আমরা শোকাহত!!
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম। কেমন আছেন এই প্রশ্নটা আজ আর করছি না। কমিউনিটিতে থমথমে পরিবেশ। সবার কতা শুনে এমনটা মনে হচ্ছে তা নয়। আমার নিজের কাছেই খুব মনমরা মনে হচ্ছে সবকিছু। দাদার মনের অবস্থা কতটা কষ্টে ভরা সেটা আমরা বুঝতে পারছি। দাদা এবং পরিবারের সবাই এখন খুব জটিল সময় পার করছে।
সকল মাকলুকাতকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা চরম কঠিন সত্য। তবে সবার জন্য এই সত্যি টা কষ্টের নয়। মানুষের যেমন কর্ম তেমন ফল পাবে মৃত্যুর পর। ভালো মানুষদের মৃত্যু হয়না। ভালো মানুষ বেচে থাকে তার কর্ম গুনে। ভালো মানুষদের সফলতা সবখানে। একজন ভালো মানুষ পৃথিবীতে যেমন মানুষের অন্তরে যায়গা করে নেয় তেমনি ওপারে তার জন্য থাকে সুসজ্জিত বাগিচা। তার সর্বোত্তম সুখের সুচনা ঘটে।
একজন ভালো মানুষ আর খারাপ মানুষের মৃত্যুর মধ্যে কতই না পার্থক্য। যারা মানুষের জন্য বাচে, মানুষের জন্য ভাবে তারা নিজে চির সুখের স্থানে গমন করে কিন্তু তার ভালোবাসার মানুষদের মনে চরম কষ্ট দিয়ে বিদায় নেয়।
একজন ভালো মানুষের মৃত্যুর পর পৃথিবীতে সবচেয়ে সুন্দর বিষয়টা হলো তার সুন্দর কর্ম সমাজের মঙ্গলের জন্য বেঁচেই থাকে। আমাদের দাদা একজন ভাগ্যবান সন্তান ছিলেন। আঙ্কেল তার চারিত্রিক বৈশিষ্ট সন্তানের মধ্যে রেখে গেছেন। গত ৩ বছরে দাদার বাবার সম্পর্কে যা কিছু জানতে পেরেছি তাতে আর বুঝতে বাকি ছিলোনা তিনি কেমন মানুষ ছিলেন। একজন সাদাসিধা ভদ্রলোক। সন্তানদের তৈরি করে গেছেন একদম যোগ্য করে।
অনেকদিন আগে আমি আঙ্কেলের একটি ছবি দেখেছিলাম। কালকের এই দুঃসংবাদটা শোনার পর ওই ছবিটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল। মৃত্যুর এই চরম সত্যটাকে সবাইকে মেনে নিতে হবে কিছুই করার নেই। বাবার মৃত্যুর পর সন্তানের জন্য সবচেয়ে ইম্পরট্যান্ট কাজ হলো বাবা যেন ওপরে ভালো থাকে সে রকম কাজ করা। সন্তান যত ভালো কাজ করবেন তার ফল পিতা-মাতা পেয়ে থাকেন।
আপনারা অনেকেই জানেন আমি গত পরশুদিন একটি পুত্র সন্তানের বাবা হয়েছি। আনন্দ মুহূর্তের মধ্যে হঠাৎই এমন নিউজটা আমাকে থমকে দিয়েছিল। আমি খুবই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম নিউজটা শোনার পর থেকে। এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এমন কঠিন মুহূর্ত এই পরিবারটা যেন ধৈর্য ধারণ করতে পারে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা সবাই জানি। তবুও মাঝে মাঝে মেনে নিতে কষ্ট হয়। আপন মানুষগুলোকে হারাতে মন চায় না। দাদা উনার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছেন এটা ভাবতেই খারাপ লাগছে ভাইয়া। দুঃসংবাদটি শোনার পর খুবই খারাপ লেগেছে।
আসলেই দাদা এবং দাদার পরিবার এখন যে কতোটা কঠিন সময় পার করছে, সেটা আমরা কল্পনাও করতে পারবো না। দাদার বাবা সত্যিই খুব ভালো মনের মানুষ ছিলেন। উনার মতো এমন পরোপকারী মানুষ বর্তমানে খুব কম রয়েছে। দোয়া করি উনি যাতে ওপারে খুব ভালো থাকেন। তাছাড়া দাদার পরিবারকে মহান সৃষ্টিকর্তা যাতে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলেই, দাদার কথা থেকে যতটুকু জেনেছি, আন্দাজ করাই যায় যে দাদার বাবা কতটাই না ভালো মানুষ ছিলেন। দাদাকে আমরা যতটা ক্ষমাশীল দেখি, আমার বিশ্বাস, উনার বাবা আরো অনেক গুণ বেশি ক্ষমাশীল ছিলেন। এই খবরটি পেয়ে আমরা সকলেই মর্মাহত। উনার আত্মার শান্তি কামনা করি মন থেকে। দাদার পরিবার এই চরম সত্য, চরম দুঃখের পরিস্থিতির শোক সহ্য করার শক্তি পাক।
শুক্রবার দুপুরের দিকে নিউজটি দেখতে পেয়ে অনেক খারাপ লাগলো ।দাদা তার বাবাকে হারালেন।এই শোক সহজেই কাটিয়ে ওঠা তার পক্ষে অনেকটাই অসম্ভব।দোয়া করি দ্রুত দাদা ও তার পরিবার শোক কাটিয়ে উঠতে পারেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।