ফটোগ্ৰাফি: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ৭ ই জুন ২০২৪ ইং
উপরের চিত্রের মাধ্যমে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত চিকেন পাস্তা রেসিপি এর ফটোগ্রাফি। আসলে চিকেন পাস্তা আমার অনেক বেশি প্রিয় একটি খাবার। আমি বাইরে কোথাও ঘুরতে গেলে আমি রেস্টুরেন্টে গিয়ে চিকেন পাস্তা খেয়ে থাকি। এককথায় বলা যায়, আমি একজন চিকেন পাস্তা প্রেমি মানুষ। বেশ কিছু দিন আগে আমি বদরগঞ্জ ঘুরতে গিয়েছিলাম আমার আনকেল এর সাথে। সেখানে গিয়ে আমরা একটি ক্যাফের মধ্যে প্রবেশ করে চিকেন পাস্তা খেয়েছিলাম। সেখান থেকেই মূলত এই চিকেন পাস্তা এর ফটোগ্ৰাফি টি করেছি।
উপরের দিকে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি মূলত হাঁড়িভাঙ্গা আমের ফটোগ্রাফী। আপনারা হয়তো ইতোমধ্যে সকলেই অবগত আছেন, যে আমাদের মিঠাপুকুর উপজেলার মধ্যে হাঁড়িভাঙ্গা আমের জনপ্রিয়তা অনেক। এবছর হাঁড়িভাঙ্গা আম জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।এটা আমাদের প্রত্যেকের জন্য গর্বের বিষয়। আমি বেশ কিছুদিন আগে আমাদের আম বাগানের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। সেখানে থেকেই এই হাঁড়িভাঙ্গা আমের ফটোগ্রাফী টি সংগ্রহ করেছি।আর অল্প কিছু দিনের মধ্যেই হাঁড়িভাঙ্গা আম পাকা শুরু হয়ে যাবে।
উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি মূলত একটি বিড়ালের ফটোগ্রাফী। আমি এবং আমার আনকেল সহ বেশ কিছু দিন আগে রংপুর সিটি চিকলি ওয়াটার পার্কের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পারলাম একটি রেস্টুরেন্টের সামনে সাদা রঙের বিড়াল শুয়ে ঘুম পাড়ছে। এরপর আমি সেখানে গিয়ে একটি বিড়ালটির একটি ফটোগ্রাফি সংগ্রহ করেছি।ফটোগ্ৰাফি করার সময় বিড়াল টি জেগে উঠে। এরপর আমি বিড়ালটির সাথে মজা করি।
উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি মূলত একটি সূর্যের ফটোগ্রাফী। আমি বেশ কিছুদিন আগে আমাদের গ্ৰামের একটি মাঠের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাজ করেছি আমাদের জমিতে। এরপর আমি বাড়ি আসার পথে দেখতে পারলাম, পশ্চিম আকাশে সূর্য টি অনেক টা লাল রঙের হয়ে উঠেছে। এরপর ভাবলাম এতো সুন্দর সূর্যের দৃশ্য টি ক্যামেরা বন্দি করে রাখি। এরপর আমি আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে সূর্যের দৃশ্য টি ধারন করেছি।
উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত একটি মোরগের ফটোগ্রাফী। আপনারা হয়তো সকলেই মোরগের সাথে সুপরিচিত। বিশেষ করে যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন তারা হয়তো এই ফটোগ্রাফি টি দেখার সাথে সাথেই বুঝতে পেরেছেন। এবছর আমার আম্মু একটি মোরগ কে খাশি করিয়ে নেয়। বেশ কয়েকদিন এর মধ্যেই এই মোরগ টি অনেক বড় হয়ে যায়। আপনারা ফটোগ্রাফী এর মাধ্যমে দেখতে পারছেন, মোরগ টি কত বড় হয়েছে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
বিভিন্ন জিনিসের ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। চিকেন পাস্তা অনেকদিন খাওয়া হয়না। বিড়াল এবং সূর্যের ফটোগ্রাফি টা দেখেও বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে আপনি আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কতগুলো ফটোগ্রাফি নিয়ে এসেছেন। এছাড়াও প্রথম ফটোগ্রাফিটা অনেক বেশি লোভনীয় ছিল। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা ছবির বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আর আপনার প্রতিটা ফটোগ্রাফি এক কথায় অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এলোমেলো ভাবে তোলা ফটোগ্রাফি গুলো দেখতে আমি একটু বেশি পছন্দ করি। কারণ এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে, যেগুলো একসাথে দেখতে অসম্ভব ভালো লাগে। তবে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে চিকেন পাস্তার ফটোগ্রাফি শেয়ার করার কি দরকার ছিল। কারণ এই ফটোগ্রাফিটা দেখে তো আমার প্রথমেই খুব লোভ লেগে গিয়েছে। যাই হোক বিড়ালটা তো দেখছি নিজের মনের সুখে আরামেই বসে রয়েছে। আর কাঁচা দেখে তো ইচ্ছে করছে এখনই লবণ মরিচ এনে খেয়ে ফেলি। সূর্যের এত সুন্দর একটা ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফটা আমার কাছে অন্যগুলোর থেকে বেশি ভালো লেগেছে দেখতে।
আপনি দারুন কিছু ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার কাছে থেকে আজকে ভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম যা সত্যি প্রশংসনীয় । সূর্যের ফটোগ্রাফী ও বিড়ালের ফটোগ্রাফী আমার কাছে খুবই চমৎকার গেলেছে। প্রতিটি ফটোগ্রাফির দারুণ বর্ণনা দিয়েছেন এবং গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
আজ আপনি আমাদের মাঝে বেশ কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লেগেছে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সূর্যের ফটোগ্রাফি টা। আপনার তোলা বিড়ালের ফটোগ্রাফি টা দেখতে বেশ কিউট লাগছিল। প্রতিটি ফটোগ্রাফির সাথে বর্ণনাটাও সুন্দরভাবে করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।
খুবই সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি সাথে বর্ণনা অনেক ভালো লাগলো। বিশেষ করে হাঁড়িভাঙ্গা আম বিড়ালের ফটোগ্রাফি আর সূর্যের দৃশ্যটি আমার ভালো লেগেছে।
আপনি আজকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। রেনডম ও এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে হাঁড়িভাঙ্গা আম ও বিড়ালের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে।
তবে চেষ্টা করবেন ভাই সাতটি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম করার জন্য। তাহলে আপনার পোস্টের কোয়ালিটিটা দেখতে ভালো হবে। পোস্ট টি শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য।ধন্যবাদ।
বাহ আপনি তো অসাধারণ কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। বিশেষ করে পাস্তা ফটোগ্রাফি ও হাড়িভাঙ্গা আমের ফটোগ্রাফি এবং মুরগির ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লাগলো। সত্যি বলতে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।
বিড়াল আর আমের ছবিটি অনেক কিউট লেগেছে আমার কাছে।আপনার ফটোগ্রাফির দক্ষতা বেশ ভালো।আপনার থেকে আগামীতে আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পারবো আশা করি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।