জীবনের প্রথম ভোট দেয়ার অনুভূতি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ২১ ই মে ২০২৪ ইং
দীর্ঘ কয়েকদিন ধরে আমাদের উপজেলায় নির্বাচনের প্রচার প্রচারণা চলছিল। নির্বাচনের প্রচার প্রচারণা আমার তেমন একটা পছন্দ না। বিভিন্ন প্রার্থী বিভিন্নভাবে নির্বাচনের প্রচার ও প্রসার চালিয়েছেন। আসলে বর্তমান সময়ের নির্বাচনের প্রচার বিরক্তিকর অবস্থায় পরিণত হয়েছে। তবে আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না তবে আমার কাছে এই বিষয়টি অনেক খারাপ লাগে। তবে আমি দীর্ঘদিন ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেছিলাম। কেননা এটাই আমার জীবনের প্রথম ভোট তাই আমার মনের মধ্যে অন্যরকম আনন্দ কাজ করেছিল। আসলে জীবনে যেকোনো জিনিস প্রথম দিতে গেলে একটু আনন্দ লাগেই।
ভোট দেয়া উপলক্ষে আজকে সকাল বেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছিলাম। কিন্তু আমি আন্যান্য দিন আমি ঘুম থেকে একটু দেরি করে উঠি। ঘুম থেকে দেরি করে উঠা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। যাই হোক আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, আজকে আমার আম্মু হালকা একটু নাস্তা তৈরি করেছিল সেগুলো খেয়ে নিয়েছিলাম। এরপর আমি বাসা থেকে বাইরে বের হয়ে দেখলাম বাইরে কেউ নেই ভোট দিতে যাওয়ার মতো। এর পর কিছুক্ষণ রুমের মধ্যে গিয়ে শুয়ে রেস্ট করছিলাম।
বেশ কিছুক্ষণের মধ্যে বেলা নয়টা বেজে যায়। এরপর আমি বাইরে বের হয়ে গেলাম ভোট দেওয়ার জন্য। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি বের হওয়ার পর হালকা পরিসরে বৃষ্টি নেমে এসেছিল। বেশ কিছুক্ষণ সময় এই বৃষ্টির জন্য অপেক্ষা করেছিলাম কিন্তু কোন ভাবেই বৃষ্টি থামছিল না। এরপর যখন বেলা দশটা বেজে যায় তখন একটু বৃষ্টি থেমে যায়। এরপর আমি এবং আমার এক চাচা সহ ভোট দেওয়ার জন্য আমাদের ভোট সেন্টারের মধ্যে যাইতে শুরু করলাম। এরপর বেশ কিছুক্ষণের মধ্যেই আমি ভোট সেন্টারের মধ্যে উপস্থিত হয়ে গেলাম।
ভোট শোল্ডারের মধ্যে গিয়ে দেখতে পারলাম প্রচুর পরিমাণে মানুষের ভিড়। বৃষ্টি থামার পর অনেকেই ভোট দেয়ার জন্য সেন্টারের মধ্যে চলে আসে। এজন্য মানুষের ভিড়ের পরিমাণ বেড়ে যায়। ভোট সেন্টারের মধ্যে গিয়ে দেখতে পারলাম বেশকিছু দোকান বসেছে। এই দোকানগুলোর মধ্যে ছোটদের খেলনা এবং বিভিন্ন ধরনের খাবার রয়েছে। আমরা মানুষের ভিড়ে বেশ কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করলাম। আবার দেখছিলাম বেশ কিছু প্রার্থী খাবারের স্লিপ দিতেসে ভোটারদেরকে। আমি তাদের স্লিপ গ্রহণ করিনি।
সেন্টারের মধ্যে বেশ কিছুক্ষণ ঘোরাঘোরির পর আমি ভোটকেন্দ্রের মধ্যে প্রবেশ করলাম ভোট দেয়ার জন্য। জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়ার জন্য মনের মধ্যে আনন্দ কাজ করেছিল। কেননা ইতোমধ্যে আমি এর আগে কোনদিন ভোট দেয়নি। এরপর আমি ভোটকেন্দ্রের মধ্যে প্রবেশ করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখন আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর আমার সিরিয়াল চলে আসে। এরপর আমি ভোট দেওয়ার জন্য রুমের মধ্যে প্রবেশ করে ফেললাম।
এরপর আমি তিনটি পেপার নিয়ে আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দিলাম। ভোট দেয়ার সময় মনের ভেতর অন্যরকম আনন্দ কাজ করেছিল। দীর্ঘদিন সময় ধরে আমি এই ভোটটা যেন অপেক্ষা করেছিলাম। অবশেষে আজকে আমি ভোট দিতে পেরেছি, সেজন্য আমি অনেক খুশি। এরপর ভোট দিয়ে বের হয়ে বেশ কিছু খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। আবার সামনের বছর এভাবে ভোট দেওয়া হবে, এটাই প্রত্যাশা করছি।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
জীবনে যা কিছু প্রথম, যা কিছু নতুন তার আলাদা একটা অনুভূতি থাকে। আপনার প্রথম ভোট দেয়ার অনুভূতিও তেমন। যেহেতু প্রথমবারের মতো ভোট দিচ্ছিলেন তাই এক্সাইটমেন্টটাও বেশ ভালোই কাজ করছিল। তবে বৃষ্টির কারণে কিছুটা দেরি হয়েছে যেতে এবং ভিড় ও পেয়েছেন ভোটকেন্দ্রে। ভালো লাগলো যে অনেকেই কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট নিজে দিয়েছেন। ভোট আমাদের নাগরিক অধিকার। সুষ্ঠুভাবে সেই অধিকার প্রয়োগ করে নিজের পছন্দের প্রার্থীকে বাছাই করার জন্য ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন দেখে ভালো লাগলো।
ভোটের আগে প্রচার প্রচারণা বেশ ভালোই লাগে তবে মাইকের প্রচার প্রচারনা ভালো লাগেনা। জীবনের প্রথম ভোট দেয়ার অনুভূতি সব সময় অনেক সুন্দর হয়। লাইনে দাঁড়িয়ে থেকে আপনার পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়েছেন জেনে বেশ ভালো লাগলো ভাই। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।