This post was hidden due to low ratings.

Sort:  

এদিকে আমি লজ্জায় লাল হয়ে গেছি।কারণ টিউশনির প্রথমদিন বাড়ির লোক ভাববে আমি পুরো এক প্লেট বিস্কুট সাবাড় করে দিয়েছি!

এটাই স্বাভাবিক ভাই। আপনি বিস্কিট খেতে পারলেন না কিন্তু প্লেটের বিস্কুট ফুরিয়ে গেল🙂 চমৎকার ঘটনা ভাই।খুব ভালো লাগছে এই অংশটুকু।

তারপর লজ্জা লজ্জা ভাব নিয়ে আর একটা বিস্কিট হাতে নিয়ে বলল,স্যার খাই?কি আর করার, বললাম,'খাও'।বিস্কুটটা হাতে নিয়ে টুপ করে পানিতে ডুবিয়ে গিলে ফেলল!আমার কাছে মনে হচ্ছিল এ যেন সব চোখের পলকে ঘটে গেল।পরেরবার আবার আরেকটা বিস্কুটটা নিয়ে একই কাজ করলো।এবার আর আনাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না।সেই আগের মতো আবার একটা বিস্কিট হাতে নিয়ে বললো,স্যার,খাই? আমিও নিরুপায় হয়ে বলি খাও!এভাবে একটা একটা করে পুরো প্লেটের বিস্কুট সাবাড় করে দিল।

শুভ কামনা রইলো ভাই আপনার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম ভাই।আমার গল্পটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে

আপনাকেও স্বাগতম❤️

 3 years ago 

প্রথম দিনের টিউশনিতে নাস্তা, সম্পর্কে আলোচনা অনেক সুন্দর লিখেছেন ভাই ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

পোস্টটি পড়েছেন।এজন্য আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

সুন্দর লিখেছেন ভাইয়া।যদি আপনার বাংলা বানানের প্রতি একটু সচেতন হন,তাহোলে আরো ভালো লাগবে।❤️

 3 years ago 

ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।পরবর্তী সময়ে সর্তক হয়ে লিখার চেষ্টা করবো

 3 years ago 

কী দরকার ছিল আন্টি!আমি তো নাস্তা করেই এসেছি।'

ভাগ্য ভাল আপনার। আন্টি খাবার ঘুরিয়ে নিয়ে চলে যায় নাই :P

লজ্জার কিছু নাই ভাই। আমরা সবাইই পড়াইতে গিয়ে কিছু না কিছু খেয়ে এসেছি। কিন্তু আমাদের ভাগ্য ছাত্রের ছোট ভাইয়ের ক্যারেকটার পড়ে নাই।

 3 years ago 

তাহলে তো আপনারা বেচেঁ গেছেন😇।ধন্যবাদ ভাই আপনার যথোপযোগী মন্তব্যের জন্য

 3 years ago 

সবকিছুরই প্রথম দিনে অনেক অস্বত্বির মধ্যে পড়তে হয়। বেঁচে গেছে আপনার ছাত্রের কোনো বোন নেই। নয়তো আরো অস্বত্বিতে পড়ে যেতেন ভাই,

 3 years ago 

কি বললেন ভাই😇।বোন ছিলনা তবে ভাইটা দুষ্ট প্রকৃতির ছিল।

 3 years ago 

আমিও একসময় আপনার মতো টিউশনি করতাম। এটা আমার খুবই বিরক্ত লাগত। যে পাড়াতে গেলেই নাস্তা বিষয়টি কেমন অপ্রিতিকর। এসব ভালো লাগত না। পরে স্টিমে যোগ দেওয়ার পর টিউশনি ছেড়ে দেয়। ভালো একটি বিষয়ে আলোচনা করেছেন।

 3 years ago 

জি ভাই।অভিজ্ঞতা অর্জন + টাকা আপনি দুটাই পাবেন টিউশনি করে।যদিও আমি এখন করাইনা এখন।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ভাই

 3 years ago 

🙂🙂

 3 years ago 

বেশ মজার বিষয় ছিল।শুনে ভালো লাগলো বাচ্চা ছেলেটির কথা।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ দিদি পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

100% প্লাগারিজম পোস্ট।

https://www.bd-pratidin.com/rokomari-rommo/2021/08/30/685499

 3 years ago 

যাহ! পুরোটাই কপি পেস্ট 😭

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54819.76
ETH 2295.81
USDT 1.00
SBD 2.31