ে উঠেছি সেহেতু আমি ও এই বিষয়ে ভালো ভাবেই অবগত আছি।আর আমার বাড়ির একদম পাশেই একটি বিশাল বড় শাপলা বিল রয়েছে।বিল টি দেখতে বেশ সুন্দর । প্রতিদিন সেখানে প্রচুর পরিমাণে মানুষ ঘোরাঘুরি করতে চলে আসে। তবে, বেশ কয়েক দিন ধরে আমাদের গ্ৰামের ছেলেরা সেখানে ঘুরতে যাওয়ার জন্য আমাকে বলেছিল, কিন্তু তখন আমি তাদের কথা গায়ে মাখিনি।
কিন্তু হঠাৎ একদিন শুনতে পেলাম, সেখানে নাকি বিকাল বেলা মানুষের ভীড় জমিয়ে যায়। এরপর আমরা সেখানে যাওয়ার জন্য গ্ৰামের সকল ছেলেরা একত্রিত হয়ে গেলাম।আর আমাদের গ্ৰাম এই শাপলা বিলের দুরুত্ব খুবই সিমীত। হেঁটে যেতে প্রায় দশ থেকে পনের মিনিট সময় লেগে যায়।তো আমরা সকলেই একত্রিত হয়ে এক সঙ্গে হাটা শুরু করলাম। আসলে যে কোন জায়গায় যাওয়ার সময় বেশ কয়েকজন মানুষ একত্রে হাঁটলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।আর সকলে মিলে হাটলে পথ অল্পতেই শেষ হয়ে যায়। আমরা হাটার সময় বিভিন্ন ধরনের গল্প করছিলাম আর হাঁটছিলাম।আর বেশ অল্প কিছু সময় হাটার পর আমরা আমাদের গন্তব্যের মধ্যে চলে আসি। আমাদের হেঁটে হেঁটে আসতে সময় লেগেছিল আনুমানিক দশ থেকে পনের মিনিট সময়।
আমরা বিলের একদম সামনে এসে দেখতে পারলাম বিলের মধ্যে প্রচুর পরিমাণে শাপলা ফুল ফুটেছে। প্রথমে কেউ বিলের মধ্যে নামার সাহস পাচ্ছিল না।আর সেদিন আমরা দুপুর বেলা গিয়েছিলাম বলেই বিল একদম ফাকা ছিল।আর বিকাল বেলা আসলে হয়তো অনেক মানুষের ভীড় থাকতো।তো আমি সর্ব প্রথম বিলের মধ্যে নেমে শাপলা ফুল তোলা শুরু করে দিলাম। এখন একে একে আমাদের গ্ৰামের সকল ছেলেরা বিলের মধ্যে নেমে পড়েছে। এরপর আমরা সকলেই একত্রিত হয়ে শাপলা ফুল তোলা শুরু করে দিলাম। আসলে আমার শাপলা ফুল তুলতে অনেক বেশি ভালো লাগে। আপনার কাছে শাপলা ফুল তুলতে কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর আমরা সকলেই এক বোঝা করে শাপলা ফুল তুললাম। আমরা এক পর্যায়ে শাপলা ফুল তুলতে তুলতে সকলেই অনেক ক্লান্ত হয়ে পড়ি। তখন আমরা বিল থেকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেই।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঠিক বলেছেন বর্তমানে এই সময়টাতে শাপলা বিলে যাওয়ার একটা ট্রেন্ড চলছে। আপনারা সবাই মিলে দেখছি অনেক গুলো শাপলা ফুল তুলেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে। শাপলা ফুল গুলো ভীষণ সুন্দর। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন শাপলা বিলে। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আসলে এরকম গ্রামবাংলায় শাপলা তোলার অনুভূতিটা আলাদাই একটা আনন্দের বিষয়। যদিও এই ধরনের সৌভাগ্য আমি আমার জীবনে কখনো পাইনি। যদি কোনদিনও সুযোগ হয় তবে আমি অবশ্যই এই ধরনের সুযোগ কখনো মিস করতে চেষ্টা করবো না।
আমার কাছে ও শাপলা ফুল তুলতে ভীষণ ভালো লাগে। আপনারা দুপুরবেলা অনেকজন মিলে বিলে শাপলা ফুল তুলতে গিয়েছিলেন। দুপুরবেলা সেই কারণে মাঠে তেমন মানুষ ছিল না। আপনারা তো অনেক শাপলা ফুল ও কলি তুলেছেন। আমরাও যখন ছোট ছিলাম তখন অনেকজন মিলে এভাবে শাপলা ফুল তুলতে যেতাম ।তবে শাপলা ফুলের থেকে বেশি তুলতাম শাপলা ফুলের বীজ যেটাকে খাওয়া যায়। ধন্যবাদ ভাইয়া।