পদ্মা নদীতে খেও জাল দিয়ে মাছ ধরা //by ripon40

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • পদ্মা নদীতে খেও জাল দিয়ে মাছ ধরা
  • ২৩, মে ,২০২৪
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। পদ্মা নদীতে খেও জাল দিয়ে মাছ ধরার সুন্দর মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



1000049566-01.jpeg

তাহলে চলুন গল্পটি শুরু করি


দুইদিন আগের কথা দুপুর টাইমে হঠাৎ সাগর ভাই আমাকে ফোন করলো মাছ মারতে যেতে হবে। আমি বললাম কোথায় পদ্মা নদীতে খেও জাল দিয়ে। আমাকে দ্রুত রেডি হতে বলল আমি দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম। মোট সাতজন তিনটা বাইক নিয়ে পদ্মা নদীর উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে পদ্মা নদীর তীরে বিকেল মুহূর্তে কাটানো মুহূর্ত অনেকবার শেয়ার করেছি । বিভিন্ন জায়গা দিয়ে পদ্মা নদীর তীরে যাওয়া যায়। এবার ভিন্ন এক পথ দিয়ে গিয়েছিলাম যে পথ দিয়ে খুব সহজেই পদ্মা নদীর কাছে যাওয়া যায়। এদিকে সোহাগ ভাই জাল রেডি করেছে খাবার পানি এবং কিছু শুকনা খাবার নিয়ে রওনা দিয়েছিলাম। আসলে মাছ মারা হোক বা না হোক সেখানে গিয়ে মজা হবে অনেক সেটাই অনেক বড় পাওয়া।

IMG_20240521_141730-01.jpeg

IMG_20240521_144343-01.jpeg

IMG_20240521_144341-01.jpeg

IMG_20240521_144332-01.jpeg

IMG_20240521_150008-01.jpeg


Device : Redmi Note 11
নদী পারাপারের মুহুর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এর আগের দিন আমরা সেই জায়গাটিতে ঘুরে এসেছিলাম । আসলে বিকেল মুহূর্তে সেই জায়গাটিতে বসে আড্ডা দিতে অনেক ভালো লাগে। সেখান থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আমার মনে ছিল না। আমাদের মাছ মারার গ্রুপে ছোট বড় সবাই ছিল দুইজন বড় ভাই এবং একজন ভাগ্নে সাথে দুজন ছোট ভাই আমি এবং বন্ধু রাজু মোট সাতজন । আমাদের বাসা থেকে চার কিলো দূরে প্রথমে বাইক নিয়ে সেনগ্রাম বাজার অতিক্রম করে ছোট্ট শাখা নদী আছে সেটা পার দিতে হবে। সেই ছোট্ট শাখা নদী পার হওয়ার জন্য সেখানে একটি ডেঙি নৌকা থাকে সেই নৌকার মাঝি একজন বৃদ্ধ চাচা দুপুর টাইমে যেহেতু নদীর পাড়ের মানুষের নদী পারাপারের ব্যস্ততা খুবই কম থাকে। তিনি গাছ তলায় বসে রেস্ট করছিল।

IMG_20240521_150009-01.jpeg

IMG_20240521_150028-01.jpeg

IMG_20240521_150017-01.jpeg

IMG_20240521_150448-01.jpeg


Device : Redmi Note 11
পদ্মার চরের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সেই বৃদ্ধ মাঝি তিনি আর যেতে চাইছিল না। যেহেতু দড়ি টেনে টেনে নদী পার হতে হয় সেই কাজটা আমরা সহজেই পারবো। তাছাড়া আমি খুব ভালো নৌকা চালাইতে পারি এর আগে হয়তো আপনারা দেখেছেন। বর্ষাকালে যখন নদীতে ঘুরাঘুরি করি তখন নৌকা চালানোর দায়িত্ব থাকে আমার। নদীর এপার থেকে ওপার যাওয়া-আসা মোট ভাড়া ১০ টাকা জন প্রতি আমরা যেহেতু সাতজন ছিলাম সাত জনের 70 টাকা নৌকা ভাড়া সেটা সাথে নিয়ে গিয়েছিলাম। নদী পার হওয়ার পর আবার ১০ মিনিটের পথ হাঁটতে হবে। প্রথমে চাষাবাদ ফসলের মাছ দিয়ে পথ সেটা পাঁচ মিনিট হেঁটে অতিক্রম করার সাথে সাথেই পদ্মা নদী। আসলে পদ্মা নদীর যে বেহাল অবস্থা ভাবতেই অবাক লাগে। ছোটবেলা পদ্মা নদীর গর্জন শুনে ভয় পেতাম। নদীতে অনেক পানি থাকতো স্রোত প্রচন্ড আর বর্তমান পদ্মা নদী দেখলে মনে হবে না এটা পদ্মা নদী। সময়ের সাথে সাথে অল্প দিনের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এটা ভালো লক্ষণ নয়।

IMG_20240521_150511-01.jpeg

IMG_20240521_150515-01.jpeg

IMG_20240521_161759-01.jpeg

IMG_20240521_161823-01.jpeg

IMG_20240521_161824-01.jpeg


Device : Redmi Note 11
নদীতে জাল ফেলার মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



পদ্মা নদীর বালুকাময় পথ হেঁটে হেঁটে যাচ্ছিলাম চারিদিকের মরুভূমি ময় দৃশ্য উপভোগ করছিলাম। যখন পদ্মা নদীর কাছাকাছি গিয়েছিলাম এক চাচা যিনি জাল পেতেছিল অল্প কিছু মাছ পেয়েছে । সেটা দেখার জন্য আমরা সবাই খুব দ্রুত সেখানে উপস্থিত হলাম। নদীর মাছ খেতে খুবই সুস্বাদু আর এই সময় বেলে মাছ বেশি পাওয়া যায়। বেলে মাছ টেংরা মাছ আরো অন্যান্য মাছ যেগুলো দেখলেই মনে হয় রান্না করে খেয়ে ফেলি। সেই চাচার কাছে জিজ্ঞাসা করলাম নদীতে মাছ কেমন? তিনি বললো তেমন মাছ নেই দেখতেই পাচ্ছো। তোমরা খেও জাল নিয়ে শুরু করে দিলাম মাছ মারা সোহাগ ভাই খেও ঝাল খুব ভালোভাবে ফেলাইতে পারে। সোহাগ ভাই প্রথম শুরু করলো প্রথমে ছোট্ট একটি পুঁটি মাছ বেধেছে আমরা তো মহা খুশি । এইদিকে আমরা কয়েকজন নদীতে গোসল করায় খুবই ব্যস্ত। প্রথমে কয়েকবার জাল ফেলানোর পরে ছোট্ট ছোট্ট দুই একটা পুঁটি মাছ তাছাড়া আর কোন মাছ জালে বাঁধেনি। কি আর করার প্রচন্ড গরম সবাই অনেক মজা করে গোসল করেছিলাম। সেই মুহূর্তটাও শেয়ার করব পরবর্তী পোস্টে।

পোস্ট বিবরণ

শ্রেণীপদ্মা নদীতে খেও জাল দিয়ে মাছ ধরা
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনKushtia

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

পদ্মা নদীতে মাছ ধরার খুব সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করেছেন ভাইয়া। সাতজন মিলে একসাথে মাছ ধরতে গিয়েছেন। আসলেই মাছ ধরতে না পারলেও সবাই মিলে একসাথে যাওয়ার মধ্যে একটা মজা রয়েছে। তবে আপনারা তো মোটামুটি ভলোই মাছ ধরতে পেরেছেন। গরমের মধ্যে নদীর পানিতে গোসলও করেছেন। ফটোগ্রাফি গুলো দারুন ছিল। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আসলে নদীতে গিয়ে মাছ ধরা যেটা অনেক মজার কাজ না পাইলেও সমস্যা নাই সেখানে অনেক আনন্দ হয় এবার খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছি।

 3 months ago 

ভাই আপনারা যেটাকে খেও জাল বলছেন এটাকে আমরা খেপলা জাল বলে থাকি। নদীতেই হোক আর পুকুরেই হোক মাছ ধরতে আমার ভীষণ ভালো লাগে। তবে নদীতে যেসব মাছগুলো পাওয়া যায় এসব মাছগুলো খেতে ভীষণ সুস্বাদু। আপনি যেসব মাছগুলো পেয়েছেন প্রত্যেকটা মাছ আমার অনেক প্রিয়। সবাই মিলে এভাবে মাছ ধরতে দারুন লাগে। পদ্মা নদীতে মাছ ধরার অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের নাম ধরে ডাকা হয়। যাইহোক, অনেক সুন্দর মুহূর্ত ছিল মাছ না পাইলেও অনেক মজা করেছিলাম।

 3 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্ট দেখে আমার মাছ ধরার কথা মনে পড়ে গেল। তবে আপনি দেখছি পদ্মা নদীতে গিয়ে এভাবে খ্যাপলা জাল দিয়ে মাছ ধরেছেন বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো। এমনকি মনে হচ্ছে আমার নিজেরও ওইখানে গিয়ে এভাবে মাছ ধরতে। মাছ ধরতে আমার খুবই ভালো লাগে। তবে আপনারা দেখছি বেশ কয়েকজন মিলে সেই পদ্মা নদীতে ক্ষেপলা জ্বাল দিয়ে খুব সুন্দর সুন্দর মাছ পেয়েছেন। আর যে পুটি মাছ গুলো পেয়েছেন তা দেখে মনে হচ্ছে ভেজে খেয়ে নি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মুহূর্ত উপভোগ করে আর এই মাছ ধরার মুহুর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

হ্যাঁ এই জাল দিয়ে মাছ ধরার অনুভূতিটা খুবই সুন্দর ছিল ।পদ্মা নদীতে গিয়ে দারুন সময় কাটিয়েছি। দুই একটি মাছ পেয়েছিলাম যেটা অনেক আনন্দ দিয়েছিল।

 3 months ago 

পদ্মা নদীতে মাছ ধরার সুন্দর মুহূর্ত আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার চমৎকার এ মাছ ধরা দেখে আমার ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি মাছ ধরাটা আমাদের মাঝে দেখানোর চেষ্টা করেছেন। আমিও বরশি দিয়ে মাছ ধরতে খুবই পছন্দ করি।

 3 months ago 

হ্যাঁ চমৎকার মুহূর্ত ছিল যেটা কখনো ভুলবার নয় এই সময়গুলো একসময় হারিয়ে ফেলবো সুন্দর মুহূর্ত আপনারাও উপভোগ করলেন ভালো লাগলো।

 3 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পদ্মা নদীতে খেও জাল দিয়ে মাছ ধরার অনুভূতি। বাড়ি থেকে অনেকগুলো বাইক নিয়ে আপনারা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন জানতে পারলাম। নদীতে যাওয়ার সময় বালি পথ পাড়ি দেওয়ার সময় মরুভূমির ময় দেখেছিলেন। আসলে খেও জাল দিয়ে মাছ ধরতে বেশ ভালোই লাগে। বেলে মাছগুলো খেতে কিন্তু আমার কাছে বেশ মজা লাগে ভাই। ধন্যবাদ এত সুন্দর একটা অনুভূতিমূলক পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

অনেক দূরের পথ সেজন্য বাইক নিয়ে গিয়েছিলাম তারপর ছোট্ট একটি শাখা নদী পাড় দিয়ে হেঁটে যেতে হয়। তবুও অনেক মজা হয়েছিল প্রচন্ড গরমে পদ্মা নদীতে গিয়ে গোসল করা দারুন ছিল।

 3 months ago 

এক সময় আমি প্রচুর পরিমাণে মাছ ধরতাম। মাছ ধরা আমার কাছে একটা নিশার মত ছিলো। তবে আমি বঁড়শি/ছীপ দিয়ে মাছ ধরতে বেশি পছন্দ করি। পদ্মা নদীতে খেউ জাল দিয়ে আপনি মাছ ধরেছেন। মাছ ধরার দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগছে দেখে মনটা ভরে গেল। বন্ধুরা সবাই মিলে একসাথে মাছ ধরতে যাইয়ার আনন্দটাই অন্যরকম। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য।

 3 months ago 

মাছ ধরার মধ্যে অনেক আনন্দ রয়েছে যেটা অনেক মানুষের কাজ মজার। আমার কাছে অনেক ভালো লাগে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 months ago 

খেও জাল দিয়ে মাছ ধরার আনন্দ এক রকম আর বড়শি দিয়ে মাছ ধরার আনন্দ আরেক রকম। তবে আমার কাছে বড়শি দিয়ে মাছ ধরতে বেশি ভালো লাগে।

 3 months ago 

নদীতে মাছ ধরার অনুভূতি গুলো পড়ে আর ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লেগেছে ভাইয়া।এক সাথে বেশ কয়জন গেলেন।মাছ ধরতে না পারলেও এই গরমে নদীর এই মনোমুগ্ধকর পরিবেশে একসাথে সময় কাটালেও ভালো লাগে।আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 3 months ago 

আসলে মাছ না পাইলে অনেক মজা করেছি নদীতে গোসল করেছিলাম । অনেক ভালো লেগেছিল কারণ প্রচন্ড গরমে পদ্মা নদীর পানিতে গোসল করার মজাই আলাদা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53554.32
ETH 2224.75
USDT 1.00
SBD 2.29