পার্কে কিছু সময় কাটানোর মূহুর্ত

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারো হাজির হয়ে গেলাম নতুন ব্লগ শেয়ার করার জন্য। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20240817-WA0023.jpg

আগস্ট মাসের ১৩ তারিখ আমার ছেলের দশ মাস পূর্ণ হল।আর সেদিনই ওর প্রথম জ্বর এসেছিল। প্রথম বলছি এ কারণে এর আগে তেমন ভাবে ওর জ্বর আসেনি। এজন্য ও একটু বেশি নাকাত হয়ে পড়েছিল। ওকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। প্রচুর কান্নাকাটি করছিল। জ্বর তেমন বেশি ছিল না কিন্তু তার পরও সেটাকে সহ্য করতে পারছিল না।

IMG-20240817-WA0022.jpg

বিকেল বেলার দিকে শানিতকে কোনভাবেই সামলাতে পারছিলাম না। শুধু কান্নাকাটি করছিল আমি আর ওর বাবা ঠিক করেছিলাম বিকেলবেলা ওকে বাইরে থেকে কোথাও ঘুরে নিয়ে আসবো। সন্ধ্যের কাছাকাছি চলে এসেছে এজন্য দূরে কোথাও না গিয়ে ভাবলাম কাছাকাছি কোথাও থেকে ওকে একটু ঘুরে নিয়ে আসি যদিও একটু ভালো লাগে। আমাদের বাসা থেকে ১০ মিনিটের দূরত্বে ছোট্ট একটি পার্ক হয়েছে আমরা ঠিক করেছি সেখানেই যাব।

IMG-20240817-WA0020.jpg

IMG-20240817-WA0021.jpg

ঝটপট রেডি হয়ে সেখানে যাওয়ার জন্য বের হলাম।কিন্তু যে কারণে যাওয়া সেটা সফল হলো না। সেখানে ঢুকেও খুব বেশি আনন্দ পাচ্ছিল না। সে তার মত কান্নাকাটি করেই যাচ্ছিলা।জাহিরা অনেক ভাবে স্বাভাবিক করার চেষ্টা করছিলা কিন্তু সে কোন কথাই শুনছিল না। জাহিরা আর ও বাবা মিলে ওকে বিভিন্ন রাইডে তুলছে যাতে ও একটু কান্নাকাটি কম করে। উঠার পর কিছুক্ষণ চুপ করে থাকলেও আবারও সেই কান্নাকাটি করছিল। এজন্য আমাদেরও আর বেশিক্ষণ থাকতে ভালো লাগছিল না। জাহিরা খাবার অর্ডার দিয়েছিল কিন্তু সেই সময় কারেন্ট চলে যাওয়াতে ওর খাবারটাও সার্ভ করতে পারেনি।

IMG-20240817-WA0024.jpg

কিন্তু এখানে এসে একটা জিনিস বেশি ভালো লাগছিল খোলামেলা জায়গা পার্কের সাইটে অনেক বেশি সুন্দর ছিল চারপাশে খোলা এসে আমার মনটা একটু ভালো হয়েছিল। জাহিরারও মনটা ভালো হয়েছিল এখানে এসে রাইটগুলোতে উঠে।

যেহেতু দেশের অবস্থা খুব বেশি ভালো ছিল না এজন্য পার্কের লোক তেমন ছিল না। আরে পার্কটি তো নতুন হয়েছে তাই মানুষ তেমন জানে না। লোক ছিল না আর জাহিরা সেই সুযোগে সব রাইডগুলোতে অনেকটা সময় ধরে মজা করেছে।সন্ধ্যা হয়ে এসেছিল এজন্য আমরা পরে চলে আসি।পার্কে গিয়ে কান্নাকাটি করলেও বাসায় আসার পর শানিতের জ্বর একদম সেরে গিয়েছিল।জ্বর চলে যাওয়ার পর কি যে স্বস্তি পেয়েছিলাম বলে বুঝাতে পারবো না।

সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।

2a3UdQyEPLqLr918wJSTZ9TNrdv221pEKYsihXSb7EY9jcomUhKoLZYnNgXvWxZkDig4F62iTUQTYyTfTufuipho1e3w3NTkcnE3Zrwjsq...9D5NaGMwfEaZYxixhfXfy7oP93kya29mqLQbn3z4cDdLe1ZQ2aXsrpqbip3dh4vYZKcKj1hw67bZCFURqQBWdn7d7GvJUouL5uPYREt5RyGY4xkiXJjx3J1w4H.gif

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

আপু বড়দের যখন জ্বর হয় তখনই কিছু ভালো লাগে না আর ও তো বাচ্চা। বড় হলে তো বুঝতো তার অসুস্থতার কারণে বাবা মা তাকে ঘুরতে নিয়ে গিয়েছে কিন্তু ছোট বলে তো তাও বুঝে না। সেজন্যই বরং কান্না আর থামে না। তবে এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি করে আপনার মেয়ে আনন্দ পেয়েছে জেনে ভালো লাগলো। বাচ্চারা অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না। যাক অবশেষে বাসায় আসার পর ছেলে জ্বর কমেছে আর আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন এতেই আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপু পার্কে ঘোরাঘুরির সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 months ago 

পার্কের পরিবেশটা তো দেখছি খুবই সুন্দর। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন পার্কে। বাসায় যাওয়ার পর শানিতের জ্বর ভালো হয়ে গেছে জেনে ভালো লাগলো। মানুষ কম হওয়ায় বেশ ভালোভাবেই এনজয় করেছেন সময়গুলো। সুন্দর এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68109.82
ETH 2439.30
USDT 1.00
SBD 2.50