ফেলে দেওয়া দুধের কৌটা এবং নষ্ট পাপোশের লেইস দিয়ে অসাধারণ সুন্দর গয়নার ঝুড়ি তৈরি [10% beneficiary to @shy-fox]
আসসালামুয়ালাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মেহেরবানীতে সবাই ভালো আছেন।
আবারো অনেক দিন পর একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমার আজকে ডাই পোস্ট দুধের ফেলে দেওয়া কৌটা এবং পাপোশের লেইস দিয়ে অসাধারণ সুন্দর একটি গয়নার ঝুড়ি।
আমাদের নিত্যদিনে কত না জিনিসপত্রের প্রয়োজন হয়, যখন খাওয়ার জন্য তরল দুধ কিনা হয়।তখন দুধ রাখার জন্য প্লাস্টিকের কৌটা দিয়ে থাকে।আর তরল দুধ শেষ হলে কৌটা গুলো ফেলে দিতে হয়। অপ্রয়োজনীয় জিনিস যদি ফেলে না দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায়। তাহলে কিন্তু এই অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে বিভিন্ন রকমের শোপিস বা অন্যান্য জিনিস তৈরি করে ঘরের সৌন্দর্য বুদ্ধি করা যায়।
যাইহোক,তরল দুধের কৌটাটি আজকে অনেকদিন যাবত ফেলে রেখেছি কিছু তৈরি করব বলে। কিন্তু সময়ের কারণে কোন কিছু তৈরি করা সম্ভব হচ্ছে না। গতকাল বসে চিন্তা করছি এটা দিয়ে কি তৈরি করা যায়? হঠাৎ একটা মাথায় বুদ্ধি আসল তরল দুধের ফেলে দেওয়ে কৌটা দিয়ে গয়নার ঝুড়ি তৈরি করব যে কথা সে কাজ। তৈরি করে ফেললাম ফেলে দেওয়া দুধের কৌটা নষ্ট হয়ে যাওয়া পাপোশের লেইস দিয়ে অসাধারণ সুন্দর গয়নার ঝুড়ি।এই ঝুড়িটি তৈরি করতে সময় লেগেছে,এছাড়াও একটু ঝামেলাও হয়েছে আমার বাবুর জন্য।ঝুড়িটি তৈরি করার পর দেখে সত্যিই খুব ভালো লেগেছে।
যাই হোক অনেক কথা বলে ফেলেছি,তাহলে চলুন শুরু করা যাক।কিভাবে আমি ফেলে দেওয়া দুধের কৌটা নষ্ট হয়ে যাওয়া পাপোশের লেইস দিয়ে অসাধারণ সুন্দর গয়নার ঝুড়ি তৈরি করেছি তা ধাপে ধাপে শেয়ার করি।
দুধের কৌটা এবং নষ্ট পাপোশ দিয়ে গয়নার ঝুড়ি তৈরির উপকরণ | সমূহ |
---|---|
প্লাস্টিকের দুধের কৌটা | |
পাপোশের লেইস | |
শপিং ব্যাগ | |
সবুজ গ্লিটার পেপার | |
নীল গ্লিটাল পেপার | |
আঠা |
প্রথম ধাপে আমি ফেলে দেওয়া কৌটার চারিপাশে গ্লিটার পেপার লাগানোর জন্য কেচির সাহায্যে কেটে নেব গ্লিটার পেপার। গ্লিটার পেপার কাটা হলে, ফেলে দেওয়া কৌটার নিচের অংশে আকাশি কালারে গ্লিটার পেপার লাগিয়ে নিব এভাবে।
ফেলে দেওয়া দুধের কৌটার চার পাশে আকাশী গ্লিটার পেপার লাগানো হয়ে গেলে,এবার ফেলে দেওয়া কৌটার উপরের দিকে পাপোশের লেইস আঠা দিয়ে লাগিয়ে নিব।
ফেলে দেওয়া পাপোশের লেইস লাগানো হয়ে গেলে, আমি আগে থেকে গ্লিটার পেপার দিয়ে একটি ফুল তৈরি করে রেখেছি সেটি আমি আঠা দিয়ে লাগিয়ে নিব।
ফেলে দেওয়া দুধের কৌটার বাইরের অংশটা সুন্দর করা হয়েছে।এবার কৌটার উপরের অংশটা ফেলে দেওয়া শপিং ব্যাগ কেচির সাহায্যে চিকন করে কেটে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিব।
দুধের কৌটার উপরের দিক এবং বাইরের দিকটা সুন্দর করা হয়ে গেলে,এবার আমি সবুজ রঙ্গেল গ্লিটার পেপার দিয়ে ঝুড়ি ধরার বেল্ট লাগিয়ে গয়নার ঝুড়ি তৈরি করা সম্পূর্ণ করলাম।
বন্ধুরা,আমার তৈরি করা ফেলে দেওয়া দুধের কৌটা এবং নষ্ট হয়ে যাওয়া পাপোশের লেইস দিয়ে অসাধারণ সুন্দর গয়নার ঝুড়ি তৈরি আপনাদের কেমন লেগেছে?
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের কমেন্ট,আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।
ভুল ত্রুটি হলে,ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
কোন জিনিস ব্যবহারের পর ফেলে দেওয়া আসলে ঠিক না একসময়এটিও কাজে লাগতে পারে। আপনি খুব সুন্দর করে ফেলে দেওয়া জিনিস দিয়ে গয়নার বাক্সটি তৈরি করেছেন। দারুন একটি আইডিয়া দিয়েছেনআপু। ধন্যবাদ আপনাকে
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে সৃজনশীল চিন্তা চেতনা মানুষকে বহুদূরে নিয়ে যেতে সক্ষম। সবাই যদি ফেলে দেয়া জিনিস দিয়ে এভাবেই মূল্যবান জিনিসপত্র তৈরি করে তাহলে প্রতিটা ঘর ঝলমলে সুন্দর হয়ে উঠবে। আপনার কাজটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। ভীষণ সুন্দর দেখাচ্ছে গয়নার ঝুড়িটি। ভালো কাজগুলো জারি রাখুন আপু।
ফেলে দেওয়া দুধের কৌটা এবং নষ্ট পাপোশের লেইস দিয়ে অসাধারণ সুন্দর গয়নার ঝুড়ি তৈরি করেছেন আপু। আমি পুরাতন জিনিস দিয়ে নতুন কিছু বানাতে ভালো লাগে।আপনার গয়নার বাক্সটি দেখতে অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
গহনার ঝুড়ি টি দেখে খুবই অসাধারণ লাগছে। ফেলে দেওয়া দুধের কৌটা দিয়ে চমৎকার একটি গহনার ঝুড়ি তৈরি করেছেন। আইডিয়াটা খুবই ইউনিক ছিল। একটা নতুন জিনিস আপনার কাছ থেকে শিখে নিলাম। দেখতে ঝুড়ি টি আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ঝুড়ি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।ষ
আরে বাহ!!
আপু আপনার দক্ষতার প্রশংসা না করে পারছি না ৷ আপনি কৌটা দিয়ে এতো সুন্দর করে গহনা বানিয়েছেন ৷ আসলে কৌটা দিয়ে বর্তমানে অনেকে অনেক ধরনের জিনিস তৈরি করেছে ৷
যা হোক আপনার গহনার ভরি কতো জানাবেন???
হি হি হি
ফেলে দেওয়া দুধের কোটা ব্যবহার করে এতো দারুন একটি আইডিয়া বের করেছেন ভেবেই দারুন লাগছে ভাই।খুব সুন্দর হয়েছে আপনার ডাই প্রজেক্ট ধন্যবাদ আপনাকে শুভেচ্ছস রইল।
প্রিয় আপু মনি তোমার তৈরি ফেলে দেওয়া দুধের কৌটা এবং নষ্ট হয়ে যাওয়া পাপোশের লেইস দিয়ে অসাধারণ সুন্দর গয়নার ঝুড়ি দেখে
আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে ফেলে দেওয়া জিনিস গুলো দিয়ে, নতুন কোন জিনিস তৈরি করা যায়, তা তোমার কাছে দেখে খুবই ভালো লাগলো। গহনার। বক্সটি আমার খুব পছন্দ হয়েছে।অনেক অনেক শুভকামনা আপু।♥♥
বাহ্ গয়নার ঝড়িটা বেশ ভালোই বানিয়েছেন দিদি। তবে আমার মনে হয় ফুলটা যদি অন্য রঙের লাগাতেন আরো ফুটে উঠতো। বিষয়টা ভীষণ হেল্পফুল একটা হ্যাক হয়েছে।