"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৪০ | বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি |@rpion 40

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি
  • ২৪, জুলাই, ২০২৩
  • সোমবার


বর্ষাকাল মানেই প্রকৃতির ভিন্নরূপ। বর্ষাকালীন সময়ে প্রকৃতি তার নতুন রূপে সেজে ওঠে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখতে পাই ।প্রকৃতিপ্রেমীরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে খুবই পছন্দ করে। বর্ষাকালীন সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় নদী-নালা, খাল বিল, পানি দ্বারা পরিপূর্ণ থাকে। বৃষ্টিময় দিনে জীবনের অনেক স্মৃতি ভেসে ওঠে। তেমনি নদীর পাড়ের মানুষের জীবনযাত্রার মান পাল্টে যায়। নদীপথে তাদের ব্যস্তময় জীবনের দৃশ্যপট দেখতে খুবই ভালো লাগে। সেজন্য বিকেল হলেই ছুটে যাই নদীর পানে প্রকৃতির সন্ধানে এই সৌন্দর্য উপভোগ করতে। এবার বর্ষাকালীন সময়ে নদীতে দারুন কিছু মুহূর্ত উপভোগ করেছি। সেই সুন্দর মুহূর্ত গুলো সত্যিই বলে প্রকাশ করা যাবে না। এবার বর্ষাকালীন সময়ের ফটোগ্রাফি প্রতিযোগিতায় নদীতে কাটানো আমার সুন্দর মুহূর্তের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি, আপনাদের কাছে ভালো লাগবে।



ফটোগ্রাফি



IMG_20230722_162033-01.jpeg

IMG_20230722_164423-01.jpeg


Device : Redmi note 11
পদ্মা নদীর দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বাংলাদেশ নদীমাতৃক দেশ। পদ্মা নদী বাংলাদেশের বৃহত্তম নদী। বর্ষাকালীন সময় নদীগুলো তাদের প্রকৃত যৌবন ফিরে পায়। নদীতে ভরপুর পানি থাকে প্রকৃতির রূপ পাল্টে যায়। আকাশ কখনো মেঘলা কখনো নীল বিভিন্ন রূপে তার রূপের প্রকাশ ঘটাতে থাকে। এইতো কিছুদিন আগে গিয়েছিলাম ছোট্ট শাখা নদী পার হয়ে পদ্মার নদীর তীরে । বহমান পানির স্রোত ধারা নদীর গর্জন এই সুন্দর দৃশ্য গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। এরকম দৃশ্য হয়তো সব সময় দেখতে পাবো না। সেজন্য প্রতি বছর এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে থাকি।

IMG-20230705-WA0020-01.jpeg

IMG-20230705-WA0021-01.jpeg


Device : Redmi note 11
নদীতে গোসল করা মুহূর্তের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমাদের বাসা থেকে গড়াই নদী ১১ কিলোমিটার দূরে অবস্থিত। মানুষের যাতায়াতের জন্য নতুন একটি ব্রিজ তৈরি করা হয়েছে গড়াই নদীতে। বিকেল মুহূর্তে গিয়েছিলাম সেই ব্রিজের উপর কয়েকজন বন্ধু। হঠাৎ করেই সিদ্ধান্ত নেই নদীতে গোসল করব। কেউ কেউ গোসল করতে রাজি হয়নি তবুও তাদের অনুরোধে সবাই গোসল করি। নদীতে গোসল করার মজাই আলাদা যেটা প্রতি বছর বন্ধুদের সাথে এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করে থাকি।

IMG_20230720_181614-01.jpeg

IMG_20230715_172621-01.jpeg

IMG_20230715_172844-01.jpeg


Device : Redmi note 11
নৌকায় ঘোরাঘুরি করা মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সময়টি যখন বর্ষাকাল নদীতে না ঘুরলে হবে। প্রতিবছর এই সুন্দর মুহূর্ত উপভোগ করে থাকি। বিকেল হলেই মন চায় নদীর পাড়ে যেতে । বর্ষাকালীন সময়ে বেশিরভাগ সময় নদীতে এই সুন্দর মুহূর্ত কাটানোর মাধ্যমে শেষ করি। কখনো নৌকায় ঘোরাঘুরি করি আবার কখনো নদীর পাড়ে গিয়ে বসে থাকি। যদি আপনার মন খারাপ থাকে। এই খোলা আকাশের পানে এই সুন্দর দৃশ্য দেখলে সত্যিই আপনার মন ভালো হয়ে যাবে। ছোট্ট বাবুরা ঘোড়ার গাড়ির উপর বসে আছে দেখতে কি সুন্দর লাগছে।

IMG_20230706_120814-01.jpeg

IMG_20230721_184119-01.jpeg


Device : Redmi note 11
মহিষ এবং খরার দৃশ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বর্ষাকালীন সময়ে নদীর পাড়ের মানুষের জীবিকা নির্বাহের প্রধান উপায় মাছ ধরা। নদীতে মাছ ধরতে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। জাল দিয়ে বা দৃশ্যমান এই খরা যেটা দিয়ে জেলেরা মাছ ধরে থাকে। তার পাশাপাশি একটি মহিষ নদীর পানিতে শুয়ে আছে। মহিষ অনেক শক্তিশালী পশু। মাঠের বিভিন্ন ফসল আবাদ মহিষের গাড়িতে করে আনা হয়। তার বিশ্রাম হিসেবে পানিই উপযুক্ত। শরীরের তাপমাত্রা কমাতে পানিতে থাকতে তারা পছন্দ করে।

IMG_20230721_184354-01.jpeg

IMG_20230721_184357-01.jpeg

IMG_20230722_183734-01.jpeg


Device : Redmi note 11
জেলেদের ব্যস্তময় দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



নদীর পাড়ে যারা বসবাস করে তাদের বেশিরভাগ মানুষই মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। নৌকা এবং জাল দিয়ে বেশিরভাগ জেলেরা মাছ ধরে থাকে। একদল জেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। তাদের মাছ ধরার জালগুলো মেরামত করে নৌকার উপর প্রস্তুত করছিল। বিকেল মুহূর্তে তাদের এই ব্যস্ততা দেখে খুবই ভালো লাগছিল । তাদের মুখে হাসি মাছ ধরবে বলে। বর্ষাকাল আসলেই তাদের এই ব্যস্ততা বেড়ে যায়।

IMG_20230720_184407-01.jpeg

IMG_20230720_185014-01.jpeg

IMG_20230720_184551-01.jpeg


Device : Redmi note 11
ছোট্ট রাখাল বাচ্চা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বিকেল মুহূর্তে নদীতে ঘুরতে গিয়েছিলাম। একটি নৌকায় নদীর ওপারে ঘুরতে যাই। বিকেল গড়িয়ে আসে সেই মুহূর্তে কৃষকেরা তাদের কাজ শেষে বাড়ি ফেরে। ছোট্ট রাখাল ছেলে অনেকগুলো ছাগল নিয়ে গিয়েছিল মাঠে চড়াতে। এত অল্প বয়সে এসে খুব সুন্দর নৌকা চালাইতে পারে । ওপার থেকে নদী পার হওয়ার সময় তার নৌকাতে এপারে আসি। সে মেসির ১০ নম্বর জার্সি গায়ে মাঠে ছাগল চড়িয়েছে। সে নাকি মেসির অনেক বড় ভক্ত ভালো লাগলো তার সাথে কথা বলে।

IMG_20230721_182321-01.jpeg

IMG_20230721_182318-01.jpeg


Device : Redmi note 11
মেঘাচ্ছন্ন আকাশ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



নদী পার হয়ে ফসলি জমিতে ঘুরতে যাওয়ার পর হঠাৎই কালো মেঘে ছেয়ে যায়। বর্ষাকালীন সময়ের প্রকৃত সৌন্দর্য এটাই কখনো আকাশ পরিস্কার আবার কখনো মেঘাচ্ছন্ন। যে কোন মুহূর্তে বৃষ্টি হতে পারে। আকাশ যখন মেঘাচ্ছন্ন দেখায় সেই সময় খুবই সন্নিকটে চলে আসে। ক্যামেরার ছবির মাধ্যমে এতটাই সন্নিকটে দেখতে পাওয়া যায় যে সবুজের সমারোহ ঘিরে ফেলেছে এমনটা মনে হয়। এই সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে।

IMG_20230708_184928-01.jpeg

IMG_20230708_185025-01.jpeg


Device : Redmi note 11
নদীর বুকে আকাশের প্রতিচ্ছবি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



নদীতে করে বাতাস বইছে সেই মুহূর্তগুলো উপভোগ করতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আবার এমন কিছু মুহূর্ত দেখতে পাই নীরব নিস্তব্ধ আকাশের এই সৌন্দর্য নদীর বুকে প্রতিফলিত হয়ে ভিন্ন এক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এই মুহূর্তগুলো সত্যিই সব সময় দেখতে পাওয়া যায় না সেজন্য এই দিনগুলো অনেক মিস করবো একসময়। প্রতিবছর এই সুন্দর দৃশ্যের ফটোগ্রাফি করে থাকি। এমন সুন্দর মুহূর্তে যদি নৌকায় ঘোরাঘুরি করা হয় তাহলে দারুন মজা।

IMG_20230720_184147-01.jpeg

IMG_20230720_185207-01.jpeg

IMG_20230715_173102-01.jpeg


Device : Redmi note 11
কৃষকের ঘরে ফেরা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



কৃষকেরা সারাটা দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাঠে ফসল ফলায়। দিন শেষে বিকেল মুহূর্তে তারা বাড়ি ফেরে। বর্ষাকালীন সময়ে মাঠে যাতায়াতের জন্য তারা নৌকা ব্যবহার করে থাকে। তাদের চলাচলের যেটা সহজ উপায়। একসময় এখানে শুকনো পরিবেশ খোলা দিগন্ত ছিল। বর্ষার মৌসুমে এই শাখা নদী গুলো পানিতে পরিপূর্ণ থাকে। তাই কৃষকের ফসল ফলানোর প্রধান বাহন নৌকা যেটা তারা ব্যবহার করে। তাদের জন্য খুবই উপকারী একটা দিক।

IMG-20230723-WA0000-01.jpeg

IMG-20230723-WA0001-01.jpeg


Device : Redmi note 11
সূর্যের লালচে আকার ধারণ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সূর্য যখন অস্ত যায় সেই মুহূর্তে এই লালচে আকার ধারন সেই দৃশ্যটা প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দেয়। আপনারা হয়তো অনেকেই জানেন মহিষের গাড়ি কাদা মাটি রাস্তায় বেশি চলাচল করে। কিন্তু বর্ষাকালীন সময়ে নদীতেও এরা চলাচল করতে পারে। মহিষের গাড়ি যখন নদী পথু যাত্রা শুরু করে। আমি ভাবি কিভাবে তারা এই পানির মধ্য দিয়ে চলতে পারে। এই বিষয়টি আমার কাছে সত্যিই অবাক লাগে। এই দৃশ্য গুলো মনে রাখার মত সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।

IMG_20230720_184623-01.jpeg

IMG_20230720_184629-01.jpeg


Device : Redmi note 11
সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমার কাছে একটি দিনের সেরা মুহূর্তগুলো সূর্যাস্তের মুহূর্ত। সূর্য সারাটা দিন এই পৃথিবীকে আলোকিত করে রাখে আবার দিনশেষে অস্ত যায়। সূর্য অস্ত যাওয়া মুহূর্তে তার প্রকৃত রূপের ঝলক দেখায়। সেজন্য বিকেলের মুহুর্তের পাশাপাশি সন্ধ্যাকালীন মুহূর্ত আমার সবচেয়ে বেশি পছন্দের। খোলা দিগন্তে বা বর্ষাকালীন সময়ে এই সুন্দর মুহূর্ত উপভোগ করে থাকি। কি দারুন দৃশ্য দুচোখ ভরে এই সুন্দর দৃশ্যগুলো দেখতে মন চায়। এই সুন্দর দৃশ্য গুলো যে দেখবে তার কাছেই অনেক ভালো লাগবে।

IMG_20230521_231307-01.jpeg

IMG_20230521_230958-01.jpeg


Device : Redmi note 11
বৃষ্টি ভেজা রাতের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই বছর বৃষ্টিপাত একদমই কম হয়েছে অন্যান্য বছরে তুলনায়। বিশেষ করে কুষ্টিয়া জেলাতে তেমন একটা বৃষ্টিপাত হয়নি অন্যান্য জেলায় কেমন হয়েছে সেটা জানিনা। কিছুদিন আগে শহরে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় কাজের জন্য । রাতে বাড়ি ফেরার মুহূর্তে শহর থেকে বের হতেই প্রচন্ড বৃষ্টি নেমে আসে। একটি দোকানে অবস্থান নেই প্রায় আধাঘন্টা যাবত বৃষ্টি হয় বড় বড় গাড়িগুলো চলাচল করছিল। সেই মুহূর্তে সেই দৃশ্যের ফটোগ্রাফি করেছি। এবারের প্রতিযোগিতায় চেষ্টা করলাম বর্ষাকালীন সময়ে আমার কাটানো কিছু সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি তুলে ধরার।

পোষ্টের বিবরণ


বিভাগফটোগ্রাফি
বিষয়বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি ।
ক্যামেরাRedmi Note 11, f/1.8 1/100s ISO65 4.8mm no flash
পোস্টের কারিগর@ripon40
অবস্থানখোকসা, কুষ্টিয়া ।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last year 

আপনার ফটোগ্রাফি দেখে আমি তো পুরাই অবাক।
আপনার একটি পোষ্টের মাধ্যমে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের সব সৌন্দর্য মনে হচ্ছে একত্রে উপভোগ করে ফেললাম।
বিশেষ করে নীল আকাশ সাদা মেঘ পদ্মা নদীর বিশালতা নৌকায় নদী পারাপার করার দৃশ্য আমাকে বিমোহিত করে ফেলেছে।।
আর আপনার পোষ্টের ফটোগ্রাফি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন মনে হচ্ছে এই যেন আমি হারিয়ে গেলাম বর্ষাকালের মধ্যে।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল রেজাল্টের দিন আপনি ভালো কিছু করবেন আশা করি।

 last year 

হ্যাঁ ভাই আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। যেগুলো আমাকে আরো অনুপ্রেরণা দেয়। আসলে ফটোগ্রাফির মধ্যে আলাদা একটি মজা আছে সেটা ফটোগ্রাফি করলেই বুঝতে পারা যায়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অসম্ভব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলোর দিক থেকে সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না। আকাশের এরকম দৃশ্য দেখে আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম। আকাশের সৌন্দর্যের কারণে পানি দেখতেও খুব ভালো লাগতেছে। এত সুন্দর ফটোগ্রাফি করে সবার মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।

 last year 

সব সময় চেষ্টা করি ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করার। যেটা করতে আমার খুবই ভালো লাগে। আপনাদের অনুপ্রেরণা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে ধন্যবাদ।

 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। বর্ষাকালী প্রাকৃতিক সৌন্দর ফটোগ্রাফি গুলা আপনি খুব চমৎকার ভাবে তুলেছেন। প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে মনে হলো আপনি এই ফটোগ্রাফি গুলো অনেক আগে থেকে সংগ্রহ করে রেখেছেন। বর্তমানে যে বর্ষার পরিস্থিতি তাতে আমরা ফটোগ্রাফি তুলতেই পারছি না ভাই। আর আপনি দেখছি খুবই চমৎকার করে অনেক ভাবে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে তুলে ধরা জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ফটোগ্রাফি গুলো অনেক আগে থেকেই সংগ্রহ করে রাখি না। আমার ফটোগ্রাফির ধারাবাহিকতা চলতেই আছে সেজন্য কোন ফটোগ্রাফি বেশি দিন পড়ে থাকে না ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 last year 

ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখার অপেক্ষায় ছিলাম। সত্যি ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। একেবারে চোখ ফেরাতে পারছি না। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

চেষ্টা করেছি আপু সুন্দর সুন্দর দৃশ্যগুলো খুব সুন্দর ভাবে আপনাদের মাঝে তুলে ধরার। যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগে আমার কাছে সেটা অনেক বড় অনুপ্রেরণা।

 last year 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি আমার আগে থেকেই ভালো লাগে। সব গুলো ফটোগ্রাফি দেখতে অসাধারন লাগতেছে। সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য পটভূমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

আমার করা ফটোগ্রাফি গুলো আপনার আগে থেকেই ভালো লাগে। যেটা আমার অনেক বড় পাওয়া সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই যেটা চলমান থাকবে।

 last year 

বর্ষাকালে চারদিকে পানি থই থই করে। কিন্তু এখন বর্ষা ও গ্রীষ্মকালে দুটো আলাদা করা সম্ভব নয়। কারণ এই দুই কাঁদে শুধু রোদ। বৃষ্টির কোন নাম গন্ধ নেই। যাই হোক নদীতে গোসল করার সময় মোবাইল কোথায় ছিল? কিভাবে ফটোগ্রাফি করেছেন? নদীর পাড়ের ফটোগ্রাফি ও সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর ছিল ভাইয়া।

 last year 

গোসল করার সময় মোবাইল নদীর পাড়ে ছিল। আমি ফটোগ্রাফারের দায়িত্ব ছিলাম ফটোগ্রাফি করার পর আবার নদীর পাড়ে মোবাইল রেখে আসি।😎😎

 last year 

বাহহহহ গুড🥹

 last year 

বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি ছিল কিন্তু ভাই। আপনিও খুব সৌন্দর্যময় কিছু ফটোগ্রাফি নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালোই লেগেছে। আপনি অনেকগুলো ফটোগ্রাফি শেয়ার করেছেন। আর আপনার তোলা ফটোগ্রাফি গুলো এমনিতেই আমার কাছে খুব ভালো লাগে। বেশ ভালোই উপভোগ করলাম আপনার তোলা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো।

 last year 

বর্ষাকালে নদী নালা খাল বিল পরিপূর্ণ থাকে সেই দৃশ্যের ফটোগ্রাফি করেছি।কিন্তু বৃষ্টির দেখা পাচ্ছি নাহ সেই দৃশ্য থাকলে ফটোগ্রাফির পরিপূর্ণতা দিতে পারতাম।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দারুন সব ফটোগ্রাফি নিয়ে আপনি হাজির হয়েছেন ।আমার তো অসম্ভব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো। বৃষ্টির ভেতর গোসল করার মুহূর্ত সত্যিই চমৎকার। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

এই সুন্দর মুহূর্তগুলো হয়তো এক সময় থাকবে না তাই ফটোগ্রাফির মাধ্যমে স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। যেটা আপনার কাছে অনেক ভালো লেগেছে আপু।

 last year 

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে। আপনি খুব সুন্দর ভাবে কনটেস্টে অংশগ্রহণ করেছেন। যেখানে বর্তমান সময়ের প্রাকৃতিক দৃশ্যের বৈচিত্র্যময় রূপ তুলে ধরেছেন। বৃষ্টির দৃশ্য থেকে শুরু করে কৃষকের কৃষিকাজের বিভিন্ন ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে এই অপরূপ দৃশ্য।

 last year 

হ্যাঁ বর্ষাকালীন সময়ের সকল দৃশ্যের একাংশ ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি যেটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56325.56
ETH 2374.82
USDT 1.00
SBD 2.33