জেনারেল রাইটিং: অতিরিক্ত কোন কিছুই ভালো নয় //by ripon40

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • অতিরিক্ত কোন কিছুই ভালো নয়
  • ০৪, জুন ,২০২৪
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি "অতিরিক্ত কোন কিছুই ভালো নয়" গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



nothing-1820481_1280.webp

Source

আসলে জীবনে চলার পথে অনেক ধরনের ঘটনা ঘটে। যে ঘটনাগুলো আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে আবার জীবনে শিক্ষনীয় হয়ে থাকে। প্রতিটা মানুষের জীবনে এই চলার পথে কিছু খারাপ মানুষ বা ভালো মানুষের সাথে সাক্ষাৎ হয় । তাদের সাথে কথাবার্তা চলাফেরার মাধ্যমেই বুঝতে পারা যায় মানুষটি কেমন। আমরা যেখানেই ঘুরতে যাই একসাথে অনেকজন ঘুরে বেড়াই । কখনো নিজেদের মধ্যে তেমন খারাপ কিছু ঘটেনি সেজন্যই আমাদের এই সম্পর্ক এখন পর্যন্ত ভালো আছে। এমন কিছু লোক দেখতে পেয়েছি তাদের কথাবার্তা প্রমাণ করে তিনি অনেক ক্ষমতাবান কিন্তু তিনি যতটুকু পারেন তার চেয়ে বেশি বলে থাকেন।

এই ধরনের মানুষকে সমাজে অনেকেই দেখতে পান বা দেখতে পেয়ে থাকে। আজকে আমাদের সাথে ঘটে যাওয়া একটি তিক্ত খারাপ ঘটনা তুলে ধরার চেষ্টা করব। আমাদের গ্রাম এমন একটি গ্রাম যেখানে স্কুল, কলেজ, বাজার, পুলিশ ক্যাম্প র্থাৎ গ্রামে যা থাকার দরকার তার সবকিছুই রয়েছে। এছাড়াও সরকারি অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে সে বিষয়ে আর বলতে চাচ্ছি না। যেহেতু বাড়ির পাশেই পুলিশ ক্যাম্প সেই ক্যাম্পের অনেক পুলিশের সাথে চলার পথে দেখা সাক্ষাৎ হয়। কথাবার্তার মাধ্যমে সম্পর্ক ভালো হয়ে যায়। এখনো এমন কিছু পুলিশের সাথে সম্পর্ক রয়েছে যেটা কখনো ভুলবার নয়। আসলে মানুষ হিসেবে একজন ব্যক্তি হিসেবে যদি ভালো হয়। তিনি যে কোন কর্ম ক্ষেত্রে সেই ভালো মানসিকতা ধরে রাখার চেষ্টা করে। আর ব্যক্তি হিসেবে কেউ যদি খারাপ হয়ে থাকে তিনি যে কর্মক্ষেত্রে যাক না কেন তার কথাবার্তা চলাফেরা আচার আচরণের মাধ্যমে মানুষ বুঝতে পারে লোকটি কেমন।

একদিন হঠাৎ কিরাম খেলছি সেই সময় কয়েকজন ক্যাম্পের পুলিশ আমাদের বাড়ির পাশে দোকানের উপর চলে আসে। তাদেরকে আমরা ভদ্রতার খাতিরে খেলার সুযোগ করে দেই। এভাবে তারা কয়েকদিন সেখানে আসে আমরা খেলতে থাকলেও তাদেরকে হাত ছেড়ে দিই। হঠাৎ একদিন সেই পুলিশ কনস্টেবলের সাথে কথা বলতে বলতে তিনি বলে ওঠে এই এলাকার মানুষকে আমি তেমন একটা পরোয়া করি না অর্থাৎ গুণায় ধরি না। এই কথাটি শোনার পর আমাদের কিছুটা হলেও আঘাত লাগে আসলে আঘাত লেখাটাই স্বাভাবিক। আপনার নিজের এলাকা নিয়ে কেউ খারাপ কথা বললে আপনার খারাপ লাগাটাই স্বাভাবিক। সেদিন তার সাথে অনেক কথা কাটাকাটি হয়। যাইহোক, কিছুদিন পর সেটা ঠিকঠাক হয়ে যায়। সেই ঘটনাটি প্রায় এক বছর আগের বর্তমান তিনি এখনো আছেন । তার সম্পর্কে এলাকায় ছোট বড় কারো কাছে জিজ্ঞাসা করলেই বলে অনেক খারাপ একজন ব্যক্তি।

তিনি কনস্টেবল এর চাকরি করেন কিন্তু তার ভাব দেখে মনে হবে কোন উচ্চ পদস্থ কর্মকর্তা। আর যেখানেই যান অতিরিক্ত কথা বলেন একটি মানুষ যখন অতিরিক্ত কথা বলবে সেই অতিরিক্ত কথা বলার কারণে অনেক কিছু ভুল বলে ফেলবে ।যেটা তিনি নিজেও বুঝতে পারবেন না তার ক্ষেত্রে সেটাই হয়েছে ‌। যেখানেই যায় এক্সট্রা ভাব নিয়ে কথা বলে। অন্যান্য পুলিশ যারা আমাদের এলাকায় থেকেছে তাদের সাথে এমন সম্পর্ক হয়েছে যেন নিজের এলাকার কেউ। কয়েকদিন আগের ঘটনা হঠাৎ তার সাথে কথা বলতে বলতে এমন একটি খারাপ ভাষায় কথা বলে ফেলে যেটা আর আমরা মেনে নিতে পারিনি। সেই কথাটি আর বলতে পারলাম না সাথে সাথে আমরা রিএক্ট করি। সবাই রেগে যাই তার উপর তিনি তখন থমকে দাঁড়ান। তার মুখে আর কোন কথা নেই এই ঘটনাটি ঘটেছিল বাজারের মধ্যে ।তখন লোকজন অনেক হয়ে যায় তারা সবাই তাকেই দোষারোপ করতে থাকে। সেজন্য অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

Sort:  
 16 days ago 

বেশ দারুন একটি টপিকস নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন আপনি। একদম সত্যি কথা কোন কিছু জিনিস অতিরিক্ত কখনোই ভালো নয়। আপনি খেয়াল করে দেখবেন যে জিনিস অতিরিক্ত সেই জিনিস এই রয়েছে দুর্ঘটনা। তাই আমাদের এই সমস্ত বিষয়গুলোর প্রতি বেশ সজাগ ও সচেতন থাকতে হবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 16 days ago 

আসলে একজন লোক যদি সৎ হোন তাহলে, সে তার কর্মস্থলেও সৎ ব্যবহার দেখাবে। আপনার বাড়ির সাথে দেখছি প্রায় সব ধরনের সংস্থা রয়েছে। আসলেই ভাইয়া অতিরিক্ত কোন কিছু কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। প্রয়োজনের থেকে অতিরিক্ত সব কিছু আমাদের জন্য ক্ষতিকর।

 16 days ago 

অতিরিক্ত কোন কিছু ভালো না আপনার এই কথার সাথে আমি পুরোপুরিভাবেই একমত। যারা অতিরিক্ত কোন কিছু করে তারা তাদের এই অতিরিক্ত এই বিষয়গুলোর জন্য এক সময় এমন বিপদে পড়ে যেটা কিনা তাদের জন্য খারাপ হয়। তেমনি ওই কনস্টেবল এর ক্ষেত্রেও হয়েছে। লোকটা দেখছি অ্যাডভান্স বলতো। আমি তো ভাবতেছি সে নিজেকে কি মনে করতো। উঁচু পদের পুলিশ অফিসাররাও তো এরকম হবে না বলে মনে হয়। অনেক ভালো লাগলো আমার কাছে এই পোস্টটি। এটার থেকে কিন্তু অনেকেই অনেক রকম শিক্ষা নিতে পারবে।

 16 days ago 

কিছু ভালো মানুষের অন্তরালে অনেক খারাপ মানুষ লুকিয়ে থাকে। যেহেতু আপনারা তাকে সুযোগ দিয়েছেন খেলার সময় বারবার সেজন্য সেই সুযোগটা ব্যবহার করলো। কারণ যে মানুষে যে জায়গায় থাকার কথা তাকে সেখানে রাখা উচিত। অতিরিক্ত সুযোগ দিয়ে ফেললে মানুষ অপব্যবহার করে। আবার অনেকেই এরকম হয়না তার সম্মান মর্যাদা ধরে রাখার চেষ্টা করেন। আবার অনেকে আছেন সে নিজেকে অনেক কিছু মনে করে। আপনার লেখাগুলো পড়ে অনেক কিছু জানতে পারলাম।

 16 days ago 

আমরা ছোটকাল থেকে শুনে আসছি একটি প্রবাদ ভালো ভালো কিন্তু বেশি ভালো ভালো না। তাই অতিরিক্ত যে কোন জিনিসই ক্ষতির কারণ। আসলেই পুলিশের কথাটা খুবই হতাশ জনক ছিলো। মানুষের সাথে তাকে এ কথাটা বলা উচিত হয়নি। আসলে যার চরিত্র কেমন সে ঠিক তেমন কথাই বলবে। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটা বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 15 days ago 

কোন মানুষ কে সুযোগ দিলে সে যেনো পেয়ে বসে।সেই লোকটির ও তাই হয়েছিল।তাকে খেলতে নেয়াতে আর তার সাথে আন্তরিকতা দেখানোর জন্য তিনি নিজেকে একজন উচ্চ মানুষ ভেবে বসেছেন।তার পাশের সবাই তার কাছে খুবই ক্ষুদ্র তাই মনে করেছেন।তাইতো সে এমন বাজে আচরন করলেন।আসলে কোন কিছু ই কিন্তু অতিরিক্ত ভালো নয়।

 15 days ago 

আসলে এরকম অনেক মানুষ রয়েছে যারা কিনা কোন কিছু করতে গেলে একটু অতিরিক্ত করে ফেলে। যেটা তাদের জন্যও ভালো হয় না অন্যের জন্য না। বেশিরভাগ মানুষের রয়েছে কথা বলতে গেলে এডভান্স বলে সব সময়। আর এডভান্স কোন কিছুই আমার কাছে একেবারে ভালো লাগেনা। বাজারের মধ্যে ওই লোকটা তো দেখছি এরকমটা করেছিল। নিজের এলাকা নিয়ে কেউ খারাপ কিছু বললে আসলেই খারাপ লাগে। আর তেমনি ওই কনস্টেবল ও আপনাদের এলাকা নিয়ে বলাতে আপনাদের কাছে খারাপ লেগেছিল। কখন কি বলছে তাদের উচিত এটার খেয়াল রাখা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36