আমার লেখা কবিতা "অবিচল পথ" (Poem of my writing "steady path")||by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- অবিচল পথ
- ২৬,মার্চ ,২০২৪
- মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নিজের কিছু অনুভূতির কথা
আসলে মাঝে মাঝে কবিতা লিখতে অনেক ভালো লাগে।কবিতার মাধ্যমে জীবনের বাস্তব বিষয়গুলো অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে । কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার খুবই পছন্দ সেজন্য মাঝে মাঝে কবিতা লিখে থাকি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই আছেন অনেক ভালো কবিতা লিখেন তাদের কবিতা লেখা ধরন অনেক ভালো। সেই থেকেই অনুপ্রাণিত হয় এবং মাঝে মাঝে কবিতা লিখে থাকি। জীবনে আমার অনেক সময় অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায় সেই চিন্তা ভাবনামূলক প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো খুঁজে পাই না। তবুও সেই স্বপ্নগুলো বার বার চোখের অগোছরে থেকে যায়। জীবনের এই ছুটে চলা মুহূর্তগুলো কখনো সহজ কখনো কঠিন। ভিন্ন পথের ভিন্ন অনুভূতি নতুন কিছু সাক্ষী হওয়া যেটা সবাই চায়। এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর যেটা নিজেকে নিয়ে অনেক ভাবায় অনেক বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়। যেটা জীবনের অনেক বড় একটা দিক এটি সবাই চায় ছড়িয়ে দিয়ে নিজেকে নতুন কিছুর স্পর্শে যেতে।জীবনের এই ভাবনাগুলো কখনো কষ্টের কখনো সুখের কখনো অনুভূতির মুহূর্তে সারা জাগায় ।
অবিচল পথ
অবিচল পথের গতিতে আবদ্ধ।
কখনো স্থির সীমাহীন বাধায়,
নিজেকে হারিয়ে ফেলি অগোচরে।
জীবনের এই কঠিন সংগ্রামে।
পরাজয়ের ভীতি আজও,
হৃদয়ে অজস্র সাড়া জাগায়।
কখনো স্থির কখনো উজ্জ্বল।
তবুও ছুটে চলার প্রয়াস,
অন্তহীন রাস্তায় এখনো আবর্তিত।
অবিরাম ছুটে চলেছি অজানা পথে।
লক্ষ্যহীন পথের বাঁকে বাঁকে,
খুঁজে বেড়ানো একটু সুখের উল্লাস।
এখনো পাইনি কোন লক্ষ্যের সন্ধান।
জীবনের এই পথ হারা,
গোলক ধাঁধাঁর শেষ কোথায়?
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Upvoted! Thank you for supporting witness @jswit.
জাষ্ট অসাধারণ লিখেছেন কবিতা টি ৷ প্রতিটি লাইন সাজানো গোছানো ৷ আর বাস্তব জীবনের সত্যতা নিয়ে লিখেছেন ৷ আসলেই এ জীবন টা অবিচল পথা চলা ৷ ভালো মন্দ ঘাত-প্রতিঘাত সবকিছু কে উপেক্ষা করে বয়ে যাওয়া ৷ অসংখ্য ধন্যবাদ ভাই অসাধারণ একটি উপস্থাপন করার জন্য ৷
অনেক সুন্দর একটা কবিতা লিখে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার কবিতা পড়ে আমার কাছে খুবই ভালো লাগেছে। প্রতিটি লাইনের গাথুনি গুলা অসাধারণ ছিলো। ধন্যবাদ ভাই অনেক অনেক একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই এখন অনেকেই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন ৷ তবে আপনার এই কবিতাটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে ৷ আপনার স্বরচিত অবিচল পথ কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ৷ খুবই সুন্দর হয়েছে কবিতাটি এবং কবিতার প্রত্যেকটা লাইন ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷
আপনি নিয়মিত কবিতা লিখছেন দেখে খুব ভালো লাগলো। আপনার কবিতাটি পড়ে আলাদা একটি অনুভূতির সৃষ্টি হয়েছে। দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ
বন্ধু তোমার লেখা কবিতা গুলো একটু বেশি ভালো লাগে কারণ তুমি কবিতার মাধ্যমে বাস্তবতা তুলে ধরো আর কবিতার ভাষায় যদি এরকম বাস্তবতা উপভোগ করা যায় তাহলে ভালো লাগবে এটাই স্বাভাবিক। দারুন কবিতাটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।
আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কিছু কবিতা শেয়ার করে আসছেন৷ আজকের এই কবিতাটিও খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এই কবিতাটি শেয়ার করার মাধ্যমে আপনি আপনার কবি প্রতিভাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন ৷ একই সাথে এরকম সুন্দর একটি কবিতা পড়েও আমার বেশ ভালই লাগছে৷ এই কবিতার যে লাইনগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে তার মধ্যে কিছু লাইন হল: