শপিং!!

in আমার বাংলা ব্লগ21 days ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গতকাল একটা ইম্পর্ট্যান্ট কাজে ঢাকায় এসেছি। একেবারেই আসার ইচ্ছে ছিলো না। এবার আমাদের উপজেলা নির্বাচনে আমার মামা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ৮ তারিখ ছিলো ভোটের দিন। ভোটের দিনটা ছিলো ভিষণ এক্সাইটমেন্টে ভরা৷ সারাদিন অপেক্ষার পর রাতে ফলাফল এলো আমার মামা ২৮,০৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ১৬,৬০০ ভোট বেশি পেয়েছেন। এটা এক বিশাল জয়।

ভোটের পরের দিন অর্থাৎ ৯ তারিখ ছিলো আনন্দ করার দিন। কিন্তু বিশেষ প্রয়োজনে ৯ তারিখে আমাকে ঢাকায় আসতে হলো। সবথেকে কষ্টের বিষয় হলো যে কারণে ঢাকা আসছি, তাই হলো না। খুব খারাপ হলো বিষয়টি। যাইহোক, কি আর করা। আজ শুক্রবার ভাবলাম নিউমার্কেট যব কিছু কেনাকাটা করতে। এক বন্ধু আর এক ছোট ভাইকে নিয়ে বিকেলে গেছিলাম নিউমার্কেট।

1715353543479-01.jpeg

1715353556567-01.jpeg

অল্প কিছু কেনাকাটা করার প্ল্যান ছিলো। আমার প্রিয়তমার জন্য একটি বোরকা, ওর ছোট বনের জন্য একটা বোরকা, আমার জন্য ২ টা টি-শার্ট, কিছু আর্ট এর তুলি আর কিছু উপন্যাস এর বই৷ আমরা ৪ টার দিকে গেছিলাম। আজ যেহেতু শুক্রবার, রাস্তায় জ্যাম ছিল না। নিউমার্কেটে শুক্রবারে ভিড় হয় সন্ধ্যার পর থেকে। সাড়ে চারটার দিকে নিউমার্কেটে তেমন একটা ভিড় তুলনা। প্রথমে গিয়েই কিছু বোরকার দোকানে ঢুকেছিলাম। একটা দোকান থেকেই দুজনের বোরকা কিনেছি।

1715353781906.jpg

মেয়েদের জিনিসপত্র কেনা আমার খুব ঝামেলা মনে হয় কারণ আমি যেটাই কিনি পরে তার পছন্দ হয় না। ছবি তুলে পাঠিয়ে চয়েস করিয়ে তারপর নিতে পারলাম দুইটি বোরখা।

1715353506973-01.jpeg

1715353526939-01.jpeg

বোরকা কিনা শেষ করে গেছিলাম রং তুলি কিনতে। বিভিন্ন সাইজের পাঁচটি রং তুলি নিলাম আর কিছু ক্লে নিলাম। এগুলো কেনা শেষ করে এবার চলে গেলাম আমার জন্য টি-শার্ট কিনতে। নিউ মার্কেট একটা ভালো টি-শার্ট এর দোকান আছে যেখান থেকে এর আগেও আমি টি শার্ট নিয়েছিলাম। দোকানটিতে গিয়ে দুটো টি-শার্ট পছন্দ করলাম। দুটো টি শার্টের একটি ছিল কালো আরেকটি ছিল সাদা। টি শার্ট দুটি কিনে এনে এবার নিউ মার্কেটের নিচে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। বিকেল টাইমে মসজিদের সাইডের জায়গাটা ভালোই লাগছিল।

1715353585313-01.jpeg

1715353602716-01.jpeg

এবার চলে গেলাম নীলক্ষেতে। ইচ্ছে ছিল হুমায়ূন আহমেদের কয়েকটি উপন্যাসের বই কেনার। হুমায়ূন আহমেদের ১০ টি উপন্যাস নিলাম। বই কেনা শেষ করতে করতে তখন প্রায় সন্ধ্যা লেগে গেছে। নীলক্ষেতের ঐখান থেকে নিউমার্কেটের সাইডে চলে আসলাম হেঁটে। এ সাইডে এসে একটি রিক্সা নিলাম। রিক্সা নিয়ে সোজা বাসায় চলে এলাম।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 21 days ago 

ভাইয়া আপনার শপিং করার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো। আসলে শপিং করতে গেলে ভিড় থাকলে সেখানে শপিং করা বেশ কষ্টকর হয়ে যায় ।ভালো ছিল যে শুক্রবার দেখে আজ আপনারা কিছুটা ফাঁকা পেয়েছিলেন এবং দেখে শুনে পছন্দের জিনিসগুলো কিনতে পেরেছেন ।যেহেতু ভাবিকে দেখিয়ে নিয়েছিলেন তাহলে এবার আর অপছন্দ হওয়ার কোনো সুযোগ নেই। বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 20 days ago 

পরে আর বলতে পারবে না যে পছন্দ হয়নি। 😅

Upvoted! Thank you for supporting witness @jswit.

 21 days ago 

বাহ্! আপনার মামা তো বিশাল ব্যবধানে জয় পেয়ে উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এটা সত্যিই খুব আনন্দের বিষয়। আমাদের এখানেও ৮ তারিখে নির্বাচন হয়েছে। যাইহোক নিউমার্কেটে গিয়ে মোটামুটি বেশ ভালোই কেনাকাটা করেছেন ভাই। মেয়েদের কেনাকাটা করতে আসলেই ঝামেলা লাগে। তাইতো আমি আমার ওয়াইফকে সাথে নিয়ে যাই। নিউমার্কেট এবং এলিফ্যান্ট রোডে শুক্রবার বিকেল বেলা মানুষ মোটামুটি কম থাকে বলে, আমরা প্রায়ই শুক্রবার বিকেলের দিকে যাই। গত শুক্রবারের আগের শুক্রবার বিকেলে গিয়েছিলাম নিউমার্কেট, এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা এবং গ্রীন স্বরনিকা শপিং মলে। যাইহোক এতো চমৎকারভাবে শপিং করার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 20 days ago 

এলিফ্যান্ট রোডে গেলেই শুধু মনে হয় বিয়ের শপিংটা যদি এখান থেকে করতাম!! 😅😅

 20 days ago 

ভাই এলিফ্যান্ট রোড থেকে বিয়ের শপিং করে ঐশী ভাবীকে আবারও বিয়ে করুন। তাহলে আপনার মনের আশাটা পূরণ হবে এবং আমাদের কমিউনিটির সবাই দাওয়াত খেতে পারবে😂😂।

 20 days ago 

হাহাহা 😂😂

 20 days ago 

একটা না দুইটা না পুরো দশটা উপন‍্যাস কিনলেন সেটা আবার হুমায়ুন আহমেদ। তা ভাই কোন কোন টা কিনেছেন সেটা তো বললেন না। নীলক্ষেত বইয়ের জন্য একেবারে পারফেক্ট একটা জায়গা এবং পোষাক কেনার জন্য নিউমার্কেট।

 19 days ago 

একজন মায়াবতী
কৃষ্ণপক্ষ
পেন্সিলে আঁকা পরী
আমার আছে জল
মেঘ বলেছে যাব যাব
নন্দিত নরকে
শঙ্খনিল কারাগার
অচিনপুর
নির্বাসন
সৌরভ

 19 days ago 

❣👌

 20 days ago 

আপনার মামার ভোটের আনন্দতো উপভোগী করতে পারলেন না। তার আগেই ঢাকায় চলে আসতে হলো। যাক ঢাকা যে কাজে এসেছিলেন সে কাজ না হলেও ভালোই শপিং করেছেন বোঝা যাচ্ছে। আসলে ছেলেরা মেয়েদের জন্য যেসব জিনিস পছন্দ করে তা বেশিরভাগ মেয়েদেরই পছন্দ হয় না। ভালো করেছেন ছবি পাঠিয়ে পছন্দ করিয়ে নিয়েছেন। তা না হলে পছন্দ না হলে আরেক বিপদ হত। যাই হোক বেশ ভালোই শপিং করেছেন বোঝা যাচ্ছে। ভালো লাগলো আপনার শপিং করা মুহূর্ত পড়ে।

 20 days ago 

ঠিক বলেছেন আপু।
ভাইয়ের ও সেইম অভিজ্ঞতা আছে আমি শিওর। 😅

 20 days ago 

ভাই আমার জন্য কিছু কিনেইনা। অভিজ্ঞতা আসবে কই থেকে। কিন্তু তার পছন্দ ভালো। বিয়ের আগে দেখেছি। 😜😜।

 20 days ago 

হু তা তো বলবেনই। ভাই কে যে পছন্দ করছিলেন। 🤣

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68609.44
ETH 3824.89
USDT 1.00
SBD 3.63