Target December Power Up - টার্গেট ডিসেম্বর পাওয়ার বৃদ্ধি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Polish_20210719_114529688.jpg

আপনাদের মধ্যে যারা শক্ত মনোবল নিয়ে স্টিমিট প্লাটফর্মে দীর্ঘদিনের জন্য কাজ করতে এসেছেন তাদের জন্য এই উদ্যোগটি অনেক সুফল বয়ে আনবে। এছাড়া সবাই একসাথে অংশগ্রহণ করলে প্রতিযোগিতামূলক একটি পরিবেশ গড়ে উঠবে। আপনারা জানেন স্টিমিটে নিজের একাউন্ট এর পাওয়ার বৃদ্ধি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। নির্দিষ্ট পরিমাণ পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনার একাউন্টে নির্দিষ্ট মানের ভোট দেয়ার সক্ষমতা তৈরি হবে। এছাড়াও এটি আপনার ইনকামের একটি সঞ্চয় বলতে পারেন। প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট পরিমাণ STEEM পাওয়ার আপ করে আপনি সেটিকে সঞ্চয় হিসেবে রেখে দিতে পারেন।

এই কাজটি সুবিধার জন্য, আনন্দের জন্য এবং প্রতিযোগিতামূলক করার জন্য আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি। উদ্যোগটির নাম দেয়া হয়েছে টার্গেট ডিসেম্বর-Target December আপনারা সবাই এখানে অংশগ্রহণ করতে পারবেন। ডিসেম্বর মাসের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ স্টিম পাওয়ার বৃদ্ধির লক্ষ্যে, প্রতি সপ্তাহে আপনার ক্ষমতা এবং ইচ্ছা অনুযায়ী যেকোনো পরিমাণ 'STEEM', পাওয়ার বৃদ্ধির কাজে ব্যবহার করতে পারবেন । সর্বপ্রথম আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে।

যেভাবে আপনি টার্গেট ডিসেম্বরে অংশগ্রহণ করবেনঃ

  • সর্বপ্রথম একটি পোস্ট লিখুন। যেখানে উল্লেখ করবেন আপনার টার্গেট ডিসেম্বর এর লক্ষ্য, এবং প্রতি সপ্তাহে কী পরিমাণ পাওয়ার বৃদ্ধি করার ইচ্ছা আপনার রয়েছে সে বিষয়ে বিস্তারিত।

  • এরপর প্রতি সপ্তাহে পাওয়ার আপ করে আপনাকে একটি পোস্ট করতে হবে। যেখানে উল্লেখ করতে হবে আপনি কি পরিমান STEEM পাওয়ার বৃদ্ধি করলেন। পাওয়ার বৃদ্ধির পূর্বের এবং পরের, ওয়ালেট এর স্ক্রিনশট যুক্ত করতে হবে আপনার পোস্টে।

  • প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনেই আপনাকে পাওয়ার বৃদ্ধির পোষ্ট টি করতে হবে।

  • আপনার পোষ্টের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্যাগ হিসেবে ব্যবহার করুন যথাক্রমে #TargetDecember , #welovepowerups #powerup

  • আপনি যেকোনো ভাষায় এই পোস্ট লিখতে পারবেন। তবে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে লিখলে অবশ্যই বাংলায় লিখতে হবে। যে কোন কমিউনিটি তে পোস্ট করার স্বাধীনতা আপনার রয়েছে।

প্রতিমাসে আমি সেরা ৫ জনকে নির্বাচিত করব ৫ স্টিম করে প্রত্যেক জনকে উপহার দেয়ার জন্য। নিজের মোট ইনকাম এর তুলনায় কি পরিমান স্টিম পাওয়ার বৃদ্ধির কাজে ব্যবহার করা হয়েছে তার উপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে।

আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আশাকরি আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমরা সবাই একটি ভালো পরিমাণের পাওয়ার আপ করতে পারব।


JOIN WITH US ON DISCORD SERVER

Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Cc:- @rme @steemcurator01

Sort:  

অনেক সুন্দর উদ্যোগ। আমার মত নতুনদের মনোবল জোগাবে এবং এগিয়ে যাওয়ার বাধা দুর করবে। আপনাকে সবসময় স্বাগতম।

 3 years ago 

আপনি ডিসকর্ডে দ্রুত যোগাযোগ করেন।

 3 years ago 

পাওয়ার আপ করতেই আমি সবসময় ভালবাসি। টার্গেট ডিসেম্বর পাওয়ার বৃদ্ধি 🏆 এই একটি পরিকল্পনায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। #welovepowerups

20210724_111427_0000.jpg

https://steemit.com/hive-129948/@alsarzilsiam/target-december-power-up

ভালো একটি উদ্যোগ।কমিউনিটির ভালোর এবং নিজের ভালোর জন্য এর থেকে ভালো উদ্যোগ হতে পারে না। 💙👌

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago (edited)

আমি প্রতি সপ্তাহে কিছুসংখ্যক স্টিম পাওয়ার আপ করি 30-40 ইত্যাদি। এরকম ধরনের আমি প্রতি সপ্তাহে স্টিম পাওয়ার আপ করে নিজের শক্তি বাড়ানোর চেষ্টা করি। গত কাল ও ৩০ স্টিম পাওয়ার আপ করেছি।

https://steemit.com/hive-177276/@alsarzilsiam/power-up-or-or-achieved-518-sp-or-or-date-19-07-2021-or-or-20-beneficiaries-around-the-world

 3 years ago 

Awesome

 3 years ago 

নির্দিষ্ট পরিমাণ পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আপনার একাউন্টে নির্দিষ্ট মানের ভোট দেয়ার সক্ষমতা তৈরি হবে। এছাড়াও এটি আপনার ইনকামের একটি সঞ্চয় বলতে পারেন।

এটি একেবারে সত্যি কথা। আশা করছি আমাদের কমিউনিটির সকল এক্টিভ ইউজার এই উদ্যোগে অংশগ্রহণ করবে। প্রতিদিন আমাদের কমিউনিটি হতে অ্যাক্টিভ ইউজার দের পোস্টে যে পরিমাণ ভোট দেওয়া হয় তাতে আশা করা যাই ডিসেম্বরের মধ্যে প্রত্যেকে ৫০০ স্টিম পাওয়ার করা শুধুমাত্র সময়ের ব্যাপার।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই। পরবর্তীতে প্রাইস বৃদ্ধি পেলেও সবাই বড় একটি লাভের মুখ দেখবে

 3 years ago 

খুবই ভালো উদ্যোগ এটা।আশা করি সবাই ওই প্রতিযোগিতায় অংশ নিবে এবং সবাই পাওয়ার বৃদ্ধিতে সহযোগীতা করবে

 3 years ago 

🙂🙂

অনেক ভালো একটা উদ্যোগ। আশা করি আমরা যদি প্রতি সপ্তাহে একটা নিদির্ষ্ট পরিমাণ পাওয়ার আপ করতে পারি তাহলে আমাদের নিজেদের ক্ষমতা বৃদ্ধি পাবে।আর আমাদের পাওয়ার বৃদ্ধি পেলে আমাদের সামনের স্টিমাইট ভবিষ্যৎ টা আশা করি লাভজনক হবে।আমি চেষ্টটা করব যাতে সপ্তাহের একটা নিদির্ষ্ট দিনের আমার পাওয়ার বৃদ্ধি করার জন্য।

ধন্যবাদ এতো সুন্দর একটা পোস্ট এবং উদ্যোগ গ্রহণ করার জন্য।

 3 years ago 

চেষ্টা করে যাও। অনেকদিন পর দেখবে অনেক পাওয়ার জমে গেছে।

জি ভাইয়া।

 3 years ago (edited)

ভাই খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছেন এবং পাওয়ার আপ বৃদ্ধির ব্যাপারে আমি খুবই আশাবাদি। কারন এটা সত্যি যে নিজের সক্ষমতা তৈরী বা বৃদ্ধি ছাড়া ভালো কিছু করা অসম্ভব। আমি আপনার উদ্যোগের সাথে সহমত পোষন করছি এবং আজই ১০০ স্টিম পাওয়ার আপ করবো, যদিও গতকাল ৩০০০ স্টিম পাওয়ার আপ করেছি। ধন্যবাদ

Power up Post Link-
https://steemit.com/hive-129948/@hafizullah/100-steem-power-up-or-or-target-december-amarbanglablog-initiative

 3 years ago 

আশা করি খুব দ্রুত আপনার 10000 পাওয়ার পূর্ণ হবে।

 3 years ago 

ভালো উদ্যোগ। ভালো চিন্তাধারা। শুভেচ্ছা রইলো সকলের জন্য।

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

সফলতা কামনা করছি এবং আমি বিশ্বাস করি, সকল ইউজার চেষ্টা করবে নিজ নিজ অবস্থান থেকে পাওয়ার আপ করার জন্য । শুভেচ্ছা রইল সকলের জন্য।

 3 years ago 

জি ভাই সঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61249.08
ETH 3397.67
USDT 1.00
SBD 2.51