একুশে বইমেলাতে কোন এক সন্ধ্যায়।

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর হঠাৎ মনে হলো কিছুদিন আগে বইমেলাতে গিয়েছিলাম সে গল্প আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে বইমেলাতে বেশি একটা সময় হাতে করে নিয়ে যেতে পারি নাই। হঠাৎ করেই ডিসিশন নিয়েছিলাম ঘুরে আসব গিয়ে।

সিয়াম কে একবার কল দিয়েছিলাম যে মেলায় আছে কিনা। সিয়াম দূরে এক জায়গা ছিলো যার কারণে মেলাতে গিয়ে ওর সাথে দেখা হয়নি। যাইহোক বিকেল টাইমে বের হয়েছিলাম, পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে গিয়েছিল। ঢাকার যানজটে কোথাও গিয়ে শান্তি নেই। বইমেলা হচ্ছে একটা জ্ঞানের সমুদ্র। বুকশেলফে রাখা প্রত্যেকটা বইগুলো এক একটা জ্ঞানির কলমের অলংকারে অলংকিত।

বইমেলাতে গিয়ে অনেকগুলো স্টলের ছবি তুলেছিলাম। ছবিগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব।

IMG_20240210_191545.jpg

IMG_20240210_190814.jpg

IMG_20240210_190225.jpg

IMG_20240210_185722.jpg

IMG_20240210_185411.jpg

IMG_20240210_185348.jpg

IMG_20240210_184631.jpg

IMG_20240210_184042.jpg

IMG_20240210_181832.jpg

IMG_20240210_175858.jpg

IMG_20240210_174622.jpg

IMG_20240210_174651.jpg

IMG_20240210_174748.jpg

কিছু দোকান এত সুন্দর ভাবে সাজানো হয়েছে যা দেখেই চোখ আটকে যাচ্ছে। প্রত্যেকটি দোকানই অস্থায়ী কিন্তু সাজসজ্জা দেখে বোঝার উপায় নেই। বিভিন্ন লেখক নিজে এসেছে দোকানে। লেখককে দেখে কিছু দোকানের সামনে উপচে পড়া ভিড়।

IMG_20240210_182811.jpg

IMG_20240210_182111.jpg

বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক এসেছে পাঠকদের এবং লেখকদের ইন্টারভিউ নিতে। কেউ প্রিয় মানুষটিকে সাথে করে নিয়ে এসেছে পছন্দের লেখকের বইটি কিনতে। অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগলো - সুন্দর একটি সময় কাটিয়ে তারপর ফিরেছিলাম।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness

OR

SET @rme as your proxy


20240320_225328_0000.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

দীর্ঘদিন হোলো একুশে বইমেলায় যাওয়া হয়নি। অনেকদিন আগে একবার গিয়েছিলাম। তবে এবার ইচ্ছা ছিলো সেখান থেকে ঘুরে আসার। এই স্টল গুলো তৈরি হওয়ার কিছুদিন আগে আমি সেখানে গিয়েছিলাম। তবে সাথে কেউ থাকলে আপনার মেলায় কাটানো সময়টা আরো উপভোগ্য হয়ে উঠতো। তারপরেও সময়টা মনে হয় একেবারে খারাপ কাটেনি। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 months ago 

বই মেলায় গিয়ে বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া।সত্যি কথাই বলেছেন একেকটা স্টল চোখে লাগার মতো।সন্ধ্যা র পর অনেক ভীড় হয় আসলে।আপনার সাথে কেউ ছিল না।আমিও একদিন গিয়েছিলাম সন্ধ্যার পর।প্রচুর ভীড় ছিল।এসব জায়গায় একা গেলে আসলে ভালো লাগে না। চমৎকার কিছু ফটোগ্রাফির শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কোন এক সন্ধ্যায় একুশে বইমেলাতে নিজের কিছু অনুভূতি। আপনি সন্ধ্যার সময় বইমেলাতে গিয়ে বেশ কিছু সময় ঘোরাফেরা করেছেন আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। ঠিক বলেছেন ভাই আপনি আসলে প্রত্যেকটি দোকান অনেক সুন্দর ভাবে সাজান হয়েছে আমারও দোকান গুলো দেখে নিজের চোখ আটকে যাচ্ছে। বিভিন্ন সাংবাদিক এসে সেখানে লেখকদের এবং পাঠকদের ইন্টারভিউ নিচ্ছিল জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট লিখে শেয়ার করার জন্য। ভাই আপনিও কি ইন্টারভিউ দিয়েছেন নাকি ?

Posted using SteemPro Mobile

 5 months ago 

সন্ধ্যার পর বই মেলার স্টল গুলো যেন হয়ে উঠে একটি সুন্দর নগরী। আপনিও তো দেখছি বই মেলায় ঘুরে আসলেন। আমিও গিয়েছিলাম। তাও আবার একুশে ফেব্রুয়ারীর দিন। যে ঠেলাঠেলি রে বাবা। তবুও তো আপনি বাচঁলেন যে একা একা গিয়েছিলেন। ধন্যবাদ আপনার আজকের পোস্টের জন্য।

 5 months ago 

আমাও এবার বইমেলায় গিয়েছিলাম একদিন। মোটামুটি পুরো বইমেলা ঘুরে দেখেছিলাম। অনেক গুলো স্টলের থেকে বই দেখেছিলাম। তবে বই কিনেছিলাম শুধু বাতিঘর এবং নয়া উদ‍্যোগ এর স্টল থেকে। সত্যি স্টল গুলো খুবই সুন্দরভাবে সাজানো গোছানো থাকে পরিপাটি থাকে যা এককথায় অসাধারণ লাগে। আপনার করা ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল ভাই।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সিয়াম ভাইয়ের সাথে যদি দেখা হতো তাহলে বোধহয় আরও বেশি ভালো হতো। হ্যাঁ ভাই ছবিগুলো দেখেও বোঝা যাচ্ছে অস্থায়ীভাবে সাজানো হলেও খুবই সুন্দর লাগছে বোঝার উপায় নেই এটা অস্থায়ীভাবে সাজানো।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমিও এবারের বইমেলায় গিয়েছিলাম একদিন। বইমেলার দোকানগুলোর সাজসজ্জা আসলেই মুগ্ধ হওয়ার মতো ছিলো। ফটোগ্রাফি গুলো চমৎকার ভাবে ক্যাপচার করেছেন ভাই। বেশ ভালো সময় কাটিয়েছেন সেখানে। সিয়াম ভাইয়ের সাথে দেখা হলে, হয়তোবা আরও ভালো সময় কাটাতে পারতেন। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41