স্পোর্টস : ফ্রেন্ডলি ম্যাচ (মেক্সিকো ^ ব্রাজিল )//by ripon40

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ফ্রেন্ডলি ম্যাচ (মেক্সিকো ^ ব্রাজিল )
  • ০৮, জুন ,২০২৪
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20240610_015545.jpg

ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


মেক্সিকোব্রাজিল
মোট শট-১৩মোট শট-০৯ ।
টার্গেটের শট-৪টার্গেটের শট-০৫ ।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৪৪%বল পজিশন -৫৬%
পাস করে -৩৯৭পাস করে -৫১৯
পাস নির্ভুলতা-৮৪%পাস নির্ভুলতা-৮৮%
ফাউল-১৪ফাউল-১৩
হলুদ কার্ড- ০০হলুদ কার্ড - ০৩
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০২অফসাইডস-০০
কোণ-০৯কোণ- ০১
সময়কাল সকাল ৭.০০ টায়০৯.০৬.২০২৪ইং
ফলাফল :মেক্সিকো-০২ ব্রাজিল-০৩

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-06-10-01-51-32-997_com.google.android.youtube.jpg


**বর্তমান বিভিন্ন ক্লাবের খেলা বিরতি রয়েছে। এখন জাতীয় দলের খেলা শুরু হয়েছে। ক্লাবের খেলা গুলোর শেষের দিকে সেজন্য সিজনের শেষ মুহূর্তের খেলা কিছুদিনের জন্য বিরতি থাকে সেই সময় দলের খেলা শুরু হয়ে যায়। এইতো আর কিছুদিনের মধ্যেই ইউর ো এবং কোপা আমেরিকা শুরু হবে। বর্তমান বর্তমান বড় বড় দল গুলোর প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে নিজেদেরকে জ্বালিয়ে নেওয়ার জন্য এই ধরনের পৃথিবী প্রতিটা দল খেলছে ।কোপা আমেরিকা এবং ইউরো কাপ খেলা দেখার অপেক্ষায় আছি আপনাদের সাথে সবসময় ক্লাবের খেলাগুলো শেয়ার করে থাকি। আজকে সকাল সাতটার দিকে ব্রাজিল এবং মেক্সিকো তাদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় । যে ম্যাচটি ভালোই উপভোগ করেছি। **

Screenshot_2024-06-10-01-52-17-337_com.google.android.youtube.jpg


বিশ্বকাপের সর্বোচ্চ চ্যাম্পিয়ন ব্রাজিল তারপর জার্মানি তাদের এই বেহাল অবস্থা থেকে কোনভাবেই নিজেদের আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারছে না। সেজন্য ২০২৪ সালের তাদের প্রথম ম্যাচ ফ্রান্সের সাথে অনুষ্ঠিত হয় জার্মানির এবং ব্রাজিলের অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের সাথে। সেই দুটি ম্যাচে ব্রাজিল এবং জার্মানি জিতে যায় যেহেতু ইংল্যান্ডের মতো দলের সাথে ব্রাজিল জিতে গিয়েছে মেক্সিকোর সাথে ভালো একটা পারফরম্যান্স করবে সেটাই প্রত্যাশা করেছিলাম। ব্রাজিলের যে ছন্দময় ফুটবল সেটা যেন এখন বিলুপ্তির পথে। যখন সকাল সাতটার দিকে স্পেনের সাথে খেলা শুরু হয়। প্রথমেই মেক্সিকো অনেক আক্রমনাত্মক ফুটবল খেলতে শুরু করে। তাদের খেলার কাছে ব্রাজিলের সেই ছন্দময় খেলা হারিয়ে গিয়েছিল। বুঝে উঠতে পারছিলাম না কি খেলছে ব্রাজিল।

Screenshot_2024-06-10-01-53-18-505_com.google.android.youtube.jpg


মেক্সিকো খেলার শুরুতে আক্রমণের উপর আক্রমণ করতে থাকে। অন্যদিকে ব্রাজিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে তারা ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকে। এই ধরনের খেলা ব্রাজিলের মতো দলের কাছ থেকে কখনো আশা করিনি। এরকম ম্যাচ আগে কখনো দেখিনি। এর কারণ হলো দীর্ঘ এক বছর তাদের পারফরম্যান্স খুবই খারাপ। বিশ্বকাপের পর থেকে অনেকগুলো বাছাইপর্ব ম্যাচে তারা হেরে গিয়েছে। নতুন কোচ পরিবর্তন হয়েছে তিনটি তবুও দলের কোন পরিবর্তন হয়নি। ডরিবাল জুনিয়ার নতুন দায়িত্ব নেয়ার পর শুরুটা ভালো করেছিল কিন্তু এই ম্যাচে আগের ব্রাজিলকে খুঁজে পাওয়া যায়নি। দলে আক্রমণ ভাগ ব্যতীত সবাই নতুন এরকম একটি দল নিয়ে ইউরোপের বেস্ট দলগুলোর সাথে খেলার সত্যিই অনেক বড় একটি চ্যালেঞ্জ। খেলার সাত মিনিটে মিনিটে বিরাজিল দারুন একটি আক্রমণের মাধ্যমে গোল করে পেরেইরা। মেক্সিকোর মিডফিল্ডার এবং ডিফেন্স বোকা বানিয়ে ভুল করে। ব্রাজিলের নতুন গোলকিপার তার কৌশল বুঝতে পারেনা। মাঝ বরাবর স্লো করে লক্ষ্য দেধে বল পাঠিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়ে যায়। যেখানে মেক্সিকো এক শুন্য গোলে পিছিয়ে পড়ে।

Screenshot_2024-06-10-01-53-42-046_com.google.android.youtube.jpg


এর আগে ব্রাজিলের যতগুলো ম্যাচ দেখেছি তারা গোল খাওয়ার পর খেলায় ভালোভাবে কাম ব্যাক করে। কিন্তু গোল খাওয়ার পরেও ব্রাজিলের মধ্যে সেই বিষয়টি দেখতে পেলাম না । বল পসিশন সব সময় মেক্সিকোর বেশি ছিল ।অন্যদিকে ব্রাজিল এটা কিং মুডে ফুটবল খেলতে থাকে । মেক্সিকো আক্রমণের উপর আক্রমণ করতে থাকে। ল্যাটিন আমেরিকার যে কোন দল তাদের বল পজিশন ধরে রেখে ফুটবল খেলে থাকে কিন্তু এবার ব্রাজিলকে ভিন্ন রূপ দেখতে পেলাম। সত্যিই আমার কাছে যেটা অবিশ্বাস্য লেগেছে। খেলার ৫৪ মিনিটে অলমো ব্রাজিলের ডি বক্সের মধ্য থেকে ডিফেন্স কে বোকা বানিয়ে দারুণ একটি গোল করে । সত্যিই এই ধরনের খেলা ব্রাজিলের সাথে হবে সেটা অপ্রত্যাশিত। খেলা দেখার মন-মানসিকতাই নষ্ট হয়ে গিয়েছিল। ভাবলাম আর কিছু সময় দেখে বাদ দিয়ে দেই। কারণ যেভাবে খেলা হচ্ছিল ব্রাজিলের অনেকগুলো গোল খাওয়ার কথা।

Screenshot_2024-06-10-01-54-39-816_com.google.android.youtube.jpg


2-০ গোল এর ব্যবধানে প্রথমার্ধের খেলার শুরুতে এগিয়ে যায়। আর ধারাবাহিকভাবে ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলেছে যদিও হারেনি কিন্তু তাদের পারফরম্যান্স আশানুরূপ নয় । কারণ অনেকগুলো গোল হজম করেছে ।আগে ব্রাজিলের খেলা যখন দেখতাম দেখা গেছে অনেকগুলো ম্যাচ খেলার পরেও তারা গোল হজম করেনি কিন্তু তারা গোল দিয়ে এগিয়ে থাকলেও সাথে সাথে গোল হজম করে বসে। খেলার দ্বিতীয় অর্ধে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর 73 মিনিটে গোল খেয়ে বসে। যদিও নতুন পেলে আসছিল সবগুলো তাদের পারফরম্যান্স মোটামুটি ভালো ছিল। ক্লাবে তাদের খেলা কখনো দেখিনি কারণ তারা নামকরা ক্লাবে খেলে না দুই একজন ব্যতীত। তখন ভেবে নিয়েছিলাম আজকে ব্রাজিল আরো অনেকগুলো গোল করবে কিন্তু খেলার 73 মিনিটে যে গোলটি খেয়ে যায় সত্যিই অপ্রত্যাশিত।

Screenshot_2024-06-10-01-55-04-823_com.google.android.youtube.jpg


মেক্সিকো গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে তারা দারুণভাবে ফুটবল খেলে অন্যদিকে ব্রাজিল নিজেদের ডিফেন্স শক্তিশালী করে খেলার চেষ্টা করে খেলাফেরা শেষের দিকে তখন ভেবেছিলাম ২-১ গোলে খেলাটি শেষ হয়ে যাবে খেলার অতিরিক্ত টাইম ছিল ৮ মিনিট অতিরিক্ত টাইম এর দুই মিনিটে ম্যাক্সিকো গোল করে দলকে ফিরিয়ে নিয়ে আসে। যেটা সত্যি অসাধারণ ছিল দারুন একটি গোল করে দলকে সমতায় নিয়ে চলে আসে আর বাকি থাকে ছয় মিনিট। তার মধ্যে গোল পরিশোধ করা খুবই কঠিন ব্রাজিলের সেই বিস্ময়কর ভালো একটি গোল করে দলকে জিতিয়ে নেন। সত্যিই তার এই ধারাবাহিক পারফরমেন্স দেখে সবাই অবাক। খেলার 10 মিনিট বাকি থাকতে নেমে দারুন পারফরমেন্স করেছে। যেটা দলকে জয় এনে দিয়েছে এই ধরনের গোল গুলো সত্যিই দর্শক এবং সামর্থকরা আনন্দ পায়। সেটাই উপভোগ করেছি আশা করি আপনাদের কাছে আজকের ম্যাচের প্রেডিকশন অনেক ভালো লাগবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

অনেক সুন্দর একটি খেলা আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন ভাই। আপনার এই ব্রাজিল ও মেক্সিকোর বিশাল খেলা রিভিউ করতে দেখে অনেক ভালো লেগেছে। যেখানে বিস্তারিত সব আলোচনা করেছেন এবং উপস্থাপন করেছেন উভয় বিষয়ের। দারুন হয়েছে আপনার রিভিউ করা।

 2 months ago 

গতদিন খেলাটা আমি খুব ভালোভাবে উপভোগ করেছিলাম । যদিও ব্রাজিল প্রথমের দিকে দুইটা গোল করেছিল কিন্তু শেষের দিকে তাদের খেলা দেখে মনে হচ্ছিল ক্ষমতা নিয়েই খেলা শেষ হবে। ব্রাজিলের ভাগ্য ভালো শেষ মিনিটে গোল দিয়ে ব্রাজিল জয়লাভ করেছে।

 2 months ago 

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র মোটামুটি দলের প্রধান খেলোয়াদের বাদ রেখে মাঠে নেমেছিলেন। প্রথমে দুই গোল করে লিড নিলেও পরবর্তীতে সেটা আর স্থায়ী হয়নি। যদিও শেষে কিশোর এন্ড্রিকের অসাধারণ হেড দিয়ে করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। বেশ ভালোই জমেছিল ম‍্যাচটা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61038.67
ETH 2626.98
USDT 1.00
SBD 2.62