সবুজ প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্ত //by ripon40

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • সবুজ প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্ত
  • ২৫, মার্চ ,২০২৪
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। সবুজ প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্ত সেই দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



1000047730-01.jpeg

তাহলে চলুন গল্পটি শুরু করি


বর্তমান প্রচন্ড গরম পরছে। এই গরমে কোথাও যেতে মন চায় না। শুধু ঠান্ডা পরিবেশে বসে বসে সময় পার করে দেয়াটাই মনে হয় সবচেয়ে ভালো লাগার বিষয়। কিন্তু কর্মজীবী মানুষের বসে থাকলে চলবে না। তাদের জীবন জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয় ।যত কষ্টই হোক না কেন জীবনের এই ছুটে চলা কখনো থেমে থাকে না । কিন্তু এই অস্বাভাবিক তাপমাত্রা মানুষকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে । প্রতিটা মানুষ অনেক খারাপ অবস্থায় রয়েছে। তার পাশাপাশি অসুস্থ হওয়ার বিষয়টি কম বেশি সব জায়গায় পরিলক্ষিত ‌। বৃষ্টিপাত নেই বললেই চলে । এখন পর্যন্ত আমি কোন বৃষ্টিপাত আমাদের গ্রামে দেখতে পাইনি। চারিদিকে হাহাকার তৃষ্ণার্ত একটা পরিবেশ তৈরি হয়েছে। অনেক জায়গা টিউবওয়েলের পানি উঠছে না কৃষকের ফসলের অবস্থা খুবই খারাপ। অতিরিক্ত তাপমাত্রায় মাটি শুকিয়ে সকল ফসল নষ্ট হয়ে যাওয়ার পথে। শুধুমাত্র ধান সেই ফসল স্বাভাবিকভাবে ভালো দেখতে পাচ্ছি। যেটা বাংলাদেশের প্রধান চাষাবাদ ফসল।

IMG_20240407_162823-01.jpeg

IMG_20240407_162828-01.jpeg

IMG_20240407_162838-01.jpeg

IMG_20240407_162918-01.jpeg

IMG_20240407_162923-01.jpeg


Device : Redmi Note 11
কাঁচা আমের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



যাইহোক, এই প্রচন্ড গরমে গাছ তলায় বসে থাকার মাধ্যমেই বর্তমান দিন পার হচ্ছে। গাছ তলায় বসে আড্ডা দেওয়া বিভিন্ন গল্পে একটু শান্তিময় মুহূর্ত উপভোগ করছি। আমরা তিন বন্ধু দুপুর টাইমে বললাম চলো মাঠের দিকে গিয়ে ঘুরে আসি। এই প্রচন্ড গরমে কারোরই ইচ্ছা হচ্ছে না মাঠের দিকে যাওয়ার। আমার খুব ইচ্ছে করছিল প্রকৃতির মাঝে গিয়ে সময় কাটানোর। কারণ অনেকদিন হলো যাওয়া হয় না। মাঝে মাঝে আপনাদের সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মুহূর্তগুলো শেয়ার করে থাকি। তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর বলল বিকেল মুহূর্তে আমরা মাঠের উদ্দেশ্যে বের হব। আমরা আড্ডা দেওয়ার পর বিকেলে খাওয়া-দাওয়া শেষ করে তিন বন্ধু মাঠের দিকে ঘুরতে গেলাম । বন্ধু জসিমের কথামতো তাদের ধানের জমি দেখতে গিয়েছিলাম। অনেক সুন্দর ধান হয়েছে দেখতে দারুন লাগছিল। আকাশের সুন্দর পরিবেশ দারুন রিফ্লেকশন দিয়েছিল। আমার কাজ হল যেখানেই যাই সুন্দর করে সেই সুন্দর দৃশ্যগুলো ফটোগ্রাফি করা। যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগে। সেই অনুপ্রেরণা থেকে সব সময় চেষ্টা করি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সুন্দর করে ক্যামেরাবন্দি করার । সবুজ ধানের ক্ষেত খুব সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি। তার পাশাপাশি উপভোগ্য মুহূর্ত আছেই।

IMG_20240407_162943-01.jpeg

IMG_20240407_163000-01.jpeg

IMG_20240407_163337-01.jpeg

IMG_20240407_163338-01.jpeg

IMG_20240407_163604-01.jpeg


Device : Redmi Note 11
সবুজ প্রকৃতির মাঝে সেলফি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সবুজ ধানের মাঠে ভালোই ঘুরাঘুরি করলাম। পাশে আমের বাগান ছিল কলমের আম । এখনো তেমন একটা বড় হয়নি গাছটিতে অনেক আম ধরেছে । ছোট্ট গাছে অনেক আম ধরলে দেখতে দারুন লাগে । পাশেই সবুজ ধানের মাঠ ।ভাবলাম আমের কয়েকটি সুন্দর ফটোগ্রাফি করি। এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে হয়তো অনেকে এর ইচ্ছে হয় কিন্তু সম্ভব হয় না। কারণ কর্ম জীবনে বিভিন্ন জায়গায় অবস্থান করতে হয় সৌভাগ্য হয় না। এরকম সুন্দর মুহূর্ত আমিও হয়তো এক সময় এই সুন্দর প্রকৃতি সবুজ ফসলের মাঠ দিগন্তর জুড়ে সুন্দর দৃশ্য দেখা মিস করব। যতদিন সুযোগ পাই চেষ্টা করছি প্রকৃতির মাঝে কাটানোর। যেটা আমাকে আপন করে নেয় খুবই ভালো লাগে। সেই দিন বন্ধুদের সাথে মাঠে গিয়ে দারুন সময় অতিবাহিত করেছিলাম। এই মুহূর্তগুলো জীবনের স্মৃতি হিসেবে রয়ে যাবে।

IMG_20240407_163608-01.jpeg

IMG_20240407_164242-01.jpeg

IMG_20240407_164245-01.jpeg

IMG_20240407_164711-01.jpeg

IMG_20240407_164713-01.jpeg


Device : Redmi Note 11
একটি ছোট্ট বাচ্চার ঘুড়ি উড়ানো
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



একটি দৃশ্য দেখে শৈশবের কথা মনে পড়ে গেল । সেই দিনগুলো কতই না সুন্দর ছিল। ছোট্ট একটি বাচ্চা ঘুড়ি উড়াচ্ছিল । আসলে তার দিকে তাকিয়ে আমি আমার ছোট্ট বয়সের সেই ঘুড়ি উড়ানো মুহূর্তের কথা মনে করলাম। কতই না সুন্দর ছিল । এই ঘুড়ি উড়ানোর মধ্যে কত যে মজা পেতাম সেটা বলে বোঝাতে পারবো না। আমার জীবনে অনেক বড় একটি নেশা ছিল। সেই সময় ঘুড়ি নিয়ে মাঠে মাঠে দৌড়ানো ঘুড়ির উড়ানোর এই আকাঙ্ক্ষা সত্যি এখন মিস করি। সে যখন ঘুড়ি উড়াচ্ছে তেমন একটা উড়ছিল ষ না । আমি বিষয়টি খেয়াল করলাম বুক ধরি যেটা ভালোভাবে দেওয়া হয়নি । ঘুড়ি উড়ছে না কি সমস্যা সেটা আমি ভালোভাবেই জানি কারণ আগে থেকেই আমার অভিজ্ঞতা আছে। তাকে ডাক দিলাম সে আমার কাছে আসলো । তারপর তার ঘুড়ি ঠিক করে দিলাম সাথে সাথে ঘুড়িটি উড়তে শুরু করল । সে অনেক খুশি হয়েছিল ।আসলে সে বুঝতে পারছিল না কি জন্য ঘুড়িটি উড়ছে না তার এই সুন্দর মুহূর্ত আমাকে অনেক আনন্দ দিয়েছে। যে জীবনটা সত্যিই অনেক সুন্দর।

পোস্ট বিবরণ

শ্রেণীবিকেলের দৃশ্য
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনKushtia

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last month 

বর্তমান চারদিকেই শুধু গরম। ঠান্ডা আবহাওয়া খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে।তব সবুজ প্রকৃতির মধ্যে কিছু টা স্বস্তি রয়েছে। আপনি এই প্রচন্ড গরমের মধ্যে গাছের নিচে বসে থেকেই দিন পার করছেন। তবে গাছ পালার নিচে সব সময় এখটু ঠান্ডা থাকে। মাঠে ছোট বাচ্চাদের ঘুড়ি উড়ানো দেখে আমার কাছে বেশ ভালোই লাগলো।

 last month 

আসলে তা ছাড়া আর কিছুই করার নেই। এরকম গরম আগে পড়েনি প্রতিটা মানুষের জীবনে অস্বাভাবিক বিষয়টি পরিলক্ষিত। বিকেল মুহূর্ত চেষ্টা করেছি প্রকৃতির মাঝে কাটানোর।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে অনেক ভালো লাগে। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আর যে দিকেই তাকাই সেদিকে সবুজের সমারহ। যাইহোক প্রকৃতির মাঝে বেশ চমৎকার মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 last month 

হ্যাঁ ভাই প্রকৃতির মাঝে হারিয়ে গেলে অনেক প্রশান্তি পাওয়া যায়। প্রতিনিয়ত প্রকৃতির মাঝে গিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করার চেষ্টা করি।

 last month 

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আমারও অনেক ভালো লাগে ভাই। ধন্যবাদ সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য ভালো থাকবেন।

 last month 

সবুজ প্রকৃতির মাঝে সময় অতিবাহিত করতে পারলে আসলেই অনেক ভালো লাগে কাজ করে। আর এমন প্রকৃতি শুধুমাত্র গ্রাম অঞ্চলগুলোতেই দেখতে পাওয়া যায়। বিশেষ করে বিকালের মুহূর্তে এমন প্রকৃতিতে ঘড়ি উড়াতে অনেক ভালো লাগে।

 last month 

সেজন্যই গ্রামীন পরিবেশ সবসময় সুন্দর । বিভিন্ন সময় বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারা যায়। যেটা উপভোগ করতে পেরে সত্যিই জীবনের অনেক বড় স্বার্থকতা।

 last month 

সবুজ প্রকৃতির মাঝে বেশ দারুন একটা সময় কাটিয়েছেন। রাজু ভাইয়ের সাথে আপনাকে দেখতে ভীষণ ভালো লাগতেছে। বিশেষ করে আপনি অত্যন্ত সুন্দরভাবে প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধানের ছবিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চারপাশে একটু মেঘলা মেঘলা আবহাওয়া মনে হচ্ছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য অসাধারণ ছিল।

 last month 

আসলে বন্ধুদের সাথে এরকম সুন্দর পরিবেশে দিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করার মজাই আলাদা অনেক ভালো মুহূর্ত ছিল।

 last month 

আসলে ছোট ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখলেই আবার অতীতের কথা গুলো মনে পড়ে যায়। এরকম এক সময় আমরাও ঘুড়ি নিয়ে মাঠের মধ্যে ঘুড়ি উড়িয়েছি। যাইহোক প্রকৃতির মাঝে কাটানো সুন্দর সময়টুকু তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

ছোটবেলা অনেক ঘুড়ি উড়িয়েছি। সেই মুহূর্ত মনে পড়ে গেল এতটাই ভালো লাগতো ঘুড়ি উড়ানোর ক্ষেত্রে অনেক সিরিয়াস ছিলাম ধন্যবাদ।

 last month 

এমন আনন্দঘন মুহূর্তগুলো আমার খুবই ভালো লাগে। আমিও যেন হারিয়ে যায় সবুজ ফসলের মাঠ অথবা অরণ্যের বনে। খুবই ভালো লাগলো আপনাদের এত সুন্দর সব ফটোগ্রাফি আর প্রাকৃতিক পরিবেশের চিত্রগুলো দেখে। আশা করি ফটো ধারণের সময় বেশ আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেছেন আপনারা।

 last month 

গ্রামের সবুজ শ্যামল পরিবেশ আমাকে মুগ্ধ করে। সেজন্য প্রকৃতির মাঝে যাই বন্ধু এবং বড় ভাই ব্রাদার এর সাথে দারুন সময় উপভোগ করি।

 last month 

আসলে বর্তমান সময়ে প্রচন্ড গরমের কারণে কোনো জায়গায় যেতে ভালো লাগে না। তবে বিকেলের সময় একটু রোদের তাপ কমলে খোলা মেলা প্রকৃতির মাঝে ঘুরা ঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া আপনারা তিন বন্ধু মিলে প্রকৃতির মাঝে ঘুরা ঘুরি করে বেশ চমৎকার সময় অতিবাহিত করেছেন। তার পাশাপাশি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন ফটোগ্ৰাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

বর্তমানে অস্বস্তির জীবন। প্রচন্ড গরমে জন জীবন খারাপ অবস্থায় চলে গিয়েছে। বিকেল মুহূর্ত এরকম পরিবেশে গেলে আসলেই মন ভালো হয়ে যায়।

 last month 

সত্যি ভাই ঐ গরমে দুপুর বেলায় মাঠের মধ্যে যেতে তো কোন পাগলও রাজি হবে না হা হা। সেখানে আপনার বন্ধুরাও রাজি হয় নি। বেশ দারুণ লাগছে আপনার করা ফটোগ্রাফি গুলো । বিকেলে বন্ধুদের সাথে মাঠে গিয়ে বেশ দারুণ সময় কাটিয়েছেন। কী সুন্দর মাঠ। আকাশ টাও বেশ চমৎকার লাগছে। প্রকৃতির মাঝে বেশ চমৎকার কাটিয়েছেন সময় টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last month 

আসলে এই গরমে দুপুরবেলা মাঠের মধ্যে ভাপসা গরম থাকে যেটা অসহনীয়। বিকেল মুহূর্তে গিয়েছিলাম অনেক ভালো লেগেছিল এরকম পরিবেশে গেলে মন ভালো হয়ে যায়।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70765.98
ETH 3797.96
USDT 1.00
SBD 3.46