সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহ (Weekly Plagiarism Report -September-2nd week )

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Polish_20210823_101637284.jpg

08--09-2021

চৌর্যবৃত্তি একটি মারাত্মক ব্যাধি। এটি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজানে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

আমাদের কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@kamran820639রাজা ..
100%
উৎস
@haideremtiazটিউশন..
100%
উৎস
@masrafiব্লগ..
100%
উৎস

কপিরাইট বিধি লঙ্ঘন:

ক্রমিক নংনামপোস্টপ্রধান উৎস
@oishi001লিংক উৎস
@hayat221লিংক উৎস
@alauddinpabelলিংক উৎস


যাদেরকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া এই লিংক থেকে জয়েন হয়ে নিন।


JOIN WITH US ON DISCORD SERVER

Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Sort:  
 3 years ago 

খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট।কোন ছলচাতুরীর সুযোগ হবে না এখানে।আপনি যেমন কাজ করবেন ঠিক তেমনই ফল পাবেন।এই রিপোর্ট দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ।কোন রকম দুই নাম্বার কাজ করা যাবে না।আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা রিপোর্ট করার জন্য।

 3 years ago 

চৌর্যবৃত্তির মাধ্যমে কমিউনিটি থাকে দূষণ মুক্ত।সকলে সর্তকতার সাথে কাজ করবে।চৌর্যবৃত্তি কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এর আওতায়ভুক্ত হয়েছেন এর মাধ্যমে সর্তকতা অবলম্বন করতে পারবে।

 3 years ago 

অনেক সুন্দর একটি প্রতিবেদন। হঠাত করে এভাবে চৌর্যবৃত্তি বেড়ে গেলে তো কমিউনিটির পরিবেশ নোংরা হয়ে যায়।

আপনি কমিউনিটির পরিবেশ সুন্দর রাখার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আপনার জন্য শুভকামনা রইলো যেনো এভাবে কাজ করে যেতে পারেন ভাই।

অনেক গুরুত্বপূর্ণ কাজ এটা।কমিউনিটি শিষ্টাচার বজার রাখার জন্য সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন সকল ইউজারকে সচেতন কর।আপনার এই গুরুত্বপূর্ণ কাজের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি 💖

শুভেচ্ছা রইলো ভাই।

 3 years ago 

সত্যি এটি আমার অনেক বড় ভুল হয়েছে।। আমি এর জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।। এরকম ভুল আর কখনোই হবেনা।।।😢😢

@rex-sumon ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমার ভুলটি ধরিয়ে আমাকে এবারের মতো ক্ষমা করে দিয়েছেন। 🌷🌷❤️❤️

 3 years ago 

ভুল বুঝতে পারার জন্য ধন্যবাদ। সুন্দর কাটুক আগামী দিনগুলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া...🥰🥰❤️❤️

 3 years ago 

চৌর্যবৃত্তি সংখ্যা বেড়ে গেছে , আসলে কমিটিতে অনেক নতুন সদস্য এসেছেন তারা হয়তো অনেকেই জানেন না যে @rex-sumon ভাই যে এই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে রয়েছেন। আশা করি আপনার এই পোষ্টের মাধ্যমে অনেকেই শুধরিয়ে যাবেন এবং পরবর্তীতে আর এই কাজ করতে কেউ সাহস পাবে না। অনেক ধন্যবাদ ভাইয়া এই গুরুতর স্বচ্ছ কাজটি করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এই প্রতিবেদনের ফলে সকলে আরো বেশি সচেতন হবে এবং সবাই সততার সাথে কাজ করার চেষ্টা করবে। শুধু তাই নয় এর ফলে ধীরে ধীরে আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে চৌর্যবৃত্তি চিরতরে নির্মূল হবে। আর চৌর্যবৃত্তি নির্মূল হলে আমার বাংলা ব্লগ কমিউনিটির সুন্দর পরিবেশ বজায় থাকবে।

 3 years ago 

হঠাৎ করে চৌর্যবৃত্তি বেড়ে গেলে কেন? তারা কি মনে করেছে যে পার পেয়ে যাবে? সুমন ভাই থাকতে এতো সহজ হবে না।

 3 years ago 

খুব সুন্দর ও স্বচ্ছভাবে রিপোর্ট তৈরি করেছেন দাদা।যেটি অত্যন্ত নিপুনতার সঙ্গে ফুটে উঠেছে।কিন্তু চৌর্যবৃত্তির সংখ্যা কমে গিয়ে ও আবার বেড়ে যাচ্ছে।কিন্তু সুমন দাদার দূর্বিনের মতো চোখে তারাও হার মানছে।অনেকেই সতর্ক ও হতে পারছে।ধন্যবাদ দাদা সুন্দর রিপোর্ট প্রকাশের জন্য।

আশাকরি, সবাই সতর্ক হবেন এবং তারপর অবশ্যই পোস্ট করবেন। সকলের জন্য শুভকামনা 🙂

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 62678.63
ETH 3015.27
USDT 1.00
SBD 2.49