সময় বদলায়!!

in আমার বাংলা ব্লগ9 hours ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বর্তমানে যে পরিস্থিতি আমাদের চারিপাশে তা আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দিয়ে যাচ্ছে। প্রথমত যে শিক্ষাটা পাওয়া যায় তা হচ্ছে ক্ষমতার দাপট যতই থাক, তা চিরস্থায়ী নয়। আরো একটি বড় শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে একজন ব্যক্তি যে দলই করুক না কেন তার ঊর্ধ্বে তার বিবেক এবং মানবতা রাখা উচিত।

প্রথম যে কথাটা উল্লেখ করলাম সেটাতো সবাই বুঝতেই পারছেন। এটা কমবেশি সকলেই মনে প্রানে মানে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা আবেগ তাড়িত বা উত্তেজিত হয়ে আমাদের পাড়া প্রতিবেশীর সাথে বিভিন্ন সময় খারাপ আচরণ করে ফেলি। পরিণতি সম্পর্কের চরম অবনতি। যার সাথে ঘুম থেকে উঠে দেখা হবে, যার সাথে পথ দিয়ে চলার সময় চোখাচোখি হবে তার সাথে ভিন্ন মতের কারণে সম্পর্ক নষ্ট করা চরম রকমের বোকামি।

কোন নির্দিষ্ট দলকে পছন্দ হতেই পারে। কিন্তু সমস্যা হলো অন্ধ ভক্ত হয়ে নিজের প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করা খুবই নিকৃষ্ট মনের একটি কাজ। আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন আপনার প্রতিবেশী আপনার জন্য ছুটে আসবে। গ্রামে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যখন কারোর বাড়িতে আনফরচুনেটলি আগুন লেগে যায় তখন গ্রামের সকলেই দৌড়ে আসে আগুন নেভানোর কাজে সাহায্য করতে। কেউ কিন্তু তখন শত্রু মিত্র দেখে না। আমাদের বাড়ির পাশেই একটা ঘটনা : একজনের বাড়িতে আগুন লেগেছে আমি সেখানে দেখেছি তার শত্রুরা পর্যন্ত এসেছে আগুন নেভাতে। আগুন নেভানো শেষে তারা আবার তাদের বাড়িতে চলে গেছে চুপচাপ। তাহলে দেখুন কঠিন বিপদে কিন্তু পাড়া প্রতিবেশীদেরই সবসময় পাশে পাওয়া যায়।

আপনি যখন অসুস্থ বা আপনি যখন হঠাৎ কোন বিপদে পড়তেছেন তখন আপনার দল আপনাকে দেখতে আসবে না। রাজনীতির কারণে বর্তমানে সমাজের মধ্যে আন্তরিকতার যথেষ্ট অভাব লক্ষণীয়। দিনশেষে সকলেই আপনাকে ইউজ করে ফেলে দেবে। অথচ যে মানুষটি সকলের সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে চলাফেরা করে তাকে এমন দিন দেখতে হবে না। কোন দলের পরিবর্তনে তার কোন কিছু যায় আসবে না। বিকেলে পরিচিত লোকদের সাথে বসে দুদন্ড আড্ডা দিতে পারবে মন খুলে।

ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতার দাপটে এজন্য দেখাতে হয় না। ক্ষমতা কাজে লাগাতে হয় মানুষের কল্যাণে। পৃথিবীতে তাদেরকেই মানুষ মনে রাখে যারা মানুষের জন্য কাজ করে গেছে। হ্যাঁ তাদেরকেও মনে রাখে যারা স্বৈরাচার, কিন্তু সেটা ব্যাড এক্সাম্পল হিসাবে। সৃষ্টিকর্তা আমাদের বিবেক দিয়েছে, তাই সে বিবেক দিয়ে চিন্তা করে আমাদের প্রত্যেকটা স্টেপ আগানো উচিত।

৫, ১০, ১৫ বা ২০ বছর। হয়তো আপনি খুব ভালো থাকবেন। তারপর? আপনার দল যখন ক্ষমতাচ্যুত হবে তখন অন্য দলের মানুষেরা আপনাকে ভালোবাসবে যদি আপনি ক্ষমতা থাকাকালীন অবস্থায় অন্যদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেন। এজন্য কোন দল আসলো গেল এটা কোন ম্যাটার না। আপনি যে কোন দলকে পছন্দ করতেই পারেন। মেইন পয়েন্ট অফ ভিউ হলো নিজে সৎ থাকা। উপকার করতে না পারলেও অন্তত কাউকে ক্ষতি না করা। ব্যাস!!!

penguin-8875750_1280.webp



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 hours ago 

একদম সঠিক কথা ই বলেছেন ভাইয়া।এটা খুব সত্যি আমরা কোন দল করার কারনে আমাদের পাশের মানুষদের বিশেষ করে প্রতিবেশীদের সাথে কোন রকম সম্পর্কের অবনতি করব না।কারন বিপদে কোন দল নয় বরং প্রতিবেশীরাই এগিয়ে আসে।এজন্য সকলেরই উচিত পাশের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা।

 6 hours ago 

আসলে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারলে সবদিক দিয়েই ভালো। তাছাড়া প্রতিবেশীদের সাথে তো কোনোভাবেই সম্পর্ক খারাপ করা যাবে না। কারণ যেকোনো বিপদে আত্নীয় স্বজন আসার আগেই প্রতিবেশীরা ছুটে আসে। যাইহোক সবার উচিত দলমত নির্বিশেষে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60814.60
ETH 2715.64
USDT 1.00
SBD 2.44