স্পোর্টস : চ্যাম্পিয়নস লিগ সেমি ফাইনাল ( রিয়াল মাদ্রিদ ^ বায়ান মিউনিখ )//by ripon40

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • চ্যাম্পিয়নস লিগ সেমি ফাইনাল ( রিয়াল মাদ্রিদ ^ বায়ান মিউনিখ )
  • ১০্১, মে ,২০২৪
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20240510_113317.jpg

ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


রিয়াল মাদ্রিদবায়ান মিউনিখ
মোট শট-১৯মোট শট-৮ ।
টার্গেটের শট-৭টার্গেটের শট-০৫ ।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৫৮%বল Let's -৪২%
পাস করে -৬৩৫পাস করে -৪৮৪
পাস নির্ভুলতা-৮৯%পাস নির্ভুলতা-৮৫%
ফাউল-১২ফাউল-১০
হলুদ কার্ড- ০১হলুদ কার্ড - ০০
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০০অফসাইডস-০২
কোণ-০৮কোণ- ০৪
সময়কাল রাত ১.০০ টায়০৯.০৫.২০২৪ইং
ফলাফল :রিয়াল মাদ্রিদ -২ বায়ান মিউনিখ-১

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-05-10-11-30-26-606_com.google.android.youtube.jpg


গতকাল চ্যাম্পিয়ন্স লিগের আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল । চ্যাম্পিয়নস লিগ মানেই রিয়াল মাদ্রিদ সেটা আবারও প্রমাণ করেছে। আসলে একটি দল ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অবস্থান সবার থেকে উর্ধে রেখে দলকে শিরোপা জিতিয়ে প্রমাণ করে চলেছে । আসলে তাদের খেলা আপনি উপভোগ করলে আপনার মধ্যে কোন টেনশন কাজ করবে না। কারণ তারা যে ধরনের ফুটবল খেলে তাদের দর্শক কখনো প্রেসার নেয় না। তাদের সমর্থকদের প্রেশার নেওয়ার প্রয়োজনই বা হবে কেন তারা হারতে হারতে জিতে যায়। এরকম দল ফুটবল লিগে একটি সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। দেখা গেছে একটি ম্যাচে রিয়াল মাদ্রিদের জেতার সম্ভাবনা এক পারসেন্ট সেই ম্যাচটি তারা জিতে নেয়। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তাদের এই পারফরম্যান্স ধারাবাহিকভাবে দেখতে পাই।

Screenshot_2024-05-10-11-30-40-306_com.google.android.youtube.jpg


গতবছর চ্যাম্পিয়ন্স লিগ ের সেমিফাইনালে ম্যানসিটির কাছে হেরে গিয়েছিল এবার ম্যানসিটির ঘরের মাঠে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। আরেক চ্যাম্পিয়ন্স লীগের দাবিদার বায়ান মিউনিখ যারা রিয়াল মাদ্রিদের পর সফলতম ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতা য়। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল বায়ান মিউনিখের ঘরের মাঠে যেখানে দুই দুই গোলে সমতায় ম্যাচটি শেষ হয় সেই ম্যাচটি উপভোগ করেছিলাম দুই দল ভালো পারফরমেন্স করেছিল। যদিও বায়ান মিউনিখের ঘরের মাঠে সেখানে রিয়াল খুবই ভালো খেলেছিল। সেই ম্যাচে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল শেষ মুহূর্তে দারুন এক কাম ব্যাক এভাবেই তাদের ফিরে আসার গল্প প্রতিনিয়ত দেখে আসছি। যেহেতু রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে খেলা সেখানে বায়ান মিউনিখের চান্স খুবই কম। তারা ডিফেন্সিভ ফুটবল খেলতে শুরু করে।

Screenshot_2024-05-10-11-31-04-226_com.google.android.youtube.jpg


গতকাল রাত ১ঃ০০ টায় খেলাটি শুরু হয় সেদিন আমাদের এখানে নির্বাচন চলছিল উপজেলা নির্বাচন আমরা যাদের সমর্থন করেছিলাম। সে হেরে গিয়েছিল অনেক মন খারাপ ছিল ।আসলে এই ম্যাচটি উপভোগ করার জন্য অপেক্ষায় ছিলাম রাত একটা পর্যন্ত। যাই হোক খেলাটি শুরু হয় প্রথমেই রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে বিশেষ করে ভেনিসিয়াস জুনিয়র অনেক ভালো খেলতে থাকে শুরুতেই অনেকগুলো আক্রমণ করে অন্যদিকে বায়ান মিউনিখ তারা ডিফেন্স শক্তিশালী করে খেলে । কারণ তারা জানে রিয়ালের মাঠে জেতা অসম্ভব। প্রথমার্ধে অনেকগুলো ভালো সুযোগ পাওয়ার পরেও ভিনিসিয়াস জুনিয়ার এর দারুন একটি শট বার পোস্টে লেগে ফিরে আসে। সেই বলটি আবার রোদ্রীগো শট করে গোলকিপার ম্যানুয়াল নায়ার ঠেকিয়ে দেয়।

Screenshot_2024-05-10-11-31-30-354_com.google.android.youtube.jpg


অনেকগুলো সহজ সুযোগ মিস হয়ে যাওয়ার পর খেলাটি যখন বিরতিতে যায় নির্দিষ্ট টাইম এর বিরতি শেষে আবার খেলা শুরু হয় আবারও রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে অন্যদিকে তারা নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করে অ্যাটাকিং আক্রমণ শুরু করে এভাবে খেলা চলতে থাকে খেলার 68 মিনিটে বায়ান মিউনিখের প্লেয়ার ডেভিস দারুন একটি এটা কিং আক্রমণের মাধ্যমে ডি বক্সের বাইরে থেকে দারুন একটি শর্ট করে গোল করে। যেখানে বায়ান মিউনিখ এক শূন্য গোলে এগিয়ে যায়। রিয়াল মাদ্রিদ হয়তো চাপে পড়ে যাওয়ার কথা কিন্তু তারা এ ধরনের ম্যাচে কোন ধরনের মানসিকভাবে ভেঙে না পড়ে দলকে ফিরিয়ে আনার অনেক রেকর্ড রয়েছে। একটি গোল দিয়ে এগিয়ে যাওয়ার পর বায়ান মিউনিখ তাদের ডিফেন্স শক্তিশালী করে খেলাটি শেষ করে দেওয়ার প্লান করে।

Screenshot_2024-05-10-11-31-48-363_com.google.android.youtube.jpg


অন্যদিকে রিয়াল মাদ্রিদ গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা প্রায় শেষের দিকে তবুও রিয়াল মাদ্রিদ গোল পরিশোধ করে দলকে সমতায় আনতে পারেনি। তখন ভেবে নিয়েছিলাম আজকে মনে হয় রিয়াল মাদ্রিদের পরাজয় ঘটবে কিছু সময় খেলা দেখা বাদ দিয়ে দিয়েছিলাম কারণ অনেকগুলো সুযোগ পেয়েছিল কিন্তু বার পোস্টে বল দেখি ফিরে আসায় বেশিরভাগ দল হেরে যায়। রিয়াল মাদ্রিদের কোচ অনেকগুলো প্লেয়ার পরিবর্তন করে যেখানে তার কারিশমার বড় পরিচয় এভাবে অনেকগুলো ম্যাচ হেরে যাওয়ার হাত থেকে রক্ষা করা এবং জিতিয়ে নিয়েছিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা আর মাত্র ২ মিনিট আছে সেই সময় ভিনিসিয়াস ডি বক্সের বাইরে থেকে শট করে ম্যানুয়াল নয়ার বলটি ধরতে গিয়ে বুকে লেগে হাত থেকে বল বেরিয়ে যায় । সেই সুযোগ কাজে লাগায় জোসেলু দলকে হেরে যাওয়ার হাত থেকে রক্ষা করে অবিশ্বাস্য পুরো গ্যালারির দর্শক নিস্তব্ধ থাকার পর জেগে ওঠে।

Screenshot_2024-05-10-11-32-13-688_com.google.android.youtube.jpg


তখন খেলা গড়ায় অতিরিক্ত টাইমে যে টাইমে হারিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি গোল করে । এরকম অনেকগুলো ম্যাচ দেখেছি তারা সেই টাইমে গোল করে দলকে জিতিয়ে নিয়ে যায়। সেই আত্মবিশ্বাস প্রতিটা দর্শকের মধ্যেই রয়েছে যারা রিয়াল মাদ্রিদের ভক্ত। ৯০ প্লাস এক মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ আক্রমণের মাধ্যমে আবারো সেই প্রথম গোলের নায়ক দারুন ফিনিশিং এর মাধ্যমে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেয়।জোসেলু মাত্র তিন মিনিটের মধ্যে দলের নায়ক হয়ে ওঠে এ যেন সিনেমা কেউ হার মানিয়েছে এই দিকে বায়ান মিউনিখ হতাশার জালে বন্দী হয়ে তারা গোল পরিশোধ করার জন্য চেষ্টা করে । দারুন একটা সুযোগ পেয়েছিল কিন্তু রেফারির ভুলে সেই সুযোগটি হাতছাড়া হয়ে যায় । সত্যিই ভাগ্যের কাছে তারা অসহায় হয়ে পড়ে । চাম্পিয়ন্স লিগের ফাইনালে আবার রিয়াল মাদ্রিদ 18 তম বার অবস্থান করে। ১৫ তম শিরোপা উদযাপনের অপেক্ষায় রয়েছে তারা । এই ম্যাচটি ভালোই উপভোগ করেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ মানে উত্তেজনাপূর্ণ সব ম্যাচ। আর যদি সেটা সেমিফাইনালের রিয়াল মাদ্রিদ ও বায়ান মিউনিখের মধ্যবর্তী ম্যাচ হয় তাহলে তো সেটা হাইভোল্টেজ ম্যাচ। সেদিন ভেবেছিলাম হয়তো রিয়াল মাদ্রিদ হেরে যাবে কিন্তু উল্টো রিয়াল মাদ্রিদ দেখিয়ে দিল তাদের রক্তে মিশে রয়েছে চ্যাম্পিয়নস লিগ। আমার কাছে এখন মনে আছে হয়তো এবারও চ্যাম্পিয়ন্স লীগ ঘরে তুলবে রিয়াল মাদ্রিদ। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 2 months ago 

গতকাল যখন বার বার রিয়াল মাদ্রিদ গোলবঞ্চিত হচ্ছিল। একে একে গোল মিস করছিল। কখনো গোলপোস্টে কখনো ম‍্যানুয়াল নুয়ার। তখনই মনে হচ্ছিল আজ অবস্থা খারাপ আছে। শেষে যখন ডেভিস গোলটা দেয় তখন নিশ্চিত ছিলাম আজও ক‍্যামব‍্যাক হবে। জোসেলু আসলো দুইটা গোল করল এবং ম‍্যাচটা জিতল হাহা। সবমিলিয়ে চমৎকার ছিল ম‍্যাচটা।

 2 months ago 

রিয়াল মাদ্রিদের খেলা গুলো দেখে আমি যেন প্রতিনিয়তই অবাক হয়ে যাই। তারা কখন কি করে কোনভাবেই বলা যায় না। এই খেলাটা আমি পুরোপুরি দেখেছিলাম মনে হয়েছিল যে রিয়াল মাদ্রিদ হেরে যাবে কিন্তু শেষ পর্যন্ত তারাই জয়লাভ করল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66976.31
ETH 3509.07
USDT 1.00
SBD 2.70