জেনারেল রাইটিং: সম্মান পেতে চাইলে আগে সম্মান দাও

in আমার বাংলা ব্লগ3 months ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো, রাইটিং এর নাম, সম্মান পেতে চাইলে আগে সম্মান দাও । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


Yellow Green  Food Facebook Cover_20240423_131903_0000.png

কথায় আছে, কোন কিছু নিতে গেলে কোন কিছু দিতে হয়।ঠিক তেমনি সম্মান নিতে গেলে আগে সম্মান দেয়া শিখতে হয়। সম্মান শব্দ টি আকারে অনেক টা ছোট হলেও এর মর্মার্থ অনেক বেশি।এর মর্মার্থ বুঝতে হলে আগে সম্মান দেয়া শিখতে হবে। আসলে সম্মান কখনো আপনা আপনি চলে আসে না। সম্মান পাওয়ার জন্য আগে নিজেকে সুন্দর ভাবে তৈরি করতে হবে। সম্মান একজন মানুষের একটি সব চেয়ে বড় জিনিস।আর সম্মান কখনো বয়স দেখে হয় না, সম্মান হয় আচরণ দেখে।

সহজ অর্থে বলা যায়, সম্মান হচ্ছে একটি দ্বিপাক্ষিক ক্রিয়া।যা দিলে আবার ফেরত পাওয়া যায়। এটা হয়তো আমরা সকলেই ইতোমধ্যে অবগত আছি। একটি মানুষের মধ্যে সঠিক পরিমাণ সম্মান থাকলেই সে মাথা উঁচু করে বাঁচতে পারবে। সম্মান একজন মানুষ কে উচ্চ মর্যাদা সম্পন্ন পদস্থ করে তোলে।আর সম্মান কখনো টাকা দিয়ে কেনা সম্ভব নয়। সম্মান পাওয়া যায় সুষ্ঠু সুন্দর আচরণের মাধ্যমে।

একজন সম্মানিত ব্যক্তি চাইলে অনেক কিছুই করতে সক্ষম হবে। আর একজন মানুষের মধ্যে সম্মান আসতে যত বেশি সময় লাগে, তার থেকেও কম সময় লাগে সম্মান হারিয়ে যেতে। সম্মান বয়ে আনা এবং সম্মান হারিয়ে ফেলা সবই নিজের ব্যক্তিত্বের কাছে। একজন মানুষ চাইলে সে সম্মান বয়ে আনতে পারবে। আবার চাইলে সে সম্মান নষ্ট করতে পারবে। সম্মান জিনিসটির মধ্যে অন্যরকম কিছু ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে।

আর সম্মান জিনিস টি একটি স্বচ্ছ আয়নার মতো। তুমি অন্যকে যত বেশি সম্মান দিবে, তার থেকেও বেশি তুমি তার থেকে ফেরত পাবে। বর্তমান সমাজের বেশিরভাগ মানুষ সম্মানহীনতায় ভুগছেন। তাদের কাছে প্রচুর পরিমাণে টাকা পয়সা থাকার পর ও তারা সম্মান পাচ্ছে না। তাদের সম্মান না পাওয়ার মুল কারন হলো তারা অন্যদের কে সম্মান দেয় না।যদি সে সম্মান দিতো তাহলে অবশ্যই অন্যদের থেকে সম্মান পেত।

আমাদের ইসলাম ধর্মের মধ্যে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি অপর আরেকজন ব্যক্তি কে সম্মান প্রদর্শন করবে, সৃষ্টিকর্তা তাকে নিজ হাত দিয়ে সম্মান ফিরিয়ে দিবেন।এই বাক্য থেকে বোঝা যাচ্ছে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। বর্তমান সময়ে আমরা কাউকে সম্মান দিতে জানি না। আমরা প্রত্যেকেই নিজের ক্ষমতার মাধ্যমে চলছি। আসলে এটি আমাদের জন্য খুবই খারাপ একটি দিক। আসলে সম্মান প্রদর্শন করতে কোন অর্থের প্রয়োজন হয় না। তবুও মানুষ সম্মান প্রদর্শন করতে দ্বিধা বোধ করে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD87wn9BXBXJFW8wurjm2tHP6GnSZsViXpLxMmvtUPsU42uYFAjt7FrEGWoTnd7...AzstAaubGFM2fYA5AYF19txzkeiujm7sqwkLserWoBQtMPpKBbofpqvzfKmG3z1aNTr6jdEghcxA9m4zYDiBF1kUiVYWDhkSSWVi4MttieQwaDQnEDLnk5kvs7.gif

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

এটা একটা চিরন্তন সত্য কথা ভাই আর সম্মান পেতে হলে অবশ্যই মানুষকে সম্মান দিতে হবে। যদি কেউ মানুষকে সম্মান না দেয় সে কোনদিনই অন্যদের কাছ থেকে সম্মান পাবে না। এজন্য প্রকৃতির এই নিয়মটাকে আমাদের সকলকেই মেনে নিতে হবে।

 3 months ago 

আপনার লেখা গুলো পড়ে ভালো লাগলো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি লিখলেন। আমরা মানব জাতিরা অনুকরণ প্রিয়। তাছাড়া আমাদের একটি বড় ধরনের অভ্যাস আছে আচরণের মধ্যে খারাপ হলেই কেউ মানুষ আর সম্মান করতে শিখে না। যখন ব্যবহার ভালো হয় তখন সবাই সম্মান করতে শেখে। আর যদি অন্যজনকে অসম্মান করা হয় তাহলে নিজের সম্মানটুকু কমে যায়। সম্মান অর্জন করতে অর্থের প্রয়োজন হয় না সুন্দর ব্যবহার থাকলে যথেষ্ট। ভালো লেগেছে আপনার লেখাগুলো পড়ে ধন্যবাদ।

 3 months ago 

ভাই আমিও আপনার সাথে সহমত যে, সম্মান একটি দ্বিপাক্ষিক ক্রিয়া। প্রথমে অপরকে সম্মান দিতে হবে তাহলেই নিজে সম্মান পাওয়া যাবে। অনেক সুন্দর একটি জেনারেল রাইটিং পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আপনার থেকে এরকম সুন্দর একটি পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আসলে আপনি আপনার পোস্টের মধ্যে যে কথাগুলো বলেছেন সবগুলো একেবারে সত্য। আসলে কাউকে যদি সম্মান পেতে হয় তাহলে তাকে আগে সম্মান করতে হবে। তাহলে সে সম্মান পাওয়ার যোগ্যতা লাভ করবে। যদি কোন ব্যক্তি নিজে কাউকে সম্মান না করে সম্মান পাওয়ার আশা করে তাহলে তা একেবারে বৃথা৷ অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.026
BTC 54691.22
ETH 2323.26
USDT 1.00
SBD 2.12