ভ্রমণ: রংপুর সিটি চিকলি ওয়াটার পার্ক ভ্রমন (দ্বিতীয় পর্ব)
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ২৭ ই জুন ২০২৪ ইং
আমি ইতিমধ্যে আপনাদের সাথে রংপুর সিটি চিকলি ওয়াটার পার্ক ভ্রমননের প্রথম পর্ব শেয়ার করেছি। আপনারা হয়তো সকলেই প্রথম পর্বের ব্লগ টি পড়েছেন।প্রথম পর্বের মধ্যে আমি রংপুর সিটি চিকলি ওয়াটার পার্কের প্রাথমিক ধাপ গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আজকে আমি ২য় পর্বের মধ্যে রংপুর সিটি চিকলি ওয়াটার পার্কের, পানি এবং মাছের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো। আসলে প্রতিটি পার্কের একটি বিশেষ আকর্ষণ থাকে।আর সেই বিশেষ আকর্ষণ গুলো কে কেন্দ্র করে মানুষ সেখানে ঘুরতে যায়।আর রংপুর সিটি চিকলি ওয়াটার পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে কৃত্রিম ঝর্ণার পাহাড় এবং বিভিন্ন ধরনের মাছ চাষ। আজকে আমি আপনাদের সাথে রংপুর এই দুটি বিশেষ আকর্ষণ আপনাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করবো।
রংপুর সিটি চিকলি ওয়াটার পার্ক শুধুমাত্র বিনোদন পার্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি কে একটি বিজনেস পার্ক হিসেবে ধরা যেতে পারে। কেননা, রংপুর শহরের মধ্যে রংপুর সিটি চিকলি ওয়াটার পার্কের ভেতরে সব থেকে বেশি মাছ চাষ করা হয়। মূলত পার্ক টি তৈরি করার পূর্বে এক জায়গায় একটি বিশালাকার বিল ছিল, সেই বিলের নাম ছিল চিকলির বিল।আর সেই নাম কে অনুসরণ করে এই পার্কের নাম রাখা হয়েছে, রংপুর সিটি চিকলি ওয়াটার পার্ক। তবে, এই পার্ক টি তেমন একটা পুরাতন পার্ক নয়, এই পার্ক টি গড়ে উঠেছে বেশ অল্প কিছু দিন হলো। তবে এই অল্প সময়ের মধ্যে এই পার্ক টি অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। আসলে এই পার্কের সৌন্দর্য বিরল।
আর এই পার্কের মধ্যে বেশ কয়েকটি মূল আকর্ষণ রয়েছে, তার মধ্যে এই কৃত্রিম ঝর্ণার পাহাড় টি অন্যতম। আপনারা পাহাড়ের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, পাহাড়ের চতুর্দিক দিয়ে খুবই সুন্দর ভাবে পানি পড়তেছে।আর এই পানি পড়ার দৃশ্য টি দেখতে বেশ ভালো লাগে আমার কাছে, অনেক বেশি সুন্দর একটি দৃশ্য।এই পাহাড়ের চারদিকে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের সৌন্দর্য দিয়ে।আর এই পাহাড়ের চারদিকে ফটোগ্রাফি জোন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অনেককেই দূরে দূরান্ত থেকে ঘুরতে আসে এই পাহাড় টি দেখার জন্য।আর সকলেই এই পাহাড়ের সাথে বিভিন্ন ভাব-ভঙ্গিমা দিয়ে নিজের সেলফি তুলে। এছাড়াও অনেকেই ডি এস এল আর ক্যামেরা নিয়ে আসে নিজের সেলফি তোলার জন্য।
আপনারা হয়তো সকলেই কুঁড়ে ঘরের সাথে পরিচিত। তবে বর্তমান সময়ে আর তেমন একটা কুড়ে ঘর দেখতে পাওয়া যায় না। তবে আপনারা চিকলি ওয়াটার পার্কের মধ্যে ঘুরতে আসলে এই কুড়ে ঘরের দেখা পাবেন। আপনারা চাইলে আপনাদের যে কোন অফিসিয়াল মিটিং এই কুড়ে ঘরের মধ্যে বসে সম্পন্ন করতে পারবেন।আর কুড়ে ঘর গুলো দেখতে বেশ দারুন লাগে।আর কুড়ে ঘরের মধ্যে প্রবেশ করার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। আমার কাছে কুড়ে ঘর গুলো অনেক বেশি ভালো লেগেছে, কেননা কুড়ে ঘর গুলো দেখতে অনেক বেশি সুন্দর। আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষদের কে সাথে নিয়ে এসে আপনাদের মনের কথা গুলো একে অপরের প্রতি শেয়ার করতে পারবেন। বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য এই পার্ক একদম পারফেক্ট একটি পার্ক।
চিকলি ওয়াটার পার্কের মালিক সময়ের সাথে তাল মিলিয়ে একটি আধুনিক পার্ক তৈরি করার চেষ্টা করেছেন। পার্কের কাজ এখনো চলমান, তবে আমরা আশা করছি এই পার্ক এক সময় বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ পার্ক হিসেবে স্বীকৃতি পাবে।আর এই পার্কের পরিবেশ একদম মনোরম, কোলাহল মুক্ত পরিবেশ।আর পুরো পার্ক টি বিভিন্ন ধরনের ভোলান্টেয়ার দ্বারা পরিচালিত। তবে আপনাদের কে এই পার্কের মধ্যে প্রবেশ করার পর এই পার্কের বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে।নিয়ম কানুন গুলো পার্কের মধ্যে প্রবেশ করার পর জানতে পারবেন। তবে, এই পার্কের কোন কিছু ক্ষতি করার চেষ্টা করলে ভোলান্টেয়ার টিম আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের কে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
রংপুরের চিকলি ওয়াটার পার্ক যদিও কখনো যাওয়া হয়নি। তবে মনে হচ্ছে জায়গাটি অনেক সুন্দর। আর এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি গুলো করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। সময় পেলে কোন একদিন যাওয়ার চেষ্টা করবো।
রংপুর সিটি চিকলি ওয়াটার পার্ক ভ্রমন করতে গিয়ে সুন্দর সময় উপভোগ করেছেন। রংপুর সিটি চিকলি ওয়াটার পার্কটি বেশ ভাইরাল হয়েছে। আমার মনে হয় এই পার্কটি বেশ জনপ্রিয় হবে। কারন হচ্ছে পার্কটির মালিক বেশ সুন্দর করে রংপুর সিটি চিকলি ওয়াটার পার্কটিকে সাজিয়েছেন। গ্রামে গেলে আমিও যাবো ভ্রমন করতে। তবে পুরো পার্কটি ভিডিওতে দেখেছিলাম। আপনার মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।
রংপুরে এত সুন্দর যে একটি পার্ক রয়েছে সেটা কিন্তু আমার জানা ছিল না। তবে আজকে আপনি পোস্ট করার মধ্য দিয়ে বেশ জানার সুযোগ করে দিয়েছেন দেখার সুযোগ করে দিয়েছেন। আপনার এই পোষ্টের মধ্য দিয়ে নতুন একটা স্থান সম্পর্কে অবগত হতে পারলাম আর তাই ভালো লাগলো।
সত্যি তো প্রথম পর্ব না দেখলেও দ্বিতীয় পর্বের মধ্যে অনেক সুন্দর দৃশ্য দেখতে পেলাম। বিশেষ করে সিটি চিকলি ওয়াটার পার্কের কৃত্রিম সৌন্দর্যগুলো অনেক ভালো লাগলো। এত সুন্দর মাছের চাষ তাছাড়া মনোরম পরিবেশে সবুজ গাছ গাছালিতে ভরপুর। আর ঝর্ণার দৃশ্য আরো অনেক সুন্দর। এমন সুন্দর জায়গায় ভ্রমণ করতে গেলে অনেক ভালো লাগবে। আপনি পর্ব আকারে শেয়ার করতেছেন ভালো লাগলো।
আজকে আপনি রংপুরের সুন্দর একটি পার্কে ভ্রমণ করেছেন দেখে খুবই ভালো লাগছে। এখানে আপনি অনেক মজা করেছেন এবং অনেক সময় অতিবাহিত করেছেন৷ এখানে যা কিছু ছিল তা আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷ পরবর্তী পর্বগুলো দেখার আশায় রইলাম৷