স্পোর্টস : ইংলিশ লীগ ( আর্সেনাল ^ টোটেনহাম )//by ripon40

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ইংলিশ লীগ( আর্সেনাল ^ টোটেনহাম )
  • ২৮, এপ্রিল ,২০২৪
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20240429_002659.jpg

ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


আর্সেনালটোটেনহাম
মোট শট-৯মোট শট-১৪ ।
টার্গেটের শট-৩টার্গেটের শট-০২ ।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৩৭%বল পজিশন -৬৩%
পাস করে -৩৪১পাস করে -৫৫৫
পাস নির্ভুলতা-৮১%পাস নির্ভুলতা-৮৯%
ফাউল-১৬ফাউল-১২
হলুদ কার্ড- ০১হলুদ কার্ড - ০২
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০৪অফসাইডস-০৩
কোণ-০৬কোণ- ০৮
সময়কাল রাত ৭.০০ টায়২৮.০৪.২০২৪ইং
ফলাফল :আর্সেনাল -৩ টোটেনহাম -২

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-04-29-00-23-52-648_com.google.android.youtube.jpg


আজকে এই ম্যাচটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম । কারণ ইংলিশ লীগের প্রতিটা ম্যাচ এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। কারণ লীগের শেষ সময় পয়েন্ট তালিকায় এখনো শীর্ষে রয়েছে আর্সেনাল। তারপর ম্যানসিটি তৃতীয় অবস্থানে রয়েছে লিভারপুল। যদিও ম্যানসিটি এখনো দুই ম্যাচ কম খেলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে। অন্যদিকে আর্সোনাল ৩৫ ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। সেখানে লীগ শিরোপা জেতার সম্ভাবনা ম্যানসিটির বেশি রয়েছে। কারণ তাদের রয়েছে দুর্বল প্রতিপক্ষ অন্যদিকে আর্সেনাল তাদের কঠিন প্রতিপক্ষের সাথে লড়তে হবে। যার মধ্যে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল।

Screenshot_2024-04-29-00-24-17-970_com.google.android.youtube.jpg


ইংলিশ লিগে কেউ কাউকে ছেড়ে দিতে রাজি নয়। কখন কোন দল হেরে যাবে সেটা কেউই বুঝতে পারে না। দেখা যায় ভালো দল একটু দুর্বল প্রতিপক্ষের সাথে হেরে গিয়েছে বিশেষ করে এই সময় আর্সেনাল পয়েন্ট হারায়। যদিও আজকে টোটেনহাম এর ঘরের মাঠে খেলা ছিল। সেজন্য আর্সেনালের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করার জন্য এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি ভেবেছিলাম এই ম্যাচটি জিততে আর্সেনালের খুবই কঠিন হবে কিন্তু সেটাই হয়েছিল। ম্যানসিটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর তারা মানসিকভাবে বিপর্যস্ত । তবুও তারা জয়ের ধারা অব্যাহত রেখেছে যেটা সবাই প্রত্যাশা করে। কয়েক ম্যাচ আগে লিভারপুলের লীগ শিরোপা জেতার সম্ভাবনা বেশি ছিল। ধারাবাহিকভাবে কয়েকটি ম্যাচ হেরে যাওয়ার পর তাদের সম্ভাবনা একদমই শেষ হয়ে গিয়েছে।

Screenshot_2024-04-29-00-24-32-933_com.google.android.youtube.jpg


এদিকে টটেনহামের এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ কারণ পয়েন্ট তালিকায় চতুর্থ নাম্বারে অবস্থান করলে চ্যাম্পিয়নস লিগ এবং ইউরোপা লিগ খেলার সুযোগ রয়েছে । সেই লক্ষ্যে তারা জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিল। দুইটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমি আগেই ভেবেছিলাম যে কোন একটা ফলাফল বের হবে । খেলা শুরুতে টটেনহাম আক্রমনাত্মক ফুটবল খেলতে শুরু করে। অন্যদিকে আর্সেনাল নিজেদের ডিফেন্স শক্তিশালী করে খেলার ষ চেষ্টা করে। এদিকে টটেনহামের দুর্বল ডিফেন্সের কারণে খেলার 15 মিনিটে গোল হজম করে। যেখানে আর্সেনাল এক শূন্য গোলে এগিয়ে যায়। তখন টোটেনহাম আক্রমণ বাড়িয়ে দেয়। এই দিকে সেই সুযোগ কাজে লাগিয়ে আর্সেনাল আরেকটি গোল করে বসে 27 মিনিটে সাকা। তখন বুঝতে পেরেছিলাম ম্যাচটি খুব সহজেই আর্সেনাল জয়ী হবে।

Screenshot_2024-04-29-00-25-13-529_com.google.android.youtube.jpg


বল পজিশনে আর্সেনালের চেয়ে টটেনহাম অনেক এগিয়েছিল । আসলে তাদের ঘরের মাঠে যেভাবে খেলার দরকার তারা সেভাবেই খেলা শুরু করে কিন্তু অনেকগুলো সহজ সুযোগ মিস করে। খেলার প্রথমার্ধের শেষ দিকে ৩৮ মিনিটে কাই হাবার্ড দারুন একটি ফিনিশিং করে গোল করে। যেখানে আর্সেনাল ৩-০ গোলে দলকে এগিয়ে নিয়ে যায় ।সত্যি এই প্রথমার্ধের খেলায় ৩-০ গোলে এগিয়ে যাওয়া ঘরের মাঠে সত্যিই অবিশ্বাস্য ছিল। এভাবে প্রথমার্ধের খেলা শেষ হয়ে যায় খেলাটি ভালোই উপভোগ করছিলাম। নির্দিষ্ট সময় বিরতি শেষে খেলা আবার শুরু হয়। আমি ভেবেছিলাম আর্সেনাল এই ম্যাচে অনেকগুলো গোল করবে আর দ্বিতীয় অর্ধে তারা সেই সুযোগটি লুফে নেবে। কিন্তু আমার ধারণা সম্পূর্ণই ভুল হয়েছিল তাতে নাম দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়ায়।

Screenshot_2024-04-29-00-25-41-551_com.google.android.youtube.jpg


টটেনহাম দ্বিতীয় অর্ধে আক্রমণাত্মকভাবে ফুটবল খেলতে শুরু করে বল পজিশন আর্সেনালের চেয়ে অনেক এগিয়ে। অনেক গুলো আক্রমণের মাধ্যমে কোন গোল পাচ্ছিল না । খেলার 64 মিনিটে দারুন একটি সুযোগ পায় সেখানে দলকে ৩-০ গোলে পিছিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তখন আর্সেনাল নিজেদের ডিফেন্স শক্তিশালী করে খেলার চেষ্টা করে। অন্যদিকে টটেনহাম আক্রমণ বাড়িয়ে বল পজিশন ধরে রেখে আক্রমণ করতে শুরু করে। খেলাটি ভালোই উপভোগ করছিলাম। এই সময়ে আর্সেনাল অনেকগুলো সুযোগ পায় যেগুলো কাজে লাগালে হয়তো গোল ব্যবধান আরো বাড়াইতে পারতো কিন্তু তারা মিস করার কারণে সেই সুযোগটি টটেনহাম নিয়ে নেয়। ভালো ফুটবল খেললে সেখানে আর্সেনাল চাপে পড়ে যায়। আমার মনে হচ্ছিল ম্যাচটি সমতায় নিয়ে আসবে যেভাবে আক্রমণ শুরু করে দিয়েছিল। সেরকম একটা অবস্থানে চলে গিয়েছিল।

Screenshot_2024-04-29-00-25-50-251_com.google.android.youtube.jpg


সেজন্য আমার ইংলিশ লীগের খেলা গুলো খুবই ভালো লাগে। কখন কোন দল ঘুরে দাঁড়ায় সেটা বুঝাই যায় না। এই ম্যাচটি দেখার জন্য সত্যিই অপেক্ষায় ছিলাম। খেলা দেখার মাধ্যমে যে ইনজয় সেটা ভালোই উপভোগ করছি। খেলার 87 মিনিটে পেনাল্টি পায় টটেনহাম যেখানে ব্যবধান কমানোর ধারণা একটা সুযোগ কাজে লাগিয়ে দলকে 3-0 ব্যবধান থেকে এক শূন্য ব্যবধানে নিয়ে আসে। কোথাকার ম্যাচ কোথায় চলে আসলো হয়তো আর কিছু সময় পাইলে ম্যাচটি ড্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো । যেভাবে আক্রমন শুরু করে দিয়েছিল টটেনহাম অন্যদিকে আর্সেনাল কে মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। যাইহোক খেলার নির্ধারিত সময়ে তিন দুই ব্যবধানে ম্যাচটি আর্সেনাল দিতে নেয় পয়েন্ট তালিকা নিজেদের অবস্থান সবার উপরে রেখে খেলাটি শেষ হয়। এই ম্যাচটি ভালই উপভোগ করেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

ইংলিশ লীগের খেলা গুলো তেমন একটা দেখা হয় না। ইউটিউব ঘাটাঘাটি করতে গিয়ে যদি কখনো চোখে পড়ে তখন এই খেলা গুলো দেখা হয়। আপনি আর্সেনাল টোটেনহামের মধ্যকার ম্যাচটি রিভিউ করেছেন। আপনার রিভিটি পড়ে আমি খুব একটা ভালো ধারণা পেলাম না। ছবির সাথে বর্ননার তেমন একটা মিল নেই। ভাবলাম আপনার দেওয়া ভিডিওটা দেখো কিন্তু সেটাও চালু করতে পারলাম না।

 6 months ago 

এই ম‍্যাচ টা জেতার মধ্য দিয়ে লীগ টাইটেল রেসে টিকে থাকল আর্সেনাল। সিটির থেকে এক ম‍্যাচ বেশি খেলে ১ পয়েন্টে এগিয়ে রয়েছে আর্সেনাল। সিটি যদি একটা ম‍্যাচ হারে তাহলে আর্সেনালের একটা সম্ভাবনা আছে। গতকাল ম‍্যাচটা দেখেছিলাম। আর্সেনাল যেন টটেনহ্যাম কে তাদের ঘরের মাঠে পাওাই দিচ্ছিল না। কিন্তু যাইহোক শেষে গিয়ে দুইটা গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি তারা।