স্পোর্টস : চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ( রিয়াল মাদ্রিদ ^বুরুশিয়া ডর্টমুন্ড )//by ripon40

in আমার বাংলা ব্লগ18 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ( রিয়াল মাদ্রিদ ^বুরুশিয়া ডট মুন্ড )
  • ০২, জুন ,২০২৪
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20240602_104443.jpg

ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


রিয়াল মাদ্রিদবুরুশিয়া ডর্টমুন্ড
মোট শট-১৩মোট শট-১৩ ।
টার্গেটের শট-০৬টার্গেটের শট-০৪ ।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৫৮%বল Let's -৪২%
পাস করে -৫৪৮পাস করে -৪০৩
পাস নির্ভুলতা-৯১%পাস নির্ভুলতা-৮৫%
ফাউল-০৮ফাউল-১২
হলুদ কার্ড- ০১হলুদ কার্ড - ০৩
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০০অফসাইডস-০১
কোণ-০৮কোণ- ০৯
সময়কাল রাত ১.০০ টায়০২.০৫.২০২৪ইং
ফলাফল :রিয়াল মাদ্রিদ -২ বুরুশিয়া ডর্টমুন্ড-০

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-06-02-10-33-13-399_com.google.android.youtube.jpg


গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল । চ্যাম্পিয়নস লিগ মানেই রিয়াল মাদ্রিদ সেটা আবারও প্রমাণ করেছে। আসলে একটি দল ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অবস্থান সবার থেকে উর্ধে রেখে দলকে শিরোপা জিতিয়ে প্রমাণ করে চলেছে । আসলে তাদের খেলা আপনি উপভোগ করলে আপনার মধ্যে কোন টেনশন কাজ করবে না। কারণ তারা যে ধরনের ফুটবল খেলে তাদের দর্শক কখনো প্রেসার নেয় না। তাদের সমর্থকদের প্রেশার নেওয়ার প্রয়োজনই বা হবে কেন তারা হারতে হারতে জিতে যায়। এরকম দল ফুটবল লিগে একটি সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। দেখা গেছে একটি ম্যাচে রিয়াল মাদ্রিদের জেতার সম্ভাবনা এক পারসেন্ট সেই ম্যাচটি তারা জিতে নেয়। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে তাদের এই পারফরম্যান্স ধারাবাহিকভাবে দেখতে পাই।

Screenshot_2024-06-02-10-34-01-106_com.google.android.youtube.jpg


গতকাল রাতে ওয়েমলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। যে ম্যাচটি দেখার জন্য ফুটবল ভক্তরা অপেক্ষায় ছিল। প্রতিটা শহর যেন উন্মাদনার দারুন একটি জায়গা তৈরি হয়েছে আমাদের ঢাকা শহরে সেই রকম একটি উৎসব বিরাজমান ছিল। নিউজের পাতায় সেই ফুটবল পিয় দর্শকদের জয়জয়কার মুহূর্তের রোমাঞ্চিত গল্পের কথা স্মৃতি হয়ে থাকবে। ফুটবল যেন আমার জীবনের অনেক বড় নেশা রাত জেগে ফুটবল খেলা দেখা জীবনে অনেকটা তৃপ্তি দেয়। চ্যাম্পিয়ন্স লিগের কথা আসলেই রিয়াল মাদ্রিদের নাম উঠে আসবে যেন একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত। আপনি যদি রিয়াল মাদ্রিদের ফ্যান হয়ে থাকেন যে আশা সেই আশা কে কখনো নিরাশ করবে না। আপনার জীবনের নিরাশা দূর করে দিবে সেই ধরনের ফুটবল খেলার রিয়াল মাদ্রিদ।

Screenshot_2024-06-02-10-35-00-234_com.google.android.youtube.jpg


গতকাল রাত ১ঃ০০ টায় খেলাটি শুরু হয়। এই ২ জুন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখার জন্য অপেক্ষায় ছিলাম এই দিনটি কবে আসবে যেটা আমার জন্য স্পেশাল একটি দিন অবশেষে গতকাল সেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল সময় যেন যাচ্ছিল না। রাত দশটা থেকে অপেক্ষা করছিলাম ঘড়ির কাটা বারবার দেখছিলাম কখন সেই নির্দিষ্ট সময় খেলাটি শুরু হবে। যেটা উপভোগ করব বন্ধু রাজু আর আমি একসঙ্গে খেলাটি উপভোগ করেছি। আসলে অনেক মানুষের সঙ্গে খেলা দেখার মজাই আলাদা কিন্তু গভীর রাতের খেলা যেটা খুবই কম মানুষ দেখে ।প্রত্যেকটা শহরে কিছুটা হলে উন্মাদনা থাকে কিন্তু গ্রামে সেটা আপনি বুঝতে পারবেন না । আমাদের মত ইয়াং জেনারেশন মোটামুটি এই ধরনের খেলা দেখে থাকে।

Screenshot_2024-06-02-10-35-57-522_com.google.android.youtube.jpg


যেহেতু আমি রিয়াল মাদ্রিদ ফ্যান রিয়াল মাদ্রিদের 15 তম শিরোপা জেতার যে আনন্দটা সেটা আমার মধ্যে বিরাজমান থাকবে । সেই মুহূর্তের জন্য আমাকে ৯০ মিনিট অপেক্ষা করতে হয়েছে। খেলার শুরুতে বুরুসিয়া দারুণভাবে খেলতে থাকে। এইদিকে রিয়াল মাদ্রিদ তাদের খেলা এলোমেলো হয়ে যায় । যেভাবে আশা করেছিলাম তার বিপরীত হয়। প্রথমদিকে এটা কিং আক্রমণে রিয়ালকে বিধ্বস্ত করার মত অবস্থা তৈরি করে ফেলেছিল ।বুরুশিয়ার.মন্ড তাদের আক্রমণ দেখে নিজের অনেক ভয় লাগছিল ম্যাচটি রিয়াল মাদ্রিদ কি হেরেই যায়। ভিতরে অনেক কম্পন সৃষ্টি হয়েছিল যেটা প্রতিটা প্রিয় দলের খেলা দেখলেই সেই রকম কম্পন সৃষ্টি হয়। প্রিয় দলের প্রতি আত্মবিশ্বাস আছে । রিয়াল মাদ্রিদ এমন একটি দল তারা হারতে হারতে জিতে যায় এরকম বহু ম্যাচের সাক্ষী সেই বিশ্বাস থেকেই তাদের উপর ভালোবাসা অনেক।

Screenshot_2024-06-02-10-38-09-670_com.google.android.youtube.jpg


প্রথমার্ধ রিয়াল মাদ্রিদ তেমন একটা ভালো ফুটবল খেলতে পারিনি যদিও বল পজিশনে তাদের থেকে এগিয়েছিল কিন্তু শর্ট ওন টার্গেট একটিও নিতে পারেনি। অন্যদিকে বুরুসিয়া ডট মুন্ড তারা সর্বোচ্চ শেষ তার মাধ্যমে আক্রমণের উপর আক্রমণ করে গিয়েছে। ভয়ংকর রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের পারফরমেন্স দেখে রিয়াল মাদ্রিদের ভক্তরা চমকে গিয়েছিল। এতটা আগ্রাসী আক্রমণ তাদের কাছ থেকে দেখতে পাব সেটা কখনোই রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আশা করিনি। যত আক্রমণি হোক না কেন রিয়াল মাদ্রিদ সব সময় চাপমুক্ত ফুটবল খেলে থাকে তাদের মাস্টারমাইন্ড কোচ র্কালো আনচেলত্তির প্লান হয়তো দ্বিতীয় অর্ধে দেখতে পাবো সেজন্য প্রথমারদের নির্দিষ্ট খেলা শেষে দ্বিতীয় অর্ধের জন্য অপেক্ষায় রইলাম। কারণ রিয়াল মাদ্রিদের চেয়ে ডটমুন্ড অনেক ভালো ফুটবল খেলেছে। তারা যদি সঠিকভাবে লক্ষ্যভেদ অতিক্রম করতে পারতো 3-0 গোলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

Screenshot_2024-06-02-10-38-49-503_com.google.android.youtube.jpg


যখন দ্বিতীয় খেলা শুরু হল রিয়াল মাদ্রিদ তার আগের রূপে ফিরে পেল সেই পারফরম্যান্সের অপেক্ষায় ছিলাম আমি বন্ধু রাজুর সাথে আলোচনা করছিলাম মাস্টারমাইন্ড কোচ আনচেলত্তি হয়তো এবার কিছু একটা করে দেখাবে সেটাই হলো রিয়াল মাদ্রিদ তাদের আগের রূপে ফিরিয়ে পেল সেই ভাবে ফুটবল খেলতে থাকে আক্রমণের উপর আক্রমণ করতে থাকে আর দিশেহারা হয়ে পড়ে ডট মুন্ড। রিয়াল মাদ্রিদ অনেকগুলো কর্নার পায় সেখান থেকে আমার একটা বিশ্বাস ছিল গোল হওয়ার সম্ভাবনা আছে কারবাহালের হেডে দলকে ৭৪ মিনিটে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যায় তখনই বুঝে ফেলেছি রিয়াল মাদ্রিদ তার আসল রূপ দেখিয়ে দিল। ৮৩ মিনিটের মাথায় বুরুশিয়া ডটমুন্ড এর ভুলে মাদ্রিদ দারুন একটি সুযোগ পায়। সেখানে ভিনিসিয়াস জুনিয়র দারুণ এক ফিনিশিং এর মাধ্যমে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যায়। সেখানেই জয় নিশ্চিত হয়ে যায় তখন রিয়াল মাদ্রিদ ফ্যান আনন্দ উল্লাসে মেতে ওঠে । তাদের জয় ঠেকায় কে এভাবেই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লীগের ১৫ তম শিরোপা জিতে নেয়। গতকালকের রাত জাগা সার্থক এটাই একজন ফুটবল ভক্ত হিসেবে প্রত্যাশা করবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 18 days ago 

ফুটবলের উরেফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ মানেই টানটান উত্তেজনা। যদিও গত কালকে এই ম্যাচটি দেখতে পারিনি। রিয়াল মাদ্রিদ গতকালকে রাতে অনায়াসেই বুরুসিয়াকে ধরাশায়ী করেছে। রিয়াল মাদ্রিদ এর ভিতরে চ্যাম্পিয়ন্স লিগের ডিএনএ আছে এটা সত্য। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 18 days ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন চ্যাম্পিয়নস লিগ এর ফাইনাল খেলা রিয়াল মাদ্রিদ ভার্সেস বুরুশিয়া ডর্টমুন্ড। আসলে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিকে মনে হয়েছিল রিয়াল মাদ্রিদ এবার কোয়ালিফাই করবে না। অবশেষে সেই রিয়াল মাদ্রিদ টফি ঘরে তুলল। ভিনিসিয়াস জুনিয়রের শেষের গোলটি আমার কাছে বেশ চমৎকার লেগেছিল। অবশেষে ২-০গোলে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 17 days ago 

চ‍্য‍াম্পিয়ন লীগের নাম বদলে রিয়াল মাদ্রিদ রাখা হোক। শেষ দশ আসরে ছয় বার চ‍্যাম্পিয়ন। প্রথমার্ধে একটু খারাপ খেললেও দ্বিতীয়ার্ধে যেন বদলে যায় রিয়াল মাদ্রিদ। অসাধারণ খেলতে থাকে। এবং তারই ধারাবাহিকতায় দুইটা দারুণ গোলও অর্জন করে নেয়। তবে আমি খুব করে চেয়েছিলাম যেন টনি ক্রুস একটা গোল করতে সক্ষম হয়। কিন্তু অ‍্যাসিস্ট পেলেও গোল পাইনি ক্রুস।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36